BETTA HUB BD

BETTA HUB BD BETTA HUB BD is a page founded by Md Mutasim. This page is mainly focused on BETTA FISH
(3)

06/01/2024

Due to some temporary reasons,
our service will be temporarily closed from today.
Keep us in your prayers.

ALHAMDULILLAH   • 1 P*S HALF MOON MALE BETTA FISH  • 4 PAIR RED SHRIMP • 1 PAIR BLUE SHRIMPSold and Delivered 🚛Inbox For...
04/01/2024

ALHAMDULILLAH
• 1 P*S HALF MOON MALE BETTA FISH
• 4 PAIR RED SHRIMP
• 1 PAIR BLUE SHRIMP
Sold and Delivered 🚛

Inbox For Order...📩

ALHAMDULILLAHThe first sale of new year  • 3 P*S HALF MOON FEMALE BETTA  • FEW AQUATIC PLANT ( DENSA & JUNGLE VALL)Deliv...
03/01/2024

ALHAMDULILLAH
The first sale of new year

• 3 P*S HALF MOON FEMALE BETTA
• FEW AQUATIC PLANT ( DENSA & JUNGLE VALL)

Delivered 🚛

Inbox For Order...📩

ALHAMDULILLAH   • 4 PAIR RED SHRIMP • 2 PAIR BLUE SHRIMPSold and Delivered 🚛Inbox For Order...📩
26/12/2023

ALHAMDULILLAH
• 4 PAIR RED SHRIMP
• 2 PAIR BLUE SHRIMP
Sold and Delivered 🚛

Inbox For Order...📩

20/12/2023

মাশাল্লাহ
• Halfmoon Betta (age 5 month)
male and female available
Location : muradpur / chawkbazar /Hathazari, ctg
Inbox for everything or call : 01634-295526

ALHAMDULILLAH.We have successfully supplied our customer  • 6" cube BETTA  FISH tank with complete set up  • one piece o...
23/11/2023

ALHAMDULILLAH.
We have successfully supplied our customer
• 6" cube BETTA FISH tank with complete set up
• one piece of BETTA FISH.

Inbox For Order...📩

ALHAMDULILLAH   • 2 PAIR RED CHERRY SHRIMP • 8 PAIR BLUE SHRIMPSold and Delivered 🚛Inbox For Order...📩
15/11/2023

ALHAMDULILLAH
• 2 PAIR RED CHERRY SHRIMP
• 8 PAIR BLUE SHRIMP
Sold and Delivered 🚛

Inbox For Order...📩

11/11/2023

ALHAMDULILLAH
• 4 PAIR BLUE SHRIMP
• ONE P*S HALF MOON BETTA
Sold and Delivered 🚛

Inbox For Order...📩

ALHAMDULILLAH   • 6  PAIR RED CHERRY SHRIMP • ONE POT JAVA MOSSSold and Delivered 🚛Inbox For Order...📩
10/11/2023

ALHAMDULILLAH
• 6 PAIR RED CHERRY SHRIMP
• ONE POT JAVA MOSS
Sold and Delivered 🚛

Inbox For Order...📩

14/06/2023

মাশাল্লাহ
• মার্বেল হোয়াইট প্লাকেট ( মেল ও ফিমেল আছে) বয়স :৬ মাস+
• পাইকারি ও খুচরা দেওয়া যাবে
• Halfmoon Betta এর বাচ্চা,বয়স:১.৫ মাস(সর্বনিম্ন ১০ পিস নিতে হবে)
★বাচ্চার Parents এর ভিডিও এর জন্য ইনবক্স করুন।
Inbox for everything or call : 01634-295526

আলহামদুলিল্লাহ ❤️সামনে আবারো ফুল মুন নিয়ে হাজির হব ইনশাআল্লাহ https://youtube.com/shorts/ttXXpYOGXNI?feature=share
29/04/2023

আলহামদুলিল্লাহ ❤️
সামনে আবারো ফুল মুন নিয়ে হাজির হব ইনশাআল্লাহ
https://youtube.com/shorts/ttXXpYOGXNI?feature=share

This video is about Halfmoon Betta Fish. This is a video by Md Mutasim. If you en...

29/11/2022

মাশাল্লাহ
দেখতে দেখতে ২ মাস বয়সের হয়ে গেল

ALHAMDULILLAH  • 04 p*s male Fullmoom Betta • 02 p*s female Fullmoon Betta • 12 p*s 2 month old Betta baby fishhas been ...
30/10/2022

ALHAMDULILLAH
• 04 p*s male Fullmoom Betta
• 02 p*s female Fullmoon Betta
• 12 p*s 2 month old Betta baby fish
has been sold

23/10/2022

Mash Allah
1 one pair fullmoon (breed two time) Age :8 month+
2 one p*s Super Red HMPK female(breed one time) Age :6 month+
3 one p*s white HMPK female (loaded)Age :6 month+
4 three p*s fullmoon female (loaded)Age :6 month+
5 five p*s fullmoon male Age :6 month+
Inbox for everything or call : +880 1634-295526

07/10/2022

ALHAMDULILLAH
This Betta fish pair has been sold

04/10/2022
03/09/2022

ALHAMDULILLAH
This male Betta fish has been sold

Alhamdulillah Sold out
28/08/2022

Alhamdulillah
Sold out

25/08/2022

আলহামদুলিল্লাহ
ডাঁপনিয়া কালচার🥰
ডাঁপনিয়া কালচার নিয়ে ভিডিও করব নাকি জানাবেন

আলহামদুলিল্লাহ নতুন বাহিনী তৈরি হচ্ছে 🥰
24/08/2022

আলহামদুলিল্লাহ
নতুন বাহিনী তৈরি হচ্ছে 🥰

Alhamdulillah Sold out
19/08/2022

Alhamdulillah
Sold out

মাশাল্লাহ Fullmoon Betta 🥰
18/08/2022

মাশাল্লাহ
Fullmoon Betta 🥰

29/07/2022

Terrarium😍
Made by me

বেট্টা মাছের প্রজননফাইটার মাছের বাচ্চা করা খুবই সহজ । অল্প কিছু নিয়ম এবং পদ্ধতি মেনে চললেই এই মাছের বাচ্চা করা যায়। তবে ...
19/07/2022

বেট্টা মাছের প্রজনন

ফাইটার মাছের বাচ্চা করা খুবই সহজ । অল্প কিছু নিয়ম এবং পদ্ধতি মেনে চললেই এই মাছের বাচ্চা করা যায়। তবে একটি মাত্র ছেলে মাছ এবং একটি মাত্র মেয়ে মাছ নিয়ে এই মাছের বাচ্চা করা অনেকটাই সময় সাপেক্ষ । অনেক সময় দেখা যায় মাত্র এক জোড়া মাছ নিয়ে বাচ্চা তুলতে গিয়ে ২ থেকে ৩ মাস পর্যন্ত সময় লেগে যায় , বা কখনো বা সম্ভবই হয় না । এর কারন হল সব ছেলে ফাইটার মাছ বা সব মেয়ে ফাইটার মাছ ডিম পাড়ানোর উপযুক্ত হয় না । এছাড়া এই প্রজাতির মাছেদের মধ্যে ছেলে মাছেদের মেয়ে মাছ পছন্দ করার একটা ব্যাপার আছে । সব ছেলে মাছেদের সব মেয়ে মাছ পছন্দ হয় না । ছেলে মাছেদের মেয়ে মাছ পছন্দ না করিয়ে ডিম পাড়ানোর জন্য একসাথে করলে বেশিরভাগ সময়েই ছেলে মাছটা মেয়ে মাছ টিকে মেরে ফেলে । তাই ফাইটার মাছের ডিম পাড়ানোর জন্য কমপক্ষে ২ টি ছেলে মাছ এবং ৪/৫ টি মেয়ে মাছ প্রয়োজন । ফাইটার মাছের ডিম পাড়াবার জন্য মাছের উপযুক্ত বয়স হল ৬ থেকে ৮ মাস ।
১) প্রথমে ছেলে মাছ গুলি কে আলাদা করে রাখুন মেয়ে মাছ গুলিকে একসঙ্গে রাখতে পারেন , কারন মেয়ে ফাইটার মাছ একসঙ্গে থাকতে পারে । . ছেলে এবং মেয়ে ফাইটার মাছ সবাইকেই আলাদা ভাবে কাঁচের জারে রাখবেন , এতে ছেলে মাছের মেয়ে মাছ পছন্দ করানোর সময় সুবিধা হবে ।
২) সব মাছ গুলো কে লইফ ফুড খাতে দিতে হবে ।
৩) ১৫ থেকে ২০ দিন পরে দেখবেন মেয়ে ফাইটার মাছের পেট ডিম এ ফুলে উঠবে ।
৪) এবার ছেলে ফাইটার মাছের কাঁচের জার টি মেয়ে মাছেদের কাঁচের জারের একদম গায়ে রেখে দিন । এই ভাবে ২ , ৩ দিন রাখার পরে দেখবেন ছেলে ফাইটার মাছ টী তার নিজের জারের ভিতরে বুদবুদের বাসা তৈরি করছে । এরকম দেখলে বুঝতে পারবেন ছেলে মাছটি দিম পাড়াবার জন্য প্রস্তুত । এবারে ছেলে ফাইটার মাছটিকে একটি কাঁচের অ্যাকুরিয়ামে ছাড়ুন । অ্যাকুরিয়ামটির মাপ হবে ১২ ইঞ্চি লম্বা ১২ ইঞ্চি চওড়া এবং ৮ থেকে ১০ ইঞ্চি উচু । ওই অ্যাকুরিয়ামটি তে ৬ ইঞ্চি জল দিন । জল ৪৮ ঘন্টা পুরানো করে , ওই জলে যে ফাইটার মাছ টি বুদবুদের বাসা তৈরি করেছিল সেই ছেলে মাছ টি কে ওই অ্যাকুরিয়ামতি মধ্যে ছেড়ে দিন। এরপর যে মেয়ে মাছটির পেটে সব থেকে বেশি ডিম আছে সেই মাছটি কে একটি ছোট কাচের শিশি বা জারে করে ভাসিয়ে রাখুন । এই ভাবে ছেলে মাছটির সাথে মেয়ে মাছ টির পরিচয় হতে দিন । যদি ওই ছেলে ফাইটার মাছটির ওই মেয়ে মাছটিকে পছন্দ হয় তাহলে ওই ছেলে মাছটি ঐ অ্যাকুরিয়াম এর মধ্যে একবেলা বা একদিনের মধ্যে আবার বুদবুদের বাসা তৈরি করবে । যদি এরকম দেখতে পান তাহলে বুঝবেন অই ছেলে মাছটির ওই মেয়ে মাছটিকে পছন্দ হয়েছে । ছেলে মাছটি যদি এই রকম বাসা না করে তাহলে বুঝবেন ছেলে মাছটির ওই মেয়ে মাছটিকে পছন্দ হয়নি । এই রকম ঘটলে অ্যাকুরিয়ামটির মধ্যের মেয়ে মাছটিকে বদল করে দেখতে হবে । যে মাছটিকে দেখে ছেলে মাছটি বুদবুদের বাসা তৈরি করবে ,সেই মাছটিকে অ্যাকুরিয়ামটিতে ছেড়ে দেবেন । তবে মনে রাখবেন যে মেয়ে মাছই ব্রিডিং এর জন্য ওই অ্যাকুরিয়ামে ছাড়ুন না কেন মেয়ে মাছটির পেট যেন ডিম এ ভরা থাকে ।
৫) একদিন পরে দেখবেন ছেলে মাছটি আবার নতুন করে ওই অ্যাকুরিয়ামের ভিতর বুদবুদের বাসা তৈরি করবে । এই সময় ওই অ্যাকুরিয়ামের একপাশে দেওয়ালের গা গেষে কাঠবাদাম গাছের পাতা বা পলিথিন সরু করে কেটে নিয়ে জলে কিছুটা ভাসিয়ে দেবেন আর অন্য দিকটি অ্যাকুরিয়ামের দেওয়ালের গায়ে বেঁধে দেবেন । এটা করার ফলে যে সুবিধা টি হবে , তা হল ছেলে মাছটি যে বুদবুদের বাসা টি বানাবে সেটি সহজে ভেঙ্গে যাবে না । বাসাটি ওই পাতার গায়ে আঁটকে থাকবে । এর পরে ছেলে মাছটির বাসা বানানো হয়ে গেলে ছেলে মাছটি নিজের শরীর বাঁকিয়ে মেয়ে মাছটিকে চেপে চেপে ডিম পাড়াতে থাকবে । এই ভাবে বেশ কয়েকবার মেয়ে মাছটিকে চেপে চেপে ডিম পাড়াবে । মেয়ে মাছের পেট থেকে ডিম ঝরে পড়লেই আপনি দেখতে পাবেন ছেলে মাছ টি ওই ডিমের প্রত্যেকটি মুখে করে তুলে নিয়ে ওই বুদবুদের বাসায় রেখে আসবে । যখন ডিম পাড়ানো শেষ হবে ,তার কিছুক্ষণ পরে থেকেই দেখবেন ছেলে মাছটি মেয়ে মাছটিকে মারতে সুরু করে দিয়েছে । এই রকম দেখতে পেলে , বা যদি দেখেন মাছের ডিম পাড়ানো শেষ হয়ে গেছে , মেয়ে মাছ টিকে খুব সাবধানে তুলে নিয়ে অন্য কোন আলাদা জারে ছেড়ে রাখবেন ।ডিম পাড়ানোর অ্যাকুরিয়াম থেকে মেয়ে ফাইটার মাছ টিকে তোলার সময় খুব সাবধানে তুলবেন , বুদ বুদের বাসা যেন কোন ভাবেই নস্ট না হয়ে যায় । এর পরে দেখবেন ছেলে মাছটি কেমন সুন্দর ভাবে ঐ ডিম এবং বাসা টিকে আগলে রাখবে । ফাইটার মাছের ডিম সাধারনত ২৪ থেকে ৩৬ ঘন্টার ভিতরে ফুটে যায় । বাচ্চা ফোটার ২৪ ঘন্টা পরে খুব মিহি ডাফনিয়া , অথবা ইনফিউজোরিয়া ,অথবা সদ্য ফোটানো ব্রাইন স্রিম্প এর ডিম খেতে দিতে পারেন । (তবে ব্রাইন স্রিম্প হলো সবচেয়ে ভালো খাবার)
৬) বাচ্চা কে খেতে দেবার আগে ছেলে মাছটি তুলে নেবেন ।
অবশ্যই মনে রাখবেন ঃ
১) ফাইটার মাছের বাচ্চা তোলার অ্যাকুরিয়ামে কোন রকম ফিল্টার চালাবেন না ।
২) কোন রকম এয়ার পাম্প চালাবেন না ।
৩) খেয়াল রাখবেন ওই জলে যেন কোন রকম নাড়া চাড়া না পরে ।
৪) এমন কিছু করবেন না যাতে ছেলে ফাইটার মাছটি ভয় পেয়ে না যায় , ভয় পেলে ডিম খেয়ে নিতে পারে ।
৫) ব্রিডিং এর ছেলে ও মেয়ে মাছ এক সাথে ছাড়ার আগে পর্যন্ত ছেলে এবং মেয়ে মাছ টিকে নিয়ম মত লইফ ফুড খাবার দেবেন , কিন্তু একসাথে দেওয়ার পর আর খেতে দেবেন না । মাছের বাচ্চা ফোটার পরে বাচ্চাদের নিয়ম মতন খেতে দেবেন ।
৬) মাছের বাচ্চা দিন অনুপাতে যেমন বড় হতে থাকবে সেই অনুপাতে ওই বাচ্চাদের খেতে দেবেন ।
৭) ভুলেও বেশি খেতে দেবেন না , বাচ্চাদের পরিমান মত খেতে দেবেন ।
৮) ডিম পাড়ার পরে জলের পরিমানের উপর ২ / ৪ ফোটা মেথিলিন ব্লু দিতে পারেন , এতে ডিমের ফাঙ্গাস পরিমান কম হবে । তবে মনে রাখবেন এই ওষুধ বাসার উল্টো দিকে জলে দেবেন , বাসার উপরে বা বাসার কাছা কাছি মেথিলিন ব্লু দেবেন না । ( তবে এটা আপনার একান্ত ব্যাক্তিগত ব্যাপার)
৯) এই মাছের ডিম জলের উপরিতলে ভেসে থাকে । তাই খেয়াল রাখবেন বাসার উপরে যেন সরাসরি রোদ্দুর না পড়ে , এতে তাপে ডিম নস্ট হয়ে যাবে , এর উপরে এমন কোন আলোও লাগাবেন না যাতে জলের উপরে তাপ পায় । সব থেকে ভালো হয় যদি আপনি এই মাছের ডিম একটু আধা অন্ধকার ঘরে ফোটানোর ব্যাবস্থা করেন ।
১০) যদি দেখেন ব্রিডিং অ্যাকুরিয়ামটিতে অনেক পরিমানে বাচ্চা ফুটেছে , তাহলে বাচ্চার বয়েস (১৫-২০)দিন হবার পরে , ওই বাচ্চা গুলি আরো কোন বড় অ্যাকুরিয়ামে ছেড়ে দিতে পারেন । এতে আপনি বেশীরভাগ বাচ্চাই বাঁচাতে পারবেন । তবে মনে রাখবেন জলের উচ্চতা যেন ৬ থেকে ৭ ইঞ্চির বেশি না হয় । ওই জলে বিভিন্ন ধরনের অ্যাকুয়েটিক গাছ ভাসিয়ে রাখলে বাচ্চা আরো ভালো থাকবে ।

13/07/2022

মাশাল্লাহ ❤️
আপা চেতি গেইয়ে😂

বেট্টা মাছে যত্ন #বৈজ্ঞানিক নাম: Betta splendens #অন্যান্য নাম: “Siamese fighting fish” or “labyrinth fish” #অরিজিনঃবেট্...
12/07/2022

বেট্টা মাছে যত্ন

#বৈজ্ঞানিক নাম: Betta splendens
#অন্যান্য নাম: “Siamese fighting fish” or “labyrinth fish”
#অরিজিনঃ
বেট্টা মূলত এশিয়ান মাছ। অনেকেই বলেন, থাইল্যান্ডের ধানক্ষেত থেকে এদের উৎপত্তি। কিন্তু এই তথ্যগুলো এখন আর তেমন প্রাসঙ্গিক না, কারণ আপনি দোকানে যে বেট্টা মাছগুলো কিনতে পাবেন তার সবগুলো মূলত ব্রীডিং ফার্ম থেকে এসেছে। এ রকম অনেক ফার্ম বাংলাদেশে রয়েছে আর আশার কথা হলো বর্তমানে অনেক সৌখিন বেট্টা ব্রিডার রয়েছেন।
#মজার ইতিহাসঃ
বেট্টা মাছ কে কেন ফাইটার মাছ বলা হয়? বেট্টা মাছ খুব এগ্রেসিভ। বেশ কয়েকটা কে একসাথে রেখে দিলে মারামারি করতে শুরু করে দেয়। প্রথমিক দিকে এদের গায়ের রং এত রঙিন ছিল না। কিন্তু এরা যখন এক্সাইটেড থাকে বা আক্রমণ করে তখন কালার ফুটে উঠতে দেখা যায়। অনেকের মতে অনেকগুলো মাছ কে একসাথে রেখে এদের ফাইটিং দেখার ব্যবস্থা করা হতো বিনোদনের জন্য। আর এভাবেই এদের নাম হয়েছে ফাইটার ফিস।
#জীবনকালঃ
বেট্টা মাছ গড়পড়তায় তিন থেকে চার বছর বাঁচে।
বর্তমানে জেনেটিক্স বা ব্রীডিং লাইন ঘনঘন পরিবর্তন করার ফলে এরা এক-দেড় বছরের বেশি সাধারণত বাঁচেনা।
#আকার আকৃতিঃ
খুব সুন্দর একটা মাছ, আকারে দুই থেকে চার ইঞ্চির বেশি বড় হয় না।
খুবই ইউনিক ফিনেজ আর কালারের হয়ে থাকে।
লেজের আকার আকৃতি এর দিক দিয়ে ভিত্তি করে এটাকে ক্রাউন, রোজেট, হাফমুন, ডেন্টা এরকম বহু নাম দেয়া হয়ে থাকে। যদি একটা একটা করে বর্ণনা দিতে থাকি তাহলে এই লেখা অনেক লম্বা হয়ে যাবে, তাই বাদ দিলাম।
এদের গায়ের রং অসম্ভব সুন্দর হয়ে থাকে যে আপনি প্রেমে পড়ে যাবেন, আপনার মন যে রকম রং কল্পনা করতে পারে আপনি প্রায় তার সবগুলোই এদের মধ্যে পেয়ে যাবেন, সিলেক্টিভ ব্রিডিং এর কারনে।
#ন্যাচারাল হ্যাবিট্যাটঃ
অগভীর জলাশয়, নালা, কিছুটা কম স্রোতের বয়ে যাওয়া পানিতে পাওয়া যায়।
#প্রাকৃতিক পরিবেশে স্বভাব/ মেজাজ মর্জিঃ
এরা হাইলি টেরিটোরিয়াল। একটা মেল (পুরুষ) নিজ প্রজাতির অন্য আরেকটা মেলকে দেখলে আক্রমণ করার জন্য সাথে সাথে তেড়ে আসবে।এমনকি আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে এরা ফ্লার করতে থাকে। কাজেই একটা পুরুষ বেট্টা মাছের সাথে কোনভাবেই আরেকটা পুরুষ বেট্টা মাছ রাখা যাবে না, ভয়ানকভাবে টেরিটোরিয়াল হওয়ায় এরা মারামারি শুরু করে দেবে এবং একজন শেষ হওয়া পর্যন্ত চলতে থাকবে। এমনকি ব্রিডিং-এর সময় ছাড়া মহিলা বেট্টাও এদের সাথে রাখা যাবে না।
অনেক বেশি জায়গা নিয়ে থাকতে পছন্দ করে কেননা এরা অন্যান্য কম্পিটিটর আর প্রেডিটর থেকে বেঁচে থাকতে চায়।
বেট্টা মাছ কম অক্সিজেনযুক্ত পানিতে টিকে থাকতে পারে।
#বিশেষ বৈশিষ্ট্যঃ
বেট্টা মাছের ল্যাব্রিন্থ নামের একটা অরগ্যান আছে, বেট্টা মাছ এটার সাহায্যে সরাসরি বাতাসের অক্সিজেন থেকে নিজের অক্সিজেনের চাহিদা পূরণ করতে পারে। আর এভাবে বেট্টা মাছ পানিতে ডিজলভড অক্সিজেনের পরিমাণ কম থাকলে বাতাস থেকে ফুলকার সাহায্যে অক্সিজেন নিয়ে সরাসরি ল্যাব্রিন্থ-এ পাঠিয়ে দেয়। আর তার মানে কিন্তু এই না যে আমরা ইচ্ছা করে বেট্টা মাছকে পচাপানিতে রাখবো।
বেট্টা মাছকে খাবার দেয়ার ক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয়ঃ প্রকৃতিতে বেট্টা মাছ খাবারের সন্ধানেই লেগে থাকে। একটা খাবার ধরার পরে তাকে লেগে থাকতে হয় পরবর্তী শিকার ধরার জন্য। কাজেই বেট্টা মাছকে ঘনঘন খাবার দেয়া যাবে না। দিনে দুইবারের বেশি তো কখনই নয়। আমার সাজেশন থাকবে দিনে একবার।অতিরিক্ত খাবার বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বেট্টা মাছের মৃত্যুর কারণ হয়ে থাকে।
বেট্টা মাছের পেট ভর্তি খাওয়ার থাকলে তার সাঁতার কাটতেও কষ্ট হয়।
#খাবারঃ বেট্টা মাছ খাওয়ার নিয়ে আপনাকে কোনো বাড়তি প্যাড়া দেবে না।
বেট্টার সাধারণত কার্নিভোরাস বা মাংসাশী মাছ।প্রাকৃতিক পরিবেশে এরা জলজ পতঙ্গ আর লার্ভা খেয়ে বেঁচে থাকে। কিন্তু ফার্ম-এ বড় হওয়া বেট্টা মাছগুলো লাইভ খাবারের পাশাপাশি শুকনো প্যালেট স্বাচ্ছন্দ্যে খায়। ভালো থাকার জন্য এদেরকে ব্যালেন্সড খাবার দেয়া প্রয়োজন পড়বে। অবশ্যই সে ক্ষেত্রে প্রোটিনের মাত্রাটা বেশি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ফ্রজেন ব্লাড-ওয়ার্ম, শুকনা টিউবিফ্লেক্স দেয়া যেতে পারে।ব্রাইন শ্রিম্প খুব ভালোবেসে খেয়ে নেবে।
#কি পরিমাণে খাবার দেবেন?
কমন একটা ফিডিং রুল শেয়ার করিঃ প্রতিবেলায় মাছকে ততটুকু খাবার দেবেন যতটুকু সে দুই মিনিটের মধ্যে কঞ্জিউম করতে পারে। সেই পরিমাণ টা যেন মাছের শরীরের আকৃতির ৫ শতাংশের বেশি না হয়। #তাপমাত্রাঃ
বেট্টা মাছকে যতই হার্ডি বলা হোক না কেন সত্যি কথা বলতে এরা কিন্তু খুব টেম্পারেচার সেনসিটিভ হয়ে থাকে।এদের প্রেফারেবল তাপমাত্রা হলঃ ২৬-২৮°সেন্টিগ্রেড (78-82°F), যেটা ট্রপিক্যাল মাছের গড়পড়তা তাপমাত্রা থেকে একটু বেশি। যেহেতু এরা এশিয়ান অরিজিন, কাজেই ঠান্ডা পানি একেবারেই সহ্য করতে পারবেনা হিটার লাগবেই।
#অ্যাকুয়ারিয়ামের জন্য পরিবেশঃ
বেট্টা মাছ স্রোত পছন্দ করে না তাই ফিল্টার এর ফ্লো যেন কম থাকে সেটা খেয়াল রাখতে হবে। শীতকালে অবশ্যই হিটার দিতে হবে যেন তাপমাত্রা কোনভাবেই ২৬°সেন্টিগ্রেড এর নিচে নেমে আসে।
#মিনিমাম ট্যাংক রিকোয়ারমেন্টঃ
কমপক্ষে ৫ গ্যালন ট্যাংক লাগবে, এর নিচে হবে না। আমি সাজেস্ট করি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা ১২ ইঞ্চি করে অর্থাৎ ১২ ইঞ্চ কিউব ট্যাংকে এদেরকে স্বাচ্ছন্দ্যে সাথে রাখতে পারেন। মাছ বিক্রির দোকান বা ডিসপ্লে তে আপনি এদেরকে ছোট গ্লাস, বোল, জার বা বয়মের মধ্যে দেখতে পাবেন। বিক্রি বা প্রদর্শনের সুবিধার্থে বাধ্য হয়ে হয়তো তাদেরকে এভাবে রাখতে হয় অল্প কয়েকদিনের জন্য, তার মানে কিন্তু এই না যে বেট্টা মাছ আজীবন একগ্লাস পানিতে কাটিয়ে দিতে পারবে। মনে রাখবেন এত অল্প পানি কোনক্রমেই বেট্টা মাছের জন্য উপযোগী নয়, স্বাভাবিক ভাবে বাঁচতে দিতে হবে। #ট্যাংকমেট/ ফিশ কম্পাটিবিলিটিঃ
বেট্টা মাছ অসাধারণ একটা মাছ, কিন্তু এটাকে ট্যাংকে একা রাখাই ভালো। এভাবেই সে স্বাচ্ছন্দ্যবোধ করে।স্কুলিং ফিশের সাথে রাখলে সেগুলো বেট্টা মাছের লেজ ঠোকাতে থাকবে, ফলে কয়েক দিনের মধ্যেই আপনার মাছ ন্যাড়া হয়ে যাবে।
নিজের স্বজাতির মাছতো রাখার প্রশ্নই আসে না।একান্তভাবে ট্যাংক মেট দিতে চাইলে করিডোরাস ক্যাট ফিশ, Harlequin Rasbora, Neon Tetra, Ember Tetra, Kuhli Loach বা এই ঘরানার কিছু মাছ দেয়া যেতে পারে।স্নেইল,শামুক দিতে পারেন।
#ব্রিডিংঃ
পুরুষ এবং স্ত্রী বেট্টা এর মাধ্যমে খুব সহজেই ব্রীডিং করা সম্ভব। তবে আজকের লেখায় ব্রীডিং নিয়ে বিস্তারিত আলোচনা করব না। সেটা নিয়ে পৃথক লেখা হতে পারে আপনারা চাইলে।
#বাজারে প্রচলিত ভুল ধারনাঃ
বেট্টা মাছ অল্প এবং নোংরা পানিতে বেঁচে থাকতে পারে।
বেট্টা মাছ খুব হার্ডি মাছ।
#সাধারণত কেমন দাম হয়?
এগুলোর আসলে কোনো ধরাবাধা দাম নেই। মাছের চেহারা, কোথা থেকে আনা হয়েছ (ইম্পোর্টেড কিনা?), বাজারে ওই সময়ে মাছের সাপ্লাই-ডিমান্ড কার্ভ এর কি অবস্থা এগুলোর ওপর ভিত্তি করে দাম নড়াচড়া করতে থাকবে। আপনাকে বুঝতে হবে এটা একটা সৌখিন জিনিস, কাজেই শখ মেটাতে এইটুকু তো সেক্রিফাইস করতেই হবে। সাধারন একটা গাইডলাইন হিসেবে- দেশি ছোটখাটো মাছগুলোকে 80 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন।আর ইমপোর্টেড মাছ গুলোর দাম ৪০০ থেকে আরম্ভ করে ১২০০ টাকা বা তার উপরেও হতে পারে।
#কোথায় কিনতে পাওয়া যায়?
বেশিরভাগ একুয়ারিয়ামের দোকানে কিনতে পাবেন, তবে বেট্টা মাছ বললে নাও চিনতে পারে, ফাইটার মাছ নামেই বেশি পরিচিত।
সাধারণত মাসের শুরুর দিকে বিদেশ থেকে চালান আসে, কাজেই আমি সাজেস্ট করবো মাসের শুরুর দিকে কাঁটাবনে ঢু মারুন অথবা ফেসবুকের গ্রুপ গুলোতে নজর রাখুন- জেনে যাবেন কখন চালান আসতে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার চয়েজ করার অপশন অনেক বেড়ে যাবে।
এছাড়াও অন্যান্য সৌখিন ব্রিডার বা দেশি ব্রিডিং ফার্ম থেকে সরাসরি কিনতে পারেন, এরকম কয়েকটা ফার্মের লিঙ্ক নিচে দিয়ে দিলাম।
বেট্টা আমার আমার খুব পছন্দের একটা মাছ। সাধ্যমত চেষ্টা করেছি এই মাছের সব দিক তুলে ধরে আপনাকে প্রিপেয়ার করতে- যেন আপনার ভালবাসার বেট্টা মাছ সবসময় যত্নে থাকে। ভালো থাকবেন, হ্যাপি ফিশকিপিং।
collected from LEARNERS' TANK

22/06/2022


ঘরের বাচ্চা 😍
মাশাল্লাহ 😍

মাশাল্লাহ 😍
19/06/2022

মাশাল্লাহ 😍

Address

College Gate
Hathazari
4330

Alerts

Be the first to know and let us send you an email when BETTA HUB BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BETTA HUB BD:

Videos

Share


Other Hathazari pet stores & pet services

Show All