Khulna Aviary

Khulna Aviary New Aviary No Import, only home breed birds.

২০ পিছ বেবি ০১৭১৪৪৮০৬৬০
15/04/2024

২০ পিছ বেবি ০১৭১৪৪৮০৬৬০

05/11/2023
ককাটেল এর আম
23/03/2023

ককাটেল এর আম

23/03/2023

চলে গেল।

চলে গেল নতুন ঠিকানায়।ভাল থাকিস সেই দোয়া করি।
26/09/2022

চলে গেল নতুন ঠিকানায়।ভাল থাকিস সেই দোয়া করি।

07/04/2022

Say mashallah

http://sadrularefin.info/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a1%e0%...
18/10/2021

http://sadrularefin.info/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9c%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8/

অনেকেই শখে পাখি পালন করেন। এই শখের পিছনে একজন পাখালকে কতটা শ্রম, ভালোবাসা আর সময় দিতে হয় এটা একমাত্র সেই পাখালই বো.....

27/09/2021

স বু জ পা য় খা নাঃ

এটি একটি পানি বাহিত রোগ । এ রোগে আক্রান্ত হলে পাখি সবুজ বর্ণের পায়খানা করে । গ্রিন পুপের কারণে অনেক পাখি মারা যায়, নবীন পাখি পালকেরা গ্রিন পুপের কারণে সর্বশান্ত হয়ে পাখি পালনই ছেড়ে দেন। তাই কি কি করলে গ্রিন পুপ হবে না, বা আক্রান্ত হয়ে গেলে এর প্রতিকার কি জেনে নিন।

কি কারণে হয়ঃ

পাখিকে অপরিস্কার পানি পান করালে ।
বাসী পানি পান করালে।
পাখিকে খোলা পাত্রে পানি করালে ( এতে পাখি পানি পান করার পাত্রে পপ করে আবার সেই পানি খেয়ে থাকে, এতে রোগ দীর্ঘ স্থায়ী হয়)
পাখির গ্রিন পুপ প্রতিরোধে করনীয়ঃ

পাখিকে অবশ্যই নিরাপদ পানি পান করতে দিবেন। ফুটানো পানিকে ফিল্টার দ্বারা ছেঁকে নিবেন তারপর তা পাখিকে পান করতে দিবেন।
খোলা পাত্রে পানি দিবেন না পানির ফিডারে পানি দিবেন।
প্রতিদিন লবণ মিশ্রিত গরম পানি দিয়ে ওয়াটার ফিডার পরিষ্কার করুন।
গ্রিন পুপে যদি পাখি আক্রান্ত হয়েই যায় তাহলে কি করবেন ?

করণীয়ঃ ১ম পদ্ধতি

আক্রান্ত পাখিকে আলাদা করে দিন।
১ লিটার পানিতে সিপ্রোসিন ১ মিলি (Ciprocin 1ml) + এমোক্সিসিলিন ১ গ্রাম (Amoxicillin 1gm)+ হামিকো পি এইচ ১ মিলি ৭ দিন (Hameco Ph 1ml) অথবা সিপ্রিল- সলিউশন কোরিয়ান ঔষধ (Cipryl-Solution) মিশিয়ে পাখিকে খেতে দিন।
পাখি সুস্থ হলে টক দই ১০-১৫ দিন খেতে দিন ( আড়ং এর টক দই টা গুনে মানে ভালো সেটা দিতে পারেন)।
করণীয়ঃ ২য় পদ্ধতি

অ্যাপল সিডার ভিনেগার ১ লিটার পানিতে ৫ মিলি অথবা ১ চা চামচ পরিমাণ মিশিয়ে ৭ দিন খেতে দিতে হবে। অথবা
টেট্রাক্স ৫০০ মিগ্রা (tetrax 500mg) ক্যাপস্যুল ১ লিটার পানিতে ১ টি করে ৩ দিন , এবং অবশ্যই ৬ ঘণ্টার মধ্যে পানি বদলে ফেলবেন।
করণীয়ঃ ৩য় পদ্ধতি

১ গ্রাম Oxycentine 20% , ৫০০ মিলি পানিতে মিশিয়ে টানা ৭ দিন দিতে হবে( পাখি যদি অতিরিক্ত দুর্বল হয়ে পরে তাহলে Hemico-PH , ০.৫০ মিলি ও সাথে দিতে হবে) ।পাখি সুস্থ হয়ে গেলেও টানা ৭ দিন দিতে হবে।৭ দিন পরে Protexin, ১ গ্রাম এবং Liva-vit, ১ মিলি , ১০০০ মিলি পানিতে একত্রে মিশিয়ে টানা ৭ দিন দিতে হবে।

27/09/2021

পাখি অসুস্থ হলে হেল্প চেয়ে অনেক সময় পাওয়া যায় না ।
আজ তাই ছোটো করে কিছু কমন রোগের লক্ষন ও চিকিৎসা দিলাম ।যারা প্রয়োজনীয় মনে করবেন লিখে রাখবেন বা শেয়ার করবেন ।

১ পাখির ঠান্ডা
পাখি ঝিমায় ,খায় না ,ডাকাডাকি কম করে ,পূপ্স নরম বা গায়ের সাথে লাগানো ,চোখ ভিজা ,নাক বা মুখ দিয়ে পানি পরে ,হাঁচি কাশি বা গা ফুলিয়ে বসে থাকবে কেমোনিড,টাইলভেট,অক্সিডক্সি যেকোনো একটা এক গ্রাম এক লিটার পানির সাথে মিশিয়ে দিবেন কম পক্ষে সাত দিন ।প্রতিদিন নতুন করে ওষুধ বানাবেন ।ওষুধ দেয়ার দিন গুলোতে শাক সবজি মিনারেলস ব্লক ,কেটেল ফিস বোন দিবেন না ।পাখিকে তুলসি পাতা ,লেবুর রস খেতে দিবেন।

২ সবুজ পায়খানা
পায়খানা সবুজ হবে ,গায়ে লাগনো থাকবে পাখি দাঁড়াতে বা উড়তে কস্ট হবে ,পায়ের বেলেণ্স কম থাকবে ।
Ciprocin ভেট এক ml livavit এক ml এক সাথে এক লিটার পানিতে মিশিয়ে খেতে দিবেন ১০ দিন ।চিনি ছাড়া লাল চা দিবেন পাঁচ দিন ।

৩ আমাশয় বা প্রোটোজোয়া আক্রান্ত
পায়খানা আঠালো হলুদ থাকবে ,ডিমের কুসুমের মত থাকতে পারে ,অতি মাত্রায় পানি
Esb 30 ২.৫গ্রাম সাথে সেলাইন এক চিমটি ।এক লিটার পানিতে মিশিয়ে দিবেন সাত দিন ।পাখিকে থানকুনি পাতা ,পুদিনা পাতা খেতে দিবেন।
পাখি বেশী অসুস্থ হলে ধরে খাইয়ে দিবেন ড্রপ দিয়ে ।আজ এটুকুই ।

একটা অনুরোধ পাখি অসুস্থ্ হয়ার সাথে সাথে চিকিৎসা করুন । কোন ভেট বা ডক্টর কে দোষ দিবেন না ।তাঁরা আপনার কথা শুনে ওষুধ দিবে ।তাই রোগ লক্ষন সম্পর্কে জানুন ভাল করে ।আর পাখি অসুস্থ হলে ভেট এর কাছে নেয়ার চেষ্টা করুন না যেতে পারলে বিভিন্ন গ্রূপ গুলোতে পোস্ট দিয়ে এডমিনকে tag করুন ।পাখির ওষুধ প্রতিদিনই নতুন করে বানাবেন আর ৬/৭ ঘন্টা পর ফেলে দিয়ে নরমাল পানি দিবেন।

আমার পোস্ট গুলো আপনাদের কাজে লাগলে খুশি হব ।ধন্যবাদ ।

26/09/2021

#সচেতনামূলক_পোষ্ট:

ইঁদুর:
১)গোল মরিচের ব্যবহার
গোলমরিচের গন্ধ ইঁদুর একেবারেই সহ্য করতে পারে না।গোলমরিচের ঝাঁজ পূর্ণ ঘ্রাণ ইঁদুরের ফুসফুসে গেলে শ্বাস নিতে পারে না ইঁদুর।আর একারণে খুব সহজেই মারা পড়ে।যে সকল স্থানে ইঁদুরের উপদ্রব বেশী বা ইঁদুরের আবাস রয়েছে মনে করছেন সেসকল স্থানে গোলমরিচ গুঁড়ো করে ছড়িয়ে রাখুন।
২)তেজপাতার ব্যবহার
তেজপাতা খুবই উপকারী একটি মসলা যা প্রত্যেকের ঘরেই রয়েছে।তেজপাতাকে ইঁদুরেরা নিজেদের খাবার মনে করে।কিন্তু তেজপাতা খাওয়ার পর তারা এটি হজম করতে পারে না একেবারেই।তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে রাখুন উপদ্রবের স্থানগুলোতে কিছুদিনের মধ্যেই ঝামেলা থেকে মুক্তি পাবেন।
৩)পেঁয়াজের ব্যবহার
পেঁয়াজের অনেক গুনের মধ্যে আরও একটি অসাধারণ গুন হচ্ছে,পেঁয়াজ দিয়ে খুব সহজেই ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়।পেঁয়াজের উপাদান ইঁদুর হজম করতে পারে না।কিন্তু ইঁদুর খুব সহজেই পেঁয়াজে কামড় দিয়ে বসে।ইঁদুর যেখানে রয়েছে বলে মনে করছেন সে সকল স্থানে পেঁয়াজ টুকরো করে রেখে দিন।কিছুদিনের মধ্যেই ইঁদুর আর দেখতে পবেন না ঘরে।
#তেলাপোকা:
যা যা লাগবে:
>২০ গ্রাম বোরিক এসিড (যে কোনো ফার্মেসীতে পাওয়া যাবে)-১টেবিল চামচ আটা-পরিমাণ মতো পানি
পদ্ধতি:
>সমপরিমাণে বোরিক এসিড ও আটা একসাথে ভালো করে মিশিয়ে নিন।এরপর এতে অল্প অল্প করে পানি যোগ করতে থাকুন।
>সাবধানে হাত দিয়ে আটা মাখাতে থাকুন রুটির ডো তৈরির মতো।বেশী নরমও না এবং বেশী শক্তও নয় এমন ডো তৈরি করে নিন।
>এরপর এই ডো দিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নিন।এবং এই ছোট ছোট বল ঘরের কোণে এবং তেলাপোকা আসার স্থানে ছড়িয়ে দিন রাতের বেলা।
>৩দিন বা এক সপ্তাহ পরে পরীক্ষা করে দেখুন।দেখবেন এই খাবারটি খেয়ে তেলাপোকা মারা পড়েছে।
#মশা:
১)রসুনের ব্যবহার
রসুন হচ্ছে মশার চিরশত্রু।কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে ছেঁচে পানিতে ফুটিয়ে মিশ্রন তৈরি করে নিন।এই মিশ্রণ একটি স্প্রে বোতলে ভোরে নিয়ে জানালা,দরজার ফ্রেমে,ঘরের কোনায় ভালো করে স্প্রে করে দিন।দেখবেন মশার উপদ্রব থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন।
২)পুদিনার ব্যবহার
জার্নাল অফ বায়োরিসোর্স টেকনোলোজির গবেষণা মতে তুলসির মতো পুদিনা পাতারও রয়েছে মশা দূরে রাখার ক্ষমতা।শুধু মশাই নয় পুদিনার গন্ধ অনেক ধরণের পোকামাকড়কে ঘর থেকে দূরে রাখে।পুদিনা পাতা ছেঁচে নিয়ে পানিতে ফুটিয়ে নিন।এই পানির ভাপ পুরো ঘরে ছড়িয়ে দিন।দেখবেন ঘরের সব মশা পালিয়েছে।
৩)তুলসির ব্যবহার
একটি গবেষণায় পাওয়া যায় তুলসি পাতা মশার লার্ভা ধ্বংস করতে এবং মশা দূরে রাখতে বিশেষ ভাবে কার্যকরী।তাই মশাকে দূরে রাখতে ঘরে রাখতে পারেন তুলসি গাছ।এটি আপনার ঘর থেকে মশার উপদ্রব কমাবে।
#পিঁপড়া:
১)ভিনেগারের ব্যবহার
সমপরিমাণ পানি ও ভিনেগার একসাথে মিশিয়ে নিন ভালো করে।একটি স্প্রে বোতলে এই মিশ্রন ভরে নিয়ে ঘরের যে স্থান দিয়ে পিঁপড়া ঘরে ঢোকে সেই সব স্থানে ভালো করে স্প্রে করে দিন।ব্যস,পিঁপড়া আর আসবে না।
২)লবণের ব্যবহার
সবচাইতে কম খরচে পিঁপড়ার হাত থেকে রেহাই পেতে গরম পানিতে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর তা স্প্রে বোতলে ভরে নিয়ে যেখানেই পিঁপড়া দেখবেন সেখানে স্প্রে করুন।সমস্যার সমাধান পাবেন।
৩)গোল মরিচের ব্যবহার
গোল মরিচ গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে একই পদ্ধতিতে সব স্থানে স্প্রে করেও পিঁপড়ার হাত থেকে রেহাই পেতে পারেন।
৪)সাবানের ব্যবহার
সাবানের কেমিক্যাল পিঁপড়ার জন্য ক্ষতিকর।তাই স্প্রে বোতলে সাবান পানি ভরে নিয়ে পিঁপড়া ঢোকার সবস্থানে স্প্রে করে রাখুন।
৫)লেবুর ব্যবহার
লেবুর সাইট্রিক অ্যাসিড পিঁপড়ার মারতে সক্ষম।লেবুর রসের সাথে পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। যেখানেই পিঁপড়া দেখবেন স্প্রে করে দিন।
৬)কর্ণফ্লাওয়ারের ব্যবহার
পিঁপড়া কর্ণফ্লাওয়ার হজম করতে পারে না।পিঁপড়ার উপরে কর্ণফ্লাওয়ার খানিকটা ছিটিয়ে দিলে পিঁপড়া খাবে ঠিকই কিন্তু হজম করতে পারবে না।এতে করেও রেহাই পাবেন যন্ত্রণা থেকে।
৭)রসুনের কোয়া এবং দারুচিনি
রসুন ও দারুচিনির গন্ধও পিঁপড়া সহ্য করতে পারে না। তাই সব স্থানে রসুনের কোয়া বা দারুচিনি দিয়ে রাখুন। ঝামেলা থেকে রেহাই পাবেন।

23/09/2021
23/09/2021
22/09/2021

মাশাআল্লাহ

21/09/2021
Baby
21/09/2021

Baby

Address

Old Jessore Road
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Khulna Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khulna Aviary:

Videos

Share

Category