06/05/2024
যদি আপনার জীবনটা যদি এমন হয়-- প্রচুর পাপ করেন তবু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আপনাকে প্রচুর নেয়ামত দান করে যাচ্ছেন, তবে সাবধান হোন! এটা খুবই আতঙ্কজনক। আপনার রবের অবাধ্যতা এবং পাপ করা সত্ত্বেও যদি তাঁর কাছ থেকে শুধু নেয়ামতের পর নেয়ামত পেয়ে থাকেন, এটা মোটেও ভালো সাইন নয়।
এর মানে হলো, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট নন। তিনি আপনাকে আপনার অবাধ্যতার উপর ছেড়ে দিয়েছেন। যত খুশি পাপ করুন। আর যত বেশি পাপ করবেন তত বেশি শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। কারণ মানুষকে তার কৃত পাপ অনুপাতে শাস্তি দেওয়া হবে।
কিন্তু যদি এমন হয়-- আপনি তাঁর বাধ্য, তাঁর আদেশ-নিষেধ মেনে চলেন তবু তাঁর কাছ থেকে তেমন কোনো অনুগ্রহ পাচ্ছেন না, এটা একটা ভালো সাইন। কারণ, তিনি চান আপনি যেন অহংকারী হয়ে না পড়েন। তাঁর আনুগত্য করতে থাকুন। যখন কোনো বিপদ-আপদ বা দুঃখ-দুর্দশা আসবে, তিনি আপনার পুরস্কার আরো বৃদ্ধি করতে থাকবেন এবং আপনার পাপগুলো মুছে দিতে থাকবেন।
কিন্তু মিথ্যা, ছলচাতুরি, প্রতারণা, চুরি, সবধরণের অপকর্ম সত্ত্বেও যদি দেখেন আল্লাহর কাছ থেকে শুধু ধন-সম্পদ পেয়ে যাচ্ছেন, অনুগ্রহ পেয়ে যাচ্ছেন-- ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। এর মানে তিনি আপনাকে ছাড় দিয়ে যাচ্ছেন। তিনি আপনার উপর এতই অসন্তুষ্ট যে, তিনি এমনকি আপনাকে সতর্কও করতে চান না। এজন্য তিনি আপনাকে কোনো বিপদ-আপদও দিচ্ছেন না। কারণ, তিনি আপনাকে আরো বিদ্রোহী করতে চান, আরো অবাধ্য করতে চান। এরপর কী হবে? এরপর আপনার শাস্তিটা হবে অনেক বেশি যন্ত্রণাদায়ক, অসহনীয় কষ্টের এবং অন্ত্যন্ত ভয়াবহ।
আল্লাহ আপনাকে সবধরণের উপকরণ সরবরাহ করেছেন যেন হেদায়েত পেতে পারেন। আপনার কাছে আছে কুরআন, আপনার কাছে আছে রাসূলের শিক্ষা। আপনাকে দেওয়া হয়েছে দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি, অন্তঃকরণ এবং বিবেক বুদ্ধি। আপনি ইচ্ছে করলে সবচেয়ে সেরা মানুষ হতে পারতেন। কিন্তু খারাপ হওয়াটাকেই নিজের জন্য পছন্দ করলেন। দোষ কার?
আল্লাহ কাউকে ঘৃণা করেন না। নিজের অন্যায়ের জন্য আল্লাহকে দোষ দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আপনাকে চান্স্ দিয়েছেন। আপনার হেদায়েত পাওয়াটাকে তিনি দারুন ভালোবাসেন।
জীবনটা তো একটি উপহার। কারণ, এ জীবনে তাঁর কথামত চললে আপনার জন্য আছে অকল্পনীয় চিরসুখের জান্নাত। পাবেন চিরস্থায়ী জীবন। ভোগ বিলাস এবং আনন্দ ফুর্তি করতে পারবেন চিরকাল। আরো আছে মহাবিশ্বের মালিকের চিরকালীন সন্তুষ্টি। তিনি কোনোদিন আর জান্নাতবাসীদের উপর অসন্তুষ্ট হবেন না।
পৃথিবীর গাছপালা, পশুপাখির তো জান্নাতে যাওয়ার সুযোগ নেই। কিন্তু মানুষের আছে। তাই, এ মহা সুযোগটাকে কাজে লাগান। আমাদের তিনি কুরআন দিয়েছেন, রাসূল দিয়েছেন, নামাজ পড়া শিখিয়েছেন। আমরা একটু দৃঢ়তা দেখলে পাপ কর্ম থেকে বিরত থাকতে পারি। জান্নাতে যাওয়ার জন্য সবকিছু আমাদের হাতের সামনে। কেন এ সুযোগ মিস করবেন?
[এ আয়াতটি স্মরণে রাখুন। وَ مَاۤ اُمِرُوۡۤا اِلَّا لِیَعۡبُدُوا اللّٰهَ مُخۡلِصِیۡنَ لَهُ الدِّیۡنَ ۬ۙ حُنَفَآءَ وَ یُقِیۡمُوا الصَّلٰوۃَ وَ یُؤۡتُوا الزَّکٰوۃَ وَ ذٰلِکَ دِیۡنُ الۡقَیِّمَۃِ - "তাদেরকে এ ছাড়া অন্য কোন হুকুমই দেয়া হয়নি যে, তারা আল্লাহর ইবাদাত করবে খাঁটি মনে একনিষ্ঠভাবে তাঁর আনুগত্যের মাধ্যমে। আর তারা নামায প্রতিষ্ঠা করবে আর যাকাত দিবে। আর এটাই সঠিক সুদৃঢ় দ্বীন।" ৯৮:৫]
জাস্ট খাঁটি মনে আল্লাহর ইবাদাত করতে থাকুন। দৈনিক নামাজগুলো আদায় করুন। আল্লাহর পথে দান করুন। টাকা-পয়সার ক্ষেত্রে সৎ থাকুন। বিপদ এলে আল্লাহর পুরস্কারের আশায় সবর অবলম্বন করুন। একজন বিনয়ী মানুষ হিসেবে জীবন যাপন করুন।
-- ড. আকরাম নদভির আলোচনা অবলম্বনে