HASIB Aviary

HASIB Aviary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HASIB Aviary, Pet service, Mirpur 11, Mirpur.

12.05.24
13/05/2024

12.05.24

01/05/2024
04/04/2024

রমজান মাসে ডিম থেকে বাহির হলো।আলহামদুলিল্লাহ ❤️‍🔥

আলহামদুলিল্লাহ বাজেরিগারের মাধ্যমে বাংলাদেশের বিশ্ব জয়!আমাদের পতাকা দেখা যায়????🇧🇩❤️
17/03/2024

আলহামদুলিল্লাহ
বাজেরিগারের মাধ্যমে
বাংলাদেশের বিশ্ব জয়!
আমাদের পতাকা দেখা যায়????
🇧🇩❤️

10.2.24
05/03/2024

10.2.24

27/01/2024

আপনি জন্মগ্রহণ করেই ভাত খাইছেন???

উত্তর- না! তাহলে পাখির বাচ্চারে চিনা কাউন দেন ক্যারে????????

আপনার বাচ্চা লালনপালন করতে দেখেন নাই,একটু বাড়তি যত্ন নিতে হয়।পাখির বাচ্চার বেলায় না ক্যারে???

পাখির বাচ্চার ব্যাপারে আহ্লাদি না করে কিছু জিনিস নিশ্চিত করেন-

* পাখির বাবা মাকে অবশ্যই নরম খাবার মানে এগফুড খাওয়ানোর অভ্যাস করতে হবে( আমার পাখি খায় না, এই সমস্ত কথা গ্রহণযোগ্য না)

* বাচ্চা যেদিন হবে সেই দিন থেকে ৭-১০ দিন প্রোবায়োটিক খাওয়াতে হবে

* পাখি বাচ্চার বাসস্থান মানে হাড়ির নিরাপত্তা দিতে হবে,হাড়িতে যেন পায়খানা জমে না যায়,তেলাপোকা বা অন্যকিছু না ঢুকে

* যে সমস্ত ব্রীডার পাখিকে এগফুড খাওয়াতে ব্যর্থ তাদের অবশ্যই ক্যানারি সীড বাড়িয়ে দিতে হবে বাচ্চা হলে( যদি এগফুড বা সফটফুড না খাওয়াতে পারেন,তাহলে আপনি কোন জাতেরই ব্রীডার না)

* উকি দিবেন কম বাচ্চা দেখার জন্য

* দরকার হলে বাচ্চা বের করবেন কিন্তু তা ১ মিনিটের বেশী না হয় কারন ছোট বাচ্চার তাপ লাগে ও চোখ বাহিরের তীব্র আলোতে কষ্ট হয়

* নিজের পাখি মানে নিজের আইডেন্টিটি থাকা উচিত, তাই লেগরিং কালচার শুরু করেন আপনার এভিয়ারিতে

* বাচ্চা বয়সের যে যত্ন নিবেন তার সুফল পাবেন বড় হলে

❤️‍🔥Hasib Aviary❤️‍🔥

25/01/2024

#হঠাৎ_বৃষ্টি_এবং_আমাদের_করনীয়।

বৃষ্টির কারনে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ার দরুন,পাখি অসুস্থ হয়ে যাওয়ার আশংকা রয়েছে।
পাখি কম তাপমাত্রায় মানিয়ে নিতে পারলেও এই বৈচিত্রপূর্ণ আবহাওয়ার কারনেই অসুস্থ হয়ে যায় মূলত।
অতএব পাখির এ সময় একটু বাড়তি যত্নের কোন বিকল্প নেই।

👉 পাখিকে আদা, তুলসি ও মধুর দ্রবণ তৈরী করে খেতে দিন।

👉হালকা লিকারের চা দিতে পারেন।

👉রাতে বৃষ্টি হলে বা ভোরে বৃষ্টি থাকলে হালকা কুসুম গরম পানি দিন।

👉টানা বৃষ্টির দিনে,,একদিন পর পর এগফুড দিন। তবে প্রতিদিন শাক-সবজি দেয়া থেকে বিরত থাকুন।

👉 এসময় acv কোর্সটা করাতে পারেন।
২৫০ গ্রাম পানিতে acv ৩মিলি টানা ৩ দিন।

👉বৃষ্টিতে যেন পাখি না ভিজে সেদিকে খেয়াল রাখুন।

👉বৃষ্টিতে পাখি কোন ভাবে ভিজে গেলে, ৪০/৬০ ওয়াটের বাল্বের নিচে কিছু সময়ের জন্য হিটে রাখবেন।

👉ভাল মানের সিডমিক্স দিবেন। এবং খাঁচায় সবসময় ক্যাটলফিসবোন ও মিনারেল সাপ্লিমেন্টারী দিয়ে রাখবেন।

👉নিয়মিত কেজ,খাবার বাটি ও পানির পট পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

ঘরে থাকুন,নিরাপদে থাকুন
নিরাপদ ও সুস্থ থাকুক
সবার ভালবাসার পাখিগুলোও।

_______________Hasib Aviary

29/12/2023

#অনেক দিন ধরে বাজেরিগার পাখি পালন করছেন কিন্তু সফল হতে পারেন নাই,

তাহলে আপনি কি করবেন?

১.নিজের সেটাপ চেঞ্জ করুন, মানে কোন বাজেরিগার ব্রীডারের কোন ফার্ম ভিজিট করুন আর আপনার ভুল গুলি ঠিক করুন।

২.খাঁচা সঠিকভাবে ঝুলাতে হবে খাচা অবশ্যই মেঝেতে না,আপনার আই লেভেলে সমান রাখুন ( মেঝে থেকে ৩ফিট উপরে সেটাপ করেন।)

৩.হাড়ী ঝুলানো সঠিক হতে হবে। যেমন পাখির লাঠি ও হাড়ীর মুখ সমান্তরালে থাকবে যাতে পাখি সহজে ঢুকতে পারে হাড়ীতে।পাখি যেন হাড়ির উপরে না বসতে পারে।কারন পাখি বেশীর ভাগ সময় ব্রীডিং বাদ দিয়ে হাড়িতে বসে থাকবে।

৪.পাখির বসার লাঠি শক্ত করে বেধে দিন।একটি ব্রীডিং কেইজে ১ টাই লাঠি থাকতে হবে।

৫.এক জোড়া পাখি থাকলে আরো ২-৪/জোড়া বাজেরিগার যুক্ত করুন আপনার এভিয়ারিতে।এতে পাখি তার পরিবেশ পায়।কারন বাজেরিগার ১০০% সামাজিক পাখি।

৬.হাড়ী শুধুই ব্রীডিং এর সময় দিন।

৭.পাখির কেইজ মানুষের চলাচল থেকে একটু আলাদা রাখুন তবে একবার বাচ্চা দেয়া শুরু করলে পরে চৌকির নিচে বাজেরিগার ডিম দেই।

৮.মিনারেল ব্লক(M&A মিনারেল ব্লক),ভিটা ব্লক ও সাগরের ফেনা সব সময় কেইজে দিয়ে রাখুন।

#উপরের সব কিছু করেছি কিন্তু রেজাল্ট জিরো!

তাহলে আপনি কি করবেন?

- এডাল্ট সব বাজেরিগার ছেলে-মেয়ে আলাদা কেইজে রাখুন ১ মাস।এই ১ মাস আপনি কি করবেন?

#যেকোন একটি ক্রিমি নাশক পাখিকে খেতে দিন।

# সপ্তাহে ২-৩ দিন এগফুড খেতে দিন,মাঝে মাঝে শাকসবজি দিন।

# অবশ্যই সজনে পাতা ১ দিনপর পর।

#এক মাস শেষ হলে সব ছেলেমেয়ে এক খাচায় রাখেন আর দূর থেকে দেখুন কার সাথে কার জোড়া হয়, সেই অনুযায়ী আলাদা কেইজে রাখুন। ১-৫ দিন ভাল মানের মাল্টি ভিটামিন দিন।এরপর হাড়ি দিন।এরপর ৫ দিন ক্যালসিয়াম দিন।এই নিয়মটা শুধুই নতুনদের জন্য।পরে সে নিজেই অনেক কিছু শিক্ষে যাবে।

( ভাল লাগলে বা উপকার হলে কমেন্ট,তাহলেই নতুন লেখা পাবেন ইনশাআল্লাহ।)

29/12/2023

আতশবাজির আওয়াজ শুরু হলে কি করবেন ?

*ডিসেম্বরের ৩১ তারিখের রাতে পাখির ঘরে অবস্থান করেন,এতে পাখিগুলি আপনাকে দেখে বিচলিত হবে না বা ভয় কম পাবে!

** পাখির রুমে পটকার আওয়াজ যেন কম যায়,তার ব্যবস্থা করা।রুম বন্ধ করে দিন!

*** বারান্দায় পাখি যারা পালন করে,কম পাখি থাকলে ঘরে নিয়ে আসুন।নাহলে বারান্দায় আপনি লাইট জ্বালিয়ে পাখির সামনে থাকুন!

# ভাল থাকুক আপনার পাখি।❤️

26/11/2023

শীতকালের জন্য হট টিপস .......
আপনার পাখি নিয়ে ...
কোন চিন্তা আপনাকে করতে হবে না , শুধু নিচের কাজ গুলি করেন -
১। আপনার পাখির ঘরের তাপমাত্রা ২৫ এর নিচে না নামে তার ব্যবস্থা রাখতে হবে ।
২। স্বাভাবিক সীড মিক্স থাকবে, আলাদা পটে কিছু গুজি তিল, সূর্যমুখী ফুলের বীজ , তিশি, সরিষা দিয়ে রাখবেন ।
৩।সপ্তাহে ১ দিন
ভিটামিন AD3E পাখিকে খাওয়াতে হবে ,১লিটার পানিতে ১-২ মিলি।
৪। ভিটামিন এ যুক্ত খাবার পাখিকে দিবেন

** আপনার প্রিয় পাখিকে শীত থেকে নিরাপদ রাখেন, কারন সে আপনাকে আনন্দ দেয়

11/11/2023

আপনি জানেন কি?
লন্ডনে চার্লি নামের বাজেরিগার ২৯ বছর বেঁচে ছিল।১৯৪৮ সালে তার জন্ম ও মারা গেছে ২০ই জুন ১৯ ৭৭।
**যেখানে বাজেরিগারের গড় আয়ু ৫-১০ বছর।

new brid
30/10/2023

new brid

23/07/2023

যারা পাখি পালেন তারা অবশ্যই ২০ টাকা কেজি খাবার খাওয়ান না পাখি কে,অসুস্থ হলে মেডিসিন না দিয়ে এমনে বসাইয়া রাখেন না,৫০ টাকা দামের খাঁচায় বড় বড় পাখি রাখেন না বা পাখি গুলো বিনামূল্যে রাস্তায় পান না !
যে মানুষ পাখি পালে সে জানে পাখির খরচ !
বাজরিগর বা ককাটেল পাখির খাবার কেজি ১২০-১৮০ টাকা !
খাচা নিজেরা বানিয়ে নিলে ৩ থেকে ৪ হাজার টাকা পরে ৪ তলা একটা খাঁচা
মেডিসিনের খরচ,সাথে এগ ফুড থেকে শুরু করে রেগুলার অনেক খরচ এই পাখির পিছনে !
তারপর সেল করার সময় ৭/৮ হাজারের পাখির দাম শুনে বিক্রেতার অজ্ঞান হয়ে যেতে হয় !
ভাই কেনো? পাখি কি বিনামূল্যে পালে মানুষ? খরচ গুলা কি আকাশ থেকে পরে? এটলিস্ট এমন দাম বলুন যেটা মানানসই ! ৭ হাজারের পাখি আপনি ২ হাজার বললে আপনার বাপ ভাই ও দিবে না !
যেখানে এই পাখির পিছনে খরচের শেষ নাই !
তাই এইসব জ্ঞান না থাকলে বিক্রেতাদের মুখে কথা শুনার জন্য মেসেজ দিবেন না ! আপনার কাছে দাম বেশি মনে হলে সাইড কাটবেন উল্টাপাল্টা দাম বলে নিচু না হয়ে !
ধন্যবাদ !

আপনি জানেন কি?বাজেরিগার প্রথম খাঁচায় ডিম বাচ্চা করে ১৮৫০ সালে।প্রায় ১৭৩ বছরের ইতিহাস! (Budgerigars have been bred in cap...
07/06/2023

আপনি জানেন কি?
বাজেরিগার প্রথম খাঁচায় ডিম বাচ্চা করে ১৮৫০ সালে।প্রায় ১৭৩ বছরের ইতিহাস!
(Budgerigars have been bred in captivity since the 1850s)

28/3/23
28/03/2023

28/3/23

3/3/23
18/03/2023

3/3/23

মাস্টার  জোড়া ডিম দিয়েছে🥰🥰🥰🥰
27/02/2023

মাস্টার জোড়া ডিম দিয়েছে🥰🥰🥰🥰

04/08/2022
New
01/08/2022

New

Address

Mirpur 11
Mirpur

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801779914147

Website

Alerts

Be the first to know and let us send you an email when HASIB Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HASIB Aviary:

Videos

Share

Category