টার্কি ক্রয় ও বিক্রয়

টার্কি ক্রয় ও বিক্রয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from টার্কি ক্রয় ও বিক্রয়, Pet service, মাগুরা, শালিখা, মধুখালি, Magura.

সম্ভাবনার নতুন দিগন্ত ” টার্কি মুরগী টার্কি বড় আকারের গৃহপালিত পাখি। ডিম থেকে বাচ্চা ফুটে ওঠার ছয় মাসের মধ্যে টার্কি ড...
05/05/2017

সম্ভাবনার নতুন দিগন্ত ” টার্কি মুরগী
টার্কি বড় আকারের গৃহপালিত পাখি। ডিম থেকে বাচ্চা ফুটে ওঠার ছয় মাসের মধ্যে টার্কি ডিম দেয়।
ছয় মাসের মেয়ে টার্কির ওজন হয় পাঁচ থেকে ছয় কেজি। আর পুরুষগুলো প্রায় পনেরো কেজি।
পার্শ্ববর্তী দেশ ভারতেই বাণিজ্যিকভাবে টার্কির চাষ হয়ে থাকে। এরা ঠান্ডা-গরম সব সহ্য করতে পারে। দানাদার খাবারের চেয়ে কলমির শাক, বাঁধাকপি বেশি পছন্দ করে। এগুলো জোগাড় করা সহজ।
ক্রমান্বয়ে টার্কি পালন জনপ্রিয় হয়ে উঠছে। ভিবিন্ন মিডিয়া এটা নিয়ে কাভারেজ করছে ।
Turkey Tips: 01862-514373

সম্ভাবনার নতুন দিগন্ত ” টার্কি মুরগী টার্কি বড় আকারের গৃহপালিত পাখি। ডিম থেকে বাচ্চা ফুটে ওঠার ছয় মাসের মধ্যে টার্কি ড...
03/05/2017

সম্ভাবনার নতুন দিগন্ত ” টার্কি মুরগী
টার্কি বড় আকারের গৃহপালিত পাখি। ডিম থেকে বাচ্চা ফুটে ওঠার ছয় মাসের মধ্যে টার্কি ডিম দেয়।
ছয় মাসের মেয়ে টার্কির ওজন হয় পাঁচ থেকে ছয় কেজি। আর পুরুষগুলো প্রায় আট কেজি।
পার্শ্ববর্তী দেশ ভারতেই বাণিজ্যিকভাবে টার্কির চাষ হয়ে থাকে। এরা ঠান্ডা-গরম সব সহ্য করতে পারে। দানাদার খাবারের চেয়ে কলমির শাক, বাঁধাকপি বেশি পছন্দ করে। এগুলো জোগাড় করা সহজ।
ক্রমান্বয়ে টার্কি পালন জনপ্রিয় হয়ে উঠছে। ভিবিন্ন মিডিয়া এটা নিয়ে কাভারেজ করছে ।
টার্কির খামার ব্যবস্হাপনা ও দৈনিক কার্যক্রম সূচিঃ
যে কোনো ধরনের খামারই হোক না কেনো তার ব্যবস্হাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রকৃতপক্ষে খামার ব্যবস্হাপনার উপরই খামারের লাভ লোকসান এমনকি খামারের ভবিষ্যত সসপ্রসারণ নির্ভর করে ।
ক) সকাল ৭ - ৯ টাঃ
১. জীবাণুমুক্ত অবস্হায় শেডে প্রবেশ করতে হবে এবং টার্কির সার্বিক অবস্হা ও আচরণ পরীক্ষা করতে হবে।
২. মৃত বাচ্চা/বাড়ন- বাচ্চা/মুরগি থাকলে তৎক্ষণাৎ অপসারণ করতে হবে।
৩. ডিম পাড়া বাসার দরজা খুলে দিতে হবে।
৪. পানির পাত্র/ খাবার পাত্র পরিস্কার করতে হবে।
৫. পাত্রে খাবার ও পানি না থাকলে তা পরিস্কার করে খাদ্য ও পানি সরবরাহ করতে হবে।
৬. লিটারের অবস্হা পরীক্ষা করতে হবে ও প্রয়োজন হলে পরিচর্যা করতে হবে।
৭. খাবার দেবার পর কিছুক্ষণ দাঁড়িয়ে আচরণ পরীক্ষা করতে হবে।
সকাল ১১- ১২ টাঃ
১. খাদ্য নাড়াচাড়া করে দিতে হবে।
২. পানি গরম ও ময়লা হলে পরিবর্তন করে পরিস্কার ও ঠান্ডা পানি দিতে হবে।
৩. ডিম সংগ্রহ করতে হবে।
বিকাল ৪ - ৫ টাঃ
১. পাত্রে খাদ্য পানি না থাকলে তা সরবরাহ করতে হবে।
২. ডিম সংগ্রহ করতে হবে।
৩. ডিম পাড়ার বাসা/বাক্সের দরজা বন্ধ করতে হবে।
৪. আচরণ পরীক্ষা করতে হবে।
সাপ্তাহিক কাজঃ
১. খাদ্য তৈরি করতে হবে।
২. বাচ্চা/ডেকী মুরগী/মুরগীর নমুনা ওজন গ্রহণ করতে হবে।
৩. ঘর পরিস্কার করতে হবে।
৪. ঘরের বাতি সপ্তাহে ২ দিন পরিস্কার করতে হবে। খাদ্য ও পানির পাত্র পরিস্কার করতে হবে এবং লিটার পরিচর্যা করতে হবে।
টার্কির সংগ্রহ করতে 01862514373 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।

29/04/2017

এখানে টার্কি মোরগ,মুরগি,বাচ্ছা পাওয়া যাই। এবং পরামর্শ দেওয়া হয়। ফোনঃ ০১৮৬২-৫১৪৩৭৩

15/04/2017
প্রতি মাসে ৪০,০০০-৫০,০০০ হাজার টাকা আয় করা জাই।টার্কি পালন কর্মসংস্থান সৃষ্টিতে টার্কি পালন একটি অন্যতম পেশা। এরা ঠান্ডা...
15/04/2017

প্রতি মাসে ৪০,০০০-৫০,০০০ হাজার টাকা আয় করা জাই।টার্কি পালন কর্মসংস্থান সৃষ্টিতে টার্কি পালন একটি অন্যতম পেশা। এরা ঠান্ডা-গরম সব সহ্য করতে পারে। দানাদার খাবারের চেয়ে কলমির শাক, বাঁধাকপি বেশি পছন্দ করে।
যারা যারা বেকার আছেন তাদের বলবো আপনারা টার্কি পালন শুরু করেন। আপনার ভাগ্যের উন্নতি হবেই।
আরও জানতে 01862514373 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
#টার্কি_পালন #পেশা #টাকা #আয় #বেকার #উন্নতি

The Midget White  : A Great Heritage Turkey Breed for Any Homestead
14/04/2017

The Midget White : A Great Heritage Turkey Breed for Any Homestead

14/04/2017

আমার টার্কির বাচ্ছা। আজ প্রথম ৬ টা বাচ্ছা পেলাম। এরা দেখতে অনেক সন্দর।টার্কি পালনের সুবিধা সমুহ --- ১। মাংস উদপাদন ক্ষমত...
13/04/2017

আমার টার্কির বাচ্ছা। আজ প্রথম ৬ টা বাচ্ছা পেলাম। এরা দেখতে অনেক সন্দর।
টার্কি পালনের সুবিধা সমুহ --- ১। মাংস উদপাদন ক্ষমতা ব্যাপক । ২। এটা ঝামেলাহীন ভাবে দেশী মুরগীর মত পালন করা যায় । ৩। টার্কি ব্রয়লার মুরগীর চেয়ে দ্রুত বাড়ে। ৪। টার্কি পালনে তুলনা মূলক খরচ অনেক কম, কারন এরা দানাদার খাদ্যের পাশাপাশি ঘাস,লতা পাতা খেতেও পছন্দ করে। ৫। টার্কি দেখতে সুন্দর, তাই বাড়ির সোভা বর্ধন করে। ৬। টার্কির মাংসে প্রোটিনের পরিমাণ বেশী, চর্বিকম ।তাই গরু কিংবা খাসীর মাংসের বিকল্প হতে পারে। ৭। টার্কির মাংসে অধিক পরিমাণ জিংক, লৌহ, পটাশিয়াম, বি৬ও ফসফরাস থাকে।এ উপাদান গুলু মানব শরীরের জন্য ভীষণ উপকারী।এবং নিয়মিত এই মাংস খেলে কোলেস্টেরল কমে যায়। ৮। টার্কির মাংসে এমাইনো এসিড ওট্রিপটোফেন অধিক পরিমাণে থাকায় এর মাংস খেলেশরীরেরোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ৯। টার্কির মাংসে ভিটামিন ই অধিকপরিমাণে থাকে। ১০। একটি আদর্শ টার্কি খামার করতে খুব বেশী পুঁজির প্রয়োজন হয়না। ১১। অন্যান্য পাখীর তুলনায় এর রোগ বালাই কম এবং কিছু নিয়ম মেনে চললে এই খামারে ঝুঁকি অনেক কম । ১২। যেহেতু ৭৫% পর্যন্ত ঘাস দেয়া যায়, তাই খবারে খরচ কম।
বাচ্ছা লাগ্লে
My Number: 01862514373

নতুন কর্মসংস্থান সৃষ্টিতে টার্কি পালন একটি অন্যতম পেশা। এরা ঠান্ডা-গরম সব সহ্য করতে পারে। দানাদার খাবারের চেয়ে কলমির শা...
13/04/2017

নতুন কর্মসংস্থান সৃষ্টিতে টার্কি পালন একটি অন্যতম পেশা। এরা ঠান্ডা-গরম সব সহ্য করতে পারে। দানাদার খাবারের চেয়ে কলমির শাক, বাঁধাকপি বেশি পছন্দ করে। এগুলো জোগাড় করা সহজ।
যারা যারা বেকার আছেন তাদের বলবো আপনারা টার্কি পালন শুরু করেন। আপনার ভাগ্যের উন্নতি হবেই।
My Phone Number:
01862-514373

Address

মাগুরা, শালিখা, মধুখালি
Magura
7620

Telephone

01862514373

Website

Alerts

Be the first to know and let us send you an email when টার্কি ক্রয় ও বিক্রয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category