Exotic Pets in Bangladesh

Exotic Pets in Bangladesh we work with variety of exotic pets in bangladesh.breeding/productin/and selling. fancy chicken. ra

পছন্দের একটি প্রিন্ট 🥰Wyandotte🥰❤️  pray for them🤲
08/12/2023

পছন্দের একটি প্রিন্ট 🥰
Wyandotte🥰❤️

pray for them🤲

01/12/2023

They are eating and playing. Best wishes to the clint ❤️🥰
not available **






  masterpair.তাদের ছেড়ে  পালন করা হয়।❤️‍🩹🥰
27/11/2023


masterpair.
তাদের ছেড়ে পালন করা হয়।❤️‍🩹🥰

17/11/2023



they are already arrived at their new home.❤️🥰
Best wishes and gratitude to every beloved brother🙏❤️

28/10/2023

প্রিয় ভাই ইতিহাস সাক্ষী যে, রাগ, ক্ষোভ প্রকাশ আর নিজেকে জাহির করা থেকে পারস্পরিক যুদ্ধ হয়েছে, কিন্তু কখনো  শান্তির পরিব...
20/10/2023

প্রিয় ভাই ইতিহাস সাক্ষী যে, রাগ, ক্ষোভ প্রকাশ আর নিজেকে জাহির করা থেকে পারস্পরিক যুদ্ধ হয়েছে, কিন্তু কখনো শান্তির পরিবেশ স্থাপিত হয়নি বা চুক্তিও হয়নি, সেটা হোক বন্ধুত্বের পরিবারের বা রাষ্ট্রে।🥲💔
আপনি যত বেশি বুদ্ধিমান হবেন ততো বেশী আপনি বুঝতে পারবেন যে, রাগের কোনও মূল্য নেই।😊
আর আপনি যদি শান্ত হতে শিখতে চান, তবে প্রতিটি জায়গায় অন্যের ভুল ধরে নিজেকে সঠিক প্রমাণ করা বন্ধ করুন।এই রাগ হল অজ্ঞানতা আর ক্রোধ হল অহংবোধের সর্বোচ্চ রূপ যেটা আপনাকে এবং আপনার আশেপাশের সবার মনকে বিষিয়ে দিবে।😞আসুন হৃদয়ে ও ব্যবহারে শ্রদ্ধা ছড়াই বিনয়ী হই ও একটা সুন্দর সম্পর্ক স্থাপন করি। ❤️❤️

one of my favourite chickens 🥰🥰  Hopefully they will lay eggs soon.2020/2019 ring🥰
16/10/2023

one of my favourite chickens 🥰🥰

Hopefully they will lay eggs soon.
2020/2019 ring🥰

কিছু ব্রিড নিয়ে কাজ করার মানসিক ইচ্ছেটা মাটি চাপা দিয়ে দিতে হয়।😥fact: cross breed & breeder
29/09/2023

কিছু ব্রিড নিয়ে কাজ করার মানসিক ইচ্ছেটা মাটি চাপা দিয়ে দিতে হয়।😥
fact: cross breed & breeder

buff orpington 🥰🥰
27/09/2023

buff orpington 🥰🥰




27/09/2023

golden sebright (booked)
home breed.
one of my favourite breed❤️❤️
best of luck brother..

Rabbit ডায়েট চার্ট:বাচ্চার জন্মের পর থেকে দুমাস অবধি বাচ্চা মায়ের দুধ খাবে।কোনো কারণে মায়ের বুকের দুধ বাচ্চা না পেলে সেক...
22/09/2023

Rabbit ডায়েট চার্ট:

বাচ্চার জন্মের পর থেকে দুমাস অবধি বাচ্চা মায়ের দুধ খাবে।

কোনো কারণে মায়ের বুকের দুধ বাচ্চা না পেলে সেক্ষেত্রে জেরোল‍্যাক খাওয়াতে হবে দুমাস অবধি।

বাচ্চার একুশ দিন বয়স হলে মায়ের দুধের পাশাপাশি কচি কচি টাটকা দূর্বা ঘাস খাওয়ানোর অভ‍্যাস করাতে হবে।

বাচ্চার তিনমাস বয়স থেকে ছমাস বয়স অবধি জুনিয়র পেলেটস্ সারাদিনে এক চামচ থেকে দু চামচ এবং চব্বিশ ঘন্টা কচি টাটকা দূর্বা ঘাস ও হে মানে শুকনো ঘাস আর চব্বিশ ঘন্টা ফ্রেশ টাটকা জল খাওয়াতে হবে।

বাচ্চার ছমাস বয়স হয়ে গেলেই তাকে এডাল্ট মানে প্রাপ্তবয়স্ক বলে ধরা হয়।
তখন তাদের ঘাস, হে, আনলিমিটেড মানে যত খুশি ঘাস দিয়ে যেতে হবে। মানে চব্বিশ ঘন্টা সপ্তাহে র প্রতিদিন ।আর প্রতিদিন পেলেটস্ এক মুঠের কম দিতে হবে। আর সবসময় ফ্রেশ জল। এর পাশাপাশি সাপ্তাহিক ট্রিট দেওয়া শুরু করতে হবে।

ডায়েট চার্ট অনুযায়ী বানিদের সাপ্তাহিক ট্রিট যেভাবে দেবেন....

সোমবার: ফল: পাকা কাঁঠালি কলা হাফ ইন্চি দুপুরে। মানে আমাদের আঙ্গুলের এক গিরে। এর বেশি নয়।

সবজি : সকালে , ক‍্যাপসিকাম ও টমেটো লম্বা সরু এক টুকরো বীজ ফেলে দিয়ে।

ফুল: বিকেলে, জবা ( যেকোন রঙের) একটা।

মঙ্গলবার: ফল: দুপুরে, তরমুজ (খোসা-বীজ ফেলে একটা মাঝারি টুকরো)।

শাক, ভেষজ: সকালে , তুলসী ( পাঁচ / ছ টা পাতা),
ধনেপাতার একটা বড় ডাল পাতা , শেকড় সহ
,
পুদিনা পাতা দুটো ডাল পাতা সহ , গোড়া বাদ দিয়ে।

কচি নিমপাতা পাঁচ ছ টা পাতা ও কাঁচা হলুদ আঁশের মতো পাতলা এক টুকরো।

ফুল: বিকেলে, গাঁদা( যেকোন রঙের) একটা।

বুধবার : দুপুরে , আপেল --খোসা ও বীজ ফেলে দিয়ে হাফ ইন্চি মানে আমাদের হাতে র আঙ্গুলের এক গিরে।

শাক: সকালে, লাল লেটুস একটা পাতা।

ফুল: বিকেলে, সূর্যমুখী একটা।

বৃহস্পতিবার: ফল: দুপুরে, শশা-- কচি শশা খোসা বাদ দিয়ে হাফ ইন্চি।
বড় শশা হলে খোসা ,বীজ ফেলে দিয়ে শশা র ধার গুলো দিতে হবে হাফ ইন্চি।

শাক: সকালে তুলসী , গাজর শাক একটা কি দুটো পাতা সহ ডাল গোড়া বাদ দিয়ে।

ফুল : বিকেলে, গোলাপ যেকোন রঙের একটা।

শুক্রবার: ফল: দুপুরে, পেয়ারা বীজ বাদ দিয়ে হাফ ইন্চি

শাক: সকালে , মৌরিশাক একটা থেকে দুটো ডাল পাতা সহ গোড়া ফেলে দিয়ে
শুশনি শাক দু তিনটে ডাল।

শনিবার: ফল: দুপুরে, আনারস খোসা ও চোখ বাদ দিয়ে হাফ ইন্চি।

ভেষজ: সকালে কচি নিমপাতা ও আঁশের মতো পাতলা এক টুকরো কাঁচা হলুদ।

রবিবার: দুপুরে পাকা পেঁপে বীজ ও খোসা বাদ দিয়ে হাফ ইন্চি।

সকালে , বীট শাক একটা ডাল পাতা সহ গোড়া বাদ দিয়ে, সরিষা শাক একটি ডাল পাতা সহ গোড়া বাদ দিয়ে।

ফুল: বিকেলে জুঁই ফুল একটা ।

কচি গমের চারা অল্প করে, সন্ধ্যায়।

পরের সপ্তাহে , সোমবার : দুপুরে মিষ্টি কুমড়ো সেদ্ধ হাফ ইন্চি সাথে এক চামচ ওটস্ মেখে।

শাক: সকালে , রাধুনি শাক ও সোয়া শাক একটা ডাল পাতাসহ গোড়া বাদ দিয়ে।

মঙ্গলবার: ফল: দুপুরে পাকা আম খোসা ছাড়িয়ে শাঁস হাফ ইন্চি।

বুধবার: ফল: কিউই হাফ ইন্চি খোসা বাদ দিয়ে।

বৃহস্পতিবার: ফল আঙুর যেকোন রঙের একটা কি দুটো।

শুক্রবার: ফল: কমলা লেবু খোসা বীজ ফেলে এক কোয়া।

এছাড়া গরমের দুপুরে যখন ওরা খাবার কম খায় তখন যেটা দেবেন:
হে ডাষ্ট এক কাপ, ( কড়া রোদ আধঘণ্টা রেখে )
অল্প পেলেটস্ ও অল্প ওটস্ অল্প জলে ভিজিয়ে, হাফ ইন্চি পাকা কাঁঠালি কলা সব এক সাথে মেখে হাতে চ‍্যাপ্টা করে চাটুতে সেঁকে কুকিজে র মতো দেবেন।

এছাড়া ওদের ফল দেওয়ার আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ফ্রীজে থাকলে ফ্রীজের ঠান্ডা কাটিয়ে নিজেরা আগে খেয়ে দেখে নেবেন । ফল যেন খুব বেশি মিষ্টি ও খুব যেন টক না হয়।।

আর শাক সবজি বাজার থেকে এনে ফ্রেশ জলে আধঘণ্টা জলে চুবিয়ে রেখে ভালো করে জল ঝরিয়ে (ভালো পাতা দেখে যেন পোকা ধরা, বা পচা পাতা না থাকে) তবেই দেবেন। ,

তবে চব্বিশ ঘন্টা ফ্রেশ টাটকা দূর্বা ঘাস আর হে দিতে ভুলবেন না 🥰🥰🥰

Lekha: Ranu di
source group:rabbit society of india
id;srabonti kundu

18/09/2023





❤️‍🩹❤️‍🩹✌️

05/09/2023

Silver laced wyandotte.
6 pices available.
20 k fi*xed.
Delivery not possible.
✆ 01784-336360
Interested custo*mers are requested to calls only.

04/09/2023

B&H Swis are Available...... 😆✌️
Breed: Appenzeller Spitzhauben.
Age: 1.5 month-
Health :100% Active & healthy.
Location : maijjdee, noakhali
✆ 01784336360
NB:Custo★mers are requested to call only.❤️

28/08/2023

Already Sol★d out before hatching😊😊
Best of luck Khairul bro.
One month old lot available.

brhama


✆ 01784-336360

24/08/2023

White top black body crested polish cap.
White top coffee body crested polish cap.
Available. Age two month.
Looking for whole purchaser..
Thank you..

15/08/2023

Looking for whole purcha*sers.
কিছু বাচ্চার লট সে*ল হবে। আগ্রহীদের সরারসরি কল দিবার জন্য অনুরোধ রইলো।
Breed: cochin, polish cap, swis appenzeller, splash wyandotte, red laced wyandotte
লোকেশন: মাইজদী, নোয়াখালী।
✆ 01784-336360

they are arrived safely.best of luck dear brother apon❤️🥰
09/08/2023

they are arrived safely.best of luck dear brother apon❤️🥰

07/08/2023

Breed : silver spangaled Appenzeller.
5 pices available.
Age: 2 months old
Parent video is Given bellow the comment section & already added last portions of this video..
✆ 01784-336360
Thank you❤️

Chicks are available.. ----------------------------We have introduced silver Spitzhauben to the farm!🥚🪺They are rare 🪷Th...
06/08/2023

Chicks are available..
----------------------------
We have introduced silver Spitzhauben to the farm!🥚🪺

They are rare 🪷

They are a very unusual chicken they almost look like a polish but they have a mohawk! 🪐🐓

Info- The Appenzeller Spitzhauben is a Swiss breed of crested chicken originating in the historical Appenzell region of Switzerland. It is one of two chicken breeds from that area, the other being the Appenzeller Barthuhn; the only other Swiss breed of chicken is the Schweizer.🏔🌍

05/08/2023

Something new is going to happen very soon🤫☺

  5 pices available. 1.5 months old.Eggs from abroad. 01784-336360
15/07/2023


5 pices available. 1.5 months old.
Eggs from abroad.
01784-336360

05/05/2023

When the chicks become adults❤️❤️
Breed:white top polish cap

22/04/2023

Topics :poor blood line & High identified bloodline or show line😊
আসুন সহজ ভাবে বুঝি:
আমাদের দেশে সেব্রাইট ব্লাড লাইনকে দুই ভাগে বিভক্ত করা হয়।
১।লোকাল সেব্রাইট। (যেটার কোয়ালিটি কম)

২।শো সেব্রাইট । ( যেটা এক্সিবিশনে প্রদর্শন করানোর মতো সর্বোচ্চ কোয়ালিটি থাকে)

এবার আলাদা ক্রস লাইন নিয়ে একটু কথা বলি।নিচে আমার
প্যারেন্টস স্ট্রোকের একটা ভিডিও দেওয়া হল, যেটা পুরোপুরি লোকাল না আবার শো ব্লাড ও না।
এটা লোকাল ব্রিড ও শো লাইনের X ক্রসের মাধ্যমেই এই জেনারেশন টা এসেছে। ব্রীড :F1 জেনারেশন বলতে পারেন।

অনেক ব্রিডার এটার বাচ্চাকে শো বলতেই পারেন কারন এদের বাচ্চার মার্কিন ডেফিনেটলি লোকাল থেকে ভালো আসে।তবে এটা শো হিসাবে চালিয়ে দেওয়া নেহাত লোক ঠকানো। 😊

নিচে বাচ্চার ভিডিও দেওয়া আছে। তবে এটা লোকাল হিসেবেই বিবেচনা করা হয়।😊😊

12/04/2023

People will hate you, rate you, shake you, but chicken breast will never cheat you."

-Gouse Pasha.

ব্রীড:বাফ ফিজেল।
লোকেশন : মাইজদী, নোয়াখালী ।
✆ 01784-336360

02/04/2023

কোনো রকম দ্বিধা ছাড়াই, আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন, আপনার যা আছে সেটাই ব্যাবহার করুন, আপনি যেটা করতে পারেন সেটাই করুন

World smallest chicken breed. ,

26/03/2023

my exotic Chickens❤️
----------------------------
অনেক ব্রীড আসবে আর অনেক ব্রিড যাবে কিন্তু কিছু ব্রীড রয়ে যাবে ঠিকই। beginners (নতুনদের) অনেকে শুরু করে ভুল ব্রীড দিয়ে তাদের জন্য আমার সাজেস্ট থাকে কোচিন,সিল্কি। বিশেষ করে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা দারুন।
প্রোডাকশন হার তুলনামূলক অনেক বেশি আর দা*মে কম দেখতে ভালো বলে চাহিদাও অনেক।

আপনার খামারের সব থেকে বেশি প্রোডাকশন দেয় কোন ব্রীড??

***আমার খামারের রাতের চিত্র***
pray for them ❤️❤️🥰

24/03/2023

এলো রে এলো-- মাহে রমজান, মুসলিম ভাইদের তরে আল্লহ তায়ালার শ্রেষ্ঠ দান, সওয়াবের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান, জং গুলো সব ঝরে গিয়ে, ঈমান করবে শাণ,,,,, রহমতেরই ডালি নিয়ে আসছে 🕌পবিত্র মাহে রমজান।
আমার সকল মুসলিম ভাইদের**মাহে রমজানের শুভেচ্ছা**❤️❤️

এই রমজান মাস জুড়ে থাকবে আমার পেটস গুলির ভিডিও আপনাদের জন্য।
সাথেই থাকুন💜💜

22/03/2023

You can’t buy happiness, but you can adopt a kite that gives you happiness.🥰🥰❤️


#লোপ
#খরগোশ

আসিও তোমাকে লোম দিয়ে ডেকে দিবে🤣😊
20/03/2023

আসিও তোমাকে লোম দিয়ে ডেকে দিবে🤣😊

✨“যাই, শশুরবাড়িতে একটু খরগোশের লোম ছিটায় দিয়ে আসি.”✨

Finally ✌️💗💗
17/03/2023

Finally ✌️💗💗

blue laced red wyandotte ❤️😊😊Pray for them💜
10/03/2023

blue laced red wyandotte ❤️😊😊
Pray for them💜

09/03/2023

Healthy chicks Hatched ✌️
❤️❤️🥰

হাত বদল হবে ❤️নতুন ডিম দিয়েছে ২ বার এমন এক জোড়া গোল্ডেন সেবরাইট বি**ক্রি হবে। ডিম বাচ্চার ১০০% নিশ্চয়তা দিবো।দা*ম : আল...
05/03/2023

হাত বদল হবে ❤️
নতুন ডিম দিয়েছে ২ বার এমন এক জোড়া গোল্ডেন সেবরাইট বি**ক্রি হবে। ডিম বাচ্চার ১০০% নিশ্চয়তা দিবো।
দা*ম : আলোচনা সাপেক্ষে।
শুধু মাত্র আগ্রহীরা কল দিবেন।
লোকেশন; মাইজদী, নোয়াখালী।
01784-336360

You should must follow the  regular activities of your lovely  rabbits... ❤️❤️🥰
07/02/2023

You should must follow the regular activities of your lovely rabbits... ❤️❤️🥰

1st day production after shifted  at new place.. 🥰🥰🥰❤️
18/01/2023

1st day production after shifted at new place.. 🥰🥰🥰❤️

15/11/2022

lekenvelder one of the most famous breed in the world..
orgin:netharlands.
pray for them❤️❤️

16/04/2022

ready to go new home.


best of luck dear🥰

ভাইয়ের আবদার রাখতে শেষ কিছু  ভালোবাসা ছিলো তাও দিয়ে দিতে বাধ্য হলাম। অনেক অনেক শুভকামনা রইলো তরিকুল ভাইয়ের জন্য।😆Many ...
16/04/2022

ভাইয়ের আবদার রাখতে শেষ কিছু ভালোবাসা ছিলো তাও দিয়ে দিতে বাধ্য হলাম।
অনেক অনেক শুভকামনা রইলো তরিকুল ভাইয়ের জন্য।

😆Many are grateful to Those breeders who gave me nothing in my need.😊thanks a lot again.. End...

07/04/2022

my light brahma rooster.
young boys...

#ব্রাহামা

printed roscoms hen

Address

Maijdee Court
Maijdee Court
3800

Alerts

Be the first to know and let us send you an email when Exotic Pets in Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Exotic Pets in Bangladesh:

Videos

Share

Category

Our pet items.

Fancy items(chicken):

#Colombian light brahma.

#Golden sebright.

#European silkie.