Meew.pet

Meew.pet Meew.Pet is an online platform that provides pet supplies and pet doctor services.

Order online and get delivery in Bangladesh, or consult with our expert pet doctors online or offline.

26/03/2024
Love your pet ❤️
25/03/2024

Love your pet ❤️

𝗪𝗵𝗮𝘁 𝗱𝗼 𝘆𝗼𝘂 𝘁𝗵𝗶𝗻𝗸??
22/03/2024

𝗪𝗵𝗮𝘁 𝗱𝗼 𝘆𝗼𝘂 𝘁𝗵𝗶𝗻𝗸??

21/03/2024

আলহামদুলিল্লাহ
বরকতময়
ফযর

আপনার ঘরে কোন পোষা প্রাণীটি আছে বা ঘরে রাখলে কোন পোষা প্রাণীটা রাখতে চান--কমেন্টে জানান
21/03/2024

আপনার ঘরে কোন পোষা প্রাণীটি আছে বা ঘরে রাখলে কোন পোষা প্রাণীটা রাখতে চান--কমেন্টে জানান

⚠️  𝗛𝗼𝗹𝗱 𝗼𝗻 পোস্টটি সম্পূর্ণ না পড়লে আপনার বিড়াল 𝗧𝗵𝗿𝗲𝗮𝘁 বা বিপদ এর মধ্যে থাকবে।🌿আপনারা কি জানেন, আপনাদের পোষা বিড়ালকে ক...
20/03/2024

⚠️ 𝗛𝗼𝗹𝗱 𝗼𝗻 পোস্টটি সম্পূর্ণ না পড়লে আপনার বিড়াল 𝗧𝗵𝗿𝗲𝗮𝘁 বা বিপদ এর মধ্যে থাকবে।

🌿আপনারা কি জানেন, আপনাদের পোষা বিড়ালকে কতটুকু খাবার খাওয়ানো উচিত একদিনে?

😺আমরা যারা আমাদের আদরের বিড়ালকে খাওয়াই তখন ভাবি যে এত কম খেলে কি ওদের পেট ভরবে কি!

🔰আসলে আমাদের জানতে হবে বিড়াল খায় কতটুকু এবং দিনে কয়বার তাদের খাবার দিতে হবে।

𝗙𝗶𝗿𝘀𝘁𝗹𝘆 বিড়ালের খাবারের পরিমাণ ও সময় বিভিন্ন কারণে পরিবর্তন করতে পারে, কিন্তু সাধারণত বিড়ালের দৈনন্দিন খাবারের পরিমাণ ৮০-১২০ গ্রাম খাবার এবং সময় সকালে এবং সন্ধ্যায় হতে পারে। তবে, এটা পরিবর্তন করতে পারে যদি বিড়াল বেশি কাজ করে বা গতি অনুযায়ী আরো খাবার প্রয়োজন হয়। এই অতিরিক্ত খাবার দুপুর বেলা খাওয়ানো যেতে পারে।

𝗦𝗲𝗰𝗼𝗻𝗱𝗹𝘆 বিড়ালের ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে, তার সামনে সবসময় খাবার দিয়ে রাখা যাবে না। একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট পাত্রে খাবার দিয়ে দিতে হবে, পরবর্তীতে ৩০মিনিট পর খাবারের পাত্রটি সরিয়ে নিতে হবে। এতে করে খাবারের অপচয় এবং খাবারের প্রতি অনীহা সৃষ্টি হবে না।

𝗧𝗵𝗶𝗿𝗱𝗹𝘆 প্রতি বেলা ভিন্ন ভিন্ন খাবার দেয়ার চেষ্টা করতে হবে এবং তা যেনো বাসি খাবার না হয় খেয়াল রাখতে হবে। এক বেলার খাবার অন্য বেলায় দেয়া যাবে না এবং অবশিষ্ট খাবার অবশ্যই ফেলে দিতে হবে।

𝗙𝗼𝘂𝗿𝘁𝗵𝗹𝘆 এই গরমে আপনার বিড়ালকে যথেষ্ট পানি খেতে দিন। বিড়াল অন্যান্য প্রাণীদের তুলনায় পানি কম পান করে তাদের কিডনিতে কম নেফ্রন থাকায় পানির চাহিদা কম এবং মুত্র ও কম হয়। তাই যদি সে নিজ থেকে পানি না পান করে তাহলে আপনরা জোর করে পানি খাওয়াবেন মুখে দিয়ে দিয়ে।

✅এখন প্রশ্ন জাগতে পারে আমরা কি খাওয়াতে পারি তাহলে তাদের!!!!

বিড়াল মাংসাশী প্রাণী। তারা মাংস খেতে খুব পছন্দ করে। এই মাংস আমরা সিদ্ধ করে খাওয়াতে পারি। সিদ্ধ করা পানীয় অংশটুকুও দিতে পারি। মুরগির যাবতীয় অংশবিশেষ সব স্টক বানিয়ে খাওয়াতে পারি। মাছ ও হালকা লবণ দিয়ে সিদ্ধ করে দিতে পারি। এছাড়াও অন্যান্য আমরা মানুষ যা খাই তাদেরও তা খাওয়াতে পারি কিন্তু হজম অযোগ্য বা শক্ত কিছু তাদের খাওয়ানো উচিত নয় যা বদহজম থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য তৈরি করতে সম্ভব।
আপনার পোষ্য বিড়ালকে ক্যাটফুড যতটা সম্ভব কম দিন। যদিও এতে ব্যালান্সড খাদ্য উপাদান সব থাকায় বিড়ালের গ্রোথ ও শারীরিক অবস্থা ভালো থাকে কিন্তু এই ক্যাটফুড দিলে অন্য বাসায় বানানো খাবারে অনীহা থাকে কিছুটা! ইউরিন ও বাধাপ্রাপ্ত হতে পারে ব্লাডার এ পাথর হওয়ার জন্য।

তাই আপনার বিড়ালকে পরিমাণমত খাওয়াবেন । মনে রাখবেন অতিরিক্ত খাবার স্থূলতা, ডায়বেটিস সহ বিভিন্ন ধরনের রোগ হতে পারে। তাই পরিমাণমত খাবার দিন । নিয়মিত ৩ মাস পরপর কৃমিনাশক ঔষধ খাওয়ান। সুস্থ রাখুন নিজের পোষ্য বিড়ালকে। ধন্যবাদ।

𝗡𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗖𝗵𝗶𝗹𝗱𝗿𝗲𝗻 𝗗𝗮𝘆1➐ 🅜🅰🅡🅲🅗 ➋0➋4 #𝖕𝖊𝖙𝖈𝖆𝖗𝖊  #𝖕𝖆𝖓𝖉𝖆  #𝖛𝖊𝖙𝖒𝖊𝖉𝖎𝖈𝖎𝖓𝖊  #𝖛𝖊𝖙  #𝖕𝖆𝖓𝖉𝖆𝖑𝖔𝖛𝖊𝖗𝖘  #𝖕𝖆𝖓𝖉𝖆𝖑𝖎𝖋𝖊  #𝖈𝖆𝖙𝖑𝖔𝖛𝖊𝖗𝖘  #𝕻𝖆𝖓𝖉𝖆𝕭𝖊𝖆...
17/03/2024

𝗡𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗖𝗵𝗶𝗹𝗱𝗿𝗲𝗻 𝗗𝗮𝘆
1➐ 🅜🅰🅡🅲🅗 ➋0➋4
#𝖕𝖊𝖙𝖈𝖆𝖗𝖊 #𝖕𝖆𝖓𝖉𝖆 #𝖛𝖊𝖙𝖒𝖊𝖉𝖎𝖈𝖎𝖓𝖊 #𝖛𝖊𝖙 #𝖕𝖆𝖓𝖉𝖆𝖑𝖔𝖛𝖊𝖗𝖘 #𝖕𝖆𝖓𝖉𝖆𝖑𝖎𝖋𝖊 #𝖈𝖆𝖙𝖑𝖔𝖛𝖊𝖗𝖘 #𝕻𝖆𝖓𝖉𝖆𝕭𝖊𝖆𝖗 #𝖕𝖊𝖙𝖒𝖊𝖉𝖎𝖈𝖎𝖓𝖊

𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗣𝗮𝗻𝗱𝗮 𝗗𝗮𝘆 🐼🐼🌿🌿☘️☘️1➏ 🅜🅰🅡🅲🅗 ➋0➋4 #𝖕𝖊𝖙𝖈𝖆𝖗𝖊  #𝖕𝖆𝖓𝖉𝖆  #𝖛𝖊𝖙𝖒𝖊𝖉𝖎𝖈𝖎𝖓𝖊  #𝖛𝖊𝖙  #𝖕𝖆𝖓𝖉𝖆𝖑𝖔𝖛𝖊𝖗𝖘  #𝖕𝖆𝖓𝖉𝖆𝖑𝖎𝖋𝖊  #𝖈𝖆𝖙𝖑𝖔𝖛𝖊𝖗𝖘...
17/03/2024

𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗣𝗮𝗻𝗱𝗮 𝗗𝗮𝘆 🐼🐼🌿🌿☘️☘️
1➏ 🅜🅰🅡🅲🅗 ➋0➋4
#𝖕𝖊𝖙𝖈𝖆𝖗𝖊 #𝖕𝖆𝖓𝖉𝖆 #𝖛𝖊𝖙𝖒𝖊𝖉𝖎𝖈𝖎𝖓𝖊 #𝖛𝖊𝖙 #𝖕𝖆𝖓𝖉𝖆𝖑𝖔𝖛𝖊𝖗𝖘 #𝖕𝖆𝖓𝖉𝖆𝖑𝖎𝖋𝖊 #𝖈𝖆𝖙𝖑𝖔𝖛𝖊𝖗𝖘 #𝕻𝖆𝖓𝖉𝖆𝕭𝖊𝖆𝖗 #𝖕𝖊𝖙𝖒𝖊𝖉𝖎𝖈𝖎𝖓𝖊

✅ বাসায় কে কে খরগোশ পালেন?? #𝕽𝖆𝖇𝖇𝖎𝖙𝕮𝖆𝖗𝖊  #𝖕𝖊𝖙𝖗𝖆𝖇𝖇𝖎𝖙  #𝖕𝖊𝖙𝖈𝖆𝖗𝖊  #𝖗𝖆𝖇𝖇𝖎𝖙  #𝖈𝖆𝖙𝖑𝖔𝖛𝖊𝖗𝖘  #𝖛𝖊𝖙  #𝖛𝖊𝖙𝖒𝖊𝖉𝖎𝖈𝖎𝖓𝖊  #খরগোশ  #𝖗𝖆𝖇𝖇𝖎𝖙...
15/03/2024

✅ বাসায় কে কে খরগোশ পালেন??
#𝕽𝖆𝖇𝖇𝖎𝖙𝕮𝖆𝖗𝖊 #𝖕𝖊𝖙𝖗𝖆𝖇𝖇𝖎𝖙 #𝖕𝖊𝖙𝖈𝖆𝖗𝖊 #𝖗𝖆𝖇𝖇𝖎𝖙 #𝖈𝖆𝖙𝖑𝖔𝖛𝖊𝖗𝖘 #𝖛𝖊𝖙 #𝖛𝖊𝖙𝖒𝖊𝖉𝖎𝖈𝖎𝖓𝖊 #খরগোশ #𝖗𝖆𝖇𝖇𝖎𝖙𝖑𝖎𝖋𝖊
#𝖗𝖆𝖇𝖇𝖎𝖙𝖗𝖊𝖘𝖈𝖚𝖊 #𝖗𝖆𝖇𝖇𝖎𝖙𝖕𝖗𝖔𝖉𝖚𝖈𝖙

𝗥𝗮𝗺𝗮𝗱𝗮𝗻 𝗸𝗮𝗿𝗲𝗲𝗺 ❤️🌙🌙❤️
13/03/2024

𝗥𝗮𝗺𝗮𝗱𝗮𝗻 𝗸𝗮𝗿𝗲𝗲𝗺 ❤️🌙🌙❤️

𝗩𝗶𝗰𝘁𝗼𝗿𝘆 𝗗𝗮𝘆 𝗼𝗳 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵 বিজয় দিবসের শুভেচ্ছা ❤️😺❤️🩺
16/12/2023

𝗩𝗶𝗰𝘁𝗼𝗿𝘆 𝗗𝗮𝘆 𝗼𝗳 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵
বিজয় দিবসের শুভেচ্ছা ❤️😺❤️🩺

𝗩𝗮𝗰𝗰𝗶𝗻𝗲 🩺💉🩹🩸😺বিভিন্ন কারণে শীতকালে বিড়ালদের জন্য টিকা দেওয়া গুরুত্বপূর্ণ:1. শীতকাল এমন একটি সময় হতে পারে যখন শ্বাসযন্...
14/12/2023

𝗩𝗮𝗰𝗰𝗶𝗻𝗲 🩺💉🩹🩸😺
বিভিন্ন কারণে শীতকালে বিড়ালদের জন্য টিকা দেওয়া গুরুত্বপূর্ণ:

1. শীতকাল এমন একটি সময় হতে পারে যখন শ্বাসযন্ত্রের সংক্রমণ সহ নির্দিষ্ট কিছু রোগ বেশি দেখা যায়। টিকা বিড়ালদের মধ্যে সংক্রামক রোগের বিস্তার রোধ করতে সাহায্য করে।

2. শীতকালে বিড়ালরা বাড়ির ভিতরে বেশি সময় কাটাতে পারে, যা অন্যান্য বিড়ালের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের দিকে নিয়ে যেতে পারে। টিকাদান তাদের এমন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে যা সহজেই সীমাবদ্ধ স্থানে ছড়িয়ে পড়তে পারে।

3. ঠান্ডা আবহাওয়া বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতাকে চাপ দিতে পারে, যা তাদের সংক্রমণের জন্য আরও সংবেদনশীল করে তোলে। টিকাদান প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এই দুর্বল সময়ে অতিরিক্ত সুরক্ষা প্রদান করে।

4. বিড়াল, বিশেষ করে যারা কাছাকাছি থাকে, তারা ফেলাইন হারপিসভাইরাস এবং ক্যালিসিভাইরাসের মতো শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকিতে থাকতে পারে। শীতকালীন এই সাধারণ অসুস্থতা প্রতিরোধে টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

5. এমনকি গৃহমধ্যস্থ বিড়ালও শীতকালে বাইরের উপাদানের সংস্পর্শে আসতে পারে। ভ্যাকসিনেশন তাদের এমন রোগ থেকে রক্ষা করে যা তারা ভুলবশত বাইরে বের হলে তাদের সম্মুখীন হতে পারে।

নিয়মিত ভেটেরিনারি চেক-আপ এবং একজন পশুচিকিত্সকের সাথে আলোচনা আপনার বিড়াল যে নির্দিষ্ট ঝুঁকির মুখোমুখি হতে পারে তার উপর ভিত্তি করে একটি টিকা দেওয়ার সময়সূচী তৈরি করতে পারে, বয়স, স্বাস্থ্য এবং পরিবেশগত অবস্থার মতো বিষয়গুলি বিবেচনা করে। তাই আপনার আদরের প্রিয় পোষ্যদের যত্ন নিন সময়মতো ভেট চিকিৎসক দের সরণাপন্ন হয়ে আজই টিকা দিয়ে নিন এবং সুস্থ রাখুন তাদের এবং নিজে নিশ্চিন্তে হাসিখুশি থাকুন তাদের নিয়ে।
Meew পরিবার সর্বদা আপনাদের পরিষেবায় নিয়োজিত থাকবে। ধন্যবাদ।

10/12/2023

😺😺শীতকালে আমাদের প্রিয় পোষাপ্রাণীর যত্ন! ❄️🐾

সবাইকে শীতকালে বিশেষভাবে আমাদের পেটসহ আমাদের হৃদয়পূর্বক সচেতন থাকতে হবে। এখানে কিছু সূচনা:

🌿🌿গরম আসন: আপনার পেটকে গরম ও সুবিধাজনক আসন দিন, যেন তার ঠান্ডা বাতাস বাড়তে না পারে।

🌿🌿ঠান্ডার বিরুদ্ধে সুরক্ষা: তারপরেও ঠান্ডার থেকে তাকিয়ে রাখার জন্য ওড়না বা সোফা দিতে পারেন।

🌿🌿শীতকালে ঠান্ডা জল: তার জন্য ঠান্ডা জলের বাটি দিতে ভুলবেন না, এটি প্রকৃতির কোলের ব্যবস্থা করতে সাহায্য করতে পারে।

🌿🌿সুস্থ খাদ্য: আপনার পেটকে শীতকালে সুস্থ খাদ্য প্রদান করুন, এবং তার পোষণের যত্ন নিন।

এই শীতকালে, আপনার পেটকে ভালো থাকার জন্য কাজ করতে হবে! 🐶❤️

09/12/2023

𝗛𝗮𝗹𝗹𝗼 𝗣𝗲𝘁 𝗟𝗼𝘃𝗲𝗿𝘀
আপনারা জানেন কি
আন্তর্জাতিক বিড়াল দিবস কবে?

07/12/2023

Pet দুনিয়ায় আপনাদের স্বাগতম
❤️😺❤️

Address

Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Meew.pet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share