20/01/2021
শীতে কবুতরের যত্নঃ
বাংলাদেশ দিন দিন অনেক এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সেই সাথে প্রাণিসম্পদের অন্যতম একটি সেক্টর কবুতর পালন দিনদিন অগ্রসর হচ্ছে। সৌখিন কবুতর পালন থেকে শুরু করে বর্তমানে বাণিজ্যিকভবেও কবুতরের চাহিদা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের মানুষের রেসার এবং হাইফ্লায়ার কবুতরের প্রতি ভালোবাসা দিনদিন বৃদ্ধিই পাচ্ছে। শখের এই কবুতরকে সুস্থ রাখতে সকল খামারী ভাইয়েরাই সবসময় সচেতন থাকেন তবুও কবুতরের শীতকালীন যত্ন নিয়ে কিছু কথা বললাম।
কবুতরের শীত পূর্বক যত্নঃ
১। সবার আগে কবুতরের খমারের জৈব নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জৈব নিরাপত্তার প্রধান হাতিয়ার হলো খামারের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সময় মত টিকা প্রদান করা।
২।কবুতরের ঘরের চারদিকে আলোবাতাসের ব্যবস্থা করা।
৩।ঘরের কবুতর ছাড়া অন্য প্রাণি বা পাখির প্রবেশ রোধ করা
৪।পর্দার ব্যবস্থা করা।
৫।পর্যাপ্ত তাপের ব্যবস্থা করা।
৬।একটা রুম থার্মোমিটার রাখা তাপমাত্রা পরিমাপের জন্য।
৭।শীতে অনেক খামারি কয়েক মাসের খবার মজুদ রাখেন এতে করে খবারে ছত্রাক জন্মায়।তাই খবার মজুদ রাখা যাবে নাহ।
৮। ৫ দিন অন্তর করে রোদে খবার শুকাতে হবে।
৯। খবার পানির বিশুদ্ধতা নিশ্চিত করতে হবে। সবচেয়ে ভালো হয় কুসুম গরম পানির সরবরাহ করা।
১০।অতিরিক্ত তৈলাক্ত বীজ খাবারে যুক্ত ককরা যাবে নাহ
১১।প্রতিদিন জীবাণু নাশক স্প্রে করতে হবে।
১২।খামারে প্রবেশ নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করতে হবে।
১৩।নতুন কোন কবুতর খামারে যোগ করা যাবে নাহ।
১৪।নতুন কবুতর বাইরে থেকে আসলে ১৫ দিনের কোয়ারান্টাইন করে রাখতে হবে।
১৫।যেসব কবুতর উড়ানো হয় যেমনঃ রেসার,হাইফ্লায়ার এদের জন্য আলাদা ফ্লাইং লফট এর ব্যবস্থা করা এবং ব্রিডিং রুম আলাদা রাখা।
১৬।বিক্রির জন্য বাজারে নেওয়া কবুতর পুনরায় ঘরে প্রবেশ করানো যাবে নাহ।
১৭।আপনি নিজেও অন্য খামারে, বাজারে গেলে অবশ্যই ভালোভাবে গোসল করে তারপর খামারে প্রবেশ করতে হবে।
১৮।ঘরের কারো ঠান্ডাজনিত সমস্যা থাকলে খামারে প্রবেশ করানো যাবে নাহ।
শীত চলাকালীন যত্নঃ
১।পর্দা দিয়ে পুরো ঘর বা লফট আবদ্ধ করা যাবে নাহ।
২।অতিরিক্ত লাইট ব্যবহার করা যাবে নাহ।
৩।ভেটেরিনারিয়ানের পরামর্শ নিয়ে ঔষধ ব্যবহার করতে হবে।
৪।কৃমির ঔষধ বা টিকার ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির সাথে বা ভেটেরিনারিয়ান এর পরামর্শ নিন।
৫।অতিরিক্ত শীত পড়ে রুম হিটার এর ব্যবস্থা করবেন।
৬।ঘরে মশা,মাছর আক্রমণ রোধে পোকা দমনের ঔষধ ব্যবহার করতে হবে।
ধন্যবাদ সকলকে ❤️ 🕊️
সবার শখের কবুতর ভালো থাকুক সুস্থ থাকুক।
ইন শা আল্লাহ।
@ইন্টারনেট থেকে সংগৃহিত