Lakshmipur, Bangladesh

Lakshmipur, Bangladesh Lakshmipur is our Love, our pride........ Maximum temperature 34.3 °C, minimum 14.4 °C; annual rainfall 3302 mm. Lakshmipur municipality was constituted in 1976.

Lakshmipur District (Chittagong Division) with an area of 1455.96 km², is a district of Bangladesh bounded by Chandpur District on the north, Bhola and Noakhali districts upazilas on the south, Noakhali District on the east, Barisal and Bhola districts and the Meghna and on the west. Main rivers are the Meghna, dakatia, Katakhali, Rahmatkhali and Bhulua. The upazilas under this district are:

Lakshmipur Sadar Upazila
Raipur Upazila
Ramganj Upazila
Ramgati Upazila
Komol Nagar Upazila
Lakshmipur (Town) stands on the bank of the Rahmatkhali, consists of 12 wards and 22 mahallas. The area of the town is 16.88 km². The town has a population of 65398; male 52.07%, female 47.93%. The density of population is 3874 per km². The literacy rate among the town people is 45.1%.
[edit]History

Administration Lakshmipur thana was established under Noakhali district in 1860. Lakshmipur was transformed into subdivision in 1979 and was elevated to a district in 1984. It consists of 4 upazilas, 3 municipalities, 30 wards, 55 mahallas, 47 union parishads, 445 mouzas and 536 villages. The upazilas are lakshmipur sadar, raipur, ramganj and ramgati. Historical events Lakshmipur district area had been a part of the kingdom of Bhulua at the beginning of the thirteenth century. Lakshmipur is said to have been a military outpost during the Mughal and Company period.Still there is a road named Suja Badsher Rasta. When Shah Suja was defeated by his brother Awrangjeb, he escaped from the area constructing a road for his immortality and according to the history the name of the villages in the northern side of Lakshmipur like Khilbaisa, Matlabpur etc. were given by Suja or on his comments. From the sixteenth to the nineteenth century this area used to produce huge quantity of salt and exported them outside. It was on the issue of salt production that the Salt Movement occurred in this area. The inhabitants of this district had important role in the indigo resistance movement, Sannyasi uprising, swadeshi movement and Debt Arbitration Movement. During the Swadeshi Movement Mahatma Gandhi travelled through the district and often stayed at Kafilatali Akhra and at Sreerampur Rajbari in Ramganj. The rebel poet Kazi Nazrul Islam visited Lakshmipur town in June 1926. On this occasion a silver plate and a silver cup were presented to the poet on behalf of the residents of the town. During the war of liberation in 1971 seventeen battles were fought between the freedom fighters and the Pak occupation army. Marks of War of Liberation Memorial monument 3, Mass grave 2, mass killing site 1. Now Lakshmipur District contain 5 (five) upzila. One New upzila named Komol Nagar.
[edit]Places of interest

Upozila sader Mosque Bagbari, Archaeological heritage Tita Khan Jami Mosque, Mita Khan Mosque, Majupur Matka Mosque, Madhu Banu Mosque, Dayem Shah Mosque, Abdullahpur Jami Mosque, Sahapur Neel-kuthi, Sahapur Saheb-bari, Zamindar house at Dalal Bazar, Srigovinda Mahaprabhu Jeu Akhra, Dalal Bazar Math, Khoa-sagor dighi, Oidara Dighi, Kamala Sundari Dighi, Jinn's Mosque at village Kerwa in Raipur, Bara Mosque, Rani Bhabani Kamada Math of Ramgati, Sreerampur Rajbari in Ramganj, Shyampur Dayra Sharif, Kachua Dargah, Harishchar Dargah, Kanchanpur Dargah.Samitir Hat Cyclone Center. Machhum shah Fakirer Mazar(Zinda Fakir) Dynamic Computers & Technology.
[edit]Demographics

Population 1479371; male 49.21%, female 50.79%; Muslim 95.31%, Hindu 4.66%, Christian 0.01%, Buddhist 0.01% and others 0.01%.
[edit]Economy

Main occupations Agriculture 35.19%, fishing 2.7%, agricultural labourer 19.86%, wage labourer 3.16%, commerce 12.10%, service 12.21%, transport 2.04%, construction 1.27%, others 11.47%. also many people work in abroad. it is important occupation of local people after agriculture
Land use Cultivable land 1,254.66 km², fallow land 97.04 km², forest area 96.04 km²; single crop 25.85%, double crop 59.03%, triple crop 15.12%. Land control Among the peasants, 12.6% landless, 27.3% marginal peasant, 45.9% small peasant, 12.2% intermediate, 2% rich; land per head 950 m². Value of land The market value of the first grade arable land is Tk 144.70/m². Main crops Paddy, wheat, mustard, jute, chilli, potato, pulse, maize, soybean, ground nut, sugarcane. Extinct and nearly extinct crops Sesame, kaun, linseed, joar, pea, khesari, leguminous pulse, barley, arahar, gram, to***co. Main fruits Mango, jackfruit, banana, black berry, papaya, guava, palm, lemon, coconut, betel nut, apple, sharifa, amra. Fishery, dairy and poultry Fishery 58, fish nursery 16, livestock and dairy 102, poultry 222, hatchery 3. Communication facilities Roads: pucca 243 km, semi pucca 235 km and mud road 1822 km. Traditional transport Palanquin (extinct), kosh and bullock cart (nearly extinct), boat. Manufactories Textile mill, handloom, rice mill, flour mill, saw mill, ice factory, aluminium factory, bidi factory, nail factory, candle factory, soap factory, coconut fibre processing factory, printing press, oil mill, bakery, book binding, battery factory, miscellaneous workshops etc. Cottage industries Bamboo and cane work, pottery, wood work, tailoring, radio TV and watch repairing, bi-cycle and rickshaw repairing, fishing net weaving, goldsmith, blacksmith, cobbler etc. Hats, bazars and fair Hats and bazars are 123, fair 7. Main exports Coconut, betel nut, fish, ground nut, chilli. NGO activities Operationally important NGOs are brac, asa, proshika, CODEC, SOPIRET, CARE, RIDO, grameen bank, Gana Unnayan Sangstha, DORP Social Institute, Gonoshahajjo Sangstha, USAP, BCSDP, RDA, MRDS, NRDS, MCC, NRDP, Hunger Project, Desh Unnayan Sangstha, Palli Mahila Unnayan Sangstha, Triveni Mahila Unnayan Sangstha, Seba Society, Nijera Kari, Al-Amin,
Health centres Hospital 6, diabetic hospital 1, upazila health complex 4, family planning centre 32, maternity and child care centre 2, satellite clinic 40, community clinic 38, private clinic 12, veterinary hospital 5, artificial breeding point 6. Source: Wikipedia

লক্ষীপুর জেলাঃ-

লক্ষ্মীপুর , চট্রগ্রাম বিভাগের অন্তর্গত বাংলাদেশের একটি জেলা যার আয়তন ১৪৫৫.৯৬ বর্গকিলোমিটার।



অবস্থানঃ-

উত্তরে --- চাঁদপুর জেলা

দক্ষিনে --- ভোলা জেলা এবং নোয়াখালী সদর উপজেলা।

পূর্বে ---- নোয়াখালী জেলা।

পশ্চিমে -- বরিশাল ও ভোলা জেলা এবং মেঘনা নদী।



সর্বোচ্চ তাপমাত্রাঃ- ৩৪.৩ ডিগ্রী সে.

সর্বনিম্ম তাপমাত্রাঃ- ১৪.৪ ডিগ্রী সে.

প্রধান নদীঃ- মেঘনা, ডাকাতিয়া, কাটাখালি, রহমতখালি এবং ভুলুয়া।







ইতিহাসঃ-

সর্ব প্রথম ১৮৬০ সালে নোয়াখালী জেলার অধীনে লক্ষ্মীপুর থানা গঠিত হয়।

লক্ষ্মীপুর কে ১৯৭৯ সালে উপজেলায় এবং ১৯৮৪ সালে জেলা পর্যায়ে উন্নিত করা হয়। এটি ৫ টি উপজেলা, ৪টি পৌরসভা, ৩০ টি ওয়ার্ড, ৫৫ টি মহল্লা, ৪৭ টি ইউনিয়ন পরিষদ, ৪৪৫ টি মৌজা এবং ৫৩৬ টি গ্রাম নিয়ে গঠিত। উপজেলা গুলো হল লক্ষীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি এবং কমলনগর।



ঐতিহাসিক দিক থেকে তেরো শতকের শুরুতে লক্ষীপুর জেলা এরিয়া ভুলুয়া রাজ্যের অন্তর্গত ছিল। মুঘল আমলে লক্ষ্মীপুর কে বলা হত মিলিটারী আউটপোস্ট। ষোল থেকে উনিশ শতকে এই এলাকা প্রচুর পরিকমাণে লবণ উত্পাদন এবং রপ্তানীর কাজে ব্যবহৃ হত।

স্বদেশী আন্দোলনের সময় ভারতের মহাত্মা গান্ধী এই জেলা সফর করেছিলেন। ঐ সময় প্রায়ই তিনি রামগঞ্জ থানার শ্রীরামপুর রাজবাড়ি এলাকার কাফিলাতলি আখরায় থাকতেন। ১৯২৬ সালের জুন মাসে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লক্ষ্মীপুর জেলা শহর সফর করেন। এই উপলক্ষে লক্ষ্মীপুর শহর বাসীর পক্ষ থেকে তাকে একটি সিলভার প্লেট এবং একটি সিলভার কাপ উপহার দেওয়া হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ১৭ ব্যাটলে মুক্তিযোদ্ধা এবং পাক হানাদার বাহিনীর সাথে তুমুল যুদ্ধ সংগঠিত হয়।

13/08/2018
অনুমোদন পাচ্ছে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

অনুমোদন পাচ্ছে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নতুন করে আরও ৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদন দিতে যাচ্ছে সরকার। এ সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে, বগুড়া বিজ্ঞা....

11/08/2018
লক্ষ্মীপুরে পাকছে সুপারি, উঠছে হাটে :: BanglaNews24.com mobile

লক্ষ্মীপুরে পাকছে সুপারি, উঠছে হাটে :: BanglaNews24.com mobile

লক্ষ্মীপুর: উপকূলীয় জেলা লক্ষ্মীপুর। এখানকার মাটি ও আবহাওয়া সুপারি উৎপাদনে উপযোগী। এ জনপদের এমন কোনো বাড়ি নেই যে...

29/03/2017
সময়ের কণ্ঠস্বর

সময়ের কণ্ঠস্বর

লক্ষ্মীপুরে পাওয়া পথভোলা শিশুটি কার?
-----
শেয়ার করে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিন

28/03/2017
লক্ষ্মীপুরকে বিশ্ব দরবারে নিয়ে যাচ্ছে “বেঙ্গল সু”

লক্ষ্মীপুরকে বিশ্ব দরবারে নিয়ে যাচ্ছে “বেঙ্গল সু”

ওয়াহিদুর রহমান মুরাদঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার "রাখালিয়ায় অবস্থিত  বেঙ্গল সু ইন্ড্রাষ্ট্রির" উৎপাদিত সু” দেশের সীমানা পেরিয়ে চলে যাচ্ছে বিশ্বের ৮টি দেশে।সাথে লক্ষ্মীপুর কে বিশ্ব দরবারে নিয়ে এ যাচ্ছে এ সু। দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইতালি, জাপান, আমেরিকা, কানাডা, জার্মান, ভারত, চায়না ও ফ্রান্স।শত

20/02/2017
অবশেষে লক্ষ্মীপুরে স্থাপিত হচ্ছে রেল লাইন

সুখবর

নিজস্ব প্রতিনিধি:: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে লক্ষ্মীপুরে রেল লাইন স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। এটি বাস্তবায়িত হলে ফেনী থেকে চৌমুহনী হয়ে লক্ষ্মীপুরে যাতায়াত শুরু করবে স্বপ্নের রেল।এতে কুমিল্লা, ফেনী,নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার ৮০ লাখ মানুষ ট্রেনে যাতায়াতের সুযোগ পাবে। রেলওয়ে সূত্র জানায় ন

20/04/2016
লক্ষ্মীপুরের লক্ষ্মী ছেলে পেল আমেরিকা নর্থদান আইওয়া বিশ্ববিদ্যালয়ে সম্মাননা পদক

লক্ষ্মীপুরের লক্ষ্মী ছেলে পেল আমেরিকা নর্থদান আইওয়া বিশ্ববিদ্যালয়ে সম্মাননা পদক

আমেরিকা নর্থদান আইওয়া বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সম্মাননা পেলেন বাংলাদেশী ছাত্র লক্ষ্মীপুরের সন্তান জি.এম. মনজুরুল করিম রাসেল। রাসেল লক্ষ্মীপুর জেলার চররুহিতা ইউনিয়নের গাজী ফজলুল করিমের কনিষ্ঠ সন্তান। তার বাবা একজন সমাজ সেবক এবং লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরী ও টাউন হল এর ভাইস্ প্রেসিডেন্ট এবং মা একজন গৃ…

28/03/2016
শত কোটি টাকার ব্যবসা নারিকেলে | কালের কণ্ঠ

লক্ষ্মীপুরে এবার প্রায় ১০০ কোটি টাকার নারিকেল উত্পাদন হয়েছে। এখানকার উত্পাদিত নারিকেল সুস্বাদু ও তেলের গুণগত মান ভালো হওয়ায় তা জেলাবাসীর চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলায়।

সংশ্লিষ্টরা বলছে, উপকূলীয় এ জেলায় নারিকেলভিত্তিক শিল্প-কারখানা স্থাপিত হলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি অর্থনীতিও ত্বরান্বিত হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতিতে বসতবাড়ির আঙিনায় কিংবা কৃষি জমির পাশে পতিত জমিতে নারিকেল গাছ লাগিয়ে বেশ লাভবান হচ্ছেন চাষিরা। এতে করে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে নারিকেল চাষ। রায়পুর উপজেলার কেরোয়া, চরপাতা, মধুপুরসহ জেলার বিভিন্ন স্থানে যত দূর চোখ যায়, নারিকেল গাছের সবুজ হাতছানি চোখে পড়ে। তবে পরিকল্পিতভাবে চাষাবাদ হলে গ্রামীণ অর্থনীতিতে বিপ্লব ঘটানো সম্ভব বলে মনে করছে সংশ্লিষ্টরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভাষ্য মতে, লক্ষ্মীপুরে দুই হাজার ৬৫০ হেক্টর জমিতে নারিকেল বাগান রয়েছে। প্রতিবছর এ জেলায় যে নারিকেল উত্পাদন হয়, তার বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা। এক জোড়া নারিকেল এখানে বিক্রি হয় ৪০ থেকে ৫০ টাকা করে। এখানকার উত্পাদিত নারিকেল জেলাবাসীর চাহিদা মিটিয়ে প্রতিদিনই ঢাকা, চট্টগ্রাম ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলায় নারিকেলের সবচেয়ে বড় হাট বসে সদর উপজেলার দালাল বাজারে। নারিকেল বেচাকেনা ও ছোবড়া বের করার কাজে শতাধিক নারী-পুরুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এ বাজারকে কেন্দ্র করে। এ ছাড়া রায়পুরের হায়দরগঞ্জ বাজারেও নারিকেলের বাজার জমজমাট।

হায়দরগঞ্জ মডেল স্কুলের শিক্ষক মোস্তফা কামাল বলেন, ‘নারিকেলের ছোবড়াও বিক্রি হচ্ছে ভালো দামে। যা দিয়ে তৈরি হচ্ছে জাজিম, পাপস ও ওয়ালমেটসহ বিভিন্ন পণ্যসামগ্রী। এখান থেকে ব্যবসায়ীরা নারিকেলের পাশাপাশি কিনে নিচ্ছেন এসব ছোবড়াও। নারিকেলকে ঘিরে স্থানীয় অর্থনীতিও চাঙ্গা থাকে।’

লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. গোলাম মোস্তফা বলেন, ‘লক্ষ্মীপুরে বছরে প্রায় ১০০ কোটি টাকার নারিকেল উত্পাদন হয়। এ অঞ্চলে নারিকেলভিত্তিক শিল্প-কারখানা গড়ে উঠলে কৃষকরা যেমন লাভবান হতেন, তেমনি গতিশীল হতো দেশের অর্থনীতি।’

লক্ষ্মীপুরে এবার প্রায় ১০০ কোটি টাকার নারিকেল উত্পাদন হয়েছে। এখানকার উত্পাদিত নারিকেল সুস্বাদু ও তেলের গুণগত

28/03/2016
লক্ষ্মীপুরে সয়াবিন চাষ : ভালো ফলনের আশাবাদ চাষীদের

লক্ষ্মীপুরে সয়াবিন চাষ : ভালো ফলনের আশাবাদ চাষীদের

প্রতিবছরের মতো এবারো লক্ষ্মীপুরে চাষের জমির মাইলকে মাইলজুড়ে চলছে সয়াবিনের চাষ। রোগ-বালাই আর পোকামাড়কের আক্রমণ থেকে বাঁচাতে ফসল পরিচর্যায় ব্যস্ত চাষীরা। আ...

09/02/2016
ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে লক্ষ্মীপুরে মামলা | কালের কণ্ঠ

ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে লক্ষ্মীপুরে মামলা | কালের কণ্ঠ

ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে লক্ষ্মীপুরে। আজ

12/01/2016
নোয়াখালী-লক্ষ্মীপুর সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি

নোয়াখালী ও লক্ষ্মীপুর সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট সূত্র জানায়, ১৩ জানুয়ারি সকালে প্রধান বিচারপতি লক্ষ্মীপুরের উদ্দেশে ঢাকা থেকে রওনা হবেন। ওইদিন রাতেই লক্ষ্মীপুর থেকে তিনি নোয়াখালী যাবেন। পরের দিন অর্থাৎ ১৪ জানুয়ারি প্রধান বিচারপতি সোনাপুরের একটি হাইস্কুলের বৃত্তি ও কম্পিউটার প্রদান অনুষ্ঠ‍ানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

ওই অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এ বিষয়ে প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান বাংলানিউজকে জানান, প্রধান বিচারপতি লক্ষ্মীপুর ও নোয়াখালী সফরে যাচ্ছেন ১৩ জানুয়ারি।

ওই দুই জেলার আদালতগুলো পরিদর্শনের পাশাপাশি তিনি একটি হাইস্কুলের অনুষ্ঠানে যোগ দেবেন।

নোয়াখালী ও লক্ষ্মীপুর সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মঙ্গলবার (১২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট সূত্র জানায়, ১৩ জানুয়ারি

11/01/2016
লক্ষ্মীপুরে ২ গৃহবধূর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে ২ গৃহবধূর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী এলাকা থেকে জাহেদা বেগম ও বিজয়নগর থেকে আসমা বেগম নামে দুই গৃহবধূর মরদেহ

06/01/2016
লক্ষ্মীপুরে মাদকবিরোধী র‌্যালি ও মানববন্ধন

লক্ষ্মীপুরে মাদকবিরোধী র‌্যালি ও মানববন্ধন

‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান’ স্লোগানে মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস উপলক্ষে লক্ষ্মীপুরে মানববন্ধন ও র‌্যালি করা

06/01/2016
লক্ষ্মীপুরে ৩০০ কোটি টাকার সুপারি উৎপাদন

চলতি বছরে লক্ষ্মীপুরে ১২ হাজার ৫০০ মেট্রিক টন সুপারি উৎপাদন হয়েছে। যার আনুমানিক মূল্য ৩০০ কোটি টাকা।
লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ জেলায় এবার ৬ হাজার ২৬৫ হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৮৫০ হেক্টর, রায়পুরে ৩ হাজার ১৫০
হেক্টর, রামগঞ্জে ৮৭৫ হেক্টর, রামগতিতে ৪০ ও কমলনগর উপজেলায় ৩৫০ হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে।
সদর উপজেলার দালাল বাজার, মান্দারী বাজার ও জকসিন বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কাউন সুপারি (১২৮০টি) ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
মান্দারী গ্রামের সুপারিচাষি মো. তোফাজ্জল হোসেন জানান, বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে সুপারিগাছে ফুল আসে। এরপর ফুল থেকে সুপারি ধরে। আর সুপারি পাকা শুরু করে কার্তিক-অগ্রহায়ণ মাসে। প্রতি গাছে এ বছর ৮-১০ পন সুপারি উৎপাদন হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৭০০-৮০০ টাকা।
মান্দারী বাজারের ব্যবসায়ী আবুল বাসার বাদশা বলেন, চাষিদের কাছ থেকে সুপারি কিনে ফেনী, খাগড়াছড়ি, রংপুর ও চট্টগ্রামের আড়তদারদের কাছে বিক্রি করা হয়।
লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মোস্তফা জানান, সুপারিচাষিরা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করায় গত বছরের তুলনায় এবার ফলন ভালো হয়েছে। তিনি বলেন, প্রক্রিয়াজাত করে সুপারি বিদেশে রপ্তানি করা হলে কৃষকেরা ন্যায্যমূল্য পাবেন।

চলতি বছরে লক্ষ্মীপুরে ১২ হাজার ৫০০ মেট্রিক টন সুপারি উৎপাদন হয়েছে। যার আনুমানিক মূল্য ৩০০ কোটি টাকা।লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ জেলায় এবার ৬ হাজার ২৬৫ হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৮৫০ হেক্টর,...

06/01/2016
লক্ষ্মীপুরের সুপারি যাচ্ছে বিদেশে

লক্ষ্মীপুরের সুপারি যাচ্ছে বিদেশে

লক্ষ্মীপুর থেকে এসএম বাবুল : লক্ষ্মীপুরে কৃষি জমির পাশে কিংবা বাড়ির আঙিনায় সুপারি গাছ রোপণ করে উৎপাদন হচ্ছে শত শত কোটি টাকার সুপারি। অর্থকরী এ ফসলকে ঘিরে এ অঞ্চলে দেখা দিয়েছে অর্থনৈতিক সম্ভাবনা। উৎপাদিত এ ফসলের বাজারদর ভালো থাকায় সুপারি...

06/01/2016
লক্ষ্মীপুরে ৩শ’ কোটি টাকার সুপারি উৎপাদন | BreakingNews.com.bd - Live Bangla News 24/7

লক্ষ্মীপুরে ৩শ’ কোটি টাকার সুপারি উৎপাদন | BreakingNews.com.bd - Live Bangla News 24/7

লক্ষ্মীপুর: চাষিরা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন এবং আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছরে জেলাতে ৩শ’ কোটি টাকার সুপারি উৎপাদন হয়েছে। মৌসুমের শুরুতেই বর্তমানে সুপারি বেচাকেনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সুপারি চাষি ও ব্যবসায়িরা। এখানকার উৎপাদিত সুপারি জেলাবাসীর চাহিদা ...

06/01/2016

লক্ষ্মীপুরে সুপারি বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি

লক্ষ্মীপুরের ‘লক্ষ্মী’ অর্থকারী ফসল হিসেবে খ্যাতি রয়েছে সুপারির। বাড়ির ভিটি কিংবা কৃষি জমির পাশে বাগানের সুপারি গাছে ফলন হচ্ছে কোটি কোটি টাকার সুপারি। এ মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সুপারির বাম্পার ফলন হয়েছে। গতবারের চেয়ে এবার বাজার দরও বেশী। এতে করে চাষি গৃহস্থ ও ব্যবসায়ীদের মুখে ফুটে উঠেছে হাসি।
বর্তমানে জেলার বিভিন্ন হাটবাজারে কেনা বেচায় ব্যস্ত রয়েছে সুপারি ব্যবসায়ীরা। এ মৌসুমে ২০০ কোটি টাকার সুপারির ফলন হয়েছে ধারনা করছে স্থানীয় কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় ৬ হাজার ২৬৫হেক্টর জমিতে সুপারি বাগান রয়েছে। এর মধ্যে রায়পুর উপজেলায় ৩ হাজার ১৫০ হেক্টর, সদর উপজেলায় এক হাজার ৮৫০ হেক্টর, রামগঞ্জে ৫৭৫ হেক্টর, কমলনগরে ৩৫০ হেক্টর ও রামগতি উপজেলায় ৪০ হেক্টর। ওইসব বাগানে এ বছর প্রায় ১৫হাজার মেট্রিক টন সুপারি উৎপাদন ধরা হয়েছে। বর্তমান বাজার দর অনুযায়ী যার আনুমানিক মূল্য ২০০ কোটি টাকার বেশী।
সংশ্লিরা জানায়, বৈশাখ-জৈষ্ঠ্য মাসে সুপারি গাছে ফুল আসে। পরে এ ফুল থেকে সৃষ্ট সুপারি পুরোপুরি পাকা হয় কার্তিক-অগ্রহায়ন মাসে। মূলত কার্তিক মাসের শেষে আর অগ্রহায়ন মাসই সুপারির ভরা মৌসুম। জেলার রায়পুর উপজেলায় সবচেয়ে বেশী সুপারির ফলন হয়। এখানকার সুপারির প্রায় ৪০ ভাগ নদী-নালা, সংযোগ খাল, ডোবা-পুকুরে, পানি ভর্তি পাকা হাউজে ভিজিয়ে রাখেন স্থানীয় ব্যবসায়ীরা। অপর অংশ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ছাড়াও রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়।
সুপারি বিক্রির প্রধান মোকামগুলো হচ্ছে সদর উপজেলার দালাল বাজার, চন্দ্রগঞ্জ, ভবানীগঞ্জ, মান্দারী, জকসিন, রায়পুর উপজেলা শহর, হায়দরগঞ্জ বাজার, সোনাপুর, দেনায়েতপুর,খাসের হাট, মোল্লার হাট। এসব বাজার থেকে ঢাকা চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা সুপারি কিনে নেন। এ বছর প্রতি কাহন (১২৮০ পিচ) সুপারি ১৮/১৯০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পোন সুপারি (৮০পিস) প্রকারভেদে ৭০টাকা থেকে ১১০টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যা গত কয়েক বছরের তুলনায় বেশী।
চাষিদের অভিযোগ, সুপারি গাছের পরিচর্যা ও রক্ষনা বেক্ষনে স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কোন রকমের সহযোগিতা ও তদারকি নেই। এতে করে রোগ বালাইয়ে গাছ মরে যাওয়াসহ আশাীতত ফলনে বিঘœ ঘটে। গাছ রোপণ ও সুষ্ঠু রক্ষণা-বেক্ষণে কৃষি বিভাগের লোকজনের আন্তরিক প্রচেষ্টা থাকলে অর্থনৈতিক উন্নয়নে লক্ষ্মীপুরে এ অর্থকারী ফসল আরো বেশী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
রায়পুরের চর আবাবিল গ্রামের সুপারি চাষি আকবর হোসেন জানান, গত বছরের তুলনায় এবার পাকা সুপারির দাম অনেক বেশী। সুপারির খুব ভাল দাম পাওয়ায় তিনি খুশী। সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজরের সুপারি ব্যবসায়ি ইসমাইল হোসেন জানান, এবার তিনি প্রায় ৩০ লাখ টাকার সুপারি কিনে পানিতে ভিজিয়েছেন। তিনি আশা করছেন এবার পানিতে ভেজানো সুপারির দামও বেশ ভাল হবে।
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক গোলাম মোস্তফা জানান, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় সুপারির খুব ভাল ফলন হয়েছে। যার আনুমানিক মূল্য ২০০ কোটি টাকার বেশী ধরা হয়। বর্তমানে দামও বেশ ভাল হওয়ায় চাষিরা লাভবান হয়েছেন। চাষিরা সহযোগিতা চাইলে কৃষি কর্মকর্তারা পরিচর্যায় সহযোগিতা করে থাকেন বলে দাবি করেন তিনি।

http://www.abnews24.com/article.php?details=29101

06/01/2016
লক্ষ্মীপুরে সুপারির বাম্পার ফলন : ৩০০ কোটি টাকার বেচাকেনার সম্ভাবনা

লক্ষ্মীপুরে সুপারির বাম্পার ফলন : ৩০০ কোটি টাকার বেচাকেনার সম্ভাবনা

The fastest online daily news portal of Bangladesh. Bangladeshnews bdn24x7.com presents authentic local and International news.

06/01/2016
লক্ষ্মীপুরে সুপারি চাষ করে লাভবান চাষীরা

লক্ষ্মীপুরে সুপারি চাষ করে লাভবান চাষীরা

লক্ষ্মীপুর থেকে নজরুল ইসলাম জয়লক্ষ্মীপুরে এবার সুপারীর রঙে রাঙালো কৃষকের মূখ। জেলায় সুপারী চাষাবাদ করে ক্রমেই লাভবান হচ্ছেন চাষীরা। আধুনিক পদ্ধতি অবলম্বন ও আবহাওয়া অনুকুলে থাকায় দিন দিন এ অঞ্চলে বাড়ছে সুপারী চাষ। স্বল্প খরচে অতি লাভবান হওয়ায় বাড়ছে জনপ্রিয়তা। চলতি মৌসুমে সুপারীর বাম্পার ফলন হওয়ায় বেজ…

06/01/2016
লক্ষ্মীপুরে বাস চাপায় অটোরিকশা যাত্রী নিহত

লক্ষ্মীপুরে বাস চাপায় অটোরিকশা যাত্রী নিহত

লক্ষ্মীপুরে বাসের চাপায় আমির হেসেন বকুল (৫৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশা চালকসহ

04/01/2016
লক্ষ্মীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

লক্ষ্মীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপিত হয়েছে।

02/01/2016
লক্ষ্মীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

লক্ষ্মীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

সমাজসেবার প্রচেষ্টা, এগিয়ে যাবে দেশটা এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা

01/01/2016
লক্ষ্মীপুরে ১৮ লাখ নতুন বই পেলো শিক্ষার্থীরা

লক্ষ্মীপুরে ১৮ লাখ নতুন বই পেলো শিক্ষার্থীরা

লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) জেলার ৫টি

01/01/2016
মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর সদরে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আজ শুক্রবার কুশাখালী ইউনিয়নের কালিবিত্তি গ্রামের রাশেদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে আজ সকালেই সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানায় ওই ছাত্রীর ভাই বাদী হয়ে রাশেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৬ আগস্ট কুশাখালী ইউনিয়নের একটি গ্রামের মাদ্রাসা ছুটি শেষে বাড়ি যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে রাশেদ কৌশলে কালিবিত্তি এলাকার নতুন বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে ধর্ষণ করে। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই ছাত্রীকে উদ্ধার করেন। এ সময় সেখান থেকে পালিয়ে যায় রাশেদ। ওই ছাত্রীর পরিবারকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা না করার কথা বলে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেয় প্রভাবশালী একটি চক্র। কিন্তু দীর্ঘদিন ধরে বিচার না পেয়ে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিচার চেয়ে সম্প্রতি একটি আবেদন করা হয়।

ঘটনার সত্যতা পেয়ে ইউএনও মামলা নিতে বলার পর চন্দ্রগঞ্জ থানা আজ শুক্রবার মামলাটি গ্রহণ করে। মামলার পর সকালেই ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ রাশেদকে গ্রেপ্তার করে। দুপুরের দিকে আদালতে হাজির করার পর বিচারিক হাকিম রাশেদকে কারাগারে পাঠানোর পাশাপাশি ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেন।

লক্ষ্মীপুর সদরে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আজ শুক্রবার কুশাখালী ইউনিয়নের কালিবিত্তি গ্রামের রাশেদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে আজ সকালেই সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানায় ওই ছাত্রীর ভাই বাদী হয়ে রাশেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। চন্দ্রগঞ্জ থানার...

31/12/2015
লক্ষ্মীপুরে পিএসসি তে পাসের হার ৯৮.৩২

লক্ষ্মীপুরে পিএসসি তে পাসের হার ৯৮.৩২

লক্ষ্মীপুরে প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৮.৩২। এর মধ্যে ছেলে ৯৮.২৪ ও মেয়ে বালিকা ৯৮.৩৮। জিপিএ-৫ পেয়েছে ১৬০৮ জন।

25/12/2015
লক্ষ্মীপুরে ২ জাহাজশ্রমিক অপহরণের অভিযোগ

লক্ষ্মীপুরে ২ জাহাজশ্রমিক অপহরণের অভিযোগ

চট্টগ্রামভিত্তিক মালবাহী একটি লাইটারেজের দুই শ্রমিককে লক্ষ্মীপুর থেকে অপহরণ করে মুক্তি পণ চাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

25/12/2015
লক্ষ্মীপুরে নিষিদ্ধ জালে অগ্নিসংযোগ

জাটকা রক্ষা ও নিষিদ্ধ জালের ব্যবহার রোধে লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীরহাট এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে নৌকা, নিষিদ্ধ জাল ও জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে জব্দকৃত জালে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়। নৌকা স্থানীয় চেয়ারম্যানে জিম্মায় রাখা হয় ও জাটকা নদীতে ফেলে দেওয়া হয়।

এর আগে সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের কর্মকর্তারা নদীতে অভিযান চালায়।

লক্ষ্মীপুর সদর উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বাংলানিউজকে জানান, অভিযানে ২৫০০ মিটার নিষিদ্ধ বেড়জাল, ১৫০০ কেজি জাটকা ও ৫টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। তবে, এসময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যাহ বাংলানিউজকে বলেন, জাটকা রক্ষা, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও কারেন্ট জালসহ সব নিষিদ্ধ জালের ব্যবহার রোধে অভিযান অব্যাহত থাকবে।

১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা শিকার নিষিদ্ধ। এসময় জাটকা ধরা ও ক্রয়-বিক্রয়ও নিষিদ্ধ।

জাটকা রক্ষা ও নিষিদ্ধ জালের ব্যবহার রোধে লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীরহাট এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে নৌকা, নিষিদ্ধ

25/12/2015
লক্ষ্মীপুরে দেওয়াল চাপায় শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে দেওয়াল চাপায় শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলায় দেওয়াল চাপা তনিকা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার চর মনসা গ্রামে

16/12/2015
লক্ষ্মীপুরে ১৭৪৬ পিস ইয়াবাসহ যুবক আটক

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসে তাল্লাশি চালিয়ে ১৭৪৬ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ৭টার দিকে লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় শাহী পরিবহনের একটি বাসে এ তল্লাশি চালানো হয়।

আটক সাইফুল কক্সবাজারের টেকনাফ উপজেলার মহেশখালীপাড়ার মো. ইসলামের ছেলে।

লক্ষ্মীপুর ডিবি পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা বাংলানিউজকে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস শাহী পরিবহনে করে ইয়াবা নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ যাচ্ছিল ওই যুবক। বাসটি লক্ষ্মীপুর ঝুমুর সিনেমা হল এলাকায় পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (এএসপি) নাসিম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় ১৭৪৬ পিস ইয়াবাসহ যুবক সাইফুলকে আটক করা হয়।

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসে তাল্লাশি চালিয়ে ১৭৪৬ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার

17/11/2015
লক্ষ্মীপুরে ভূমিহীনদের মধ্যে জমির দলিল হস্তান্তর

লক্ষ্মীপুরে রায়পুরে ভূমিহীনদের মধ্যে সরকারি খাসজমির দলিল হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ দলিল হস্তান্তর করেন। এসময় ৯২ ভূমিহীন পরিবারকে ৫০ শতাংশ করে জমির দলিল দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, পৌরসভার মেয়র এবিএম জিলানী ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আবদুল্লাহ বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। সারাদেশে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পরিবর্তনের গতিধারায় সরকার স্বাক্ষর রেখেছে। এজন্য দেশ এগিয়ে যাচ্ছে। সেবা গ্রহিতা হিসেবে নিজেকে মনে করতে হবে। জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হলে দেশ আরও এগিয়ে যাবে।

বিভাগীয় কমিশনার দলিল হস্তান্তরের আগে উপজেলা পরিষদ ও পরে থানার ভেতরে বিভিন্ন শোভা বর্ধনের কাজ পরিদর্শন করেন।

লক্ষ্মীপুরে রায়পুরে ভূমিহীনদের মধ্যে সরকারি খাসজমির দলিল হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ উপজেলা

04/11/2015
রামগতিতে ৭ হাজার বর্গমিটার কারেন্টজাল জব্দ

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার বর্গমিটার কারেন্টজাল জব্দ করেছে নৌ-পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। বিকেল ৪টার দিকে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, জাটকা সংরক্ষণ ও ইলিশ রক্ষায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযানকালে জাটকাসহ ৭ হাজার বর্গমিটার জল জব্দ করা হয়। এ সময় জেলেরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানান এসআই।

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার বর্গমিটার কারেন্টজাল জব্দ করেছে নৌ-পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল

05/10/2015
www.banglanews24.com

লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের মাধ্যমে নোয়াখালীকে বিভাগ করার দাবি জানিয়েছেন লক্ষ্মীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও জনপ্রতিনিধিরা।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাত করে এ দাবি জানান তারা।

এ সময় লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলা নিয়ে নোয়াখালী বিভাগ গঠনের বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার কাজল কান্তি, কমলনগর উপজেলা চেয়ারম্যান সৈয়দ শামছুল আলম, রায়পুর উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, রায়পুর পৌরসভার মেয়র এবিএম জিলানী, লক্ষ্মীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি নুর নবী চৌধুরী, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাইন উদ্দিন পাঠান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রতন লাল ভৌমিক, জেলা কমিউনিটি পুলিশের সদস্য সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ, আইনজীবী রাসেল মাহমুদ মান্না, সাংবাদিক কামাল হোসেন, মহি উদ্দিন মুরাদ, এম জে আলম, মো. কাউছার, আবুল কালাম আজাদ ও কাজল কায়েস প্রমুখ।

05/10/2015
নোয়াখালীতে রাজাকার আমীর আলী গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই নোয়াখালী জেলার সুধারামের আমীর আহম্মেদ ওরফে রাজাকার আমীর আলীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

সোমবার (০৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহর মাইজদীর উত্তর ফকিরপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বাংলানিউজকে জানান, ট্রাইব্যুনাল-১ নোয়াখালীর সুধারামের পাঁচ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পর পরই অভিযানে নেমে আমীর আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

রাজাকার আমীর আলী এ মামলার প্রধান আসামি। অন্য চার আসামি হচ্ছেন- আবুল কালাম ওরফে এ কে এম মনসুর, মো. ইউসুফ, মো. জয়নাল আবদিন ও মো. আব্দুল কুদ্দুস।

এর আগে সকালে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মাদ আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে দাখিল করা ওই পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে (ফরমাল চার্জ) মুক্তিযুদ্ধ চলাকালে নোয়াখালীর সুধারামে ১১১ জনকে হত্যা-গণহত্যার তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই মানবতাবিরোধী অপরাধের মামলায় নোয়াখালী জেলার সুধারামের আমীর আহম্মেদ ওরফে রাজাকার আমীর আলীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। সোমবার (০৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার শহর মাইজদীর উত্তর ফকিরপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

05/10/2015

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারির পর আরেক রাজাকার জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সুধারাম থানা পুলিশ।

গ্রেফতারকৃত রাজাকার জয়নাল আবেদীন সৈয়দপুর গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এরআগে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ইজদীর উত্তর ফকিরপুরের নিজ বাসা থেকে রাজাকার আমীর আহম্মেদ ওরফে আমীর আলীকে গ্রেফতার করা হয়।

সোমবার সকালে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে নোয়াখালীর সুধারামের ৫ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারপতি মোহাম্মাদ আনোয়ার উল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল।

রাজাকার আমীর আলী এ মামলার প্রধান আসামি। অন্য ৪ আসামি হলেন, আবুল কালাম ওরফে এ কে এম মনসুর, মো. ইউসুফ, মো. জয়নাল আবেদীন ও মো. আব্দুল কুদ্দুস।

মুক্তিযুদ্ধ চলাকালে নোয়াখালীর সুধারামে ১১১ জনকে হত্যা-গণহত্যার ৩টি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

04/10/2015
যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়নে গনিপুর গ্রাম থেকে আজ রোববার শাহাদাত হোসেন শিপন (৩০) নামে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

তাঁর বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছয়আনি ইউনিয়নের রামাশিপুর গ্রামে। বাবার নাম নূরুল হুদা। মৃত শাহাদাতের ভগ্নিপতি মো. রায়হানের ভাষ্য, তিনি স্থানীয় যুবলীগের কর্মী ছিলেন। শুক্রবার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে একটি খালের পাড় থেকে পুলিশ বস্তাবন্দী লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সেটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়নে গনিপুর গ্রাম থেকে আজ রোববার শাহাদাত হোসেন শিপন (৩০) নামে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছয়আনি ইউনিয়নের রামাশিপুর গ্রামে। বাবার নাম নূরুল হুদা। মৃত শাহাদাতের ভগ্নিপতি মো. রায়হানের ভাষ্য, তিনি...

22/09/2015
মেঘনায় বিলীন হচ্ছে হাট-বাজার!

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর ভাঙন ভয়াবহ রুপ নিয়েছে। রাক্ষুসে মেঘনা গিলছে হাট-বাজার। ভাঙন শুরু হয়েছে ফলকন লুধূয়া বাজারে। তিন দিনের ভয়াবহ ভাঙনে প্রায় ২০টি দোকান-ঘর বিলীন হয়ে যায়। ভেঙে গেছে বাজারের মসজিদ ও ব্রিজ। সরিয়ে নেওয়া হয়েছে মাছঘাট ও বেশকিছু দোকানপাট। চরম আতঙ্কে রয়েছে ব্যবসায়ী, দোকান মালিক ও স্থানীয়রা।

তিন যুগেরও বেশি সময় ধরে মেঘনার ভাঙন চলছে। তবে ২০১০ সাল থেকে ভাঙন ভয়াল রুপ নেয়। গত তিন বছরের ভাঙনে বিলীন হয়ে গেছে সাহেবের হাট, নতুন সাহেবেরহাট, মাতাব্বরনগর বাজার, সফিকগঞ্জ বাজার, আজু বেপারিরহাট, সায়েদ মুহুরিরহাট, তালতলির হাট ও পাতাবুনিয়া বাজার।

হুমকির মুখে রয়েছে মতিরহাট, কাদির পন্ডিতের হাট, মাতাব্বরহাট, হাজীগঞ্জ বাজার, নবীগঞ্জ বাজার ও নাছিরগঞ্জ বাজার।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার চর ফলকন, সাহেবেরহাট, চর কালকিনি ও পাটারিরহাট উপকূলীয় ইউনিয়ন। মেঘনা গ্রাস করছে এ চার ইউনিয়ন। চলতি বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা কয়েকগুণ বেড়েছে। এতে ঘর-বাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও মসজিদসহ সরকারি-বেসরকারি বহু স্থাপনা বিলীন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব হয় হাজার হাজার পরিবার।

ব্যবসায়ী মাহবুব জানান, লুধূয়া বাজার নদীতে ভাঙতে শুরু হয়েছে। গত কয়েক দিনের মেঘনার ঢেউ ও তীব্র জোয়ারে পশ্চিম বাজারের প্রায় ২০টি দোকান নদীতে চলে গেছে। বর্তমানে ব্যবসায়ীরাসহ আশপাশের শত শত পরিবার আতঙ্কে রয়েছে।

লুধূয়া এলাকার পল্লী চিকিৎসক সামছুদ্দিন জানান, নদীতে বাড়ি ভেঙেছে। বাজারে দোকান ঘরটিও ভাঙনের মুখে। এমন পরিস্থিতিতে কি করবো উপায় খুঁজে পাচ্ছি না।

লুধূয়া ফলকন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বাংলানিউজকে জানান, বাজারের পাশেই বিদ্যালয়। ভাঙন অব্যাহত থাকায় বিদ্যায়টি হুমকিতে রয়েছে। জোয়ারে মাঠ ডুবে যায়। যে কারণে দ্রুত বিদ্যালয়টি সরিয়ে নেওয়া জরুরি হয়ে পড়েছে।

স্থানীয় চর ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ উদ্দিন জানান, লুধূয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী বাজার। এ বাজারে প্রায় পাঁচ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে ব্যবসায়ী ও দোকান ঘরের মালিকদের পথে বসতে হবে।

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের এমপি আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, ভাঙন রোধে ৩৭ কিলোমিটার বাঁধ নির্মাণ প্রয়োজন। পার্শ্ববর্তী রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকায় বাঁধের কাজ চলছে। অক্টোবরে কমলনগরে এক কিলোমিটার বাঁধের কাজ শুরু হবে। অবশিষ্ট অংশের বরাদ্দ পেতে চেষ্টা করে যাচ্ছি। বরাদ্দ এলে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ করা হবে।

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে নদী ভাঙন রোধে ৩৭ কি.মি এলাকায় বাঁধ নির্মাণে ১ হাজার ৩৫০ কোটি টাকার অনুমোদন করে একনেক। প্রথম পর্যায়ে ১৯৮ কোটি টাকায় রামগতি ও কমলনগরে ৫ দশমিক ৫ কি.মি এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে সেনাবাহিনী। আরও ২৮ দশমিক ৫ কি.মি. বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে।

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর ভাঙন ভয়াবহ রুপ নিয়েছে। রাক্ষুসে মেঘনা গিলছে হাট-বাজার। ভাঙন শুরু হয়েছে ফলকন লুধূয়া বাজারে। তিন দিনের ভয়াবহ ভাঙনে প্রায় ২০টি দোকান-ঘর বিলীন হয়ে যায়।

22/09/2015
লক্ষ্মীপুরে টর্নেডোয় অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর বংশী ইউনিয়নের চর কাছিয়া গ্রামে টর্নেডোয় ৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে, হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ওই গ্রামে টর্নেডো আঘাত হানে। মাত্র কয়েক মিনিটের এ টর্নেডোর আঘাতে ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গেছে।

স্থানীয় চর বংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার টর্নেডোর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে মেঘনাপাড়ের চর কাছিয়া গ্রামে টর্নেডো আঘাত হানে। এতে প্রায় ৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। তবে, ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাতে পারেননি তিনি।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর বংশী ইউনিয়নের চর কাছিয়া গ্রামে টর্নেডোয় ৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে, হতাহতের খবর পাওয়া যায়নি।

19/08/2015
লক্ষ্মীপুরে জাতীয় শোক দিবস পালিত

লক্ষ্মীপুরে র‍্যালি সমাবেশ ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি পালিত হয়।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোক র‍্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে নছিল আহম্মেদ ভূঁইয়া মিলনায়তনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা প্রশাসক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, লক্ষ্মীপুর-১ সদর আসনের এমপি একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, বর্তমান সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য সামছুল ইসলাম পাটোয়ারী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।

লক্ষ্মীপুরে র‍্যালি সমাবেশ ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস

17/08/2015
বঙ্গবন্ধুর পদচিহ্ন খুঁজে ফেরেন লক্ষ্মীপুরের গুচ্ছগ্রামবাসী

‘পাশে ভুলুয়া নদীর জেগে ওঠা বিশাল চর। তবুও খোলা আকাশের নিচে মেঘনাপারের ভূমিহীন মানুষের দুর্ভোগ অন্তহীন। ঘনিষ্ঠজন মাহফুজুল বারীর (রামগতির বাসিন্দা) কাছে এমন খবর পেয়ে ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছায় ছুটে আসেন বঙ্গবন্ধু। ওইদিন নিজে মাটি ভরাটে অংশ নিয়ে ভূমিহীনদের পুনর্বাসনের জন্য ‘গুচ্ছগ্রাম’ নামে এ প্রকল্পের উদ্বোধন করেন জাতির জনক। এর আগের মাসে ১০ জানুয়ারি যুদ্ধবিধ্বস্ত দেশে ফিরছিলেন শতাব্দীর এ মহামানব। দেশে ফেরার পর এটাই তার প্রথম সফর বলে ধারণা করা হচ্ছে। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকে অবহেলিত এ গুচ্ছগ্রামের বাসিন্দারা। গুচ্ছগ্রামের এ মাটিতে বঙ্গবন্ধুর পদচিহ্ন পড়েছিল ৪৩ বছর আগে। কিন্তু এখনো সে স্মৃতি হাতড়িয়ে বেড়াই। বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি ভেসে উঠতেই চোখ ঝাপসা হয়। যেখানে তিনি মাটি ফেলছিলেন, সেখানে খুঁজি তার স্পর্শ, তার পদচিহ্ন।’
গতকাল বৃহস্পতিবার গুচ্ছগ্রাম নিয়ে এভাবে স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা একরাম উদ্দিন। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছার ইউনিয়নে বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত গুচ্ছগ্রামের বাসিন্দা। এ গ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্নসহ একটি কমপ্লেক্স স্থাপনের দাবি জানান এলাকাবাসী।
উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে ৫৯০ একর জমিতে ভূমিহীনদের পুনর্বাসনের জন্য গুচ্ছগ্রাম প্রকল্প উদ্বোধন করেন বঙ্গবন্ধু। ওই স্থানে তিনি নিজ হাতে কয়েক মুঠি মাটি ফেলে প্রকল্পের মাটি ভরাট কাজের সূচনা করেন। পরবর্তী সময়ে বঙ্গবন্ধু নিজ হাতে মাটি ভরাটকৃত স্থানটি ‘শেখের কেল্লা’ হিসেবে স্থানীয়ভাবে পরিচিতি পায়।
বঙ্গবন্ধুর পদচিহ্ন খুঁজে ফেরেন লক্ষ্মীপুরের গুচ্ছগ্রামবাসীএ প্রকল্পে দুইশ’ ভূমিহীন পরিবারের প্রত্যেককে আড়াই একর ও দশ পরিবারের প্রত্যেককে ৩০ শতাংশ করে জমি বরাদ্দ দেয়া হয়। পরে ১৯৭২-৭৪ সালে বরাদ্দ পাওয়া পরিবারগুলো এ স্থানে তাদের বসতি গড়েন। এছাড়াও এখানে সম্প্রতি দুটি আশ্রয়ণ প্রকল্পে ৮০টি পরিবারকে ৮ শতাংশ করে জমি ও ঘর দেয়া হয়। বর্তমানে গুচ্ছগ্রামে অন্তত ছয়শ’ পরিবারের ৪ থেকে ৫ হাজার মানুষ বসবাস করছে।
এখানে খেলার মাঠ, মসজিদ, মন্দির, কবরস্থান, বাজার, কমিউনিটি সেন্টার, স্কুল-মাদরাসা ও প্রদর্শনী খামারের জন্য আলাদাভাবে জমি বরাদ্দ দেয়া আছে। এছাড়া ২৫টি পুকুর রয়েছে।
সরেজমিন জানা গেছে, বঙ্গবন্ধু হত্যার পর থেকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ছোঁয়া পড়েনি। সম্প্রতি বাজার ও একটি আশ্রয়ণ প্রকল্পে ৪০টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও গত ৪১ বছরেও গুচ্ছগ্রামের বাসিন্দারা আবাসিক বিদ্যুৎ সংযোগ পায়নি। একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সেখানে ঝুঁকিপূর্ণ ভবনে ৫৭০ শিক্ষার্থী পাঠদান করছে। শিক্ষক ও স্থান সংকুলানের অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। সম্প্রতি একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। স্বাস্থ্যসেবার জন্য একটি মাত্র কমিউনিটি ক্লিনিক থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গুচ্ছগ্রামে বঙ্গবন্ধুর আগমনের বিষয়টি জানতে চাইলে বেশ কয়েক মুক্তিযোদ্ধা ও বয়োবৃদ্ধ আবেগে আপ্লুত হন। হাঁটুপানিতে নেমে তারা বঙ্গবন্ধুর ভরাট করা মাটির স্থানটি দেখান আক্ষেপের সুরে। ভারি কণ্ঠে বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানান এ গ্রামে বঙ্গবন্ধুর একটি স্মৃতিস্তম্ভ ও কমপ্লেক্স প্রতিষ্ঠার।
গুচ্ছগ্রামের সুবিধাভোগী এনামুল হক জানান, ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু গুচ্ছগ্রামের মাটি ভরাট কাজ উদ্বোধনের সময় তিনিও উপস্থিত ছিলেন। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি (রামগতির বাসিন্দা, বর্তমানে প্রবাসী) মাহফুজুল বারীর কাছ থেকে নদী ভাঙন কবলিত ভূমিহীন পরিবারগুলোর দুঃখ-দুর্দশার কথা শুনে বঙ্গবন্ধু লক্ষ্মীপুরের রামগতি চরপোড়া গাছায় ছুটে আসেন। বঙ্গবন্ধুর সেদিনের মহানুভবতা মনে এলে এখনো চোখ ভিজে যায়। শেখের কেল্লা হিসেবে পরিচিত বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্নটি বেদখল হয়ে গেছে। বঙ্গবন্ধুর নামে এ গুচ্ছগ্রামের নামকরণ ও স্মৃতিস্তম্ভ, হাসপাতালসহ একটি কমপ্লেক্স তৈরির জন্য তিনি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
চরপোড়া গাছা ইউপি চেয়ারম্যান নুরুল আমীন হাওলাদার জানান, বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত এ গুচ্ছগ্রামে তেমন অবকাঠামোগত উন্নয়ন হয়নি। ৪২ বছরেও পরিবারগুলো বিদ্যুৎ পায়নি। প্রাইমারি স্কুলের একটি ভবন পরিত্যক্ত রয়েছে। বিষয়টি স্থানীয় এমপিকে জানানো হয়েছে। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত সবুজ শ্যামলে ভরপুর এ গ্রাম উন্নয়নে সরকারি সহায়তা পেলে পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠতে পারে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, সম্প্রতি ওই গ্রামে একটি উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে অবকাঠামো উন্নয়নসহ জনগণের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
রামগতি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ জানান, ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি তিনিও কয়েক হাজার মানুষের মতো গুচ্ছগ্রামে বঙ্গবন্ধুকে দেখতে গিয়েছিলেন। ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের পর লক্ষ্মীপুরের এ গুচ্ছ গ্রামেই প্রথম সফর করেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু হত্যার পর থেকে কেউ এ গুচ্ছগ্রামের উন্নয়ন করেনি। বিগত সরকারের সময়ে বঙ্গবন্ধু স্মৃতিচিহ্ন মুছে ফেলার জন্য গুচ্ছগ্রামের জমি দলীয় নেতাকর্মীদেরও বরাদ্দ দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর‘পাশে ভুলুয়া নদীর জেগে ওঠা বিশাল চর। তবুও খোলা আকাশের নিচে মেঘনাপারের ভূমিহীন মানুষের দুর্ভোগ অন্তহীন। ঘনিষ্ঠজন মাহফুজুল বারীর

Address

Lakshmipur (greater Noakhali)
Lakshmipur
3700

Website

http://lakshmipurweb.blogspot.com/

Alerts

Be the first to know and let us send you an email when Lakshmipur, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share