Mr. Vet. NIHON Parvez

Mr. Vet. NIHON Parvez Veterinarian| Traveller

তারপর!‼️
24/01/2025

তারপর!‼️

‼️সাদা অ্যাপ্রন, গ্লাভস আর ল্যাবের আলো♦️ল্যাবের প্রতিটি মুহূর্ত যেন একেকটা রহস্য উন্মোচনের গল্প। 🧪✨
15/01/2025

‼️সাদা অ্যাপ্রন, গ্লাভস আর ল্যাবের আলো
♦️ল্যাবের প্রতিটি মুহূর্ত যেন একেকটা রহস্য উন্মোচনের গল্প। 🧪✨

📍এসো দেশ বদলাইপৃথিবী বদলাই
13/01/2025

📍
এসো দেশ বদলাই
পৃথিবী বদলাই

গাভীর ওলান ফুলা/প্রদাহ/ ম্যাসটাইটিস রোগ নিয়ন্ত্রণ এবং চিকিৎসা🔺🔺🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹সুপ্রিয় খামারীবৃন্দ,গাভীর ওলান প্রদ...
12/01/2025

গাভীর ওলান ফুলা/প্রদাহ/ ম্যাসটাইটিস রোগ নিয়ন্ত্রণ এবং চিকিৎসা🔺🔺
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

সুপ্রিয় খামারীবৃন্দ,

গাভীর ওলান প্রদাহ বা ম্যাস্টাইটিস রোগ নিয়ন্ত্রণ করে খামারকে রক্ষা করুন।

🔺গাভীর ওলান ফুলা/প্রদাহ/ম্যাসটাইটিস কি?

গাভীর ওলান ফুলা/প্রদাহ/ম্যাসটাইটিস (Mastitis) হল গাভীর স্তনে প্রদাহ, যা সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্যান্য জীবাণুর সংক্রমণের কারণে হয়। এই রোগটি গাভীর দুধ উৎপাদন প্রক্রিয়াকে প্রভাবিত করে এবং গাভীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ম্যাস্টাইটিস সাধারণত গাভীর স্তনের শীর্ষ বা অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে হয়ে থাকে এবং এটি দুধের গুণমান কমিয়ে দেয়।
📍দ্রুত উপযুক্ত চিকিৎসার অভাবে গরুর ওলান আংশিক বা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে।
📍কারন একটি খামার ধ্বংস হওয়ার পিছনে এটি সবচেয়ে বড় কারন।এ রোগ একটি গাভীর যে কোনো সময় হতে পারে তবে বাছুর প্রসবের পরেই গাভী বেশি আক্রান্ত হয়।

🔺গাভীর ওলান ফুলা/প্রদাহ/ম্যাসটাইটিসের লক্ষণসমূহ:
🔥ওলান ফুলে গরম হয়: গাভীর স্তন ফুলে গিয়ে গরম হয়ে যায়।
🔥ব্যথা হয়: স্তনে ব্যথা অনুভূত হয়।

❎ দুধ কমে যায় বা বন্ধ হয়ে যায়: স্তনের প্রদাহের কারণে দুধ কমে যেতে পারে অথবা একেবারে বন্ধ হয়ে যেতে পারে।
🔥দুধের রং বদলায়: দুধের রং পুজের মত বা রক্ত মিশ্রিত হতে পারে, কখনও টাটকা রক্তও বের হতে পারে।

✅✅ তীব্র প্রদাহ হলে
🔥ওলান লাল, শক্ত এবং ফুলে যায়।
🔥গরম ও ব্যথা হয়।
🔥দুধে পুঁজ বা রক্ত মিশে যেতে পারে।
🔥গায়ে জ্বর থাকতে পারে।
🔥খাবার খেতে অরুচি থাকে
⚠️ওলান পচে যেতে পারে এবং গাভী মারা যেতে পারে❎
❎পুরাতন সমস্যা হলে দুধের উৎপাদন কমে যায়, অনেক সময় ছানা বা জমাট বাঁধা দুধ দেখা যায়।
🔥ওলান শক্ত হয়ে যেতে পারে।

♻️কিভাবে এই রোগ ছড়ায়??‼️‼️‼️

‼️ভেজা পরিবেশ:
মেঝে যদি অনেক সময় ভিজে থাকে, তাহলে এতে জীবাণু বৃদ্ধি পেতে পারে এবং ওলানে সংক্রমণ হতে পারে।
‼️দুধ দোহনের উপকরণ:
যদি দুধ দোহনের যন্ত্র বা হাত ভালোভাবে পরিষ্কার না করা হয়, তা থেকেও জীবাণু ওলানে পৌঁছাতে পারে।
‼️আঘাত বা ক্ষত:
ওলানে বা বাঁটে কোনো আঘাত বা ক্ষত হলে সেখান থেকে সংক্রমণ হতে পারে।
‼️দীর্ঘ সময় দুধ জমে থাকা:
যদি অনেক সময় দুধ ওলানে জমে থাকে, তাহলে এটি প্রদাহ সৃষ্টি করতে পারে।
‼️অপ্রত্যাশিত বস্তু প্রবেশ:
বাঁটে কোনো কিছু প্রবেশ করালেও ওলানে সংক্রমণ হতে পারে।

💠💠 চিকিৎসা ✅✅

✅দ্রুত সনাক্তকরণ:
আক্রান্ত প্রাণীর লক্ষণগুলো শনাক্ত করে অভিজ্ঞ ভেটেরিনারি সার্জনের বা নিকটস্থ প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করুন।
✅ভেটেরিনারি সার্জনের পরামর্শ:
ভেটেরিনারি সার্জন রোগ নির্ণয় করে দ্রুত চিকিৎসা প্রদান করবেন।

‼️প্রতিরোধ ও করণীয়:
একটি ডেইরী ফার্মে একাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিলে এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব।

🎯 পরিষ্কার-পরিচ্ছন্নতা
📍গাভীর সেড নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করুন।
📍মেঝেতে গর্ত না রাখুন এবং ২-৩ দিন পরপর জীবাণুনাশক ব্যবহার করুন।
🎯দুধ দোহনের নিয়ম
📍দুধ দোহনের আগে ও পরে ওলান ধুয়ে জীবাণুনাশক ব্যবহার করুন।
📍দোহনকারীর হাত পরিষ্কার ও নখ ছোট রাখুন।
📍অসুস্থ গাভীকে সবার শেষে দোহন করুন।
📍দুধ দোহনের পর গাভীকে দাঁড়িয়ে রাখার জন্য কাঁচা ঘাস দিন।
🎯সুষম খাদ্য
📍কাঁচা ঘাস এবং সুষম খাবার সরবরাহ করুন।
📍গর্ভবতী ও শুষ্ক গাভীর জন্য আলাদা যত্ন নিন।
🎯দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা
📍নিয়মিত দুধ পরীক্ষা করুন।
📍আক্রান্ত গাভীকে আলাদা রাখুন এবং দ্রুত চিকিৎসা দিন।
🎯অতিরিক্ত যত্ন
📍ওলান ও বাঁটের স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণ করুন।
🎯অসুস্থ গাভী ছাঁটাই
📍বারবার আক্রান্ত গাভী খামার থেকে সরিয়ে দিন।

এই নিয়মগুলো মেনে চললে খামারে ওলান প্রদাহ রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সম্ভব✅✅✅


ডাঃ নিহন পারভেজ
ভেটেরিনারি সার্জন
বিসিএস( লাইভস্টক)
#০১৭৪৪৬২২৪৪৮

31/12/2024

Happy New Year 2025

আমার অতিথিরা❤️
27/12/2024

আমার অতিথিরা❤️

  - An excellent story. My favourite actor  . 🔸Luck lies in the decisions we make; failure comes only when we stray from...
13/12/2024

- An excellent story. My favourite actor .

🔸Luck lies in the decisions we make; failure comes only when we stray from them.

📍Keep your pets protected from parasites
10/12/2024

📍Keep your pets protected from parasites

প্রিয় ক্যাম্পাস🌿
02/12/2024

প্রিয় ক্যাম্পাস🌿

A doctor should have compassion🌿
29/11/2024

A doctor should have compassion🌿

📍 লেয়ার পোল্ট্রি ফার্ম ভিজিট। পরামর্শ প্রদান। একটা সময় স্বনামধন্য একটি কোম্পানির লেয়ার ফার্মে জব করেছিলাম।
02/10/2024

📍 লেয়ার পোল্ট্রি ফার্ম ভিজিট। পরামর্শ প্রদান। একটা সময় স্বনামধন্য একটি কোম্পানির লেয়ার ফার্মে জব করেছিলাম।

24/08/2024

🩸ভয়ঙ্কর নেশায় মত্ত হয়ে আছে এখনকার তরুণ প্রজন্ম! দেশপ্রেম, মানবতা, আর সহানুভূতির নেশা—এমন নেশায় বুঁদ হয়ে থাকি সবাই! সমাজের পরিবর্তন আনার জন্য এই নেশাই যথেষ্ট।

⛓️আমরা ইতিবাচকতায় বিশ্বাসী। সমস্যার মধ্যেও আশার আলো খুঁজে নিয়ে, ভালো কিছুর দিকে এগিয়ে যেতে চাই। দেশপ্রেম, মানবতা, আর সহানুভূতির নেশায় বুঁদ হয়ে থাকাই আমাদের লক্ষ্য।

Address

Muktagacha
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Vet. NIHON Parvez posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr. Vet. NIHON Parvez:

Videos

Share