Worms rearers

Worms rearers Lets make our food organic.

16/12/2021

যে কোন নতুন পদ্ধতির অভ্যাস গড়ে উঠতে সময় নেয়। তার ই ধারাবাহিকতায় আমাদের দেশে অনেক খামারিদের সাথে আলাপকালে তারা বলে শেষ পর্যন্ত মুরগিকে পোকা খাওয়াবো।আজকের এই ভিডিও টা তাদের জন্য, দেখুন মুরগী কেমন পছন্দ করে।

সুপারওয়ার্ম থেকে মাদার ব্রিটল তৈরির প্রক্রিয়া চলমান।
23/10/2021

সুপারওয়ার্ম থেকে মাদার ব্রিটল তৈরির প্রক্রিয়া চলমান।

গ্রামীন পরিবেশে ছোট পরিসরে হাস, মুরগী, কোয়েল  পালন সম্ভাবনা আমাদের দেশে প্রচুর। বাড়ির আঙ্গিনায় পাঁচ দশটি মুরগী পালন করতে...
20/10/2021

গ্রামীন পরিবেশে ছোট পরিসরে হাস, মুরগী, কোয়েল পালন সম্ভাবনা আমাদের দেশে প্রচুর। বাড়ির আঙ্গিনায় পাঁচ দশটি মুরগী পালন করতে পারেন এতে করে নিজের পরিবারের আমিষের চাহিদা যেমন পুরন হল সাথে সাথে অভিজ্ঞতা ও হল।

পরিবেশটা এমন করলেন যেন এটা বানিজ্যিক প্রয়াস। কারন যদি ভবিষ্যতে আপনি বড় আকারে শুরু করেন এই অভিজ্ঞতা কাজে দিবে।আর আপনার প্রাথমিক খরচ ও কমিয়ে আনবে।

আর যদি খাদ্য খরচ কমিয়ে আনতে চান তবে আপনাকে প্রচলিত খাদ্য বলয় থেকে বেরিয়ে বিকল্প নতুন কিছু চিন্তা করতে হবে।সবাই যে পদ্ধতি অনুসরন করে আপনি ও তাই করলেন, নতুন হয়ে আপনি পুরাতনদের সাথে প্রতিযোগিতায় নামলেন।

আপনি কি BSF, Superworms, mealworms এর নাম শুনেছেন যাতে শুকনো অবস্থায় 60% পর্যন্ত প্রোটিন থাকে, আর প্রোটিন খাদ্য উপাদানের সবচেয়ে বড় ফ্যাক্টর। এ সর্ম্পকিত প্রচুর ভিডিও youtube এ পাবেন দেখে নিতে পারেন।

BSF চাষ পদ্ধতিটা একটু শ্রমসাধ্য এবং বড় প্রজেক্ট হয়, কিন্তু superworms ও mealworms চাইলে ঘরের এক কোনায় শুরু করা যায়। চাষ পদ্ধতি সহজ ও সহজলভ্য উপাদান দিয়ে আপনার চাহিদা মত সেটআপ দিয়ে নিতে পারবেন।

বর্তমানে বাজারে মাছ, মাংস ও ডিমের দাম প্রচুর, যদি একটু জায়গা থাকে তার সাথে পরিশ্রমটুকু যোগ করে গড়ে তুলুন মিনি খামার যা আপনার নিজের চাহিদা পুরনের পাশাপাশি বাড়তি আয়ের পথ ও তৈরি করতে পারে।

17/10/2021

খাচায় পাখি পালনের ক্ষেত্রে আমরা সাধারনত খাবার হিসাবে বিভিন্ন প্রকার বীজ বা সবজি জাতীয় খাবার দিয়ে থাকি। কিন্তু মুক্ত অবস্থায় পাখি আর কি কি খাবার খায় তা আমরা কজনই বা জানতে চেয়েছি।
একটু খেয়াল করলে দেখতে পারবেন পাখি বাচ্ছা ফুটালে তার ঠোটে করে কিছু জীবিত পোকা নিয়ে আসে কেননা বাচ্ছা অবস্থায় নরম ও পুষ্টিগুন সম্পন্ন খাবার খাওয়াতে চেষ্টা করে, যার ফলে মুক্ত অবস্থায় পাখি চনমনে ও অনেক স্ট্রং থাকে।

খাচায় পাখি পালনের সময় আমরা যদি মেলওয়ার্ম/ সুপারওয়ার্ম খেতে দেই তাতে পাখি যেমন সুস্থ থাকবে সাথে সাথে ডিমের হেচিং হার বাড়বে।
যারা বাজিগর,লাভ বার্ড, ফিঞ্চ বা যেকোন সৌখিন পাখি লালন পালন করেন তারা খুব সহজেই কোন ঝামেলা ছাড়া মেলওয়ার্ম বা সুপারওয়ার্ম চাষ করতে পারেন।

21/07/2021

এগুলো সুপারওয়ার্ম যে কোন ধরনের বড় পাখি, মুরগি, মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। বিশেষ করে ডিম পাড়া পাখি, যা ডিমের হ্যাচিং হার বাড়ায় ও পাখির স্বাস্থ ভাল রাখে। এটা দেখে অনেকে হয়ত বলবে পাখিকে পোকা খাওয়াব!!!!

এটা শতভাগ হালাল, অর্গানিক, আর্দশ খাবার। দেখেন আমাদের দেশি মুরগি সারা দিন মাঠে-ঘাটে ঘুরে কত ধরনের পোকা খায়। আমরা হয়ত বিষয়টা খেয়াল করি না কিন্তু দৃষ্টির অগোচরে যা দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ বেড়ে
উঠতে সহায়তা করে।

এখন এগুলো কতটুকু নিরাপদ, যারা আগ্রহি গুগল করে দেখে নিতে পারেন এর পুষ্টি গুনাগুন, কি কি উপাদান আছে এর মধ্যে। গুগল এ mealworms/ superworms লিখে সার্চ করতে পারেন,আশা রাখি অনেক তথ্য পাবেন

15/07/2021
14/07/2021
beauty of snake
08/07/2021

beauty of snake

08/07/2021

mealworms mother brittle

Address

Gazipura 27, Tongi West Thana
Gazipur
1230

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801823400629

Website

Alerts

Be the first to know and let us send you an email when Worms rearers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Worms rearers:

Share


Other Reptile Pet Stores in Gazipur

Show All