Rashid’s Pigeons House

Rashid’s Pigeons House You need to know about pigeons

মনে রাখার ব্যবস্থা করে দিলাম 🙁🙁
27/09/2023

মনে রাখার ব্যবস্থা করে দিলাম 🙁🙁

30/06/2022

#মাশাল্লাহ


ঘর লাগানোর কাজ চলতেছে। সকলের দোয়া প্রার্থী।
ধন্যবাদ 🖤

গুরুত্বপূর্ণ পোষ্ট 😳😳😳বেশ কিছু নিউজ সোর্সে দেখলাম আজ থেকে আগামী ৩-৪ দিন তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে।এমন পরিস্থি...
26/04/2022

গুরুত্বপূর্ণ পোষ্ট 😳😳😳

বেশ কিছু নিউজ সোর্সে দেখলাম আজ থেকে আগামী ৩-৪ দিন তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে।
এমন পরিস্থিতিতে খুব সহজে কবুতরের ষ্ট্রোক, ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
এই পরিস্থিতিতে আপনার কবুতরকে সুস্থ রাখতে নিন্মলিখিত পয়েন্টগুলো ফলো করুনঃ

১. তাদের গোসলের ব্যবস্থা করে দেন অথবা পানি স্প্রে করে দিন।

২. স্যালাইন পানি দিন অথবা এক লিটার পানিতে একটা লেবু, ২ চামচ চিনি ও এক চামচ লবণ মিশিয়ে সেটা কবুতরকে দিন।

৩. যেসব কবুতর বাচ্চা খাওয়াচ্ছেনা তাদের খাবার একবেলা করে দিন।

৪. লফট পরিষ্কার রাখুন।কোনোভাবেই যাতে গ্যাস সৃষ্টি না হয় সেদিকে নজর দিন।
Rashid's Pigeons House
আল্লাহ যেন সবার কবুতরকে সুস্থ রাখে। #আমিন
#সংগৃহীত

আল্লাহর রহমতে উপকার পাবেন। ইনশাআল্লাহ 💖🖤💖Rashid's Pigeons House
17/04/2022

আল্লাহর রহমতে উপকার পাবেন। ইনশাআল্লাহ 💖🖤💖
Rashid's Pigeons House

আসসালামু আলাইকুম,আমরা সবাই জানি কবুতরের বেশিরভাগ অসুখ হয় পানি থেকে। আমরা অনেকেই জীবানুমুক্ত পানি দেওয়ার পরও অসুস্থতা লে...
09/03/2022

আসসালামু আলাইকুম,
আমরা সবাই জানি কবুতরের বেশিরভাগ অসুখ হয় পানি থেকে। আমরা অনেকেই জীবানুমুক্ত পানি দেওয়ার পরও অসুস্থতা লেগেই থাকে। এর কারন কি!!!
আমরা কবুতরকে পরিষ্কার পানি দিলেও অনেক সময় পানির পত্রগুলো ঠিক ভাবে পরিষ্কার করি না। যার জন্য বিভিন্ন সমস্যা লেগেই থাকে। আমাদের উচিত ২/১ দিন পর পর পানির পাত্র জীবানুণাশক দিয়ে ভাল করে পরিষ্কার করে রোদে ভাল করে শুকানো। ২/১ দিন পরপর না হলেও সপ্তাহে মিনিমাম ২ দিন করতে হবে। এতে কবুতর অনেকটাই ভাল থাকবে ইনশাআল্লাহ।
#ধন্যবাদ
Rashid's Pigeons House

 #আসসালামু_আলাইকুম প্রিয় কবুতর প্রেমি ভাইবোনেরা, এখন শীতের শেষের দিক। আবহাওয়ার এমন পরিবর্তনে অনেকের কবুতর অসুস্থ হয়ে যাচ...
24/02/2022

#আসসালামু_আলাইকুম
প্রিয় কবুতর প্রেমি ভাইবোনেরা, এখন শীতের শেষের দিক। আবহাওয়ার এমন পরিবর্তনে অনেকের কবুতর অসুস্থ হয়ে যাচ্ছে। সবাই কবুতরের দিকে একটু বেশি খেয়াল রাখবেন।
এমন সময কবুতর সুস্থ রাখতে #লাইসোভিট ব্যবহার করতে পারেন।
সবার কবুতর সুস্থ থাকুক।

 #মাশাল্লাহ পাখিদের যত উপরে দেখি🖤মনটা ততই খুশিতে ভরে যায় 🖤Rashid's Pigeons House
22/01/2022

#মাশাল্লাহ
পাখিদের যত উপরে দেখি🖤
মনটা ততই খুশিতে ভরে যায় 🖤
Rashid's Pigeons House

13/01/2022

#মাশাল্লাহ 🖤
কবুতর জোড়া দেওয়ার নিন্জা টেকনিক 🥰

19/12/2021

#মাশাল্লাহ
🔥🔥🔥
সবাই দোয়া করবেন 🤎🤎🤎

17/12/2021

#মাশাল্লাহ 🖤

শীতের এই বৃষ্টিতে কবুতরের প্রধান সমস্যা হচ্ছে ঠান্ডা। কবুতরকে গরম রাখতে বা এই ঠান্ডা থেকে বাঁচাতে নিচের তিনটি জিনিস ব্যব...
06/12/2021

শীতের এই বৃষ্টিতে কবুতরের প্রধান সমস্যা হচ্ছে ঠান্ডা।
কবুতরকে গরম রাখতে বা এই ঠান্ডা থেকে বাঁচাতে নিচের তিনটি জিনিস ব্যবহার করতে পারেনঃ
১. সরিষা(লালটা), ২ টার জন্য ১বা২ গ্রাম।
২. মধু, ৩/৪ মিলি ১ লিটার পানিতে।
৩. বাসক(যে কোন ভাল কোম্পানির), ২/৩ মিলি ১ লিটার পানিতে।
ইনশাআল্লাহ কবুতর সুস্থ থাকবে।

শীতকালে কবুতর সুস্থ রাখার মহা ঔষধ কালা পানিকালপানি তৈরির সহজ রেসিপি 😍শীতকাল আসলেই কবুতর প্রেমীদের চিন্তার শেষ থাকেনা! তু...
17/11/2021

শীতকালে কবুতর সুস্থ রাখার মহা ঔষধ কালা পানি
কালপানি তৈরির সহজ রেসিপি 😍

শীতকাল আসলেই কবুতর প্রেমীদের চিন্তার শেষ থাকেনা! তুলনামূলক ভাবেই শীতকালে রোগ বালাই একটু বেশিই হয়। প্রচন্ড শীতে কবুতরকে কোন ধরনের ঔষধ ছাড়াই শুধুমাত্র কালাপানি খাইয়ে কবুতরকে রাখতে পারেন গরম,সুস্থ ও সুন্দর!

কালা পানি জিনিস'টা কী ?
কালা পানি হলো বিভিন্ন মসলার স্বমনয়ে বানানো বিশেষ ধরনের এক পানি। কালা পানি সম্পূর্ন ঘরোয়া উপায়ে তৈরী বলে এর কোন পার্শ প্রতিক্রিয়া নেই!

কার্যকারীতাঃ
লিভার ভালো রাখবে, হজম শক্তি বাড়বে,
ক্ষুধা বাড়বে তাই কবুতরের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে।
শুধুমাত্র শীতকালে নয়,গরমের দিনেও আপনি আপনার কবুতরকে কালা পানি দিতে পারেন। হাজারো এন্টিবায়টিক এবং ঔষধের মহা ঔষধ হলো এই কালা পানি।

কবুতরের শরীর গরম রাখে, বেশী ঊড়ার কারণে শরীরে যেই ব্যাথা হয় সেটা কমায়। সব মিলিয়ে কবুতরকে চাংগা রাখে তাই কবুতর বেশী সময় ঊড়ে এবং অপেক্ষাকৃত কম অসুস্থ হয়।

উপাদানঃ
পানি ৩ লিটার
ত্রিফলা চূর্ণ এক বক্স
রসুন ২০০ গ্রাম
চিরতা ১০ গ্রাম
বেলশুট ২০০ গ্রাম
আদা ১০০ গ্রাম
মেথি ৫০ গ্রাম
এলাচ ছোট ৩০ পিস
এলাচ বড় ১০ পিস
দারুচিনি ১০০ গ্রাম
বিট লবণ ২ চামচ
তাল মিশ্রি আধা কেজি (১/২)
কারমিনা বড় একটি

সবগুলো গুড়া করে পানিতে দিলে ভালো হয়। ৩ লিটার পানি জাল দিয়ে ফুটিয়ে ২ লিটার হলে নামিয়ে ফেলবেন। নামানোর পর সম্পূর্ণ ঠান্ডা হলে তারপর তাল মিস্রি ও কারমিনা মিশাবেন।

যেভাবে খাওয়াবেনঃ
সাধারণ পানির মত কবুতরকে পরিবেশন করবেন (কুসুম গরম অবস্থায়) পাশাপাশি যেদিন প্রচন্ড ঠান্ডা পড়বে সেদিন।
যেহেতু কালা পানি একটু তিক্ত হয় তাই কবুতর স্বাভাবিক ভাবেই খেতে চাইবে না৷ এজন্য যেদিন কালা পানি খাওয়াবেন সেদিন কবুতরকে পিপাসার্ত রাখতে হবে এবং এটা কবুতরের খাবার-খাওয়ার পরে দিবেন।

গরমের দিনে সপ্তাহে ১দিন দিবেন। যেহেতু এটা খাওয়ানোর পর কবুতরের শরীর গরম হয়ে যায় সুতরাং অবশ্যই বিকালে অথবা রাতে দিবেন৷

প্রয়োগ বিধিঃ
১ এমএল ১ লিটার বিশুদ্ধ স্বাভাবিক পানির সাথে দিতে হবে(গরমকালে প্রয়োজনে ফ্রিজের ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিতে পারেন)। ২/৩ দিন গ্যাপ দিয়ে আবার ২ দিন দিবেন। বেশী ঠান্ডা পরলে ২ এমএল ১ লিটার পানিতে দিতে পারেন।
৬—৭ ঘণ্টা পর অবশিষ্ট মিশ্রন ফেলে দিবেন।

উল্লেখ্য: এই পানিটি যদি নিয়মিত খাওয়ান তবে আলাদাভাবে কোন ধরনের কৃমির কোর্স বা ঔষধ দেওয়া লাগবে না!

09/11/2021


It’s landing time

26/10/2021

#মাশাল্লাহ

কবুতরের বাচ্চা ঘর লাগাবেন কিভাবে!!!
অনেকে কবুতরের ঘর লাগানো বা বাসা চিনাতে পারে না। তখন দেখা যায় কয়েক দিন খাঁচায়/খোঁপে আটকিয়ে রেখে ছেড়ে দেন। সেই কবুতর আর বাসাই ফিরে আসে না। সে জন্য কবুতরের ঘর চিনানো অনেক গুরুত্বপূর্ণ।
নিচের ভিডিও তে আমি যে ভাবে বাচ্চা গিলো রেখেছি আপনিও কবুতরের বাচ্চাকে এইভাবে খাঁচায় রেখে ছাদে বা উচু কোন জায়গায় রেখে দিন ৩/৪ ঘন্টার জন্য। প্রতিদিন এইভাবে রাখেন। ৪/৫ দিন। তারপর ছেড়ে দিন। ইনশাআল্লাহ ঐ বাচ্চা গুলা আর হারাবে না।
আমারগুলা ০/১ পরের হাইফ্লাইং বাচ্চা।💞
🖤ধন্যবাদ🖤

19/10/2021

ইদানীং অনেকের কবুতরের চোখে পানির সমস্যা দেখা যাচ্ছে, তারা অনেকে আমাকে নক দিচ্ছে আবার অনেকে বিভিন্ন গ্রুপে পোষ্ট দিচ্ছেন। কিছু ভাইয়েরা না বুঝেই চোখের চিকিৎসা প্রদান করতেছে। কিন্তু সেটা ঠিক হচ্ছে না। আগে কি সমস্যা সেটা বুঝতে হবে। কবুতরের ঠান্ডা লাগলেও চোখে পানি আসে। তাই আগে সমস্যা কিসে সেটা বের করুন। নাহলে সমস্যার সমাধান হবে না। এখন বেশিরভাগ কবুতরের ঠান্ডার সমস্যা হচ্ছে। সাথে চোখে পানি আসতেছে। ঠান্ডা সমস্যা দূর হলে চোখে পানি অনেকটাই কমে যাই।
ধন্যবাদ

14/10/2021

মান ও পুষ্টিহীন খাবার,ভিটামিন ও মিনারেল না দিয়ে প্রথম প্রথম ডিম বাচ্চা পাবেন কিন্তু নিয়মিত রেজাল্ট পেতে ভারসাম্য রক্ষা করা উচিৎ।

11/10/2021

#মাশাল্লাহ
নর-মাদি সিলেকশনের কাজ চলতেছে।

কবুতর তার বাচ্চাকে না খাওয়ালে করনীয়  এই বয়সের বাচ্চার জন্য পুষ্টি ও তাপ উভয়ই গুরুত্তপূর্ণ।  🔹০১--০৩ দিন বয়স পর্যন্ত (...
08/10/2021

কবুতর তার বাচ্চাকে না খাওয়ালে করনীয় এই বয়সের বাচ্চার জন্য পুষ্টি ও তাপ উভয়ই গুরুত্তপূর্ণ।
🔹০১--০৩ দিন বয়স পর্যন্ত (১ টি ডিম সিদ্ধ করে তার কুসুম অর্ধেকটা নিবেন + ১০ সিসি ভাতের মাড় + ১০ সিসি নরমাল পানি। একসাথে ভাল করে ব্লেন্ড করবেন। কাপের মুখে প্লাস্টিকের বেলুন লাগিয়ে তাতে ছিদ্র করে খাওয়ান। দিনের বেলা ১ ঘণ্টা পর পর চেক করুন। পেট খালি হলে খাওয়ান। আর এই সময় বেবীকে কিছু গরম জায়গায় রাখুন।)

🔹০৪-০৭ দিন বয়স পর্যন্ত (১ টি ডিমের সিদ্ধ কুসুম পুরোটা + ১০ গ্রাম আটা+ ১০ সিসি ভাতের মাড় + ২০ সিসি নরমাল পানি মিক্স করে খাওয়ান যতটুকু তার পেটে ধরে) (কবুতরের বাচ্চার জাত অনুযায়ী খাবার ও তার পরিমান হবে)

🔹০৮-১২ দিন বয়স পর্যন্ত ( বেবীকে হাতে ধরে ২০পিস ডাবলি+ ২০ পিস ছোলা + ২০ পিস পপকর্ণ হাতে ধরে ১/২ পিস একবারে হা করিয়ে মুখে দিয়ে দিন বা চাইনিজ হ্যান্ড ফিডিং মেশিন দিয়ে খাওয়ান। পানি খাওয়াবেন ১০/১৫ সিসি করে তাতে ১ সিসি অটোএনজাইম মিক্স করলে ভাল হজম হবে। যখন ই পেট খালি হবে খাবার ও পানি খাওয়াবেন।)

🔹১২-৩০ দিন বয়সে (বেবীকে ৩০ পিস ডাবলি + ৩০ পিস ছোলা+ ৩০ পিস পপকর্ণ খাওয়ান উপরের নিয়মে। কিন্তু পানির সাথে ১/২ দিন পর পর ১ সিসি ক্যালপ্লেক্স ও ১ সিসি বি কমপ্লেক্স মিক্স করে খাওয়ান। বড় বা ছোট জাতের বেবী হলে খাবারের পরিমাণ কম বা বেশী হবে) তবে কোন অবস্থাতেই অতিরিক্ত খাবার খাওয়াবেন না।

🔹২৮-৩০ দিন বয়স হলে সামনে খাবার রাখবেন (যখন তাদের খুব ক্ষুধা লাগবে)। আস্তে আস্তে অল্প করে 💞
#সংগৃহীত

আবহাওয়া পরিবর্তন হচ্ছে। অনেকে ভ্যাক্সিন দিতে এদিক ওদিক ছুটাছুটি করতেছেন। তবে কবুতরকে সুস্থ রাখতে এই কাজগুলো করলে ইনশাআল্...
06/10/2021

আবহাওয়া পরিবর্তন হচ্ছে। অনেকে ভ্যাক্সিন দিতে এদিক ওদিক ছুটাছুটি করতেছেন। তবে কবুতরকে সুস্থ রাখতে এই কাজগুলো করলে ইনশাআল্লাহ কবুতর সুস্থ থাকবে।
১. কবুতরের ঘর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা
২. কবুতরকে ফিল্টার পানি ও পরিষ্কার খাবার সরবরাহ করা
৩. প্রতিমাসে সাল্মলিনার কোর্স করানো
৪. নিয়মিতভাবে কৃমি কোর্স করানো।
এই ৪ টি কাজ সঠিকভাবে করলে ইনশাআল্লাহ কবুতর সুস্থ থাকবে।
ছবিঃ #সংগৃহীত

27/09/2021

কবুতরের উকুন সমস্যার সমাধান

 #মাশাল্লাহ নতুন হাইফ্লাইং জোড়া দিলাম 💓নর - চুইনা রানিং ছাপ চোখমাদি - নিউএ্যাডাল্ট মাখরা চোখসবার দোয়া প্রার্থী 😇
20/09/2021

#মাশাল্লাহ
নতুন হাইফ্লাইং জোড়া দিলাম 💓
নর - চুইনা রানিং ছাপ চোখ
মাদি - নিউএ্যাডাল্ট মাখরা চোখ
সবার দোয়া প্রার্থী 😇

19/09/2021

কবুতরের ডিম জমতেছে না!!!

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Rashid’s Pigeons House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rashid’s Pigeons House:

Videos

Share

Category