26/09/2024
এই ১০ অভ্যাসে নিজের অজান্তেই ‘গরিব’স’ হয়ে যাচ্ছেন না তো.....
কারনগুলা মিলিয়ে নিন তো:
১. ধূমপান
২. ব্র্যান্ডের পণ্যের হাতছানি
৩. রেস্তোরাঁয় খাওয়া
৪. বোতলজাত পানি পান
৫. দামি কফি
৬. হুটহাট কেনাকাটা
৭. ধার করা
৮. ডেবিট বা ক্রেডিট কার্ডে পে করা
৯. ‘ডিপিএস’ অ্যাকাউন্ট না থাকা
১০. অর্থ বিনিয়োগ না করা
প্রথমত, অর্থ জমাতে হবে। জরুরি অবস্থার জন্য ফান্ড রাখতে হবে। এই অভ্যাসগুলো থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসুন। এ জন্য যা করণীয়, তাই–ই করুন। কেননা, অভাবে যেমন স্বভাব নষ্ট হয়, স্বভাবের কারণেও অভাব হতে পারে আপনার নিত্যসঙ্গী।