Morning or Evening Meherpur
গাড়লের রাজ্য চুয়াডাঙ্গায় স্বাগতম,
১০০পিস গাড়ল সংগ্রহ চলছে।
ছাগল ভেড়ার ট্রান্সপোর্ট, গাড়ীর বক্সে করে টঙ্গী সরকারি কলেজ গেইট/টঙ্গী,গাজীপুর এ নামানো হলো, এভাবে প্রতিনিয়ত ঢাকায় আসে।
দুম্বা ভারত থেকে আনা, বর্তমানে চুয়াডাঙ্গায় আছে।
আজকে বিক্রি হলো ৫০টি মাত্র, সবগুলো প্রেগনেন্ট ছিলাে, এর মধ্যে ১২ টি বাচ্চা দিয়েছে।
রাস্তায় ঘুরে বেড়ায় গাড়ল, লালন পালন কতটা ফ্রেন্টলি ।
দারিদ্র্য বিমোচনে ছাগল পালনঃ পর্ব-৩ এবং শেষ
খাদ্য ব্যবস্থাপনাঃ
ছাগলকে রাস্তার ধার, পুকুর পাড়, জমির আইল, পতিত জমি বা পাহাড়ের ঢালে বেঁধে বা ছেড়ে ৮-৯ ঘন্টা ঘাস খাওয়াতে পারলে খুব উপকার হবে। এ ধরনের সুযোগ না থাকলে প্রতি ২০ কেজি ওজনের ছাগলের জন্য দৈনিক ০.৫-১ কেজি পরিমাণ কাঠাঁল, ইপিল ইপিল, ঝিকা, বাবলা পাতা অথবা এদের মিশ্রণ দেয়া যেতে পারে। প্রতিটি ছাগলকে দৈনিক ২৫০-৩০০ গ্রাম ঘরে প্রস্তুতকৃত দানাদার খাদ্য দেয়া যেতে পারে। ১০ কেজি দানাদার খাদ্য মিশ্রণে যেসব উপাদান থাকা প্রয়োজন তা হচ্ছেঃ চাল ভাঙ্গা ৪ কেজি, ঢেঁকি ছাঁটা চালের কুড়া ৫ কেজি, খেসারি বা অন্য কোনো ডালের ভূষি ৫০০ গ্রাম, ঝিনুকের গুড়া ২০০ গ্রাম এবং লবণ ৩০০ গ্রাম। ইউরিয়া দ্বারা প্রক্রিয়াজাত খড় ও সাইলেজ খাওয়ালে ভাল হয়। কারণ প্রক্রিয়াজাত খাদ্যে আমিষের পরিমাণ বেশি থাকে এবং পরিপাকও ভালোভাবে হয়। জন