Cat House BD

Cat House BD To help the page grow, invite 10-20 animal lovers to like the page

25/05/2023

Booking available

buking avl avl if you interest inbox me
16/01/2022

buking avl avl
if you interest inbox me

Cats and dogs love
05/06/2020

Cats and dogs love

01/06/2020
eid mobarak
25/05/2020

eid mobarak

Eye infection in cat:____বিড়াল পালকদের কাছে একটা মূর্তিমান আতংকের নাম 'চোখের ইনফেকশন'। বিশেষ করে যারা নতুন বিড়াল নিয়েছেন...
14/05/2020

Eye infection in cat:____

বিড়াল পালকদের কাছে একটা মূর্তিমান আতংকের নাম 'চোখের ইনফেকশন'। বিশেষ করে যারা নতুন বিড়াল নিয়েছেন বা ছোট বাচ্চা নিয়েছে তাদের এই সমস্যার সম্মুখীন হতে হয় বেশী।।
চোখের ইনফেকশনের কারণ, লক্ষন এবং করণীয় সম্পর্কে কিছু তথ্য দেয়া হল:
▪ ইনফেকশনের কারণ:
১. ধুলাবালি তে খেলা করা, ২. নিয়মিত চোখের পানি না মুছা, ৩. পরাগ জনিত এলার্জি, ৪. শ্বাসযন্ত্রের সংক্রামনজনিত রোগ, ৫. ব্যাকটেরিয়া, প্রোটোযোয়া এবং ভাইরাসের আক্রমন।

▪লক্ষন:
১. চোখের সাদা অংশ লালচে রঙের হয়ে যাওয়া, ২. অস্বাভাবিক ভাবে মিটমিট করা, ৩. চোখের কোনে হলদে, অনেকসময় সবুজাভ ময়লা জমা, ৪. পা দিয়ে বা কোন বস্তুর সাথে চোখ ঘসা, ৫. চোখের উপর তৃতীয় স্তর দেখা দেয়া, ৬. চোখ এবং নাক দিয়ে অনবরত পানি পড়া

🔹প্রতিকার:
চোখের ইনফেকশনের লক্ষন দেখা মাত্রই অভিজ্ঞ ভেটের সাথে যোগাযোগ করুন। ভেট প্রয়োজনীয় পরীক্ষা করে চোখের ড্রপ দিয়ে দিবেন।।
ঘরোয়া পদ্ধতি :
১. টি ব্যাগ :
এক কাপ গরম পানিতে একটি টি ব্যাগ ( chamomile/ green tea/ black tea) দিয়ে চা বানিয়ে নিন। চা কুসুম গরম অবস্থায় একটি সুতি কাপড় ভিজিয়ে হালকা নিংড়ে নিন, যেন কাপড়ে চা থাকে। এবার আলতোভাবে বিড়ালের চোখ মুছে দিন। (দিনে ৪বার, প্রতিবার নতুন করে বানিয়ে নিতে হবে)
** টি ব্যাগটি ও ব্যবহার করতে পারেন। কুসুম গরম টি ব্যাগটি চোখের উপড় ২/৩মিনিট ধরে রাখুন।

২. মধু:
আধকাপ গরম পানিতে ১টেবিল চামচ মধু মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। হালকা ঠান্ডা হলে একটি কাপড় ভিজিয়ে চোখ মুছে দিন। কিছুক্ষন পর শুধু গরম পানি দিয়ে আবার চোখ পরিস্কার করে দিতে হবে যেন মধুর মিশ্রণ চোখে লেগে না থাকে।

🔹প্রতিরোধ:
নিয়মিত বিড়ালের চোখ পরীক্ষা করুন। সুস্থ চোখ উজ্জ্বল এবং চকচকে হবে, এবং বেশী শুষ্ক বা অনবরত পানি পরবে না ( হাল্কা পানি এবং অল্প পরিমান মিউকাস জমা স্বাভাবিক)।। প্রতিদিন কুসুম গরম পানি দিয়ে চোখ মুছে দিন। স্বাভাবিকের চেয়ে বেশী মিউকাস চোখে পরলে পানিতে এক চিমটি লবণ মিশিয়ে চোখ মুছে দিন, এতে করে ব্যাক্টেরিয়া/ ফাঙ্গাস জন্মাতে পারবেনা।।

I am sleepy
14/05/2020

I am sleepy

😊😊😊😊☺️☺️☺️☺️☺️
14/05/2020

😊😊😊😊☺️☺️☺️☺️☺️

Why????? answer me......
13/05/2020

Why????? answer me......

😜😜😜😜😜😜😜
13/05/2020

😜😜😜😜😜😜😜

I am a hunter
13/05/2020

I am a hunter

I kissed a dog 🤭🤭🤫
10/05/2020

I kissed a dog 🤭🤭🤫

বিড়ালে অতিরিক্ত লোম পরার কারন:বিভিন্ন কারনে বিড়ালের  অতিরিক্ত লোমপরে থাকে।নিম্নে উল্লেখযোগ্য কারনগুলো দেওয়া হলো:☞মানসিক ...
09/05/2020

বিড়ালে অতিরিক্ত লোম পরার কারন:
বিভিন্ন কারনে বিড়ালের অতিরিক্ত লোমপরে থাকে।নিম্নে উল্লেখযোগ্য কারনগুলো দেওয়া হলো:
☞মানসিক স্ট্রেস
☞এলার্জি
☞পরজীবীর আক্রমণ
☞রিং-ওয়ার্ম
☞ব্যথাজনিত কারনে
☞মরামাসের জন্য
☞অপরিষ্কার
☞হরমোনের অভাব
☞ব্যাকটেরিয়া ইনফেকশন
☞নিম্নমানের খাদ্য

I am sleepy 💤💤💤💤😴
08/05/2020

I am sleepy 💤💤💤💤😴

❤❤
08/05/2020

❤❤

এই পৃথিবী তোমার জন্য ছিলো না ।।  আমরা তোমাকে বাচাতে পারিনি।।  আশা করি মহান আল্লাহর কাছে গিয়ে অনেক ভালো আছো ।।
07/05/2020

এই পৃথিবী তোমার জন্য ছিলো না ।। আমরা তোমাকে বাচাতে পারিনি।। আশা করি মহান আল্লাহর কাছে গিয়ে অনেক ভালো আছো ।।

Do you love us?
07/05/2020

Do you love us?

How do I look!!!
07/05/2020

How do I look!!!

Good afternoon hoomens😍😍😍
07/05/2020

Good afternoon hoomens😍😍😍

নতুন বিড়াল পালকদের জন্য কিছু সূএ:নতুনরা বিড়াল পালতে চাইলে সবার আগে নিচের বিষয়গুলা মাথায় রাখুন- ১. বিড়াল কোনো খেলনা নয়। ও...
07/05/2020

নতুন বিড়াল পালকদের জন্য কিছু সূএ:
নতুনরা বিড়াল পালতে চাইলে সবার আগে নিচের বিষয়গুলা মাথায় রাখুন-

১. বিড়াল কোনো খেলনা নয়। ওর প্রাণ আছে এবং এরা খুব ইমোশনাল + মুডি প্রানী। এদেরকে কিছুদিন বাসায় রেখে তারপর বাইরে ফেলে দিলে ওরা সার্ভাইভ করতে পারেনা। তাই বিড়াল নিলে সারাজীবনের জন্য নিবেন কিনা সেটা চিন্তা করেন।

২. বাসার সবার অনুমতি থাকতে হবে। বাড়িওয়ালা আপত্তি করবে কিনা সেটাও আগেই বিবেচনা করতে হবে।

৩. বিড়াল মাংসাশী প্রানী। তাই এদের খাবারে প্রতিবেলায় পর্যাপ্ত মাছ/মাংস দিতে হবে। তাছাড়া সময়মত টিকা দেওয়া, অসুখ হলে ডাক্তার দেখানো ইত্যাদি করতে হবে। সেই হিসাবে মাস শেষে কয়েক হাজার টাকা আপনাকে বাজেট রাখতে হবে বিড়ালের জন্য।

৪. মোস্ট ইম্পর্ট্যান্টঃ মনে রাখবেন, বিড়াল প্রতিদিন পেশাব পায়খানা করবে৷ পটি ট্রেইন্ড হোক বা না হোক, সেই পেশাব পায়খানা দিনশেষে আপনাকেই পরিস্কার করতে হবে। তাই ভেবে দেখুন, ডেইলি এই কাজটা করতে পারবেন কিনা।

৫. জোরে হোক বা আস্তে হোক, বিড়াল আচড়-কামড় দিবেই। পরিবারের যে কাউকে যেকোনো সময় আচড় কামড় দিতে পারে। খেলতে খেলতেও এটা করে ওরা। তাই আপনিসহ আপনার বাসার সবাই আচড় কামড় সহ্য করতে পারবে কিনা ভেবে দেখেন।

৬. সব বিড়াল কার্টুনের মত সারাদিন কোলে বসে থাকে না। এমন অনেক বিড়াল আছে যারা একটুও কোলে থাকতে পছন্দ করে না। এমনও হতে পারে, আপনি সারাদিন ওকে খাওয়ালেন, ওর পটি পরিস্কার করলেন, কিন্তু সে আপনার কোলে বসল না। এটা নিয়ে মন খারাপ করা যাবে না।

৭. বিড়াল মাঝরাতে বা ভোরবেলায় আপনাকে ডেকে তুলতে পারে। কারণ এইসময়ে ওরা অনেক এক্টিভ থাকে। তাই বিড়াল সাথে নিয়ে ঘুমানোর আগে এটা ভেবে দেখবেন। প্রয়োজনে রাতের বেলায় ওকে আলাদা রুমে পর্যাপ্ত পানি খাবার ও লিটার বক্স দিয়ে রাখতে হতে পারে।

07/05/2020

💁
🤗
⏭ সকল স্যারদের (বিড়াল) বাবা এবং মাম্মাম দের দৃষ্টি আকর্ষণ করছি।
আপনার স্যারের এক্টা ছবি ও নাম কমেডে জানান। 🤗
একাধিক স্যার থাকলে সবার ছবি এবং নাম দিতে পারেন সমস্যা নাই 💁
স্যারদের নিয়ে স্লাইড শো বানাবো😀
💁♥💁♥💁♥💁♥

বিঃদ্রঃ স্যার মানে বিড়াল 😁😁😁
আর কমেড মানে কমেন্ট😬

যাদের বাসায় পার্সিয়ান বিড়াল আছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শঃ★বিড়ালকে শুকনা খাবারের পাশাপাশি হোম মেড খাবার খাওয়...
07/05/2020

যাদের বাসায় পার্সিয়ান বিড়াল আছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শঃ

★বিড়ালকে শুকনা খাবারের পাশাপাশি হোম মেড খাবার খাওয়াতে হবে।যাতে করে শরীর ডিহাইড্রেট হয়ে না যায়।

★নির্দিষ্ট স্থানে একটা পাত্রে পরিষ্কার খাবার পানি দিতে হবে।যাতে ওরা ওদের প্রয়োজন মত পানি খেতে পারে।

★এই গরমে মাঝে মাঝে ওদের স্যালাইন পানি খাওয়াতে হবে।

★এই গরমে মাসে ২/৩ বার গোসল করাতে হবে।গোসল করানোর সময় ক্যাট শ্যাম্পু ইউজ করা বেশ গুরুত্বপূর্ণ।কারণ বাজারে প্রচলিত মানুষের শ্যাম্পু ওদের স্কিন এবং হেয়ার কোটের জন্য ক্ষতিকর।

★বিড়ালকে নিয়মিত ডিওয়ার্মিং করানো উচিত।নিয়মিত ডিওয়ার্মিং না করালে খাওয়ায় অরুচি,পাতলা পায়খানা,বমি ইত্যাদির উপসর্গ দেখা দেয়।এবং অনেকেই তখন বুঝে উঠতে পারে না এসবের কারন।ফলে বিড়ম্বনায় পড়তে হয়।

★বিড়ালের সামনে সব সময় খাবার না রেখে দিনে নির্দিষ্ট সময় ভাগ করে খাবার দিন।

★বিড়ালকে নিরিবিলি সময় কাটানোর ব্যাবস্থা নিশ্চিত করুন।

★বিড়াল সুস্থ থাকলেও ২ মাস পর পর ভেটের সাথে যোগাযোগ করুন।

★বিড়ালকে তার প্রয়োজনীয় ভিটামিন,ক্যালসিয়াম মেডিসিন খাওয়ান।

সুস্থ থাকুক আমাদের প্রত্যেকের বাসার এসব আদুরে সদস্যরা...

বিড়ালে প্যারাসিটামলের বিষক্রিয়া:প্যারাসিটামল মানুষের জ্বরের জন্য হরহামেশাই ব্যবহার হয়ে থাকে।সেজন্য প্যারাসিটামল আমাদের হ...
06/05/2020

বিড়ালে প্যারাসিটামলের বিষক্রিয়া:

প্যারাসিটামল মানুষের জ্বরের জন্য হরহামেশাই ব্যবহার হয়ে থাকে।সেজন্য প্যারাসিটামল আমাদের হাতের কাছে সহজলভ্য একটা জ্বরের ওষুধ।বিড়ালেরও বিভিন্ন কারনে জ্বর আসতে পারে।এই সময় জানা না থাকার দরুন অনেকে প্যারাসিটামল দিয়ে থাকে,যা বিড়ালের জন্য খুবই বিপদজনক এমন কি অনেক সময় মৃত্যুর কারন।

কেন দেওয়া যাবে না??
বিড়ালে প্যারাসিটামল পরিপাকের জন্য সু্র্নিদিষ্ট এনজাইম না থাকায় শরীরের ভিতর বিপরীতধর্মী বিষক্রিয়া করে জটিল যৌগ গঠন করে।পরবর্তীতে এটি রক্তের সাথে মিশে অক্সিজেন পরিবহনে বাধা দেয় এবং বহুলাংশে অক্সিজেন পরিবহন কমিয়ে দেয়।বাদ-বাকি গঠিত জটিল যৌগ যকৃতের কার্যকারীতাও নষ্ট করে দেয়।

বিষক্রিয়ার লক্ষন সমূহ:
➤শ্বাস-প্রশ্বাসে সমস্যা সৃষ্টি করে।
➤মুখ ফুলে যায়।
➤জিহবার রংয়ের পরিবর্তন হয়।
➤বমি করে।
➤হার্টবিট নরমালের থেকে কয়েকগুন বেড়ে যায়।
➤পাতলা পায়খানা করে।
শেষ পর্যন্ত মারা যেতে পারে।

What the hell is going on 🤫😂😂😂
06/05/2020

What the hell is going on 🤫😂😂😂

Change your Facebook statusYou are in relationship with me 🥰Do you love me?
06/05/2020

Change your Facebook status
You are in relationship with me 🥰
Do you love me?

Address

Khulna

Telephone

+8801998923947

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cat House BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Khulna pet stores & pet services

Show All