Sheep Goat Farming BD

Sheep Goat Farming BD we have to try

মধু
03/11/2020

মধু

"শোক সংবাদ"নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান টুটুল সাহেবের প্রান প্রিয় "মা", আজকে রাত ৯.০০ ঘটিকায় ইন...
11/05/2020

"শোক সংবাদ"
নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান টুটুল সাহেবের প্রান প্রিয় "মা", আজকে রাত ৯.০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন।
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"
সবার কাছে মাগফিরাত ও দোয়া কামনা করছি।

আসল মধু
29/04/2020

আসল মধু

plase
24/03/2020

plase

একটু ম‌নো‌যোগ বাঁচ‌াতে পা‌রে আপনার আপনজনঃ-

করোনা সন্দেহে শুধুমাত্র এই হাসপাতাল গুলোতে যোগাযোগ করুনঃ
১।সংক্রামক ব্যাধি হাসপাতাল(infectious disease hospital)
ঠিকানাঃমহাখালী,ঢাকা

২।কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
ঠিকানা ঃ এম ই এস বাসস্টেন্ড এর সামনে,হোটেল রেডিসনের বিপরীত পাশে,ঢাকা

৩।কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল
ঠিকানা ঃ ঈশাখা এভিনিউ, রাজউক কলেজের পাশে, উওরা,ঢাকা
মোবাঃ 01999-956290

৪।ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল
ঠিকানাঃ বাবু বাজার ব্রিজ,পুরান ঢাকা
ফোনঃ 02- 57390860

৫।রেলওয়ে জেনারেল হাসপাতাল
ঠিকানাঃ মতিঝিল আইডিয়াল স্কুলের বিপরীতে,ঢাকা

৬।মিরপুর ১ মাতৃসদন হাসপাতাল

এই ৬টি হাসপাতালেই কেবল আপনারা যোগাযোগ করুন কারন অন্য হাসপাতাল গুলোতে করোনা চিকিৎসার জন্য যথাযথ সামগ্রী নেই।তাই হয়রানীর শিকার না হয়ে উপরোক্ত হাসপাতালে যান।।

আর করোনার লক্ষন গুলো আপনাদের মাঝে থাকলে
আইইডিসিআর( IEDCR) খবর দিন।
যোগাযোগ ঃ 16263,
01550064901-05
01401184551,
01401184554-56,
01401184559-60
01401184563,
01401184568
01927711784-85
01937000011
01937110011

করোনা ভাইরাসের লক্ষনঃ
১।সর্দি
২।হাচি
৩।জ্বর(১০০ ডিগ্রি বা বেশি)
৪।শুকনা কাশি
৫।শ্বাসকষ্ট
৬।মাথাবেথা
৭।গলাবেথা
৮।পাতলা পায়খানা ( severity বেশি হলে)

তাই উপরোক্ত লক্ষন যদি থাকে আপনার
প্রথম কাজ ঘরেই থাকুন
জ্বর, ঠান্ডা, কাশি হলে ডাক্তারের কাছে আগেই আসার দরকার নেই।

Tab. Napa rapid 500mg/Napa Extend/ 665mg( ভরা পেটে)
১+১+১-------------------- ৭দিন

Tab. Deslor / Tab. Fexo (120/180)
১+0+১-----------৭ দিন

Tab. Monas/Trilock/Lumona10mg
০+০+১----------৭দিন

Syp.Ambrox/ Dexpofen/Tuska plus
২ চামচ করে ৩ বেলা----------- ৭দিন(কাশি বের হলে)

tab.Ometid 20mg
১+০+১------------- ৭ দিন( খাবার আগে)

যদি শ্বাসকস্ট হয়,
Inhaler Bexitrol F
১ পাফ ১২ ঘন্টা পর পর।
হাপানি রোগীরা বাড়িতে আগে থেকে অবশ্যই
নেবুলাইজার মেশিন রাখবেন এবং windal plus দিয়ে নেবুলাইজ করবেন।।

#অন্যান্যঃ
*প্রচুর পরিমান পানি খাবেন।
*গরম পানি খাবেন, গরম পানির কুলকুচি করবেন।
*৭ দিন ঘরে অবস্থান করবেন।
*মাস্ক পরিধান করবেন।
*হাত হ্যান্ড স্যানিটাইজার অথবা হ্যান্ডওয়াশ দিয়ে পরিস্কার করুন।
*হাচি কাশির সময় টিস্যু ব্যবহার করুন

#দোয়াপড়ুন বেশি বেশি(মুসলিমদের জন্য)ঃ
১.আল্লাহুমা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি,ওয়াল জুনুনি,ওয়াল জুঝামি, ওমিং সাইয়্যিল আসক্বম।।
২.সুরা ফাতিহা ৭ বার প্রতিদিন
৩।সুরা ইখলাস,সুরা ফালাক,সুরা নাস প্রতিটা ৩ বার করে পড়ুন
৭ দিন পর ও সুস্থ না হলে উপরোক্ত হাসপাতাল গুলোতে যোগাযোগ করুন এবং আইডিসিআর এ ফোন দিয়ে তাদের আপনার অবস্থা বিষয়ে অবহিত করুন।।

In-Sha-ALLAH ALLAH will save us from this disaster...

করোনা সংক্রমণ প্রতিরোধে যা আমাদের করনীয় , যার কোন দ্বিতীয় উপায় নেই- ( ইতালি যা ভুল করেছে , আমরা যেন ভুলেও না করি ।ইতালির...
23/03/2020

করোনা সংক্রমণ প্রতিরোধে যা আমাদের করনীয় , যার কোন দ্বিতীয় উপায় নেই- ( ইতালি যা ভুল করেছে , আমরা যেন ভুলেও না করি ।

ইতালির অবস্থা খুব খারাপ। কবর দেওয়ার লোক পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ইতালিতে এক একদিনে আজ আটশোর কাছাকাছি লোক মারা গেছে । ইরানে গণকবর খোঁড়া হচ্ছে। যতদিন চীনে এরকম হচ্ছিল, খবর পাচ্ছিলাম উহান প্রদেশ উজাড় হয়ে যাচ্ছে ততদিন আমরা সবাই সারাবিশ্ব বসে সমবেদনা জানানো ছাড়া আর কিছুই করিনি। তাই আজ ইউরোপ সহ সারাবিশ্বের এই অবস্থা। মাত্র একমাসের ব্যবধানে। এখন আমাদের দরজার দাঁড়িয়ে আছে মারণরোগ। মানুষ বিষাক্ত, বাতাস বিষাক্ত, হয়ত বা শরীরও বিষাক্ত হয়ে গেছে এতক্ষনে। জানতে না দিয়েই।

না আতঙ্ক ছাড়ানোর জন্য লিখছি না। ইতালি যে ভুল করেছিল আমরা সে ভুল যেন না করি । শুধু টিভি বা খবরের দর্শক হয়ে নয়, কিছু করার আবেদন এটা। হোয়াটস্যাপ বা ফেসবুকের ভুয়ো খবর নয়, বরং সচেতনতা ছড়ান। পরিসংখ্যান বলছে বাংলাদেশ সহ এই উপমহাদেশে মাত্র দুই সপ্তাহ যদি আমরা ঘরবন্দি হয়ে থাকি তাহলে আমাদের অবস্থা ইতালি বা ফ্রান্সের মত হবে না। ইতালি ইরান ফ্রান্স অনেক দেরিতে করেছে, আমাদের হাতে এখনো কিছুটা সময় আছে। দুই সপ্তাহ ঘোরা-বেড়ানো বা অদরকারি কাজগুলোকে মুলতুবি রাখুন। একসপ্তাহ ছুটি কাটান ঘরে বসে, অযথা দোকান বাজার ছোটাছুটি করে নিজের বিপদ ডেকে আনবেন না। এই এক দু সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। দুসপ্তাহ পর হয়ত সেলফ কোয়ারেন্টাইনের আর কোনো প্রয়োজনীয়তাই থাকবে না। প্রকোপ একেবারে কমে যেতে পারে, নইলে হয়ত ঘরে বসে বসেও আক্রান্ত হতে পারেন।

আসুন, আমরা আগামী দু-সপ্তাহ মাত্র তিনটে কাজ করি। বেশি না, তিনটে কাজ-

#এক, বাইরে বেরোনো বন্ধ করে দিই। বন্ধ মানে বন্ধ। পাড়ার দোকানটুকুও নয়। আত্মীয় বন্ধু প্রতিবেশী কারোর বাড়ি যাবেন না, তাদেরও নিজের বাড়িতে ডাকবেন না। যেখানে ভিড় বেশি, কুড়ি জনের বেশি লোক জমায়েত হয়েছে সে জায়গা এড়িয়ে চলুন, সে শপিং মল হোক কি ধর্মীয় স্থান। দুসপ্তাহ সেদ্ধ ভাত খেয়েই চালিয়ে নিই। চাল-ডাল-আলু-পেঁয়াজ মজুত আছে এতদিনে। বিরিয়ানি মশলা কিনতে না বেরোনোর প্রতিজ্ঞা করি।

#দুই, সাধারণ হাইজিন মেনে চলি। খাবার আগে বা এবং ঘন্টায় অন্তত একবার করে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলি। নাকে-মুখে হাত যথাসম্ভব কম দিই।

#তিন, "আমি একা কি করব? সবাই তো মানছে না" - এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন। আপনার মাধ্যমে যদি একজনও ক্ষতিগ্রস্থ হয় সে হল আপনার প্রিয়জন। বাবা-মা-স্বামী-স্ত্রী-সন্তান। যার সঙ্গে আপনি দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন তাকে আপনিই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন না তো? বয়স্ক মানুষ ছাড়াও যাদের হাইপ্রেসার, সুগার, হার্টের অসুখ, কিডনি, ক্যান্সার বা অন্য কোনো সাধারণ ক্রনিক রোগ আছে, করোনাভাইরাসের সংস্পর্শে এলে তাঁদেরও মৃত্যুর হার কয়েকগুণ বেড়ে যায়।

তিনটে বিষয়, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাইরে না বেরোনো। কতদিন না বেরিয়ে সম্ভব? ঠিক দু-সপ্তাহ। আপনি হয়ত স্ট্রং, সাধারণ ফ্লুয়ের উপসর্গও নেই। করোনা ভাইরাসে আক্রান্ত হলেও আপনি ঠিক সুস্থ হয়ে যাবেন। কিন্তু চোদ্দদিনের মধ্যে আপনি যদি কোন অন্য মানুষের সংস্পর্শে আসেন তাহলে তাঁর জীবন বিপন্ন হতে পারে। এটা ভেবে শিক্ষিত শুভবুদ্ধিসম্পন্ন মানুষ যদি এটুকু মেনে চলে তাহলেই আমরা নিরাপদ থাকব।

আসুন দেখিয়ে দিই, প্রথম বিশ্বও যেটা পারেনি, আমাদের গরিব দেশ সেটা করে দেখিয়েছে।

#বিঃদ্রঃ :একসাথে অনেক মানুষের কাছে পৌঁছনোর জন্য লেখাটা সার্কুলেট হওয়া জরুরি।কপি পেস্ট করে ছড়িয়ে দিন।

(Copied)

গাড়‌লের রাজ্য, দামুরহুডা চুয়াডাঙ্গা।
01/03/2020

গাড়‌লের রাজ্য, দামুরহুডা চুয়াডাঙ্গা।

29/02/2020

আটকবর এ‌সে নামা মাত্র দে‌খি মি‌ষ্টির দোকান খোলা, ১৩০৳ কে‌জি, পিছ মাত্র ৬৳, স্বাদ এতদম মন্দ নয়।
পাগল গাড়ল দেখ‌তে এ‌সে‌ছে!

05/02/2020

স্ক্রলে গাড়ল ভেড়া কিনতে যোগাযোগ: নাসিরুল টেংরা আলাপন :০১৭৯১-১৭৫৪১০ Web:www.Manobatatv.ga facebook.com/mtvonlinenews

চাক ভাঙ্গা  আসাল মধু
26/10/2019

চাক ভাঙ্গা আসাল মধু

Honey মধু
30/09/2019

Honey মধু

20/09/2019

Morning or Evening Meherpur

20/09/2019

গাড়‌লের রাজ‌্য চুয়াডাঙ্গায় স্বাগতম,
১০০‌পিস গাড়ল সংগ্রহ চল‌ছে।

06/07/2019

কোরবানি উপলক্ষে নিজস্ব খামারে উৎপাদিত কিছু গাড়ল ক্রস খাসি বিক্রি করা হবে। লাইভ ওয়েট : ২৫ থেকে ২৮ কেজি মূল্য : ৭৫০/...

তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম(আল্লাহ আমাদের সকলের আমল-ইবাদত কবুল করে নিন)
04/06/2019

তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম
(আল্লাহ আমাদের সকলের আমল-ইবাদত কবুল করে নিন)

গাড়ল ভ‌‌েড়ার জন্য যোগা‌যোগ করুন, না‌সিরুল 01838-532122
16/04/2019

গাড়ল ভ‌‌েড়ার জন্য যোগা‌যোগ করুন, না‌সিরুল 01838-532122

গাড়ল ভ‌‌েড়ার জন্য যোগা‌যোগ করুন, না‌সিরুল 01838-532122.
07/04/2019

গাড়ল ভ‌‌েড়ার জন্য যোগা‌যোগ করুন, না‌সিরুল 01838-532122.

গাড়ল ভেড়া বিক্রয় না‌সিরুল : 01838532122.
05/03/2019

গাড়ল ভেড়া বিক্রয়
না‌সিরুল : 01838532122.

Address

Tongi
Gazipura
1710

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheep Goat Farming BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheep Goat Farming BD:

Videos

Share

Category


Other Gazipura pet stores & pet services

Show All