Fallen leaves animals world

Fallen leaves animals world to get nice and interesting animals videos & photos please follow this page
(1)

31/08/2023

হাফিজ তাকরিমের ভাইয়ের কন্ঠে সুরা মুলক তিলাওয়াত। Hafiz takrim| abu sufian| quran recitation

02/02/2023

ফুফু!খুব অবহেলিত একটি শব্দ।ক'জন ভাইপো আছেন ফুফুর খবর রাখেন?খালার খবর যতোটা রাখা হয় ফুফুর খবর ততোটা রাখা হয়না।
বাবা-মা'র ইন্তেকালের পর নারীরা বাপের বাড়ীর কথা অনিচ্ছা সত্ত্বেও ভুলে যেতে থাকেন।শৈশবের স্মৃতি বিজড়িত উঠোন,গাছের লিচু,পাকা আম আর পুকুর পাড়ের নারিকেল গাছ সব গুলো কেমন যেনো পর হতে শুরু করে।ভাইদের ইন্তেকালের পর সবকিছুই একেবারে স্মৃতি হয়ে যায়।
ফুফুরা আমাদের রক্ত সম্পর্কের স্বজন।তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা কোন মু'মিনের জন্য মোটেও কাম্যনয়।

29/01/2023

চার লাইন বাংলা লিখতে গিয়ে সাতটা ভুল করে; তিনি আবার করবেন গবেষণা!

তার গবেষণার কথা শুনে খোদ ‘গবেষণা’ও লজ্জা পেলো; কারণ, গবেষণা শব্দটিও সে শুদ্ধ করে লিখতে পারেনি।

সে লিখেছে, “দেখবো সেখানে কি কোয়ালিটির/মানের পাঠদান দেওয়া হয়”। তার এই ছোট্ট বাক্যটিতেই চারটি ভুল রয়েছে।

১. বাংলা ব্যাকরণ হিসেবে ‘দেখবো’-এর পরে একটি কমা দিতে হবে; কিন্তু সে দেয়নি।

২. ‘কি কোয়ালিটি’ লেখার ক্ষেত্রে ‘কি’ হবে না, বরং ‘কী’ হবে। ‘কি’ শব্দটি ব্যবহার করা হয় এমন প্রশ্নের ক্ষেত্রে— যার উত্তরে ‘হাঁ’ কিংবা ‘না’ আসে।

৩. ‘কোয়ালিটির/মানের’ হবে না, বরং ‘কোয়ালিটি/মানের’ হবে। অর্থাৎ কোয়ালিটি শব্দের শেষে ‘র’ (ষষ্ঠী তৎপুরুষ) হবে না; কারণ বিকল্প চিহ্ন (/) ব্যবহার করলে প্রথম শব্দ সব-সময় তৎপুরুষ থেকে মুক্ত থাকবে।

৪. ‘পাঠদান দেওয়া’ নয়, বরং পাঠদান করা। ‘পাঠদান দেওয়া’ ব্যাকরণসম্মত শব্দ নয়। কারণ, দান শব্দের অর্থই হচ্ছে দেওয়া; সেই হিসেবে ‘পাঠদান দেওয়া’ মানে ‘পাঠ দেওয়া দেওয়া’ হাহাহা। কোনো সাহিত্যিক/ভাষাবিদের লেখায় এমন ব্যবহার পাওয়া যায় না।

পুরো বাক্যটি শুদ্ধ করে লিখলে এভাবে হবে, “দেখবো, সেখানে কী কোয়ালিটি/মানের পাঠদান করা হয়”।

৫. সে লিখিছে, ‘এইবার’, অথচ শুদ্ধ হবে ‘এবার’। কারণ ‘এইবার’ হচ্ছে সাধু ভাষার শব্দ; কিন্তু সে পোস্ট লিখেছে চলিত ভাষায়। সেও নিশ্চয় জেনে থাকবে, চলিত ভাষা আর সাধু ভাষার সংমিশ্রণকে বাংলা ব্যাকরণের ভাষায় গুরুচণ্ডালী অপরাধ বলে।

৬. সে লিখেছে, ‘গবেষনা’ (দন্ত-ন দিয়ে), অথচ শুদ্ধ হবে ‘গবেষণা’। অর্থাৎ গবেষণা শব্দটি লেখা হয় ‘মূর্ধন্য ন’ নিয়ে। আর বাংলা ব্যাকরণের একটা রুলই আছে যে, ‘মূর্ধন্য-স’-এর পরে সবসময় ‘মূর্ধন্য-ন’ হয়।

৭. লেখার শেষে দাঁড়ি দেয়নি। যদিও এটাকে আমি বেচারার ভুল মনে করি না; বরং মিসটেক হিসেবে ধরে নিয়েছি।

অবশেষে একটা কথাই বলবো— যে মূর্খ গবেষণা শব্দটিও শুদ্ধ করে লিখতে পারে না, সে আবার করবে গবেষণা! এর চেয়ে বড় প্রহসন আর কী হতে পারে?

28/01/2023

মসজিদ নিয়ে সরকার নতুন নীতিমালা করবে তবে মন্দির নিয়ে কেন নয়? #মসজিদ

25/01/2023

গভীর রাতে আল্লাহর সঙ্গে বান্দার একান্ত প্রেমালাপ এটি। এ দোয়ার ফলে আল্লাহ বান্দার খুশি হয়ে যান। বান্দার চাওয়া-পাওয়া পরিপূর্ণ করে দেন। দুনিয়ার সব বিপদ-আপদ থেকে মুক্তি দেন। এটিই দোয়া কুনুত।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গভীর রাতে বিতর নামাজে দৃঢ়চিত্তে দোয়া কুনুতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।
#দোয়া_কুনুত #বিতির_নামাজ #دعاءقنوط

24/01/2023

আলু খাও ভাতের চাপ কমাও - প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

03/01/2023

প্রধান শিক্ষক যৌন হয়রানি করে ছাত্রীর হাতে প্রধান শিক্ষক জুতাপেটা খেলো নিউজ! DBC news
জানুন গার্লস স্কুলে ঘটে যাওয়া সেই ভাইরাল ঘটনার মূল রহস্য!

#যৌন_হয়রানি #হেডস্যারের_বিরোদ্ধে_অভিযোগ

01/01/2023

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম এখন বাংলাদেশে। ঘুরেছেন বাংলাদেশের পথে-ঘাটে, খাচ্ছেন দেশি খাবার আর প্রশংসাও করছেন পুরোদমে। নিজ দেশে ইউটিউবার হিসেবে জে কিম ব্যাপক পরিচিত ছিলেন। ২৮ বছর বয়সী এই কোরিয়ান যুবকের জন্ম শেওনানে। আগে গান করতেন। এখন ইউটিউব ভিডিও তৈরি করেন। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তিউনিশিয়ার মতো দেশগুলো ঘুরতে গিয়ে মুসলিম ভক্তদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি ‘দাউদ কিম’ নাম ধারণ করেন।

প্রশ্নঃ মুসলিম বিজ্ঞানীদের আবিস্কার কেনো সকলের (বিশ্বে) সামনে প্রচার বা প্রকাশ হয় না?উত্তরঃ মুসলিম বিজ্ঞানীরা মুলত যে গব...
19/12/2022

প্রশ্নঃ মুসলিম বিজ্ঞানীদের আবিস্কার কেনো সকলের (বিশ্বে) সামনে প্রচার বা প্রকাশ হয় না?

উত্তরঃ মুসলিম বিজ্ঞানীরা মুলত যে গবেষনা করে তা আল্লাহ সুবানাহুতায়া'লা কে নতুন ভাবে আবিস্কার করার জন্য। ফলে তারা মুলত প্রতি বারই আল্লাহ সুবানাহুতা'য়ালা কে নতুন ভাবে আবিস্কার করে। ফলে তারা তাদের গবেষনার ফলে যে আবিস্কার হয় তা প্রচার হয় না।

কিন্তু পশ্চিমা বিজ্ঞানী রা যে গবেষনা করে তা ব্যক্তি সার্থের জন্য তাই তারা প্রচার করে।

Note:
Picture এ বীজগণিত এর জনক মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি এবং গণিতবিদ ওমর খৈয়ম এর হাতে লেখা বইয়ের অংশ বিশেষ

08/10/2022

free online earn money. earning site | online earn by mobile phone | online income

ভাই: আপু, ও আপুবোন: বলভাই: তোর জন্য আমি স্কুল যেতে পারিনা।বোন: কেন, আমি কি করলাম?ভাই: তুই আবার কি করবি?বোন: তাহলে?ভাই: ত...
04/10/2022

ভাই: আপু, ও আপু
বোন: বল
ভাই: তোর জন্য আমি স্কুল যেতে পারিনা।
বোন: কেন, আমি কি করলাম?
ভাই: তুই আবার কি করবি?
বোন: তাহলে?
ভাই: তোর একটা চোখ নেই এই নিয়ে স্কুলের
ছেলেরা আমাকে খুব খেপায়। সমস্ত
ছেলেমেয়ে আমাকে কানীর ভাই, কানীর
ভাই বলে ডাকে। আমি আর স্কুলে যাবোনা।
বোন: শোন ভাই, একদম মন খারাপ করবিনা। ওদের
বলবি অসুখে আমার একটা চোখ নষ্ট হয়ে
গেছে। আমিও আগে খুব ভালো দেখতে
পেতাম।
ভাই: তোর জন্য সবাই আমাকে অপমান করে আর
তুই বলছিস মন খারাপ করতেনা। আমি আর
কখনোই স্কুল যাবোনা,,,
বোন: ভাই, তুই আমার কথা শোন। ওরা কিছুদিন
খেপিয়ে আপনা আপনিই ঠিক হয়ে যাবে তুই
একদম চিন্তা করিস না।
ভাই: না, আমি স্কুল যাবোনা।
বোন: আচ্ছা আজ আমি তোকে স্কুল নিয়ে
যাবো,,,ওদের কে সব বুঝিয়ে,,,,,,
ভাই: খবরদার তুই কখনো আমার স্কুলের সামনেও
যাবিনা। তাহলে আমি জীবনেও তোর সাথে
কথা বলবোনা,,, এটা বলেই পারবেস হনহন করে
বেরিয়ে গেলো। পারবেস ফিরলো বিকেলে। এসে
দেখে ওর মা দাঁড়িয়ে আছে। পারবেস গাল ফুলিয়ে
ঘরে ঢুকলো।
মা: পারবেস,
ভাই: হুম মা: আজ সারাদিন ভাত খাইছিস?
ভাই: না
মা: মন খারাপ?
ভাই: হুম।
মা: ভাত খেয়ে তোর আব্বুর সাথে দেখা করে
আয়। উনি তোকে ডাকছিলো,,,
ভাই: ভাত খাবোনা
মা: তাহলে যা তোর আব্বুর সাথে দেখা করে
আয়। পারবেস উঠে গেলো।
ভাই: বাবা ডেকেছো?
বাবা: আয় ব্যাটা আয়, তুই নাকি আজ সারাদিন
ভাত খাসনি,
ভাই: হুম
বাবা: কেন, মন খারাপ?
ভাই: হুম, অনেকটা।
বাবা: মন খারাপ হলেও ভাত খাওয়া জায়েজ
আছে। যা ভাত খেয়ে আয়
ভাই: না খাবোনা
বাবা: সত্যি খাবিনা?
ভাই: উহু
বাবা: আচ্ছা থাক খাওয়া লাগবেনা। আজ সন্ধ্যায়
আমরা সবাই বাইরে খাবো, ঠিক আছে?
ভাই: না আমি যাবোনা।
বাবা: কেন যাবিনা, তোর আপু যাবে বলে?
ভাই: হুম
বাবা: আচ্ছা ওকে, তোর আপুকে নিবোনা। এবার
খুশিতো?
ভাই: হুম
বাবা: যা, তোর মাকে বল রেডি হতে। তুই ও রেডি
হয়ে নে,
ভাই: সন্ধ্যা হতে তো এখনো অনেক দেরি।
বাবা: তাও ঠিক, আচ্ছা এক কাজ কর। এখানটায় বস
তোকে একটা গল্প বলি। গল্প শুনবিতো?
ভাই: হুম শুনবো
বাবা: শোন তাহলে,, অনেক বছর আগের কথা। প্রায়
২৪-২৫ বছর আগের, এক দম্পতীর কোনো সন্তান
হচ্ছিলোনা। তারা সন্তানের আশায় অনেক
কিছু করলো, শত সাধনার পর এক চাঁদনী রাতে
বিধাতা তাদের কথা শুনলেন, তাদের কোল
জুড়ে তিনি অপরুপ সুন্দর এক কন্যা সন্তান
দিলেন। মেয়েকে দেখে সবাই অবাক, এতো
সুন্দর কোনো মানুষ হয়? এই মেয়েটা মানুষ
নাকি অন্যকিছু? অই দম্পতীর ছোট্ট ঘর

design of our new home
19/09/2022

design of our new home

I LOVE YOU MY MOM & FATHER
05/04/2022

I LOVE YOU MY MOM & FATHER

24/01/2022

সিলেটী কাইশ্যা ফান ভিডিও!
sylheti funny video.

the humanity for the human.
01/11/2021

the humanity for the human.

সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না!
28/10/2021

সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না!

17/10/2021

একজন আদর্শ স্বামীর বাসর রাতে সর্বপ্রথম করণীয়!
https://youtu.be/tLHpKfSCTdk

lovely seen❤️❤️❤️❤️💔💔
12/09/2021

lovely seen❤️❤️❤️❤️💔💔

newborn!
07/09/2021

newborn!

প্লিজ পেইজটি লাইক দিয়ে ফলো করুন🙏🙏
01/09/2021

প্লিজ পেইজটি লাইক দিয়ে ফলো করুন🙏🙏

27/08/2021
looking nice🇧🇩
25/08/2021

looking nice🇧🇩

24/08/2021

to get nice & beautiful animals & birds please like our page! in this page have many many animals.বিভিন্ন প্রজাতির পশুপাখি দেখতে ও সে সম্পর্কে জানতে আমাদের পেইজটি লাইক করুন! এতে রয়েছে বিচিত্র সকল পশুপাখি জীবজন্তু।

Address

Gowainghat

Alerts

Be the first to know and let us send you an email when Fallen leaves animals world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fallen leaves animals world:

Videos

Share


You may also like