28/07/2022
ব্যবহার ক্ষেত্র : গবাদিপশুর নাক দিয়ে তীব্র পানি ঝড়া , কফ , কাঁশি , শ্বাসকষ্ট , শ্বাসপ্রশ্বাসের সময় বুকে অস্বাভাবিক শব্দ , বুকে ব্যথা , শ্বাসতন্ত্রের সংক্রমন , নিউমোনিয়া , ফুসফুসের 13 শ্বাসনালীর প্রদাহ , আটকে পড়া কফ নিঃস্বরন , শ্বাসনালীর সংক্রমনে এন্টিবায়োটিক চিকিৎসার সহযোগী হিসাবে কফ ভেট ব্যবহারে কার্যকর ফল পাওয়া যায় । পোল্ট্রির ক্ষেত্রে ঃ ইনফেকশাস করাইজা , সি আর ডি , সি সি আরডি , ইনফেকশাস ব্রঙ্কাইটিস , ল্যারিংগোট্রাকিআইটিস চিকিৎসা ও প্রতিরোধ শ্বাসনালীর রোগ প্রতিরোধে সফলতা পাওয়া যায় ।
প্রয়োগ মাত্রাঃ বড় প্রাণিতে : ০.৫ মি.লি / ১ কেজি দৈহিক ওজনের জন্য দৈনিক ২ বার ৪-৫ দিন । ছোট প্রাণিতে ০.৩ মি.লি / ১ কেজি দৈহিক ওজনের জন্য দৈনিক ২ বার ৪-৫ দিন । পোল্ট্রি : ১ মিলি / ১ লিটার খাবার পানিতে অথবা বাচ্চার ক্ষেত্রে : প্রতি ১০০ টি মুরগীর বাচ্চার জন্য স্টারটার ২ মি.লি , গ্রোয়ার ৫ মি.লি. , ফিনিশার ৭ মিলি সকালের পানিতে ৫-৭ দিন খাওয়াতে হবে । ♦ প্রয়োজনে রেজিষ্টার্ড প্রাণিচিকিৎসকের পরামর্শ নিতে হবে । 🔺 #ভেটেরিনারি #ঔষধ