Dinajpur Pigeon Club

Dinajpur Pigeon Club First ever Pigeon Club in DINAJPUR. Please contact us to get your membership. Thank you..

our odjective is to serve all the pigeon lovers and develop the breed in DINAJPUR with the cooperation of all the pigeon breeders.

জাতের নাম:-English Carrier (ইংলিশ ক্যারিয়ার)জাতের ধরন:- ফেন্সি Fancy ( Flying show, pets)উৎপত্তি - United Kingdomউৎপত্ত...
13/10/2023

জাতের নাম:-English Carrier (ইংলিশ ক্যারিয়ার)
জাতের ধরন:- ফেন্সি Fancy ( Flying show, pets)
উৎপত্তি - United Kingdom

উৎপত্তিগত বর্ণনাঃ-
English Carrier কবুতরটি প্রথম United Kingdom এ প্রজনন করা হয়েছিল। এটি গৃহপালিত কবুতরের একটি প্রজাতি যাদের একটি দীর্ঘ পাতলা শরীর এবং দীর্ঘ ঘাড় আছে। এ প্রজাতিটির বংশবৃদ্ধিটি আসলে নির্বাচনী প্রজনন বহু বছর ধরে উন্নত হয়েছে । এই জাত এবং গৃহপালিত কবুতর ও অন্যান্য জাতটি বন্য কবুতরের বংশধর ।

এই প্রজননটি আসলে England এবং Non-European প্রজাতি Persian, Powter এবং Baghdad carriers সমন্বয়ে প্রজনন করা হয়েছিল। English Carrier কবুতরটি পৃথিবীর উড়ন্ত কবুতর প্রজাতির বৃহত্তম অংশ এবং তখনকার সময়ে এটি আসলে বার্তা পাঠানোর কাজে ব্যবহার করা হত। এবং এই উদ্দেশ্যই এটির প্রজনন করা হয়েছিল।

English Carrier এর গুনগত মানের পয়েন্টগুলি ১৯ শতকের মাঝামাঝি সময়ে অর্জন করা হয়েছিল বলে মনে করা হয়। এবং এই প্রজননটি 'নিখুঁততার জন্য প্রশংসিত হয়েছিল যা গুনগত মানের জন্য সর্বাধিক প্রশংসিত সমস্ত পয়েন্ট অর্জন করেছিল '। কিন্তু English Carrier কবুতরটি এখন কার সময়ে জনপ্রিয় একটি প্রদর্শনী প্রজনন হিসাবে ধরা হয়। এবং এই প্রজাতির একটি রাজকীয়, এবং রাজকীয় ভারবহনের সঙ্গে Clam Bird পাখি হিসাবে গণ্য করা হয়।

দৈহিক বর্ণনাঃ-English Carrier কবুতরটি দীর্ঘ সরু শরীরের সাথে একটি বড় আকারের প্রজনন। এবং শরীরের অনুপাতে এদের একটি লম্বা ঘাড় রয়েছে । এটি একটি আকর্ষণীয় আঁটসাঁট পালকযুক্ত কবুতর। এরা সাধারণত Dark কালারের হয়ে থাকে।

এদের বুকের হাড় সোজা এবং দীর্ঘ হয়। এছাড়াও এদের হাঁটু নীচে কোন কোন পালক নেই এবং চোখ সাধারণত Deep Red Color এর হয়। এবং চোখে স্বাত্মা সূচক মাংসল উপাঙ্গবিশেষ রয়েছে। এদের ঠোঁট দীর্ঘ এবং পুরু, এবং এটি একটি Box ঠোঁট হিসেবে পরিচিত।

English Carrier কবুতরের গড় শরীরের উচ্চতা প্রায় ৪৪-৪৭ সেঃমিঃ । এবং পূর্ণ বয়স্ক কবুতরের গড় শরীরের ওজন প্রায় ৫০০ গ্রাম হয়ে থাকে এবং এদের এই গড় জীবদ্দশা প্রায় ৭ থেকে ১০ বছর। English Carrier কবুতর এটি বলিষ্ঠ এবং সক্রিয় বংশবৃদ্ধি প্রজাতি। এদের বাচ্চা লালনপালন করা সহজ এবং খুব সহজে প্রশিক্ষিত করে তোলা সম্ভব ।

সম্ভাব্য মূল্যঃ- কোয়ালিটি এবং কালারের মারকিং এর উপর নির্ভর করে মূল্য নির্ধারিত হয়ে থাকে। আমাদের দেশে সাধারণত ৫০০০/১৫০০০ টাকায় ক্রয় বিক্রয় হয়ে থাকে। তবে ক্ষেত্র বিশেষ এই মূল্য কম বেশি হতে পারে।

জাতের নাম -জ্যাকবিন ( Jacobin) জাতের ধরনঃ- ফেন্সি (Fancy)উৎপত্তিঃ- Asia/ India / Russiaজ্যাকবিন পৃথিবীর পুরানো প্রজাতির ...
18/02/2023

জাতের নাম -জ্যাকবিন ( Jacobin)
জাতের ধরনঃ- ফেন্সি (Fancy)
উৎপত্তিঃ- Asia/ India / Russia
জ্যাকবিন পৃথিবীর পুরানো প্রজাতির কবুতর গুলির মধ্যে একটি প্রজাতি। ধরনা করা হয়ে থাকে এ কবুতরটি ১৫০০ এর দশকে প্রথম ইন্ডিয়াতে বিকশিত হয়েছিল । পরবর্তীতে এশিয়া, রাশিয়া,সাইপ্রাস এ এদের জাত উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে দেখা যায়। আর তখন থেকে আজ অবধি এটি কবুতর পালক দের মনে চাহিদার শীর্ষ স্থান দখল করে আছে।বিভিন্ন দেশে এদের জাত উন্নয়ন হলেউ এরা যে কোন আবহাওয়ায় বেঁচে থাকতে পারে ।

দৈহিক বর্ণনা / চেনার উপায় :-জ্যাকবিন কবুতরটি মূলত প্রদর্শনী এর জন্য সবথেকে জনপ্রিয়। এদের ঘারে ৫ থেকে ৬ ইঞ্চি পালক থাকে যা মাথার উপর পর্যন্ত বিস্তৃত। এই পালক গুলিকে একত্রে Hood বলা হয়ে থাকে এবং Hood এর মধ্যে সে তার মাথা লুকিয়ে রাখে যার কারনে অনান্য কবুতরের জাত থেকে এটি ভিন্ন ভাবে কবুতর প্রেমিদের মনে জায়গা করে নিয়েছে। এটি তুলনামূলক ভাবে আকারে লম্বা ও পাতলা গরন বিশিষ্ট হয়ে থাকে এদের গড় উচ্চতা ১৪ইঞ্চি এবং পূর্ণ বয়স্ক জ্যাকবিন এর শরীরের গড় ওজন প্রায় ৩৫০ গ্রাম [এবং এদের গড় বয়স ৭থেকে ১০ বছর। এরা বিভিন্ন কালারের হয়ে থাকে যেমনঃ- সাদা, কালো, হলুদ, সিলবার, এ্যালমন্ড।

সম্ভাব্য মূল্যঃ- জ্যাকবিনের মূলত এদের Hood এর কোয়ালিটির উপর নির্ভর করে অনেকাংশে মূল্য নির্ধারিত হয়ে থাকে। Hood ও শারীরিক গঠনের কোয়ালিটির উপর নির্ভর করে বাংলাদেশে এদের মূল্য ৩০০০ থেকে শুরু করে ১৫০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। কখনো কখনো এর থেকে বেশিও হতে পারে।

Address

Phulbari, Rangpur
Dinajpur
5260

Telephone

+8801303697286

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dinajpur Pigeon Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Dinajpur pet stores & pet services

Show All