Dinajpur Animal Rescuers

Dinajpur Animal Rescuers Assalamu Alaikum

We only work with animal lovers. With the cooperation of all, our main objective

Met him Shiro.  He went to Foster for 7 days.   thank you Mubassir Mubin  Bhai.
17/12/2023

Met him Shiro. He went to Foster for 7 days.

thank you Mubassir Mubin Bhai.

     #আসসালামু_আলাইকুম ! কেমন আছেন আপনারা সকলে ? আপনাদের সাথে আজকে একটা অভিজ্ঞতা  ভাগাভাগি করে নিতে চাই । গত কিছুদিন আগে...
04/12/2023




#আসসালামু_আলাইকুম !
কেমন আছেন আপনারা সকলে ? আপনাদের সাথে আজকে একটা অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে চাই ।
গত কিছুদিন আগে, xyz নামের এক ভাই আমাদের সাথে যোগাযোগ করেন একটা কেস নিয়ে, কেসটা আমাদের লোকেশন থেকেও বেশ অনেকটা দূরে ছিলো তারপরও আমরা আমাদের সর্বোচ্চ টা দেই যতখানি সম্ভব সাহায্য করার চেষ্টা করি, কিন্তু আমরা ব্যর্থ হই । কারণ আমাদের লোকেশন থেকে অনেক দূরে হওয়াতে প্রপার কেয়ারিং আমরা করতে পারিনি এবং এই বিষয়ে যে ভাই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তারও খুব একটা সহযোগিতা আমরা পাইনি !
Dinajpur Animal Rescuers এর শুরুটা হয় 14/05/2022 থেকে, এরপর আমরা আপনাদের কাছ থেকে অসংখ্য Street দের ট্রিটমেন্টের জন্য পাই । এই দীর্ঘ সময়ের জার্নিতে আমরা যেমন সফলতার মুখ দেখেছি, অনেক বোবা প্রাণীদের সুস্থ করে তুলতে পেরেছি সাহায্য করতে পেরেছি তেমনি আমরা অনেক সময় ব্যর্থও হয়েছি, কিছু কিছু বোবা প্রাণী সারভাইভ করে উঠতে পারেনি ।
তো যাই হোক যে কেসটা নিয়ে কথা বলছিলাম, সেখানেও ঠিক এমনটাই ঘটে আমরা প্রাণীটিকে বাঁচাতে ব্যর্থ হই । এরপর যে ভাই আমাদের কল করেছিলেন তিনি বেশ আমাদের প্রতি অনেকটা রেগে যান, যে আমাদের দায়িত্ব এই বোবা প্রাণীগুলোর করা, আমরা কেন আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হব ? আমরা সেই ভাইকে বলি যে ভাই এই কেসটা তো আমাদের লোকেশন থেকেও অনেক দূরে তো আমাদের পক্ষে তো সেই ভাবে যত্ন নেওয়াও সম্ভব হয়নি এবং আপনার তরফ থেকেও আমরা কোন ধরনের সহযোগিতা পাইনি,
তখন ভাই আমাদের বলেন যে "আপনারা কেন আমার সহযোগিতার অপেক্ষায় থাকবেন? আপনাদের তো সংগঠন রয়েছে, সেখান থেকে তো আপনাদের দায়িত্ব এটা যে বোবা প্রাণী গুলোর যত্ন নেয়া তাদের সহযোগিতা করে তাদেরকে সুস্থ করে তোলা । তাহলে আপনাদের অর্গানাইজেশন থাকার পরও কেন আপনারা আমার সহযোগিতার জন্য অপেক্ষা করবেন ? আপনারা আপনাদের অর্গানাইজেশনের সাথে কথা বলেন এবং সহযোগিতা নেন ।"

এরপর আমরা ভাইকে জানাই যে, ভাইয়া আসলে আমাদের কোন ধরনের Parent Organisation নেই । আমরা সরকার থেকেও কোন ধরনের কোন রকম সহযোগিতা পাই না, এবং আমরা কোন প্রাইভেট সংগঠনের সাথেও জড়িত না যারা আমাদের আর্থিকভাবে সহযোগিতা করে থাকে অথবা ওষুধ এবং অন্যান্য সহযোগিতা করে, আমাদের কোন ধরনের স্পন্সর নেই । আমরা স্টুডেন্টদের একটা গ্রুপ , যারা দিনাজপুরের বোবা প্রাণীদের জন্য কাজ করছি । আমাদের এডমিন রয়েছেন,তার দিক নির্দেশনার মাধ্যমে নিজেদের ভালোবাসা থেকে আমরা কিছু সংখ্যক স্টুডেন্ট দের একটা টিম রয়েছি যারা সম্পূর্ণ নিজ অর্থায়নে এই বোবা প্রাণী গুলোর সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ।

Dinajpur Animal Rescuers পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আসলে আপনাদের মধ্যেও অনেকেই এমন ধরনের ধারণা পোষণ করে রাখেন । তাই আমরা সরাসরি পাবলিকলি Declaration দিতে চাই যে, আমরা ব্যাবসা করার জন্য রাস্তার প্রাণীদের সেবা দেই নাহ । আমরা মানুষকে দেখানো কোনো কাজ করি নাহ । কিছু মানুষ আছে যারা মনে করে আমরা সরকার এর কাছ থেকে বেতন পাই আবার কেউ মনে করে আমাদের পিছনে বড় কোনো স্পন্সর আছে । যারা এগুলো চিন্তা - ভাবনা করেন তাদের কে বলছি আমাদের কোন ধরনের কোন প্যারেন্ট অর্গানাইজেশন নেই, আমরা কোন ধরনের কোন অর্গানাইজেশন থেকে বা সরকারিভাবে কোন ধরনের আর্থিক সহযোগিতা বা ওষুধের সহযোগিতা পেয়ে থাকিনা। আমরা পাবলিকলি ভাবেও কখনো ফান্ড রেইস করি না । আমরা কিছু সম্পূর্ণ নিজের ভালোলাগা থেকে, দিনাজপুরের এই বোবা প্রাণীগুলোর জীবনকে কিছুটা উন্নত করার জন্য ভালোবাসা দিয়ে সম্পূর্ণ নিজ অর্থায়নে কাজ করে যাচ্ছি। তাই আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যখন কোন কেসের জন্য আমাদেরকে ডাকবেন, তখন অবশ্যই আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে । আমরা নিজেরা ট্রিটমেন্টের বা Rescue এর সর্বোচ্চ চেষ্টা করবো, তবে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন । আমরা এমন অনেক হতে দেখেছি, আপনারা কোন একটা কেসের জন্য আমাদের কল করেন এবং আহত বা অসুস্থ প্রাণীটিকে দূর থেকে আমাদেরকে দেখিয়ে দিয়েই চলে যান । আসলে দেখুন আমরা তো নিজেরাও স্টুডেন্ট, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা তো বোবা প্রাণী গুলোর জন্য করে যাওয়ার চেষ্টা করছি ! কিন্তু আমরা আপনাদের কাছে এতোটুকু সাপোর্ট কামনা করি যে আপনারা আমাদের যখন কোন একটা কেসের জন্য ডাকবেন আমাদের পাশে থাকবেন, আমরা ট্রিটমেন্ট করে দিবো, কিন্তু স্টুডেন্ট হওয়ার ফলে আমাদের তো সার্বক্ষণিক সেই প্রাণীটির খেয়াল রাখা সম্ভব হবে না । আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের ট্রিটমেন্টের পর আপনারা সেই প্রাণীটির সর্বোচ্চ যত্ন রাখার চেষ্টা করবেন যেন সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে । ধন্যবাদ 🖤🌸
People For Animals,Bangladesh
Cat & Dog Society Thakurgaon
Cat & dog society Dinajpur
Thakurgaon Animal Rescuers

Stay Safe 💝

21/11/2023




কি ভাবছেন ? কি হইলো এখানে,কি হইছে ওর ? এইটাই তো?

নাম: সুন্দরী
দীর্ঘ 3-4 মাস ধরে ওর পায়ু পথ দিয়ে রক্ত বের হয় ,জমে থাকে পিছনে । খাওয়ার রুচি নেই । এছাড়াও ধারণা করা হচ্ছে যে তার কোনো ইন্টার্নাল প্রবলেম আছে ।

( 3 দিন আগে এক ভাই বলে ইনজেকশন দিতে লাগবে কেউ দিতে পারবেন?) । প্রেসক্রপশন করে দিয়েছে ভেট। উনি মেডিসিন ও কিনে রেখেছিলেন ।
যেভাবেই হোক না কেনো উনি উনার পক্ষ থেকে যথা সাধ্য চেষ্টা করছেন সুন্দরী কে সুস্থ করার জন্য ।

🐕সুন্দরীর জন্য সবাই দোয়া করবেন । ও যেনো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ।
ধন্যবাদ ।

Stay Safe 💝

Assalamualaikum . এই দুই টা cat পাওয়া গিয়েছে । দুই টি ভিন্ন জায়গায়।  কারো যদি হয়ে থাকে । প্রমাণ দিয়ে নিয়ে যাবেন ।...
11/10/2023

Assalamualaikum .

এই দুই টা cat পাওয়া গিয়েছে । দুই টি ভিন্ন জায়গায়।
কারো যদি হয়ে থাকে । প্রমাণ দিয়ে নিয়ে যাবেন ।
ধন্যবাদ ।

বি দ্রঃ ওদের কয়েক দিন আগে পাওয়া গেছে ।

আসসালামু আলাইকুম,দীর্ঘ বিরতির পর  Dinajpur Animal Rescuers সকল সদস্যবৃন্দ পুনরায় আজ থেকে রেসকিউ মিশনে যুক্ত হচ্ছেন।বোবা...
23/09/2023

আসসালামু আলাইকুম,

দীর্ঘ বিরতির পর Dinajpur Animal Rescuers সকল সদস্যবৃন্দ পুনরায় আজ থেকে রেসকিউ মিশনে যুক্ত হচ্ছেন।

বোবা প্রাণীদের সাথে আবারো সম্পূর্ণ টিম সম্পূর্ণভাবে সার্বক্ষণিক সেবা প্রদান ।

Dinajpur Animal Rescuers পেজ থেকে দ্রুততার সাথে সহায়তা ও পরামর্শ প্রদান।
আপনার আশেপাশের বোবা প্রাণীদের দায়িত্ব আপনারাই 🤗
উপকার না করতে পারলেও ক্ষতি করবেন না।🤍
ধন্যবাদ!!



People For Animals,Bangladesh

Dinajpur Animal Rescuers
Cat & Dog Society Of Dinajpur

কুকুরটি এতই বিশ্বস্ত ছিল যে মহিলা প্রায়ই তার বাচ্চাকে কুকুরটির সাথে একা বাসায় রেখে টুকটাক কাজ সেরে আসতেন, এবং ফেরার পর...
08/09/2023

কুকুরটি এতই বিশ্বস্ত ছিল যে মহিলা প্রায়ই তার বাচ্চাকে কুকুরটির সাথে একা বাসায় রেখে টুকটাক কাজ সেরে আসতেন, এবং ফেরার পর প্রতিবারই উনি দেখতে পেতেন বাচ্চাটি কুকুরটির সাথে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এমনই একদিন উনি নিজের বাচ্চাকে তার বিশ্বস্ত কুকুরটির কাছে রেখে শপিং করতে গেলেন।😊

শপিং সেরে বাসায় ফেরার পর সে দেখতে পায় এক বীভৎস দৃশ্য। সে দেখতে পায় তার পুরো বাসা লন্ডভন্ড হয়ে আছে, বাচ্চাটিও তার নিজের খাটে নেই এবং বাচ্চার ডাইপার ও কাপড়চোপড় ছিন্নভিন্ন হয়ে সারা বাসায় ছড়িয়ে আছে, আর ফ্লোরের জায়গায় জায়গায় লেগে আছে রক্তের ছোপ ছোপ দাগ।😳 প্রচন্ড আতঙ্কে মহিলাটি তার বাচ্চাকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে। ঠিক তখনই সে তার সে বিশ্বস্ত কুকুরটিকে খাটের নিচ থেকে বের হতে দেখতে পায়। তার সারা মুখ রক্তে মাখা ছিল। রক্ত তার মুখ বেয়ে বেয়ে এমনভাবে পড়ছিল যেন, এখনই কোন প্রিয় সুস্বাদু খাবার খাওয়া শেষ করে উঠল সে।😡

মহিলাটির আর বুঝতে বাকি রইলো না যে কুকুরটি তার বাচ্চাকে খেয়ে ফেলেছে। দ্বিতীয় কোন চিন্তা না করে সে তার কুকুরটিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। এরপর সে খুঁজতে থাকে তার বাচ্চার শরীরের কোন অংশ আদৌ বাকি আছে কিনা, আর তখনই সে আবিষ্কার করে আরেক অবাক করা দৃশ্য। সে দেখতে পায় বিছানার ওপাশেই কার্পেটের উপর তার বাচ্চাটি খেলা করছে সম্পুর্ণ সুস্থ অবস্থাতেই। তারপর বিছানার নিচে তাকাতেই মহিলাটি আবিষ্কার করে সেখানে পড়ে আছে একটি সাপের ছিন্নভিন্ন শরীর। মূলত ওখানে সাপটির সাথে কুকুরটির যুদ্ধ হচ্ছিল। বিশ্বস্ত কুকুরটি তার বাচ্চাকে বাঁচাতে তার সর্বশক্তি দিয়ে সাপটিকে প্রতিহত করেছিল। মহিলাটি সবকিছু বুঝতে পারলেও ততক্ষণে অনেক দেরী হয়ে যায়। তার ধৈর্যহীনতা ও সর্বগ্রাসী ক্রোধ ততক্ষণে তার কাছ থেকে কেড়ে নিয়েছে তার সবথেকে বিশ্বস্ত বন্ধুকে।😥

এই সত্য ঘটনাটি একটি পোষা কুকুরের সাথে ঘটল ।
তাই পরিস্থিতি বিচার করার জন্য সর্বদা ধৈর্য ধরুন এবং অহেতুক ভুলগুলি এড়ান, যাতে আমাদের নিজের ভুলে আমরা আমাদের এমন কোন আপনজনকে আর হারিয়ে না ফেলি ।

24/06/2023

Have sympathy
&
Have a society 💝

Stay safe ❣️

"Things need to be thought about"💝🖤💝
13/06/2023

"Things need to be thought about"

💝🖤💝

07/05/2023

একটি বিড়াল এর ভিডিও চারদিকে ছড়িয়ে পড়েছে।

অনেক এ এই ভিডিও দেখে আতংকিত হচ্ছে কিংবা ভয় পাচ্ছে আসলে এই ভিডিওটি সত্যি নয়।

এটি তৈরী করা "ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট" রা বিষয়টি নিয়ে একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করেছে।

আমি বিষয় গুলো তুলে ধরলাম।

ভিডিওটি প্রথম ইউটিউব এ আপলোড করা হয়।

তখন ভিডিও টি অনেক ভাইরাল হয় সেই সময়ে এবং এটি নিয়ে অনেক আলোচনা হয়।

এই সময়ে আমেরিকান সংস্থা নাম "American Society for the Prevention of Cruelty to Animals (ASPCA)"

ভিডিওটি নিয়ে তদন্ত করে এবং তদন্তে রিপোর্ট এ পায় যে ভিডিওটি ভুয়া এবং এটি বিশেষ Graphical Effect এর মাধ্যমে তৈরী করা হয়েছে।

এবং বাস্তবে কোন বিড়াল এর কিছু হয়নি।

তারা আরো বলে "The ASPCA noted that the video’s audio did not match the movements of the cat and that the cat appeared to be computer-generated."

তবে ভিডিওটি দয়া করে কাউকে শেয়ার না করার জন্য উৎসাহিত করতে বলা হয়েছে তাই দয়া করে এই কাজ করা থেকে সবাই বিরত থাকুন।

""""অনেক এ চীনের ২০১৩ এর একটি ঘটনার সাথে এই ঘটনার মিলিয়ে ফেলছে দুইটা আলাদা ঘটনা।

এবং চীনের ঘটনা যে করেছে পরবর্তীতে তাকে শাস্তি দেওয়া হয়েছিলো।""""

এই পোস্ট এর কমেন্ট এ কেউ যদি এই ভিডিও লিংক দেন তাহলে আমি সরাসরি ব্লক করে দিবো।

আপনারা দয়া করে কেউ আর এই টপিক নিয়ে আলোচনা করবেন না এবং এই ভিডিও শেয়ার করবেন না এটা বলার জন্য।

নোট: ভিডিওটি সত্যি হোক কিংবা মিথ্যা এইরকম ভিডিও শেয়ার করলে অনেক এই ভাইরাল হওয়ার জন্য সেইম এমন কাজ করে বসতে পারে।

কারণ আমাদের মানুষ জাতির 🚫

তাই শেয়ার করা বন্ধ করুন সবাই।

ধরেন এই পোস্ট পুরোপুরি ভুয়া তারপরও আপনারা দয়া করে এইরকম Disturbing ভিডিও শেয়ার করে Hidden Psycho গুলো কে উৎস দেওয়া থেকে বিরত থাকুন।





#সংগৃহীত #

21/04/2023
যে যা পারি ক্ষুদার কোনো ধর্ম আর প্রজাতি হয় না
21/03/2023

যে যা পারি
ক্ষুদার কোনো ধর্ম আর প্রজাতি হয় না

Cat & Dog Vaccination Campaign 2023>Cat Flue {Cat}>Parvo {Dog}>Rabbis {Cat & Dog}(বিড়াল/কুকুর এর  ৯০ দিন (৩ মাস) বয়স এর ...
08/03/2023

Cat & Dog Vaccination Campaign 2023
>Cat Flue {Cat}
>Parvo {Dog}
>Rabbis {Cat & Dog}

(বিড়াল/কুকুর এর ৯০ দিন (৩ মাস) বয়স এর পর ভেক্সিন দেওয়া যায়)

আপনাদের বাসায় যাদের বিড়াল/কুকুর আছে তারা আমাদের কাছ থেকে ভেক্সিন করিয়ে নিতে পারবেন।
ভেক্সিন প্রি-অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।
Contact:
01302-838443
Mubassir Mubin

নিজে নিরাপদ এ থাকুন এবং আপনার পোষা প্রানীকেও সুস্থ
রাখুন।

Dinajpur Animal Rescuers

Street Cat & Dog Vaccination Campaign 2023
রাস্তার অসহায় কুকুর/বিড়াল এর ভেক্সিন এর জন্য ডোনেট করুন🐾
রাস্তায় অবস্থানরত কুকুর/প্রানীদের দেখার কেউ থাকেনা সচরাচর।
ওদের ভেক্সিন দেওয়া সম্ভব হলে কোন ভাইরাস সংক্রামিত রোগে আক্রান্ত হয়ে কষ্ট পেয়ে মারা যাবে না।
আপনার সামান্য উপহার একটি প্রাণকে বাচিয়ে রাখবে।
Donation👇
01302838443 (Bikas/Nagad)
People For Animals,Bangladesh

কুকুরটা একটা পাতা নিয়ে এসেছে একটা বারবিকিউ পেতে। সে দেখেছে মানুষ একটা কিছুর (টাকা) বিনিময়ে বারবিকিউ কিনে নিয়ে যাচ্ছে। তা...
06/03/2023

কুকুরটা একটা পাতা নিয়ে এসেছে একটা বারবিকিউ পেতে। সে দেখেছে মানুষ একটা কিছুর (টাকা) বিনিময়ে বারবিকিউ কিনে নিয়ে যাচ্ছে। তার তো টাকা নেই।
ভাষাহীন প্রানীদের ভালোবাসুন। তাদের কষ্ট দেবেন না। অযথা তাড়া করবেন না। তারাও ভালোবাসা বুঝে।

সংগৃহীত>•

আসসালামু আলাইকুম । আমরা আন্তরিক ভাবে দুঃখিত । আপনাদের সদস্য খুব কম তাই আপনারা যখন কেউ রেসকিউ এর জন্য হেল্প চাচ্ছে আমরা প...
03/03/2023

আসসালামু আলাইকুম ।

আমরা আন্তরিক ভাবে দুঃখিত । আপনাদের সদস্য খুব কম তাই আপনারা যখন কেউ রেসকিউ এর জন্য হেল্প চাচ্ছে আমরা প্রপার ভাবে সময় দিতে পারছি না । আসলে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে এই ভালো লাগার কাজ টা শুরু করি (নির্ষাথ ভাবে) । সামনে আমাদের HSC এক্সাম তাই কেউ রেসকিউ মিশন এ যেতে পারছি না আর গেলেও সময় মতন পারছি না ।
দিনাজপুর এ যদি এরকম কেউ নির্শার্থ ভাবে স্ট্রিট অ্যানিমাল দের পাশে দাড়াতে চান । তাহলে অবশ্যই আমাদের জানাবেন আমরা মেডিসিন থেকে শুরু করে যত ধরনের সাজেস্ট করার প্রয়োজন । ইংশা আল্লাহ্ চেষ্টা করবো ।
ধন্যবাদ ।

for Attention

Stay safe 💞

24/01/2023

আসসালমুআলাইকুম ।

প্রিয় দিনাজপুর বাসি ।

আপনারা যারা ক্যাট চেয়ে ছিলেন । তাদের জন্য । ছেলে/মেয়ে বলে লজ্জা দিবেন না । আজকেই ওকে রেসকিউ করা হয়েছে । আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে । বয়স ১ মাস ২০+ । ধন্যবাদ ।

Stay safe 💗

Our new Adoption form 🔥
20/01/2023

Our new Adoption form 🔥

UPDATE: ADOPTION DONE ON 18/01/2022আসসালামু আলাইকুম।ওর বয়স ১মাস ১২ দিন ওর মা ওকে আর নিচ্ছে না । ওকে ইগ্নোর করে । তাই ওক...
13/01/2023

UPDATE: ADOPTION DONE ON 18/01/2022

আসসালামু আলাইকুম।

ওর বয়স ১মাস ১২ দিন ওর মা ওকে আর নিচ্ছে না । ওকে ইগ্নোর করে । তাই ওকে দত্তক দেওয়া হবে । অবশ্যই ফর্ম পূরণ করতে হবে ।
ধন্যবাদ।

STAY SAFE ❤️

12/11/2022

আসসালামু আলাইকুম
দিনাজপুরবাসী,
আপনাদের সকলের সহযোগিতায়, আমরা দিনাজপুর থেকে অবলা প্রাণীদের জন্য স্বেচ্ছাশ্রম এ সেবা দিয়ে যাচ্ছে,

এরই অংশ হিসেবে, গত ৯ নভেম্বর রাতে রায়সাহব বাড়ির মোড় থেকে একটি দুর্ঘটনা কলিত কুকুরকে উদ্ধার করা হয়, পিঠের হাড়ের কিছুটা ফ্রাকচার হয়।
নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে, সকলের সহযোগিতায় সে এখন কিছুটা সুস্থ,
সবাই ওর জন্য দোয়া করবেন।ফারহা আলিম মিমকেও অনেক ধন্যবাদ। তিনি কুকুরটার দায়িত্ব নেন।

সকলে সচেতন হই, বোবা প্রাণীদের পাশে দাঁড়াই!!
ধন্যবাদ
's

আসসালামু আলাইকুমদিনাজপুরের বিড়াল প্রেমী মানুষদের জন্য তিনটি বিড়াল এডাপশন দেওয়া হবে,এডাপশনের জন্য করনীয়;পূর্বের অভিজ্...
09/11/2022

আসসালামু আলাইকুম
দিনাজপুরের বিড়াল প্রেমী মানুষদের জন্য তিনটি বিড়াল এডাপশন দেওয়া হবে,
এডাপশনের জন্য করনীয়;

পূর্বের অভিজ্ঞতা থাকলে সুবিধা হবে।
দিনাজপুর এনিম্যাল রেসকিউ কার্তিক প্রধানকৃত ফরম পূরণ করতে হবে।

ছবিতে স্পষ্ট বুঝা যাচ্ছে বিড়ালের বসতে অসুবিধা হচ্ছে আর গরমে হাসফাঁস করছে ।অনেকেই এভাবে বিড়াল ট্রান্সপোর্ট করে থাকে, কি...
04/11/2022

ছবিতে স্পষ্ট বুঝা যাচ্ছে বিড়ালের বসতে অসুবিধা হচ্ছে আর গরমে হাসফাঁস করছে ।
অনেকেই এভাবে বিড়াল ট্রান্সপোর্ট করে থাকে, কিন্তু এটি ভাবা উচিত এইভাবে ট্রান্সপোর্ট এ বিড়ালের কি অবস্থা হয়। এই ব্যাগ আমাদের দেশের ওয়েদার এর সাথে পুরোই বেমানান। হইত নিতে সহজ হয়,কিন্তু তাতে বোবা প্রাণীটা কষ্ট পাচ্ছে ।

আমরা আমাদের ট্রান্সপোর্ট গুলো করে থাকি বড় ঝুড়ি এবং গাড়ি করে , তাতে খরচ বাড়লেও প্রাণীটি কম্ফোর্টেবল ভাবে থাকতে পারছে ।

24/10/2022

পারলে আজকে কোনো কু-কু-র বি-ড়া-ল-কে তাড়িয়ে দিয়েন না, আজকের দিনটা অন্তত ওদের আশ্রয় দেন, আপনার বাসার সিঁড়ির নিচে, গেটের কোণায়, ক্ষুদ্র হলেও ওদের জীবন আছে, ওরাও ক!ষ্ট পায় রো-দ, বৃ-ষ্টি বা ঝ/ড়ে!🙂

….ii!! কুকুর সম্পর্কে কুরআন কি বলে?শুধু ১-২ বার নয় পবিত্র কুরআনে ৫ বার কুকুরের কথা উল্লেখ আছে এবং কোথাও মহান আল্লাহ তাদে...
03/10/2022

….ii!! কুকুর সম্পর্কে কুরআন কি বলে?

শুধু ১-২ বার নয় পবিত্র কুরআনে ৫ বার কুকুরের কথা উল্লেখ আছে এবং কোথাও মহান আল্লাহ তাদেরকে অপবিত্র প্রাণী কিংবা তাদের সাথে ভালো আচরণ করো না এমন কিছু বলেন নাই কিন্তু তবুও উপমহাদেশের মুসলিম সমাজে কুকুরকে বাঁকা চোখে দেখা হয়

কুকুর মানুষের বন্ধু:

কুরআনের ১৮তম সূরায়, একদল যুবকদের কথা বর্ণিত আছে যারা ধর্মান্তরিত হওয়ার কারণে শাস্তির ভয়ে গুহায় অবস্থান করেছিলো। আল্লাহ তাদের ৩০০ বছর ঘুমন্ত রেখেছিলেন এবং তারা যখন ঘুমিয়ে ছিলো একটি কুকুর তাদের সাথেও ঘুমন্ত ছিলো। সেই কুকুরটি তাদের উপর বর্ষিত আল্লাহর অনুগ্রহের ব্যাঘাত ঘটায় নাই, তাহলে আপনার আমার ইবাদতে কুকুর কীভাবে সমস্যা সৃষ্টি করবে আমার বোধগম্য হয় না!

মহান আল্লাহ তায়া’লা উদ্দেশ্য ব্যতিত কোন কিছুই উল্লেখ করেন না। এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের দেখাতে চেয়েছেন যে, কুকুর মানুষের বিশ্বস্ত বন্ধু।

এমনকি আলোচ্য সূরাতেই রয়েছেঃ
• "নিশ্চয় আমি এ কোরআনে মানুষকে নানাভাবে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বুঝিয়েছি কিন্তু মানুষ সবার থেকে অধিক তর্কপ্রিয়"
(কুরআন-১৮ঃ৫৪)

আসলে সূরা কাহাফের গুহার মানুষদের ঘটনা দ্বারা আল্লাহ আমাদের এটা বুঝাতে চেয়েছেন যে, ধার্মিক লোকেরা কুকুর সাথে নিয়েও আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত এবং তাঁর সাহায্য পেতে পারে। আল্লাহ যদি কুকুর অপছন্দ করতেন তাহলে তিনি ধার্মিক লোকদের পাশে অবস্থানরত কুকুরের কথা কুরআনে বর্ণনা করতেন না।

আমরা যদি সত্যিকারার্থে আল্লাহর অনুগ্রহ প্রত্যাশি হতে চাই তাহলে তাঁর গুণ সম্পর্কে আমাদের ভালোভাবে ওয়াকিবহাল হতে হবে। তিনি যদি কোন কথা বলেন থাকেন তাহলে তিনি সেটা বলার মতই বলেছেন কেননা কম গুরুত্বহীন কথা তিনি বলতে অপছন্দ করেন !

স্রষ্টা যদি কুকুরকে অভিশপ্ত না বলে থাকেন তাহলে এর মাধ্যমে তিনি আমাদের এটা বুঝাতে চান যে তিনিই এই সুন্দর প্রাণীটি সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের থেকে আশা করেন যেন আমরা এই সুন্দর প্রাণীটির প্রতি যত্নবান হই যাতে আমরা গুহার সেইসব লোকদের মতো তাঁর অনুগ্রহ প্রাপ্ত হতে পারি।

মুসলমানদের আশেপাশে কুকুর নিষিদ্ধ নয় এবং এটা পরিষ্কার যে, আল্লাহ কুকুরকে মানুষের জীবনের একান্ত অংশ হিসেবেই সৃষ্টি করেছেন।

কুকুরের উপস্থিতিতেই আল্লাহর অনুগ্রহ এবং ফেরেশতা অবতীর্ণ হয়েছে

One photo with deep meaning 🙁
29/09/2022

One photo with deep meaning 🙁

এতো কিছু বলার উদ্দেশ্য একটাইএখন দুই মাস প্রায় কুকুর এর সংখ্যা বেশি হবেকারন এখন ওদের ব্রীডিং সিজনবেশিরভাগ মানুষ ই বিরক্ত ...
29/09/2022

এতো কিছু বলার উদ্দেশ্য একটাই
এখন দুই মাস প্রায় কুকুর এর সংখ্যা বেশি হবে
কারন এখন ওদের ব্রীডিং সিজন
বেশিরভাগ মানুষ ই বিরক্ত হবেন মারবেন
কিন্তু সিব কিছু করার আগে ভাববেন
আপনাদের দুজনের সৃষ্টি কর্তা একজন ই
কুকুর দের যা বৈশিষ্ট্য তা আল্লাহর দেয়া
এর মধ্যে যদি আপনারা তাদের আঘাত করেন বিরক্ত হোন
তবে নাফরমানী টা কার সাথে করছেন ভেবে দেখবেন
হ্যা খুদার অভাবে কামড়াতে চাইবে
খাবার দিন, খাবার না,দিলেও আঘাত করবেন না
খুব বেশি হলে একটু নরমাল পানি ছিটিয়ে,দিবেন
বা ভয় দেখালেই হবে
আশা করি যার জন্য এতো ইবাদত বন্দেগী করেন
তার সৃষ্টির প্রতি সদাচরণ রাখবেন

বর্তমান ভাদ্র-আশ্বিন মাস কুকুরের মেটিং সিজন!
আপনার পাশ্ববর্তী অবস্থানে কোথাও কুকুরকে সঙ্গম অবস্থায় লিপ্ত দেখলে, কেউ দয়া করে ঢিল ছুড়বেন না, লাঠি দিয়ে পিটাবেন না, তাড়িয়ে দিবেন না। শুধু কুকুর নয়, যে কোন প্রাণীকেই সঙ্গম থাকা অবস্থায় আক্রমণ করা অত্যন্ত হীনমন্যতার ঘৃণ্য ও অরুচিকর কাজ।
কুকুরদের সঙ্গমের সময় প্রায় ৪৫ মিনিটের মত প্রজনন প্রক্রিয়ায় আঁটকে থাকে কারণ কুকুরের লিঙ্গের শেষ অংশে বিশেষ মাংসপেশী থাকে যা কুকুরীর যোনীতে প্রবেশের পর স্ফিত হতে থাকে, বিজ্ঞানের পরিভাষায় এটিকে Pe**le Bulb বা Knot বলে। নট স্ফিত হলে লিঙ্গ আঁটকে যায় একে বলে Tie। মূলত কুকুরদের অভিযোজন প্রক্রিয়ায়, কুকুরের লিঙ্গ কুকুরীর যোনীতে ততটুকু সময় থাকে যতটুকু সময় তাদের সফল বংশবিস্তারের জন্যে প্রয়োজন।
শুক্রাণু স্খলনের সাথে সাথেই Pe**le Bulb পেশিতে রক্ত সরবরাহ বাড়তে থাকে ফলে এটি ধীরে ধীরে ফুলে উঠে গোল বলের মত আকৃতি সৃষ্টি করে। স্ত্রী কুকুরের যোনীর পেশি গুলো এই Pe**le Bulb কে শক্ত করে চেপে ধরে। এভাবে একটি তালা চাবির মতো দৃঢ় গঠন সৃষ্টি হয়ে জোড়া লেগে যায়।
জোড়ালাগা অবস্থায় পুরুষ কুকুর ২য় বার শুক্রাণু ত্যাগ করে। শুক্রানু ত্যাগ না করা পর্যন্ত এই জোড়ালাগা অবস্থা শেষ হয় না। সঙ্গমকে লম্বা সময় ধরে উপভোগ করার কারণে কুকুররা অবস্থান পরিবর্তন করে না। কোন এক অদৃশ্য কারণে জোড়ালাগা কুকুর দেখলে মানুষ প্রচন্ড হিংস্র হয়ে উঠে।
জনসম্মুখে কুকুরের মিলন দেখে অনেকের মধ্যে ঘৃণার উদ্রেক হয়,অনেকে আবার লজ্জায় মুখ ঢাকেন। অতি উৎসাহী মানুষ লজ্জা নিবারণের জন্য জোড়ালাগা অবস্থায় কুকুরকে লাঠি দিয়ে তাড়া করেন। যার ফলে স্ত্রী কুকুরীর যৌনাঙ্গের পেশি ছিড়ে যায়, যৌনক্ষমতা হারিয়ে ফেলে, পুরুষ কুকুর কিডনি কর্মক্ষমতা হারিয়ে ফেলে।
জোড়ালাগা কুকুরের লিঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে পৈশাচিক আনন্দে উদম নৃত্য করে কিছু বর্বরোচিত অমানুষ।
সেক্স কোন ঘৃণ্য বিষয় না, সকল প্রাণীর জন্যেই স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া৷ আপনি দৈনন্দিন জীবনে যেমন ক্ষুধার তাড়নায় ডাল-ভাত খান, ঘুমের প্রয়োজনে ঘুমান, পেটে চাপ পরলে বাথরুম করেন। সঙ্গম ঠিক তেমনি, জৈবিক চাহিদা পূরণে যৌনতায় লিপ্ত হতে হয়। আপনার স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত থাকা অবস্থায়, কেউ যদি আপনার ঘরে ঢুকে লাঠি দিয়ে বেধড়ক পিটায়, কেমন অনুভূতি হবে?
মানুষের জীবনে কোন প্রজনন ঋতু নেই, কিন্তু পশুদের জীবনে প্রজনন ঋতু রয়েছে। সকল পশুই সারাবছর প্রজনন প্রক্রিয়ায় সক্রিয় থাকে না। ঋতুভেদে পশুদের প্রজনন প্রক্রিয়া হয় সেখানে ব্যাঘাত ঘটিয়ে পৈশাচিক উল্লাস করা অমার্জনীয়, নিষ্ঠুর গর্হিত, মূর্খতামির কাজ। আপনার আশেপাশে কেউ এই ধরণের বর্বরোচিত কাজ করলে প্রতিরোধ করবেন। কুকুরদের স্বাভাবিক যৌন প্রক্রিয়া সুষ্ঠুভাবে হতে বরং সাহায্য করুন।
লেখা ও ছবি : বি.ডি রায়হান।

20/09/2022
বউকে ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম। ডক্টর বললেন বাচ্চা ভালো আছে। খুব তাড়াতাড়ি হয়তো ডেলিভারি ডেট। কি অদ্ভুত ধরনের আনন্দ হচ্ছে আ...
18/09/2022

বউকে ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম। ডক্টর বললেন বাচ্চা ভালো আছে। খুব তাড়াতাড়ি হয়তো ডেলিভারি ডেট। কি অদ্ভুত ধরনের আনন্দ হচ্ছে আমাদের দুজনের। বাসায় ফিরার টাইমে এলাকার একটা মা কুকুর দেখলাম। খুব সম্ভবত আজকেই বাচ্চা হবে। বউ আমাকে দেখিয়ে বলতেছে,
" দেখো কুকুরটাকে! আমাদের মতো না জানি ও কত্তো খুশি!! ☺️"

আমার আবার এইসব কুকুর বিড়াল পছন্দ না। গা ঘিন ঘিন করে। কুকুরটা কাছে আসতেই পেট বরাবর এমন লাত্থি দিলাম একদম ছিটকে যেয়ে পড়লো পাশে। আর কেমন চিৎকার করতে করতে পাশের গলিতে ঢুকে গেলো। কি এক পৈশাচিক আনন্দ !! বউ একটু রাগই হলো। তাতে কি? আমি হলাম সৃষ্টির সেরা জীব!!!

সন্ধ্যায় বাইরে গেলাম কিছু ফল কিনতে, বাবু আসবে। কত্তো কাজ! ফলের দোকানের সামনে যেতেই দেখি ডাস্টবিনের এখানে কুকুরটার সব কয়টাই মরা বাচ্চা হয়ছে। কুকুরটাও এই বুঝি মরবে...
মুচকি হেসে যেই বাসার দিকে মুখ করলাম। আমার মা ফোন দিয়ে বললো....

" খোকা, সব শেষ!! বউ মা যে পা পিছলে সিড়ি থেকে পড়ে গেছে। তুই তাড়াতাড়ি আয় হাসপাতালে...! "

আল্লাহ যে কখন কোন ঘটনার জন্য প্রতিদান দিবেন কেউ বলতে পারে না।💔

- কালেক্টেড

14/09/2022

সত্যিকারের বন্ধু শুধু বোবা প্রাণী গুলোই নয়, আমরাও তাদের জন্য!!
😇

'স্টেশন রোড দিনাজপুর'১৩/সেপ্টেম্বর/২০২২
@ফারহা আলিম মিম

24/08/2022
আসসালামু আলাইকুম । 😿🐈  -আবার আসলাম আপনাদের কে বিরক্ত করতে । 🐈আমি কি করবো বলেন সব আল্লাহর ইচ্ছা। । । -দিনাজপুর থেকে রংপুর...
20/08/2022

আসসালামু আলাইকুম ।

😿🐈 -আবার আসলাম আপনাদের কে বিরক্ত করতে । 🐈আমি কি করবো বলেন সব আল্লাহর ইচ্ছা। । ।

-দিনাজপুর থেকে রংপুর নিয়ে যেতে হবে (বিড়াল টাকে) । আপনার আসা - যাওয়া ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুর বেবস্থা করে দেওয়া হবে । ইং সা আল্লাহ্ কোনো ধরনের সমস্যা হবে না ।
যদি কেউ আগ্রহী হন অবশ্যই অবশ্যই ইনবক্স,ফোন অথবা what's app করতে পারেন । অ্যানিমাল লাভার রাই শুধু রেসপন্স করবেন অযথা নক করবেন নাহ ।
ধন্যবাদ ।
Stay safe ❤️

Shâfïñ-
নম্বর : 01537318532

     একটি বকের বাচ্চা দত্তক দেওয়া হবে । বাচ্চাটি মাছ খায় শুধু । চাহিবা মাত্র আপডেট অবশ্যই দিতে হবে । যে দত্তক নিবেন অব...
19/08/2022




একটি বকের বাচ্চা দত্তক দেওয়া হবে । বাচ্চাটি মাছ খায় শুধু । চাহিবা মাত্র আপডেট অবশ্যই দিতে হবে । যে দত্তক নিবেন অবশ্যই আমাদের ফ্রম টা পূরণ করতে হবে । কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন ।
ধন্যবাদ ।

Stay safe ❤️

11/08/2022




আসসালামু আলাইকুম ।

একটি "ঘটকোই" পাখি রেসকিউ করা হয়েছে । ও আঘাত পেয়েছে ডানায়।

#আপডেট অবশ্যই দিতে হবে ।
#অবশ্যই ওকে যত্নে রাখতে হবে ।
#পূর্বের এক্সপেরিয়েন্স থাকতে হবে ।

ধন্যবাদ ।

Stay safe ❤️

Assalamualaikum.আবারো আপনাদের কাছে হাজির হলাম ।  চার ভাই - বোনের কাহিনী নিয়ে । 😿😿😿😿 আমরা মোট চার ভাই - বন । আমাদের মা প...
06/08/2022

Assalamualaikum.

আবারো আপনাদের কাছে হাজির হলাম । চার ভাই - বোনের কাহিনী নিয়ে ।

😿😿😿😿 আমরা মোট চার ভাই - বন । আমাদের মা পূর্বে যেই বাসায় ছিল , সেই বাসার মালিক বাসা ছেড়ে দিয়ে চলে গেছে । আর সাথে আমাদের কেউ ফেলে দিয়ে চলে গেছে । আমরা বড় হওয়ার কারণে আমাদের "মা" আমাদের কেউ ছেড়ে চলে গেছে 😭 । তারপর আমরা পাশের বাসায় আশ্রয় নেই । দিনে দুই বেলা কোনো মতন খাবার পাই । আমাদের খুব কষ্ট হচ্ছে । আমরা একটা মা / বাবা (আশরাফুল মাখলুখাত) চাই । যে আমাদের নিজের সন্তানের মতন আদর - যত্ন করে রাখবে ।
আমরা কোনো রকম দুষ্টুমি করবো না 🥺
সব সময় কথা শুনবো 🥺

যদি আমাদের তাড়াতাড়ি দত্তক না নেন তাহলে আমাদের কে রাস্তায় ফেলে দেওয়া হবে 🥺 । এই বিষাক্ত শহরে আমরা কি ভাবে সর্ভাইব করবো?

Name : 'Rakha hoy ni'.
Location : Newtown 2 number
Food : Fish, Gosto, vat diye khai
Age : 1 month+

বি দ্রঃ আমাদের সাথে যোগাযোগ করতে what's app, phone , massanger নক করতে পারেন এই পেজ অথবা
নম্বর এ 01537318532.
ধন্যবাদ।

Saty Safe ❤️

আসসালামু আলাইকুম। আমরা দুই বন "নাম রাখা হয় নি"আমাদের বাসা ইকবাল স্কুল মোড় , দিনাজপুর । আমাদের একটা "ভাই" সাদা ধপ ধপা ব...
04/08/2022

আসসালামু আলাইকুম।

আমরা দুই বন "নাম রাখা হয় নি"

আমাদের বাসা ইকবাল স্কুল মোড় , দিনাজপুর । আমাদের একটা "ভাই" সাদা ধপ ধপা বলে তাকে একজন আগেই দত্তক নিয়েছে । আজ আমরা রাস্তার বিড়াল এর মতন দেখতে বলে, কেউ নেই নি । তাহলে কি এইটাই আমাদের প্রাপ্য! হাজার হলেও তো সৃষ্টিকর্তা এই রং দিয়ে সৃষ্টি করেছেন । এতে আমাদের কি দোষ? আমাদের কে এখন আমাদের মা"" ও অ্যাকসেপ্ট করছে না । তাহলে কোথায় যাবো আমরা দুই বন? তাহলে কি আমরা কখনো [মা - বাবা] পাবো না!

আমাদের বয়স : ১.৫ মাস
খাওয়া দাওয়া : মাছ,গোস্ত ও ভাত
পী পটি : নির্দিষ্ট জায়গায় করি ।

বি দ্রঃ আমাদের কেউ নিতে চাইলে কমেন্ট অথবা ম্যাসেঞ্জার অথবা সরাসরি ফোন দিন ।

What's app : 01537318532
Number : 01537318532

ধন্যবাদ ।

Stay safe ❤️

Assalamualaikum .Name :   Meun (মিউন)Gander: FemaleFood habit: Murgir mangso,,fish,,vat.Age  : 1.5 monthsLocation : Chir...
04/08/2022

Assalamualaikum .

Name : Meun (মিউন)
Gander: Female
Food habit: Murgir mangso,,fish,,vat.
Age : 1.5 months
Location : Chirirbonddor, Bottola
Contact : 01317138570

🥀Condition & Details or Question
Please comment ...

Thank you 🌸
Stay safe ❤️

Address

Dinajpur
Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Dinajpur Animal Rescuers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dinajpur Animal Rescuers:

Videos

Share