30/05/2021
বৃষ্টির কারনে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ার দরুন,পাখি অসুস্থ হয়ে যাওয়ার আশংকা রয়েছে।
পাখি কম তাপমাত্রায় মানিয়ে নিতে পারলেও এই বৈচিত্রপূর্ণ আবহাওয়ার কারনেই অসুস্থ হয়ে যায় মূলত।
অতএব পাখির এ সময় একটু বাড়তি যত্নের কোন বিকল্প নেই।
👉 লাগাতার বৃষ্টির দিনগুলোতে পাখিকে আদা, তুলসি ও মধুর দ্রবণ তৈরী করে খেতে দিবেন।
👉হালকা লিকারের চা দিতে পারেন।
👉রাতে বৃষ্টি হলে বা সকালে বৃষ্টির জন্য আবহাওয়া ঠান্ডা থাকলে হালকা কুসুম গরম পানি দিন।
👉টানা বৃষ্টির দিনে,,একদিন পর পর এগফুড দিন। তবে প্রতিদিন শাক-সবজি দেয়া থেকে বিরত থাকুন।
👉 এসময় acv কোর্সটা করাতে পারেন।
২৫০ গ্রাম পানিতে acv ৩মিলি টানা ৩ দিন।
👉বৃষ্টিতে পাখি কোন ভাবে ভিজে গেলে, ৪০/৬০ ওয়াটের বাল্বের নিচে কিছু সময়ের জন্য হিটে রাখবেন।
👉ভাল মানের সিডমিক্স দিবেন। এবং খাঁচায় সবসময় ক্যাটলফিসবোন ও মিনারেল সাপ্লিমেন্টারী দিয়ে রাখবেন।
👉নিয়মিত কেজ,খাবার বাটি ও পানির পট পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকুন।
নিরাপদ ও সুস্থ থাকুক
সবার ভালবাসার পাখিগুলোও।