Birds Info

Birds Info This is birds related. Only interested people can touch me,
(1)

Good morning
13/07/2022

Good morning

Mixed Finches
10/03/2022

Mixed Finches

05/02/2022

ফুলের সমারোহ 💐🌸💮🏵️🌹🥀🌺🌻🌼🌷

06/12/2021
30/08/2021

লুটিনো ফিসার লাভবার্ডস এর বেবি

Look at me
23/08/2021

Look at me

Hi
11/08/2021

Hi

Rea eared firetail
22/06/2021

Rea eared firetail

Cockatiel
21/06/2021

Cockatiel

21/05/2021

Cockatiel progress

13/04/2021
Rainbow lorikeet
10/02/2021

Rainbow lorikeet

Lorikeet
25/01/2021

Lorikeet

সম্মানিত সকল মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি,আপনারা খুব ভাল করেই জানেন ফেসবুকে কোন পাখি কেনা বেচা সম্পূর্ণ নিষেধ। শুধু তাই...
13/11/2020

সম্মানিত সকল মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি,
আপনারা খুব ভাল করেই জানেন ফেসবুকে কোন পাখি কেনা বেচা সম্পূর্ণ নিষেধ। শুধু তাই না আরও কিছু নিয়ম কানুন বেঁধে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তাই গ্রুপের কিছু নিয়ম মেনে সবাইকে বিজ্ঞাপন দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এই নিয়ম অমান্য করা হলে আপনার পোস্টটি এপ্রুভ করা হবে না। এমন কি গ্রুপ থেকে আপনাকে ব্লক করা হতে পারে, যা গ্রুপের এডমিন প্যানেল কখনও চায় না।
১/বিজ্ঞাপন দেয়ার নিয়ম ঃ
Birds Name :
Call or inbox :
Location :
Mutation : না দিতে চাইলেও হবে
breeding history : import, homebreed, shop ইত্যাদি।
বাকি বিস্তারিত ইনবক্সে জেনে নিবেন।
২/ কোন ভাবেই ফেসবুক কর্তৃপক্ষকে বুঝতে দেয়া যাবে না আপনি পাখিটির বিজ্ঞাপন দিচ্ছেন।
৩/ যদি কারো পাখির প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে যেমন: আমার ফিঞ্চ পাখি দরকার। এমন লিখে পোস্ট দিতে হবে। পরবর্তীতে ইনবক্সে যোগাযোগ করে নিবেন।
৪/ বিজ্ঞাপনের নিচে এবং বিজ্ঞাপনে অবশ্যই p.r.i.c.e, s.a.l.e, লা,গ,বে. ক্র,য়, বি,ক্র,য় t.k, b.u.y ইত্যাদি শব্দ ব্যবহার করা যাবে না। প্রয়োজনে বিজ্ঞাপন দাতার সাথে ফোন অথবা ইনবক্সে যোগাযোগ করুন।
৫/ অসুস্থ, নোংরা পরিবেশ কিংবা ক্যারিং কেজের মত ছোট খাঁচায় তোলা ছবি অগ্রহণযোগ্য। অসুস্থ পাখির ক্ষেত্রে (ছবি ছাড়া) লিখে পোস্ট দিয়ে সাহায্য নিতে পারেন অভিজ্ঞদের কাছ থেকে। যদি অভিজ্ঞদের ছবির প্রয়োজন হয় তাহলে ইনবক্সে ছবি আদানপ্রদান করে নিবেন।
৬/ সরাসরি আইডি থেকে পোস্ট করতে অনুরোধ করছি। অন্য গ্রুপ থেকে করা পোস্ট এপ্রুভাল পাবে না।তবে নিজের পেইজ থেকে পোস্ট করতে পারবেন। নিজ পেইজ থেকে পাখি বিষয় শিক্ষনীয় যে কোন পোস্ট করা যেতে পারে।
৭/ মৃত পাখির ছবি অথবা রক্তাক্ত কোন ছবি দেয়া যাবে না।
৮/ মেটিং করা অবস্থায় কোন পাখির ছবি ভিডিও দেয়া যাবে না।

Chestnut-breasted
13/11/2020

Chestnut-breasted

Beautiful Zebra finches
12/11/2020

Beautiful Zebra finches

Male and female galah cockatoo
01/11/2020

Male and female galah cockatoo

Red capped parrot
27/10/2020

Red capped parrot

ফনিওপ্যাডি হ'ল একটি প্রাকৃতিক ঘাসের বীজ যা উগান্ডায় বাগানে জন্মে  ফোনিও দানা মিলেট পরিবারের অংশ।  প্রকৃতপক্ষে, ফণিওর মধ...
23/10/2020

ফনিওপ্যাডি হ'ল একটি প্রাকৃতিক ঘাসের বীজ যা উগান্ডায় বাগানে জন্মে

ফোনিও দানা মিলেট পরিবারের অংশ। প্রকৃতপক্ষে, ফণিওর মধ্যে মিলেটের ছোট ছোট বীজ রয়েছে। নামটি ওলোফের নাম "ফোনেও" থেকে প্রাপ্ত। ডিজিটরিয়া এক্সিলিস বা ফোনিও আফ্রিকার চাষের দীর্ঘ ইতিহাস রয়েছে এই বীজ চাষের পরে 6-8 সপ্তাহের মধ্যে ফসল কাটা হয়, এটি বিশ্বের দ্রুততম পরিপক্ক সিরিয়াল তৈরি করে।

অন্যান্য সিরিয়ালগুলির সাথে তুলনায় ফোনিও গোল্ড:

ফোনিও গোল্ড Fonio GOLD কার্বোহাইড্রেট, প্রোটিন & ফ্যাট প্রোফাইল সোরঘমের সাথে ঘনিষ্ঠভাবে তুলনা করা যায়। ফোনিও শস্যগুলি ভাল পরিমাণে ভিটামিন B এবং ক্যালসিয়াম, আয়রন এবং ফসফরাস জাতীয় খনিজগুলির সাথে দেহে সরবরাহ করে। অ্যামিনো অ্যাসিডের একটি ভাল পরিমাণ সরবরাহ করে; ওজন দ্বারা সিরিয়ালের প্রায় 10% প্রোটিন নিয়ে গঠিত।

ফোনিও অন্যান্য শস্যের চেয়ে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, দস্তা এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ।

ফোনিও শস্যের স্বাস্থ্য ও পুষ্টির মান
প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড এবং আয়রন সমৃদ্ধl

ফিনিও এবং কোক্সিডোসিস:

চিকিৎসক তদারকির অধীনে তিন বছরেরও বেশি অধ্যয়ন প্রমাণিত করেছে যে ফোনিও নাটকীয়ভাবে কোকসিডিওসিস হ্রাস করে। পাখিগুলি কোক্সিডিওসিসে আক্রান্ত হয়েছিল এবং তাদের মল পরীক্ষা করেছে, ফোনিয়োকে এক সপ্তাহ খাওয়ানোর পরে, মলটি আবার পরীক্ষা করা হয়েছিল এবং কোক্সিডিওসিস পাওয়া যায়নি।

ফনিও কীভাবে ব্যবহার করবেন:

প্রথম সপ্তাহের মধ্যে পাখিরা তাদের কতটা পছন্দ করবে তা নির্ধারণ করার অনুমতি দিন। প্রাথমিক সপ্তাহের পরে পাখিগুলিকে প্রতি সপ্তাহে এক চা-চামচ ফনিও দিয়ে দিন।

বড় এভায়ারিগুলিকে প্রতি সপ্তাহে দুই থেকে তিন চামচ দেওয়া উচিত।

ফোনিওকে আলাদা পাত্রে খাওয়ানো উচিত, যেমন তারা মার্টেন হেলেন এবং তার অংশীদারদের বার্ডরুমে করে, কারণ এটির সূক্ষ্ম কাঠামো এটি অন্যান্য বীজের নীচে ডুবে যেতে পারে।

কোকসিডিওসিস কী?

কোক্সিডিয়া হ'ল মাইক্রোস্কোপ পরজীবী যা পাখির ক্ষুদ্রান্ত্রে থাকে; তাদের ডিম পাখির মধ্য দিয়ে যায় এবং পাখির মলতে থাকে, তাদের দীর্ঘকালীন কঠোর শেল্ড ডিমের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এগুলি পাখির জন্য ডায়রিয়া সহ রক্ত ​​বা ওজনহীনতা, ওজন হ্রাস, ক্ষুধা মন্দা, দীর্ঘায়িত অসুস্থতা এবং অল্প বয়সে মৃত্যু সহ একাধিক সমস্যার কারণ হতে পারে।

এটি বিশ্বাস করা হয় যে সংক্রামক মল বা ডিমের সাথে খাদ্য খাওয়ার মাধ্যমে কোক্সিডোসিস সংক্রমণ হতে পারে। ফোনিও একটি প্রাকৃতিক, অ-রাসায়নিক চিকিত্সা এবং প্রতিরোধক দেয়।

খাঁচায় পোষা পাখির কিছু রোগ ও চিকিৎসা সেবা০১. আবহাওয়া পরিবর্তনের কারনে অসুস্থতালক্ষণ সমূহ :শরীর ফুলিয়ে মুখ গুজে বসে থাকাক...
23/10/2020

খাঁচায় পোষা পাখির কিছু রোগ ও চিকিৎসা সেবা

০১. আবহাওয়া পরিবর্তনের কারনে অসুস্থতা
লক্ষণ সমূহ :
শরীর ফুলিয়ে মুখ গুজে বসে থাকা
কম খাওয়া
আলো বা তাপ পছন্দ করা
চিকিৎসা পদ্ধতি =
ক. ভ্যাটেরিনারী চিকিৎসা
Adovas - 3ml in 1 liter water
Respiron + Multivit
Toycol, Tylocef (tilocin group) + Multivitamin
খ. হোমিওপ্যাঁথি চিকিৎসা =
Nuxvom 200 (পাখিদের খাবার পানিতে ৪ ফোটা করে ৩ দিন মিশিয়ে দিতে হবে)

০২. শ্বাসতন্ত্রের অসুস্থতা
লক্ষণ সমূহ :
নাক দিয়ে পানি পরা
ঘড় ঘড় শব্দ করা
কাশি দেয়া
নাক ও মুখ দিয়ে আঠালো বস্তু পরা
জোরে শ্বাস নেয়া
মুখ দিয়ে শ্বাস নেয়া
চিকিৎসা পদ্ধতি =
ক. ভ্যাটেরিনারী চিকিৎসা
Adovas / Toycol, Tylocef (tilocin group) = হালকা ঠাণ্ডা কাশি হলে খাওয়াতে হবে
Tydocol / Tylosef + Oxycenting 20% / Tylodox + Respiron = বেশী ঠাণ্ডা বা কফ থাকলে
(পাখি বেশী দুর্বল হলে প্রয়োজনে Maxfort / Hyperchok Amino মাল্টিভিটামিন দেয়া যাবে)
খ. হোমিওপ্যাঁথি চিকিৎসা =
প্রথমে Nuxvom 30 (পাখিকে সরাসরি ১ ফোটা ও খাবার পানিতে ৪ ফোটা করে ২ দিন মিশিয়ে দিতে হবে)
যদি নাক দিয়ে পানি পরে Rush Tox 30 / শীতকালীন সমস্যায় Campfar 30
যদি শুকনা ও ঠাণ্ডা হাঁচি হয় তাহলে Dulcamra 30
যদি ঘড় ঘড় শব্দ করে ও কফ থাকে তবে Antim Tert 30
যদি শুধুমাত্র মুখ হাঁ করে শ্বাস নিতে থাকে তবে Spongia 30 অধিক কার্যকরী

০৩. পরিপাকতন্ত্রের অসুস্থতা (সবুজ পায়খানা)
লক্ষণ সমূহ :
গাঢ় সবুজ / শেওলা রং / পিত্ত রঙের পায়খানা
সবুজ পিচ্ছিল পায়খানা
Vent Area সবুজ হয়ে থাকা
সবুজ পায়খানার সাথে পানির ভাগ বেশী থাকা
পাখি ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসা
চিকিৎসা পদ্ধতি =
ক. ভ্যাটেরিনারী চিকিৎসা
প্রথমে Esb 30 + Electrolite Saline ব্যাবহার করে দেখা যে পাখির পায়খানা স্বাভাবিক হয় কিনা
দ্বিতীয়ত Oxycenting 20% অথবা Human Doxin 100 mg + Esb 30 + Electrolite Saline ব্যাবহার করা
(পাখি বেশী দুর্বল হলে প্রয়োজনে Maxfort / Hyperchok Amino মাল্টিভিটামিন দেয়া যাবে)
খ. হোমিওপ্যাঁথি চিকিৎসা =
Nuxvom 30 ২ দিন দিয়ে অবস্থা পরীক্ষা করতে হবে
অবস্থা পরিবর্তন না হলে IPIKAK 30 ২/৩ দিন দিতে হবে
তারপরেও ভালো না হলে Akonaite 30 ব্যাবহার করা যাবে
যদি কোনোভাবে অবস্থা নিয়ন্ত্রনে না আসে তবে Arcenic 30 ব্যাবহার করা যাবে । কোনও অবস্থাতেই আগেই Arcenic ব্যাবহার করা উচিৎ হবে না ।

০৪. পরিপাকতন্ত্রের অসুস্থতা (চুনা পায়খানা)
লক্ষণ সমূহ :
সাদা চুনের মতো পায়খানা
পায়খানায় পানির পরিমান বেশী
খাবার খাওয়ার পরিমান কমে যাওয়া
পাখির ঝিমান ভাব
চিকিৎসা পদ্ধতি =
ক. ভ্যাটেরিনারী চিকিৎসা
প্রথমে Esb 30 + Electrolite Saline ব্যাবহার করে দেখা যে পাখির পায়খানা স্বাভাবিক হয় কিনা
দ্বিতীয়ত Oxycenting 20% অথবা Human Doxin 100 mg + Esb 30 + Electrolite Saline ব্যাবহার করা
(পাখি বেশী দুর্বল হলে প্রয়োজনে Maxfort / Hyperchok Amino মাল্টিভিটামিন দেয়া যাবে)
খ. হোমিওপ্যাঁথি চিকিৎসা =
প্রথমে Nuxvom 30 ২ দিন
দ্বিতীয়ত Pulsetula 30 ৫ দিন

০৫. পরিপাকতন্ত্র ও শ্বাসতন্ত্র উভয়ের অসুস্থতা (viral desease)
লক্ষণ সমূহ :
গাঢ় সবুজ / শেওলা রং / পিত্ত রঙের পায়খানা
সবুজ পিচ্ছিল পায়খানা
Vent Area সবুজ হয়ে থাকা
সবুজ পায়খানার সাথে পানির ভাগ বেশী থাকা
পাখি ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসা
নাক দিয়ে পানি ঝরা
ঘড় ঘড় শব্দ করা
কাশি দেয়া
নাক ও মুখ দিয়ে আঠালো বস্তু পরা
জোরে শ্বাস নেয়া
মুখ দিয়ে শ্বাস নেয়া
চোখ দিয়ে পানি পরা
চোখ ফুলে যাওয়া
চিকিৎসা পদ্ধতি
ক. ভ্যাটেরিনারী চিকিৎসা
Tylodox + Esb 30 + Electrolite Saline
অথবা
Human Doxln 100 + Esb 30 + Tylosef / Tydocol
অথবা
Oxycenting 20% + esb 30 + Toylosef + Electrolite Saline
অথবা
Tylodox + Esb 30 + Eletrolite Saline
বিশেষ দ্রষ্টব্য =
পাখি বেশী দুর্বল হলে প্রয়োজনে Maxfort / Hyperchok Amino মাল্টিভিটামিন দেয়া যাবে ।
পাখি সুস্থ হলে পরবর্তীতে Protexin বা টক দই বা Apple Cider Vinegar (ACV) প্রবায়টিক হিসেবে পাখিকে খাওয়াতে হবে ।
খ. হোমিওপ্যাঁথি চিকিৎসা =
প্রথমে Nuxvom 30 ২ দিন
দ্বিতীয়ত Aconaite 30 ৩ দিন
পরবর্তীতে Arcenic 30 ৩ দিন
যদি পায়খানা ঠিক হয়ে যায়, কিন্তু ঠাণ্ডা ভালো হয় নাই তবে Antim 30 দিতে হবে
যদি ঠাণ্ডা ভালো হয়েছে, কিন্তু পায়খানা সবুজ থাকে তবে IPIKAK 30 দিতে হবে
যদি ঠাণ্ডা ভালো হয়েছে, কিন্তু পায়খানা চুনা থাকে তবে Pulsetula 30 দিতে হবে
যদি চোখ দিয়ে পানি পরে তবে Euphoresia 30 দিতে হবে

০৬. বদহজম
লক্ষণ সমূহ :
খাঁচায় ঝুলে থাকা
বমি বমি ভাব করা বা বমি করা
চঞ্চলতা কমে যাওয়া
কম খাওয়া
চিকিৎসা পদ্ধতি =
ক. ভ্যাটেরিনারী চিকিৎসা
Hemko P.H + Engime
খ. হোমিওপ্যাঁথি চিকিৎসা =
Nuxvom 200 (বমি বমি ভাব করলে)
IPIKAK 30 (বমি করে ফেললে)
বিশেষ দ্রষ্টব্য = লেবু ও রসুনের রস মিশ্রিত হালকা লিকার চা অথবা গন্ধ মাদুলি পাতার রস এক্ষেত্রে বিশেষ উপকারি ও কার্যকর ।

০৭. Protozoal Problem - কৃমি ও উকুন (Air Seck Mites)
লক্ষণ সমূহ :
পাখিভ চঞ্চলতা কমে যাওয়া
Vent Area চুলকানো
পালক ঝরা
খাঁচার সাথে শরীর ঘষা
শরীরে ছোট ছোট পোকার অস্তিত্ব
চিকিৎসা পদ্ধতি =
ক. ভ্যাটেরিনারী চিকিৎসা
Acimec Oral Solution (১ লিটার পানিতে ১ মিলি মিশিয়ে ২ দিন - ১৫ দিন পর পর ১ দিন)
Quaviet (জীবাণু ও পরজীবী নাশক দিয়ে পাখির শরীরে স্প্রে করটে হবে । খেয়াল রাখতে হবে যেন পাখির চোখে না লাগে)
খ. হারবাল চিকিৎসা =
নিম পাতা খেতে দেয়া
পাখির শরীরে নিম পাতা সিদ্ধ পানি ভালো করে স্প্রে করা
নিম পাতা সিদ্ধ পানি শুধুমাত্র কৃমি হলেই পাখিকে খেতে দিতে হবে

০৮. Canker / Trichamonasis (ক্যাঙ্কার / ট্রিচামনাসিস)
লক্ষণ সমূহ :
বাচ্চা পাখির খাদ্যনালী সরু হয়ে যাওয়া
পেট থেকে vent area 'র উপরিভাগ লালছে থেকে কালচে হয়ে যাওয়া
চিকিৎসা পদ্ধতি
=
ক. ভ্যাটেরিনারী চিকিৎসা
Ronidazole গ্রুপের ঔষধ Ronin বা Ronivet
খ. হোমিওপ্যাঁথি চিকিৎসা =
Nuxvom 30 (পাখিদের খাবার পানিতে ৪ ফোটা করে ২ দিন মিশিয়ে দিতে হবে)
Marksol 30 (পানিতে ৪ ফোটা করে ৫ দিন)

০৯. Physical Injury
লক্ষণ সমূহ :
মারামারি করে বা আঘাতের কারনে রক্তাক্ত হওয়া
ব্যাথা পাওয়া
পা ফেলতে না পারা
ডানা ঝুলে যাওয়া
খুড়িয়ে খুড়িয়ে হাঁটা
পায়ের হাড় স্থানচ্যুত (Disbalance) হওয়া
চিকিৎসা পদ্ধতি =
হোমিওপ্যাঁথি চিকিৎসা =
ক্ষত স্থানে Calendula Mother Tinqture দিয়ে ভালো করে wash করে দিতে হবে
Arnica 30 (খাবার পানিতে ৪ ফোটা করে ৫ দিন দিতে হবে)
যদি হাড় স্থানচ্যুত (disbalance) হয়, তবে Hyparicum 30 ব্যাবহার করতে হবে

১০. খিঁচলাগা রোগ
লক্ষণ সমূহ :
ঠাণ্ডা নাই, পায়খানা ভালো, তারপরেও ঝিমান ভাব
প্রথমে কিছুক্ষন স্বাভাবিক আবার কিছুক্ষন অস্বাভাবিক
খাঁচার এক কোনায় বসে থাকা
দ্রুত ওজন কমে যাওয়া
জোরে শ্বাস নেওয়া
খাওয়ার চেষ্টা করা কিন্তু কিছুই খেতে না পারা
চিকিৎসা পদ্ধতি =
হোমিওপ্যাঁথি চিকিৎসা =
Nuxvom 30
Browmia 30

১১. পক্ষাঘাত (Paralisis)
লক্ষণ সমূহ :
পাখি হঠাৎ উড়তে না পারা
পা অবশ হয়ে পরা
নড়াচড়া করতে না পারা
কিছুক্ষন পরপর অনবরত ঘার ঘুরানো
চিকিৎসা পদ্ধতি =
ক. ভ্যাটেরিনারী চিকিৎসা
Vitamin B-complex ও Zinc
Calcium
খ. হোমিওপ্যাঁথি চিকিৎসা =
Nuxvom 30 (পাখিদের খাবার পানিতে ৪ ফোটা করে ২ দিন মিশিয়ে দিতে হবে)
Costicum 30 (পানিতে ৪ ফোটা করে ৫ দিন)
হোমিওপ্যাঁথি ঔষধ ব্যাবহারের নিয়মাবলী
০১. হোমিওপ্যাঁথি ঔষধ খালি পেটে খাওয়াতে হয় । হোমিওপ্যাঁথি ঔষধ খাওয়ানোর ২ ঘণ্টা আগে খাবার ও পানি সরানো উচিৎ । হোমিওপ্যাঁথি ঔষধ খাওয়ানোর কমপক্ষে ১ ঘণ্টা পর Seed Mix দেয়া উচিৎ ।
০২. পাখিকে ড্রপার দিয়ে ঔষধ খাওয়ালে পাখির Beack এর side থেকে দিতে হবে । সামনে দিয়ে দিলে ঔষধ ঠিক মতো খাওওান যাবে না বা ঔষধ পরে যাবে ।
০৩. ধৈর্য রাখতে হবে ।
০৪. প্রতিটা ঔষধের জন্য আলাদা আলাদা ড্রপার ব্যাবহার করুন।

#সংগৃহিত

 #বাজেরিগার পাখি ডিম দেয় না কেন  ???ওদেরকে একটু প্রাইভেসী দিন..ওদের মতো থাকতে দিন...বার বার উঁকি মারবেন না..ওরাও প্রাণী ...
20/10/2020

#বাজেরিগার পাখি ডিম দেয় না কেন ???

ওদেরকে একটু প্রাইভেসী দিন..ওদের মতো থাকতে দিন...বার বার উঁকি মারবেন না..ওরাও প্রাণী ভাই যখন সময় হবে এমনেই ডিম দিবে...আপনার কাজ হলো পাখি প্রাপ্ত বয়সকো হলে পাখির ব্রিডিং কোর্স করিয়ে ব্রিডিং কেজ সেটআপ করে এদের জোড়া দেয়া... আর ওদের বিশুদ্ধ খাবার আর পানি দেয়া সাথে অন্নান্ন সাপ্প্লিমেন্ট ঠিক মতো দেয়া যেমন : এগ ফুড ,সফ্ট ফুড ,সবজি ,শাক ,মিনারেল ব্লক .,ভিটা ব্লক ,ক্যাট ফিশ বোন,ডিমের খোসার গুঁড়ো ,দরকারি ঔষুধ এগুলো ঠিক মতো দেয়ার চেষ্টা করুন..

এখন আসল কথা হচ্ছে " দৈর্য্য " ধরতে হবে...কারণ পাখি আপনার কথা মতো ডিম পড়তে বাধ্য নয়...এরা ডিম পাড়ার মেশিন না..এদের প্রাণ আছে আমাদের মতো...যেহেতু প্রাণ আছে এদের তাই চাহিদা অনুযায়ী এরা ব্রীড করবে..আমার আর আপনার কোথায় নয়...

#আপনার পাখি হাড়ি প্রস্তুত করছে ডিম পাড়ার জন্য... হাড়ি কামড়ানো এটার একটা লক্ষণ...

#লক্ষ রাখুন পাখির পূপ্স এর দিকে.... দেখেন যে ফিমেল এর পূপ্স যে কোনো এক জায়গায় করছে কি না...যদি করে থাকে এক জাগায় তাহলে পূপ্স নুডুলস এর মতো লোম্বা হবে অনেকটা ১ইঞ্চি এর মতো...আবার পূপ্স এর সাইজ বোর হবে...লেজ হালকা ডাউন থাকবে নিচের দিকে...তাহলে বুজবেন ডিম দেয়ার সময় হয়ে আসতেছে..দূর থেকে লক্ষ করুন ভেন্ট ফোলা কিনা তাহলে মনে করবেন ডিম দিবে(***এ ক্ষেত্রে, মনে রাখবেন এগ বাইন্ডিং অথবা ফ্যাট এর কারনেও ভেন্ট ফুলা দেখা যায়***)..তাছাড়া যখন ডিম দিবে পাখি দরকার ছাড়া হাড়ি থেকে বের হবে না..

#মনে রাখবেন পাখি যাতে ভয় না পায়....বার বার হাড়িতে উঁকি দেয়া যাবে না..

#ব্রিডিং এর জন্য আমি ফিমেল ১১মাস এর আর মেল ১২ মাস এর জোড়া দেই...এতে ভালো ব্রিডিং রেজাল্ট পাওয়া যায়..এখন কথা হলো ফিটনেস যদি ঠিক না থাকে...আর পাখি অসুস্থ হয় তাহলে জোড়া দেয়া থেকে বিরত থাকুন..সুস্থ করে তার পর জোড়া দিন...না হলে অনেক প্রব্লেম সৃস্টি হবে যেমন : এগ বাইন্ডিং ,স্টক ,দুর্বল হয়ে পড়া,ডিমে তা না দেয়া ,ডিম নষ্ট করে ফেলা ইত্যাদি আরো প্রব্লেম দেখা দিতে পারে....

#আর একটা কথা জোড়া দেয়ার সময় যদি পছন্দ হয় তাহলে জোড়া নিয়ে নিবে...তাদের ও পছন্দ-অপছন্দ আছে...তাই বাড়তি পাখি থাকলে চেঞ্জ করে দিন জোড়া না নিলে..আর যদি এক্সট্রা পাখি না থাকে তাহলে দুই কেজ এ পাশাপাশি রাখেন মেল ফিমেল (১৫-২০)দিন তার পর জোড়া দিন...

Beautiful creatures
17/10/2020

Beautiful creatures

11/10/2020

যে প্রবলেমটা আমরা সব থেকে বেশি ফেস করি ছোট বড় সকল পাখালরাই সেটা হলো হিট স্ট্রোক

#হিট_স্ট্রোক সম্পর্কে সবার কিছুটা ধারণা নেওয়া খুবই জরুরী। একটু কষ্ট করে পড়ে নিবেন 👇👇👇👇

#হিট_স্ট্রোক_কেনো_হয় :
পাখির ত্বকে বা চামড়ায় কোন ছিদ্র না থাকার কারণে অতিরিক্ত তাপ বাইরে আসতে পারে না। ফলে অতিরিক্ত তাপ সহ্য করা এদের পক্ষে সম্ভব নয়। তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে পাখির শরীরে পানি এবং অক্সিজেন দুটোরই অভাব দেখা দেয়, তাই এসময় আমরা পাখিকে ঘন ঘন শ্বাস নিতে দেখি । এই পানি এবং অক্সিজেনের অপ্রতুলতার কারণে পাখির মস্তিষ্ক থেকে রক্ত শরীরের অন্যান্য অংশে প্রবাহিত হতে পারে না। ফলে মস্তিষ্কে রক্তের অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং পাখি স্ট্রোক করে। অন্যান্য অঙ্গে রক্ত না পৌঁছানোর কারণে পাখি এ সময় ওড়ার বা দাঁড়িয়ে থাকার ক্ষমতাও হারিয়ে ফেলে।

#লক্ষণ :
সর্বপ্রথম লক্ষণ হলো পাখির হাঁপানো। তবে তার মানে এই না যে পাখি ঠোঁট ফাঁক করা মানেই সে স্ট্রোক করবে ! হাঁপানোর ভঙ্গিটা হবে খুবই দ্রুত এবং জোরে জোরে। অনেক সময় পাখির মুখ থেকে বমির মত কিছু বের হয়ে আসতেও দেখা যায়। শেষদিকে যেয়ে পাখির হাঁপানো আরো দ্রুততর হবে এবং কাছে গিয়ে অনেক জোরে শব্দ করলেও সে কোন প্রতিক্রিয়া দেখাবে না। শুধু চোখ বন্ধ করে হাপাতে থাকবে এবং যেমনটা আগে বললাম, রক্তের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শরীরের ওপর কোনো নিয়ন্ত্রন থাকবে না। বসার লাঠি থেকে নিচে পড়ে যাবে এবং উল্টাপাল্টা কয়েকটা ডিগবাজি দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়বে । :-( :-(

#প্রতিরোধ :
হিট স্ট্রোক জিনিসটা অনেকটা ভূমিকম্পের মত। মুহুর্তের মধ্যে সব ধ্বংস করে দেয় ঠিকই, কিন্ত প্রথম থেকে অল্প কিছু নিয়ম মেনে চললে এটি এড়ানো সম্ভব।
গরমের শুরুতেই অনেকবার বলা হয়েছে তৈলাক্ত বীজ ও এগফুড জাতীয় খাবার একদমই কমিয়ে দিন। কিন্ত দূর্ভাগ্যবশত, কিছু লোক সবাইকে বলে বেড়াচ্ছিল যে, "আমি প্রতিদিনই এগফুড দিই, কেজি কেজি তৈলাক্ত বীজও দিই, আমার পাখির কিছুই হয় না। অথচ একটু গরম পড়ার সাথে সাথেই তাদের একটার পর একটা পাখি স্ট্রোক করছে, সেই সাথে যারা তাদের সাজেসন ফলো করেছিল তাদেরও। বিষয়টা হচ্ছে, এগুলো কোনো বিষ না, যে আপনি দিবেন আর পাখি মারা যাবে। এই খাবার গুলোতে প্রচুর ফ্যাট থাকে যা ধীরে পাখির শরীরে জমা হয় এবং এই ফ্যাট যেসব ধমনী দিয়ে রক্ত প্রবাহিত হয় সে সব ধমনীর প্রসস্ততা কমিয়ে দেয়। ফলে অতিরিক্ত গরমে রক্তের সরবরাহ আরো অসম্ভব হয়ে ওঠে। যারা সাইন্সের স্টুডেন্ট তারা সহজে বুঝতে পারবেন বিষয়টি। মানুষের স্ট্রোক বা হার্ট এ্যাটাকের ক্ষেত্রেও এই কারণ টা দায়ী। যাইহোক, ফ্যাটের পাশাপাশি, ডিম হলো একটি প্রাণীজ আমিষ, যা পাখির পক্ষে সহজে হজম করা সম্ভব হয় না এবং গরমের মধ্যে সহজেই বদহজম হয়ে শরীরের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। আর ডিমটা যদি ফার্মের মুরগীর হয় তাহলে আরো সমস্যা। সুতরাং এগুলো প্রচুর পরিমাণে খাওয়ানোর ফল হাতেনাতে না পেলেও ভবিষ্যতে পস্তানো লাগতে পারে।
তাই হিট স্ট্রোক থেকে পাখিকে রক্ষা করতে হলে আপনার করণীয় -

১। সপ্তাহে ১ দিনের বেশি এগফুড দিবেন না। এগফুড মূলত দেওয়া হয় প্রোটিনের জন্য, সুতরাং আপনি প্রোটিনের অন্যান্য উৎস, যেমন, সজনে পাতা, অঙ্কুরিত বীজ, বুটের ডাল সিদ্ধ, শীমের বিচি এগুলোকে বেছে নিন। এগুলো উদ্ভিজ্জ আমিষ, পাখির জন্য সহজপাচ্য। সপ্তাহে অন্তত ২ দিন দিতে পারলে এগফুডের কোনো প্রয়োজন নেই।

২। ৫ কেজি সীডমিক্সের জন্য তৈলাক্ত বীজ, বিশেষ করে সূর্যমুখীর বীজ ২৫০ গ্রামের বেশি রাখবেন না।
৩। পাখিকে প্রতিদিন সকাল ১০-১১ টার দিকে গোসলের পানি দিন। নিজে থেকে না করলে স্প্রে করুন। খুব গরমের সময় দিনে ২ বারও করতে পারেন। আশেপাশের দেয়ালেও স্প্রে করে দিতে পারেন যাতে চারপাশ টা ঠান্ডা থাকে।

৪। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এর ওপরে উঠলেই ফ্যানের ব্যাবস্থা করা উচিৎ। সাদা রং এর চারকোনা (এক্সাসটেড) ফ্যানগুলো সবচেয়ে ভাল। নাহলে ছোট টেবিল ফ্যানও দেয়া যেতে পারে। ফ্যানটিকে জানালার সামনে সেট করতে হবে। সিলিং ফ্যান দিয়ে তেমন একটা লাভ হয় না, পাশাপাশি প্রচুর খাবারের খোসা, ধূলাবালি ওড়ে।

৫। তাপমাত্রা আরও বেড়ে গেলে এবং পাখি বেশি হলে একটি পানিভর্তি বড় পাত্র ফ্যানের সামনে রাখতে পারেন, যাতে বাতাসটা পানিতে বাঁধা পায়।
৬। পাখিকে নিয়মিত ঘৃতকুমারীর দ্রবণ, ডাবের পানি এগুলো খেতে দিন। ঘৃতকুমারি সরাসরি কামড়ানোর জন্যও দিতে পারেন খাঁচায়।

৭। প্রচুর পরিমাণে শাক-সবজি এবং ফলমূল খেতে দিবেন। প্রতিদিন অন্তত একটা শাক বা সবজি বা ফল থাকবে। দেওয়ার আগে লবন মিশ্রিত পানিতে ডলে ডলে ধুয়ে তারপর দিবেন।

৮। কোনোমতেই গরমকালে পাখিকে ব্রিডে দিবেন না। কারণ গরমের মধ্যে এত স্ট্রেস নেওয়া পাখির পক্ষে সম্ভব হয় না এবং সহজেই স্ট্রোক করে।

#প্রতিকার :
পাখি হাঁপানো শুরু করলেই ফ্যান চালিয়ে দিবেন এবং হালকা স্প্রে করে দিবেন। ডাবের পানি খেতে দিবেন। তারপরও যদি জোরে জোরে হাঁপায় তাহলে পাখিটার দিকে সতর্ক দৃষ্টি রাখুন। জোর করে পানি খাওয়াতে যাবেন না। নিজে থেকে যদি না খায়, ড্রপার দিয়ে কয়েকফোটা ডাবের পানি ঠোঁটের কোণায় দিন, যাতে ভিতরে চলে যায়। যখন দেখবেন পাখিটা বাইরের কোনো শব্দে আর প্রতিক্রিয়া দেখাচ্ছে না, ঠিকমত ব্যালান্স রেখে দাঁড়াতে পারছে না বা মাটিতে পড়ে গেছে, সাথে সাথে বের করে পানিভর্তি একটা ছোট পাত্রে ওকে বসান। পানিটা হালকা ঠান্ডা হলে ভাল হয়। পাখির পিঠে পানির ছিটা দিয়ে হাত বুলিয়ে সারা পিঠ ভিজিয়ে দিন। অথবা একটি ভেজা তোয়ালে পাখিটার গায়ে জড়িয়ে ধরুণ। কিছুক্ষণের মধ্যেই পাখিটা স্বাভাবিক হয়ে উঠলে খাঁচায় ছেড়ে দিন এবং পূর্বে যেভাবে বলা হয়েছে সেভাবে যত্ন নিন।

ধন্যবাদ😊

Crimson
10/10/2020

Crimson

Strawberry finch
08/10/2020

Strawberry finch

19/09/2020

Few days/ months ago they were fledge out of their parents. Loved it.

√অ্যাপল সিডার ভিনিগার পরিচিতACV নামেও পরিচিতহচ্ছে এমন একটি ভিনিগার যা আপেল গাঁজিয়ে করা হয়। আপেলে চাপ দিয়ে নিঙড়ে তার রস ব...
15/09/2020

√অ্যাপল সিডার ভিনিগার পরিচিত
ACV নামেও পরিচিতহচ্ছে এমন একটি ভিনিগার যা আপেল গাঁজিয়ে করা হয়। আপেলে চাপ দিয়ে নিঙড়ে তার রস বার করা হয়। এই আপেলর রসে ইস্ট মেশানো হয় যা ফলের মধ্যে শর্করাকে অ্যালকোহলে পরিণত করে। এই প্রক্রিয়াকেই গাঁজানো বলা হয়। এরপর ওই অ্যালকোহলে ব্যাক্টিরিয়া যোগ করা হয় যা এটিকে অ্যাসেটিক অ্যাসিডে পরিণত করে। ভিনিগারে উপস্থিত অ্যাসেটিক এবং ম্যানিক অ্যাসিড ভিনিগারের অম্ল স্বাদ এবং বিশেষ গন্ধের জন্য দায়ী। এর রঙ অনুজ্জ্বল থেকে মাঝারি ধরনের হলদেটে-কমলা হয়ে থাকে। চাটনি, ম্যারিনেড, স্যলাডের ওপরে ড্রেসিং, খাদ্য সংরক্ষণের উপাদান হিসাবে এটির ব্যবহার হয়ে থাকে। ভিনিগার উইথ দ্য মাদার পরিপোষক পদার্থ এবং ব্যাক্টিরিয়া দিয়ে প্রস্তুত হয়। বোতলের তলায় এটি আপনি দেখতে পাবেন, এবং ভিনিগারের রঙ ঘোলাটে হবে। এটি হচ্ছে জৈব অ্যাপল সিডার ভিনিগার, যা পাস্চুরাইজ করা হয়নি, এবং যার বহু ভেষজ গুণ আছে।অ্যাপল সিডার ভিনিগারে প্রায় ২১ ক্যালরি শক্তি আছে। এটিতে কোনও স্নেহ পদার্থ, কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফাইবার (তন্তু) নেই। এটি ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এবং পটাসিয়ামের মতো আকরিক সমৃদ্ধ পানীয়। ক্যালরি না বাড়িয়ে আপনার খাদ্যে নতুন স্বাদ এনে দিতে এর জুড়ি নেই।

√উপকারীতাঃ
ওজন কমাতে: অ্যাপল সিডার ভিনিগারের অন্যতম ব্যবহার হল ওজন কমানোর প্রক্রিয়ায় সহায়তা করা। এটি চর্বি জমতে বাধা দেয় বলে পেটে চর্বি জমতে পারে না, যা স্থূলত্ব নিয়ন্ত্রণে সাহায্য করে।

√ডায়বিটিসের জন্য
অ্যাপল সিডার ভিনিগারের অন্য গুরুত্বপূর্ণ ব্যবহার হল এটি খাওয়ার পরে গ্রহণ করলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে।

√শ্বাসে দুর্গন্ধের জন্য
অ্যাপল সিডার ভিনিগার শ্বাসে দুর্গন্ধ নিয়ন্ত্রণে সাহায্য করে কারণ এটি দাঁতের ক্ষয়ের ফলে যে গর্ত হয় সেখানকার pH মাত্রা নিয়ন্ত্রণ করে, যা ব্যাক্টিরিয়া বৃদ্ধি আটকায়।

√ত্বক এবং চুলের জন্য
অ্যাপল সিডার ভিনিগার P অ্যাকনি নিয়ন্ত্রণ করে ব্রণ বা মুখের দাগ কমায় যা কজেটিভ অর্গানিজম। এটি চুলে ব্যবহার করলে চুল রেশমি এবং উজ্জ্বল হয় এবং মাথার খুলিতে চুলকানি খুস্কি, মাথার চামড়া শুকিয়ে যাওয়া কমে, মাথার উকুন নিয়ন্ত্রিত হয়।

√অন্যান্য উপকার
অ্যাপল সিডার ভিনিগার ব্যবহারে বিপাকীয় প্রক্রিয়া সহজ হয় এবং বিবিধ অণুজীবির বিরুদ্ধে এটির প্রতিক্রিয়া আছে, যা কানের এবং নখে সংক্রমণ কমায়। তাছাড়া, শরীরে খনিজ পদার্থ শোষণের উন্নতিতে এটি সাহায্য করে।

√ক্যান্সারের জন্য
অ্যাপল সিডার ভিনিগার টিউমারের আকার হ্রাস করতে সাহায্য করে এবং গ্যাস্ট্রিক ক্যান্সারের বিরুদ্ধে কাজ করার ক্ষমতা রাখে।

√হার্টের জন্য
অ্যাপল সিডার ভিনিগার রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় এবং কার্ডিওভাসকিউলার অসুখ প্রতিরোধ ত্বরান্বিত করে।

পাখির খাবারের পট ও পানির পট জীবাণুমুক্তকরণ পদ্ধতি★★সপ্তাহে অন্তত একবার পাখির খাবার বাটি ও খাবার পানির পট লবণ এবং নিম পাত...
01/09/2020

পাখির খাবারের পট ও পানির পট জীবাণুমুক্তকরণ পদ্ধতি

★★সপ্তাহে অন্তত একবার পাখির খাবার বাটি ও খাবার পানির পট লবণ এবং নিম পাতা পানিতে মিশিয়ে ফুঁটিয়ে জীবাণুমুক্ত করুন।

★কেন করবেন -
১.খাবারের বাটিতে পাখির পায়খানা লেগে তাতে জীবাণু পাখির খাবারের মিশে গিয়ে ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত অসুখ সৃষ্টি করে।
২. পানির বাটিতে হাত দিলে পিচ্ছিল পাবেন। এর কারণ শ্যাওলা, প্রোটোজোয়া, ও টক্সিক মিনারেলস - যেমনঃ আয়রন, আর্সেনিক ইত্যাদি যা পাখির জন্য মারাত্মক ক্ষতিকর।

★ কেন সিদ্ধ করবেন -
আমরা জানি যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় সকল ধরনের জীবাণু টিকে থাকতে পারে। পাখির খাবার বাটি ও খাবার পানির পট ফুটন্ত পানিতে ১৫ থেকে ২০ মিনিট ফোটালে তা জীবন মুক্ত হয়।

★কেন লবণ ব্যবহার করবেন -
লবণ একটি প্রাকৃতিক জীবানুনাশক। যা অধিক সক্রিয় জীবাণু/ব্যাকটেরিয়া কে ও নিশ্চিত করতে সক্ষম। কিছু ক্ষতিকর খনিজ রাসায়নিকের সাথে বিক্রিয়া করে সেগুলো কে প্রশমিত করতে সক্ষম।

★কেন নিমপাতা ব্যাবহার করবেন -
আমরা সবাই জানি যে নিমের কিছু নির্দিষ্ট ক্ষমতা রয়েছে।যেমনঃ একটি একটি এন্টি এলার্জিক , আণুবীক্ষণিক জীবাণু ধ্বংসকারী ক্ষমতা ইত্যাদি।

যারা পাখিকে ভালো ভালোবাসেন আশা করব তাদের সুস্থতা জীবাণু বা পোকা মুক্তকরণের সচেতন হবেন।

22/08/2020

Java sparrows enjoy their treat

Address

Kushtia
Kushtia

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801781751075

Website

Alerts

Be the first to know and let us send you an email when Birds Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Birds Info:

Videos

Share

Category