24/06/2022
আমার পাখির খামার টার নাম 'বিসমিল্লাহ এভিয়ারি'। নিতান্ত ই শখের বসে এক পেয়ার পাখি এনে ছিলাম দোকান থেকে। খুলনা ফুলমার্কেট থেকে এক পেয়ার লুটিনো রেড আই কিনে এনেছিলাম। যখন কিনেছিলাম পাখি বিষয়ে কিছুই বুঝতাম না। শুধু এক কেজি কাউন আর সাদা পানি খেতে দিতাম। এর ই মাঝে আমার বাসার পোষা বিড়াল সুযোগ বুঝে লুটিনো রেড আই ফিমেল টা কে আছড়ে দিয়েছিল। পাখিটাকে তখন সুস্থ করেছিলাম নানা উপায়ে। কিন্তু আবারো একটা সময় বিড়াল টা সুযোগ বুঝে ফিমেল টা কে মেরে ফেলে। তখন থেকে পাখির দিকে এক্সট্রা কেয়ার নিতে শুরু করি। এভাবে রোগে শোকে আমার অনেক গুলা পাখি ও বাচ্চা মারাও গিয়েছিল। কিন্তু আমি হাল ছাড়ি নি। বাসা থেকে অনেকে ই বলেছে, বন্ধুরা উপহাস করেছে, পাখি পেলে কি করবি? কি ভবিষ্যৎ আছে এর? এসব তুমার দারা হবে না, এর বদলে ঘর টা কে ভাড়া দিয়ে দেও আরো কত কথা! কিন্তু নিজের প্রতি বিশ্বাস ছিল, আমি পারব, সবাই পারলে আমি কেন পারব না। এভাবে আস্তে আস্তে নানা প্রতিকুলতার মধ্য দিয়ে আমার পাখির খামার টার দেড় বছর চলছে। আমার এখন ১১ জোড়া পাখি আছে। এবং আল্লাহর রহমতে ও কিছু অভিজ্ঞ লোকের পরামর্শে আমার পাখি গুলা সব ভাল আছে, সুস্থ আছে। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এবং কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে এমন হেল্প করেছেন। আশা করি আপনাদের দোয়া ও আমার চেষ্টার ফলে এবছর ব্রিড এ আরো অনেক গুলা বাচ্চা পাব। সবাই দোয়া করবেন।
বিঃদ্রঃ এই পোস্টে আপলোড দেয়া পাখিগুলা আমার এভিয়ারির ফেবারিট বাচ্চা। এভিয়ারি তে ই এদের জন্ম। 😊❤️❤️