14/05/2020
Eye infection in cat:____
বিড়াল পালকদের কাছে একটা মূর্তিমান আতংকের নাম 'চোখের ইনফেকশন'। বিশেষ করে যারা নতুন বিড়াল নিয়েছেন বা ছোট বাচ্চা নিয়েছে তাদের এই সমস্যার সম্মুখীন হতে হয় বেশী।।
চোখের ইনফেকশনের কারণ, লক্ষন এবং করণীয় সম্পর্কে কিছু তথ্য দেয়া হল:
▪ ইনফেকশনের কারণ:
১. ধুলাবালি তে খেলা করা, ২. নিয়মিত চোখের পানি না মুছা, ৩. পরাগ জনিত এলার্জি, ৪. শ্বাসযন্ত্রের সংক্রামনজনিত রোগ, ৫. ব্যাকটেরিয়া, প্রোটোযোয়া এবং ভাইরাসের আক্রমন।
▪লক্ষন:
১. চোখের সাদা অংশ লালচে রঙের হয়ে যাওয়া, ২. অস্বাভাবিক ভাবে মিটমিট করা, ৩. চোখের কোনে হলদে, অনেকসময় সবুজাভ ময়লা জমা, ৪. পা দিয়ে বা কোন বস্তুর সাথে চোখ ঘসা, ৫. চোখের উপর তৃতীয় স্তর দেখা দেয়া, ৬. চোখ এবং নাক দিয়ে অনবরত পানি পড়া
🔹প্রতিকার:
চোখের ইনফেকশনের লক্ষন দেখা মাত্রই অভিজ্ঞ ভেটের সাথে যোগাযোগ করুন। ভেট প্রয়োজনীয় পরীক্ষা করে চোখের ড্রপ দিয়ে দিবেন।।
ঘরোয়া পদ্ধতি :
১. টি ব্যাগ :
এক কাপ গরম পানিতে একটি টি ব্যাগ ( chamomile/ green tea/ black tea) দিয়ে চা বানিয়ে নিন। চা কুসুম গরম অবস্থায় একটি সুতি কাপড় ভিজিয়ে হালকা নিংড়ে নিন, যেন কাপড়ে চা থাকে। এবার আলতোভাবে বিড়ালের চোখ মুছে দিন। (দিনে ৪বার, প্রতিবার নতুন করে বানিয়ে নিতে হবে)
** টি ব্যাগটি ও ব্যবহার করতে পারেন। কুসুম গরম টি ব্যাগটি চোখের উপড় ২/৩মিনিট ধরে রাখুন।
২. মধু:
আধকাপ গরম পানিতে ১টেবিল চামচ মধু মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। হালকা ঠান্ডা হলে একটি কাপড় ভিজিয়ে চোখ মুছে দিন। কিছুক্ষন পর শুধু গরম পানি দিয়ে আবার চোখ পরিস্কার করে দিতে হবে যেন মধুর মিশ্রণ চোখে লেগে না থাকে।
🔹প্রতিরোধ:
নিয়মিত বিড়ালের চোখ পরীক্ষা করুন। সুস্থ চোখ উজ্জ্বল এবং চকচকে হবে, এবং বেশী শুষ্ক বা অনবরত পানি পরবে না ( হাল্কা পানি এবং অল্প পরিমান মিউকাস জমা স্বাভাবিক)।। প্রতিদিন কুসুম গরম পানি দিয়ে চোখ মুছে দিন। স্বাভাবিকের চেয়ে বেশী মিউকাস চোখে পরলে পানিতে এক চিমটি লবণ মিশিয়ে চোখ মুছে দিন, এতে করে ব্যাক্টেরিয়া/ ফাঙ্গাস জন্মাতে পারবেনা।।