26/03/2025
ফিয়ামানিল্লাহ🤲
_____bdnaturecare______
আগেই যেই ভয়টা আচ করতে পেরেছিলাম ঠিক তাই হচ্ছে নাকি হবে এটা আল্লাহ ভালো জানে তবে বেস কিছু বছর আগে এই বার্ড ফ্লু তে আক্রমণ করে বাংলাদেশ এ যা এক পর্যায়ে মহামারী আকার এ ধারণ করে , এই রোগ এর প্রভাব হাস, মুরগি, কবুতর, কয়েল ও অন্যান্য সকল পাখির উপর কম বেশি প্রভাব পরে। এই রোগ একবার কারো খামার এ ঢুকে পড়লে চিকিৎসা কঠিন ৭০% চান্স থাকে সুস্থ হয়ে যাওয়ার অনেক ক্ষেত্রে রোগ এত দ্রুত ছড়িয়ে পড়ে যে চিকিৎসা করার ও সময় পাওয়া যায় না তাই এই ২/৩ মাস কবুতর বা অন্যান্য পাখী কে বিশেষ পর্যবেক্ষণ ও যত্নে রাখুন। ২য় ছবিতে সুস্থ কবুতর এর মল এর ছবি দিয়া এইরকম মল ব্যতীত অন্য কোনোরকম যেমন:- একদম পানি/চুনা/পিত্ত/কালো এই ধরন এর মল দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে পরামর্শ নিন। আর কবুতর এর খাবার হজম হচ্ছে কিনা এটা প্রতিদিন সকাল বেলা কবুতর খেতে দিয়ার আগে একবার চেক করে নিবেন এতে করে কোনোরকম সমস্যা হয়ে থাকেলও সেইটা সমাধান/চিকিৎসা করার জন্য সময় পাওয়া যাবে!. প্রাথমিক ভাবে আপনারা যেই পদক্ষেপ নিতে পারেন:-
_____bdnaturecare______
১/ কবুতর বা অন্যান্য পাখি পালক একে ওপর এর বাড়িতে এই ২/৩ মাস যাতায়াত কম করা।
_____bdnaturecare______
২/খামার এ ঢুকার আগে মেডিকেল স্প্রে/ gpc-8 ব্যবহার করে নিজের শরীর স্প্রে করে খামার এ ঢুকা।
_____bdnaturecare______
৩/সবসময় ফ্রেশ খাবার প্রদান করা।_____bdnaturecare______
৪/খাবার এ বেশি গরম জাতীয় কোনো খাদ্য উপাদান যুক্ত না করা।
_____bdnaturecare______
৫/নিয়মিত ঘর পরিষ্কার করা।
_____bdnaturecare______
৬/কবুতর যদি কোনো সংক্রমন দেখা দেয় প্রাথমিক ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী (antibiotics) ব্যবহার করে রোগ নিরাময় করা।
_____bdnaturecare______
৭/কবুতর যদি দুর্বল থাকে এবং হজম শক্তি নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই (antibiotics) এর সাথে (probiotics) এর ব্যাবহার করা এতে করে কবুতর বা অন্যান্য পাখি ঘাড় বেকা, পা পরা, সুখাই যাওয়া, ঘাড় কাপা এইগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে ইনশাআল্লাহ।
_____bdnaturecare______
৮/কবুতর কে এই ২/৩ মাস রেস্ট এ রাখতে পারলে আরো ভালো হয় ।
_____bdnaturecare______
৯/হাই প্রোটিন বা ভিটামিন জনিত সিরাপ খাওয়ানো থেকে বিরত থাকা ( আবহাওয়া ঠান্ডা/ভারী বৃষ্টি না হওয়া পর্যন্ত)।
_____bdnaturecare______
১০/পানির পাত্র ভালো করে পরিষ্কার করে বিশুদ্ধ পানি সরবরাহ করা।
_____bdnaturecare______
🤲