09/03/2020
সচেতনতার জন্য ,
শেয়ার বাজার,
কবুতরের বাজার
ও বানরের বাণিজ্যের একটি কাহিনি ।
এক এলাকায় অনেক বানর ছিল ।
কিছু ধুরন্দর মানুষ প্লান করল এবং তারা অই এলাকায় গিয়া বানর কিনার আগ্রহ প্রকাশ করল , কয়েকজনকে জানাল যে ১০ টাকা করে দিব , অই এলাকার কয়েকজনকে তারা এজেন্ট বানাল বলল এই এলাকায় তোমরা আমাদের এজেন্ট তারা খুশি ।বানর ধরে আর ১০ টাকা করে বিক্রি করে ।
ওরা বানর খাঁচায় জমাচ্ছে ।
আস্তে আস্তে বানর কমতেসে আর ওরা ১০ টাকা করে বারাচ্ছে মানুষের মধ্যে বানরের বাণিজ্যের প্রতি আগ্রহ বারল সর্ব শেষ কিনল ৫০ টাকা করে ।
যখন বানর ৫/১০ পিস আছে তখন বলল আমরা বানর ৫০০ করে দিব সবাই চাকরি বাকরি, ক্ষেত খামার । পরাশুনা দোকান বাদ দিয়া বানর কিনার জন্য ছুটতে লাগল এর মধ্যে অই ১০ বানর শেষ । এখন বানরের বাজার এ বানর শুন্য !!!!
কিন্তু অই ধান্দা বাজেরা বানর দেয়ার জন্য সবাইকে বলতে লাগল , অনেক অনুরধ করল যে অনেক চাহিদা বানর দাও ৫০০ করে দিব...।।বানর তো নাই সবাই বানর খুজে !!!!
সবাই ভিটা বাড়ি , বউয়ের গয়না , বাজারের টাকা, ইশকুল কলেজের ফিশ , হাতের ঘড়ি, পকেটের মোবাইল সব বেইচা টাকা যোগাড় করল , বানর চাই অনেক মুনাফা !!!!
এর মধ্যে অই লোকেরা আরেক দালাল পাঠাল সে ৪০০ করে বানর দিতে পারবে তখন সবাই ভাবল যাক ৪০০ করে কিনব ৫০০ তে বিক্রি করব ১০০ করে প্রতি পিস এ মুনাফা ।
সবাই বানর কিনল ৪০০ করে ।
কিনা শেষ কিন্তু এখন যারা কিনবে তারা নাই ?????????
কোথাও নাই , কেন নাই আপ্নারা নিশ্ছই বুঝে গেছেন ??????????????
এইটা সিন্ডিকেট নির্দিষ্ট গুন এর বা জাত এর দাম বাড়াতে এই কাজ করা হয় ।
১)
অনেক পুরাতন সর্ব গ্রাশি প্লেয়ার দের দেখা যাচ্ছে নতুন রুপে , নতুন আঙ্গিকে
কেউ শো করছে , কেউ নর খুঁজে ???? কেউ মাদি খুঁজে পুরান মাল তাদের কাছে যা আছে তার আবার বাজার তৈরির চেষ্টা ?????????? যেমন অনেকেই অনেক জাত নিয়া খেইলা আবার গেছে গা । আমি আর আপনে ধরা খাইয়া কান্দি না পারি কইতে না পারি সইতে ??
১০/১৫/২০/৫০/১০০০০০ টাকা দিয়া জোড়া কিনছি অহন ৫০০ ও কয়না ????
২)
গিরিবাজে আছে ভুয়া জাত বিক্রি ,
বাজার থেকে কিনে নিজের অমুক জাত বলে বিক্রি ।
নির্দিষ্ট জাতের বিজ্ঞাপন দিয়া দালাল এর মাধ্যমে দাম এবং চাহিদা বাড়ানো , অনেকে পালা ছাইরা দিচে ১০ বছর আগে কিন্তু এখনও জাত বেচে , যার শেষও নাই ।
জীবনে টস করে নাই ২০/৫০/৭৫ কিলো এর জাত বিক্রি হইতাছে ।
টস / বাজিতে আসছে ২/৫ কবুতর , বাড়ীতে যাবেন যা দেখবেন সব ঐ জাতের ???? কোণোটা , ভাই, কোণটা খালা, কোণোটা মামা / কাকা , খালূ অভাব নাই ??
আরে ভাই যার থেকে নিবেন তার বিষয়ে আগে খোঁজ খবর নেন
তিনি মানুষ কি রকম ??
তার পাল্লায় কারা ছিল ??? তাদের সাহায্য নেন ??
তার কোন জাত এর কবুতর গুলি আসছে ???
কয়েকদিন গিয়ে অই জাত গুলি ভালভাবে চিনেন ???
ওদের বাবা মা ব্লাড লাইন কয় জোড়া আছে তাদের বাচ্চা কোন গুলি বা দেখতে কেমন হয় বুঝুন ????
ব্লাড লাইন ?
এক জাতের সব বা একজোড়ার সব বেবি একই রকম হয়না ।
অনেকেই ব্লাড লাইন কীণেণ দেখি ৫/১০০০০ দিয়া ??
পারলে যে পাল্লায় আসছে তাকে কিনুন ।
যে সব প্লেয়ার বেশি বেশি হাটে যায় ???
হাট থেকে বা লট কিনে তাদের থেকে জাত কেনা বন্ধ করুন ???
অনেকে নিজে কিনে না অন্য কাউকে দিয়ে কেনায় ???
অনেকে আরেক টু উন্নত ১০ পিস বাচ্চা নিলেন উনার জানা জাত দিল ৩ বাজার দিল ৭ ???
আমাদের ও দোষ আছে জানা নেই যাচাই নেই কল দিলাম ভাই ২০ পিস বাচ্চা দিয়েন ভাই ????
২০০ টাকার বাচ্চা কিনে এনেই পোস্ট দিলাম মরনের একটা শখ ছিল অমুক ভাইয়ের জাত পালুম , অনেক দিন দেখেছি আজ আনলুম সাধ মিটল ????
৩) হাই ফ্লাইয়ার কবুতরের নামে যা খুশি বিক্রি হচ্ছে ।
জীবনে উরায় নাই , উরা দেখে নাই কিন্তু ৮/১০ ঘণ্টা গ্যারান্টি দিয়া বিক্রি করতাছে ।
ক্রস দিয়া অরিজিনাল জাত বইলা বিক্রি করতাচে ।
যারা আমদানি করতাচে তারা নিজে রা ও শুধু মুনাফার জন্য মরিয়া , দুইটা পয়সার আরালে তাদের ও কিছু দায়িত্ব আছে টা তারা বেমালুম ভুলে যায়, তারা ভূলে যায় তাদের ও মৃত্যু হবে । তাদের ও হিসাব দিতে হবে । তারা নিজেরা ও জানে না কি আনতেছে ।
?
তাই উড়া দেখে কীণেণ দয়া করে । জাত যাই হোক ।
আর আমরা ও আছি আসতে দেরি নিতে দেরি নাই ? কার আগে কে নিবে...
8) এখন যে কোন কবুতর ৫০০ টাকার জিনিষ ৫০০০ টাকা হয় হয় ডি এস এল আর এ স্মার্ট ফোন এ ????
চিলার কালার হয় ডি এস এল আর এ আর মোবাইল এ ( মনের মাধুরি মিশিয়ে
একই কবুতর লাল ??
হলুদ ??
অরেঞ্জ ????
আপেল ???
আগুন চিলা ????(নতুন চিলা )
যে যা চায় বানিয়ে দিতে পারে , পরে ছবি আর বাস্তব মিলে না কিন্তু ধরা খায় আগাম টাকা দিয়া ।
এখন গোলা কবুতর ও চিলা চুইথাল ???
এখন গোলা কবুতর ও লালদম ????
এখন ঝপ্পা মুজা ও ব্রোঞ্জ ????
( এখন বেশির ভাগ চিলা পালক ফিতা পকেটে রাখে দৈনিক মুজা মাপ্তে হয় বাচ্চার একটু বড় হইলেই ব্রোঞ্জ )
মুজা একটু বড় হইলেই ব্রোঞ্জ ( ব্রোঞ্জ হল কালার এর নাম) ????? বার্লিন শর্ট ফেইস ব্রোঞ্জ এর ক্রস এখন চিলা ব্রোঞ্জ ????? পারেন ও আপ্নারা ?????
লাল পাত্তি ঃ
লাল পাত্তিতে আগের মত লাল আর পাত্তি নাই ??
উধাও মানে কি ???
মানে সহজ সবুজ গোলা ও লাল পাত্তি ????
জাতটা আমি ভালো চিনি না তাই আর বেশি কিছু কইলাম না ।
৫)
পাঙ্খি কবুতর নিয়ে একসময় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিছে একদল মানুষ , আবার নতুন রুপে তারা তৈরি করছে নতুন বাজার । অনেক কঠিন একটা ব্রিদ ( আমি একদম ই বুঝিনা এই জাত ) । শুনেছি র পাঙ্খি দিয়ে মডিফাই করে একে কাজ এ লাগাতে হয় ?? আর র পাঙ্খি কয়জন এর কাছে আছে টা বলা ও মুশকিল ।
অনেকেই কাপ্লেই পাঙ্খি মনে করে ( সব জাতেই কাপা কাপি আছে চিলা ??? খাকি ??? মুশালদম ) বা ছোট ঠোট বুলু চোখ হলেই মনে করে চরুই পাঙ্খি ???
বি ঃ দঃ
বানরের বানিজ্জ আবার সামনে কিন্তু ??????????????????
কারন টস / পাল্লা / টুর্নামেন্ট শুরু হচ্ছে ?????
নতুন নতুন ব্রিড ও আসতেছে শৌখিন কবুতরের ??? এখনো ??
বিক্রেতা পারবে না আপনাকে ঠকাতে যদি আপনি সেই সুযোগ করে না দেন ???
আপনি টাকার গরমে বা অবৈধ টাকা দিয়া ভুয়া জিনিস কিনলেন বা বাজার এর জিনিস ৩০০ টাকার বাচ্চা কিনলেন ৩০০০ টাকা পিস অমুক জাত তমুক জাত বইলা তাতে বাটপার জন্ম নিল এইটা আপনি তৈরি করলেন
আপনি লাভ করলেন নেট এ পোস্ট করলেন অমুক জাআত এর বাচ্চা ১৫০ কিলো ??? বাহবা পাইলেন আর যারা বুঝে ধরা খাইচেন তারা কয়না কারন তারাও ভাবে আহা আমি যদি ২/১ টা ......সেল দিবার পারি না হয় ভাবে যা হয় হউক আমার কি ?????
মনে রাখবেন আপনার একটি ভুল জন্ম দেয় একজন প্রতারক ক্ষতি হয় ১০ জনের ???? নষ্ট হয় এই কবুতর সমাজ ।
এবং আপনি তার জন্য দায়ী কারন মক্কেল না পাইলে বাটপার ভালো হইব , নেশা না পাইলে খাইতে পারবনা না কি কন ????
বেশি ক্ষতি করে আমাদের লোভ , তুরি মেরে বলে আরে ভাই ৫০০০০/১০০০০০/ ২০০০০০ টাকা খাটান মাসে বাচ্চা বিক্রি করবেন আর ২০/২৫০০০ খাড়া ???? আমরা লোভে পরে যাই ।
কবুতর বা তার জাত দেখে বুঝে যাচাই করে কিনুন ।
না বুঝলে চোখ কান খোলা রাখুন দেখুন বুঝুন..পরে কিনুন ।
সবার জন্য দোয়া রইল।
(সংগৃহীত)