Wings Aviary BD

Wings Aviary BD Urban Farm
(1)

14/05/2023
Opaline অপালাইন মিউটিশনটি বর্তমানে সকল লাভবার্ড ব্রিডারদের কাছেই একটি জনপ্রিয় পাখি। এই মিউটেশনটি শুধু লাভবার্ডেই নয়, বাজ...
03/05/2023

Opaline
অপালাইন মিউটিশনটি বর্তমানে সকল লাভবার্ড ব্রিডারদের কাছেই একটি জনপ্রিয় পাখি। এই মিউটেশনটি শুধু লাভবার্ডেই নয়, বাজেরিগার, ককাটেল এমনকি ব্লু এন্ড গোল্ড ম্যাকাও সহ অনেক প্রজাতির পাখির মধ্যেই আছে।

লাভবার্ডে অপালাইন মিউটেশনটি প্রথম ধরা পড়ে roseicollis (non ring) প্রজাতিতে ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের মিশিগানের ‘Royal Rose Aviary’ তে। অবশ্য প্রথম Fischeri প্রজাতিতে অপালাইন মিউটেশনটি আশে আমাদের এশিয়া মহাদেশের হংকংয়ে Joseph Leung নামক এক ব্রিডারের নিকট। এর পর থেকেই fischeri কিংবা roseicollis উভয় প্রজাতির সবচেয়ে জনপ্রিয় মিউটেশনে পরিণত হয়েছে অপালাইন। অপালাইন মিউটেশনের সাথে নানা মিউটেশন কম্বিনেশন করে বর্তমানে মার্কেটের সবচেয়ে জনপ্রিয় মিউটেশনগুলো যেমন, Parblue Opaline (Blue1Blue2 Opaline), Violet Opaline, Lutino Opaline, Euwing Opaline ইত্যাদি আমরা পেয়েছি।

বর্তমানে ফেসবুকে বিভিন্ন বিদেশী ব্রিডারদের পোস্টে আমরা personatus প্রজাতিরও অপালাইন দেখছি। এটি দেখে অনেকে আবার অপালাইনের ব্যাসিক বৈশিষ্টগুলো কি কি সেটি নিয়েও বিভ্রান্তিতে ভুগছেন। লাভবার্ডের personatus (Black-Masked), nigrigenis (Black-Cheeked), lilianae (Nyasa) প্রজাতিগুলোতে অপালাইন মিউটেশনটি মূলত আনা হয়েছে Fischer এর সাথে কয়েক জেনারেশন (৬-৯ জেনারেশন) ক্রসব্রিড (Transmutation) করিয়ে।

অপালাইন মিউটেশনের কারণে পাখির দেহে কালার পিগমেন্টগুলোর (যেমন, সিটাসিন, ইউমেলিনিন) ‘rearrangement’ হয়। অর্থাৎ পাখির দেহের যেখানে লাল রঙ থাকার কথা না সেখানেও লাল রঙ দেখা যায় অথবা বৃদ্ধি পায় (মাথার পেছনে, লেজের ফেদারে), আবার দেহের অনেক অংশে কালো পিগমেন্টের (ইউমেলানিন) পরিমাণ কমে যায় (মাথার পেছনে, দেহের পিঠের অংশে, লেজের ফেদারে)।

লাভবার্ডে Opaline মিউটেশনের বৈশিষ্ট্যঃ
বাহ্যিক বৈশিষ্টঃ
১। Head:
i) Green series এর roseicollis (non ring), fischeri, nigregenis (Black-Cheeked), lilianae (Nyasa) এর ক্ষেত্রে মাথার সামনের লাল রঙ মাথার পেছনেও আসবে। অর্থাৎ মাথার চারপাশ লাল রঙের হবে (nigregenis এর ক্ষেত্রে অবশ্যই কালো মাস্কিং থাকবে)। Personatus (Black-Masked) এর ক্ষেত্রে যেহেতু মাথার সামনে লাল রঙ এর যায়গায় হলুদ রঙ আছে সেহেতু একটি আদর্শ Opaline Black-Masked এর মাথার পেছনেও কালো মাস্কিং এর নিচে হলুদ রঙ থাকবে।
ii) Blue series এর roseicollis (non ring), fischeri, nigregenis (Black-Cheeked), lilianae (Nyasa এর ক্ষেত্রে মাথার সামনের সাদা রঙ মাথার পেছনেও আসবে। অর্থাৎ মাথার চারপাশ সাদা রঙের হবে (Black-Masked এবং Black-Cheeked এর ক্ষেত্রে অবশ্যই কালো মাস্কিং থাকবে। কালো মাস্কিং এর নিচে সাদা রঙ হবে)।
২। Body:
লাভবার্ডে Opaline মিউটেশনে পিঠের দিকের পালকের রঙ হালকা হয়ে V শেপের মতন হয়। মানে Green series এ পিঠের দিকের পালকের রঙ সবুজ থেকে হালকা সবুজ হয়ে যায় এবং Blue series এ পিঠের দিকের পালকের রঙ নীল থেকে হালকা নীল হয়ে যায়। পাখার পালকও হালকা হয়ে আসে। এটাকে লাভবার্ডের ‘Opaline Mirror’ ও বলা হয়ে থাকে।
৩। Rump:
পাখির পিঠের নিচে এবং লেজের ঠিক উপরের অংশকে Rump বলা হয়। Roseicollis, Fischer এবংBlack-Masked প্রজাতিতে Rump-এ দেহের রঙ থেকে ভিন্ন গাঢ় নীল (Roseicollis), বেগুনী (Fischer) এবং ধূসর (Black-Masked) রঙ থাকে, যেটি Opaline মিউটেশনে থাকে না এবং ঐ জায়গায় পিঠের অন্যান্য অংশের রঙের মতই থাকে।
**** Lutino মিউটেশনে রাম্পে roseicollis এবং fischeri উভয় প্রজাতিতেই Rump-এ সাদা পালক থাকে। কিন্তু লুটিনো অপালাইন মিউটেশনে আলাদা কোনো সাদা পালক থাকে না, গায়ের রঙের মতই হলুদ পালক থাকে। Fisheri তে DEC এবং DECIno এর ক্ষেত্রে Rump-এ যথাক্রমে নীল এবং সাদা পালক থাকে যেটা DEC Opaline অথবা DECIno Opline এ থাকে না।
৪। Tail:
i) Green series এর ক্ষেত্রে, নরমাল Green এ লেজের ফেদারে যেমন নীল এবং এবং কালো ছোপ থাকে Green Opaline এ সেই নীল ছোপ মুছে যায় এবং কালো ছোপ অনেকাংশেই কমে আসে। লেজের ফেদারে লাল রঙের আধিক্য অনেক বেড়ে যায়।
ii) Blue series এর ক্ষেত্রে, নরমাল Blue এ লেজের ফেদারে কালো ছোপ থাকে Blue Opaline এ সেখানে সাদা হয়ে যায় এবং কালো ছোপ অনেকাংশেই কমে আসে। লেজের ফেদারে সাদা রঙের আধিক্য অনেক বেড়ে যায়।
**** Lutino মিউটেশনে লেজের পালকে roseicollis এবং fischeri উভয় প্রজাতিতেই Rump-এ সাদা ছোপ থাকে। যেটা Opaline এ থাকে না এবং লেজের ফেদারে লাল রঙের আধিক্য অনেক বেড়ে যায়।
**** roseicollis প্রজাতিতে লেজের পালক দেখে স্প্লিট অপালাইন বুঝা যায়। স্প্লিট অপালাইনের ক্ষেত্রে লেজের পালকে লাল রঙের আধিক্য কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু fischeri প্রজাতির ক্ষেত্রে আমি বিগত কয়েক মাসের পর্যবেক্ষণে লক্ষ্য করেছি যে, স্প্লীট অপালাইন ফিশার এবং নরমাল ফিশারের লেজের ফেদারে তেমন পার্থক্য লক্ষ্য করা যায় না। মাঝে মধ্যে কয়েকটা স্প্লিট অপালাইন ফিশার পাখির লেজের ফেদারে লালের আধিক্য দেখা গেলেও তা বেশিরভাগ স্প্লিট অপালাইন ফিশার পাখির ক্ষেত্রেই প্রযোজ্য করা যায় না।
৫। সাধারণত অপালাইনের বাচ্চার মার্কিং আসে মল্টিংয়ের পর। roseicollis প্রজাতিতে অপালাইনের বাচ্চার মাথার রঙ সবুজাভ থাকলেও মল্টিংয়ের পর পুরো মাথাই লাল বর্ণ ধারণ করে। fischeri প্রজাতির ক্ষেত্রে অপালাইন বাচ্চার চোখের নিচের অংশে অনেক সময় কালো ফেদার দেখা যায়, যেটা মল্টিংয়ের পর চলে যায়।

জেনেটিকাল বৈশিষ্টঃ
অপালাইন মিউটেশনটি Sex-Linked Recessive মিউটেশন। জেনেটিকালি অপালাইনেঃ
১। কখনো ফিমেল পাখি স্প্লিট অপালাইন হবে না।
২। অপালাইন মেল X অপালাইন ফিমেলঃ
-১০০% বাচ্চা অপালাইন
৩। অপালাইন মেল X নন-অপালাইন ফিমেলঃ
- মেল বাচ্চা স্প্লিট অপালাইন (মেল বাচ্চাগুলো দেখতে অপালাইনের মতন না হলেও বাচ্চাগুলোতে অপালাইন মিউটেশনের জিন থাকবে)
- ফিমেল বাচ্চা অপালাইন
৪। নন-অপালাইন মেল X অপালাইন ফিমেলঃ
- মেল বাচ্চা স্প্লিট অপালাইন (মেল বাচ্চাগুলো দেখতে অপালাইনের মতন না হলেও বাচ্চাগুলোতে অপালাইন মিউটেশনের জিন থাকবে)
-ফিমেল বাচ্চাগুলো নন-অপালাইন আসবে
৫। স্প্লিট অপালাইন মেল X অপালাইন ফিমেলঃ
- মেল বাচ্চা গুলোর মধ্যে কিছু অপালাইন আসবে, কিছু মেল বাচ্চা স্প্লিট অপালাইন হবে
- ফিমেল বাচ্চা গুলোর মধ্যে কিছু অপালাইন আসবে কিছু নন-অপালাইন আসবে।
৬। স্প্লিট অপালাইন মেল X নন-অপালাইন ফিমেলঃ
-মেল বাচ্চাগুলোর মধ্যে কিছু বাচ্চা স্প্লিট অপালাইন হবে এবং কিছু বাচ্চা নন-অপালাইন হবে
-ফিমেল বাচ্চা গুলোর মধ্যে কিছু অপালাইন আসবে কিছু নন-অপালাইন হবে

Aviary Credit: 𝚂𝙶𝙰


Wings Aviary

25/04/2023
02/04/2023

৬ পিস লুটিনো পিচফেস + ১ পিস গ্রীন পিচফেস, টোটাল ৭ পিস লাভবার্ড । বয়স ৪ মাস ।।
লোকেশন: নওগাঁ স্টেডিয়াম পাড়া, নওগাঁ সদর।
ফোন 👇
01794012599

21/03/2023

Wings Aviary তে নতুন করে বাজরিগার এর কলোনি তৈরি করলাম || Budgies colony Setup.

13/03/2023

✅✅ পাখি কেনার সময় কিছু কাজ করা থেকে বিরত থাকবেন।
🔸কখনো অযাচিত দাম বলবেন না। লাইক আপনিও জানেন, ব্রিডারও জানে পাখির দাম ৪০০০ হওয়া উচিত। এখন ব্রিডার চাইলো ৪৫০০ আর আপনি বলে বসলেন ২০০০/২৫০০। এসব করলে প্রথমেই ভালো ব্রিডাররা রিপ্লে দেয়া বন্ধ করে দেয়।
🔹পাখির দাম ব্রিডার টু ব্রিডার ভ্যারি করে। সেইম পাখি বাচ্চা একজনের কাছে ৩০০০ আবার আরেকজন ১৮০০-২০০০ এ সেল দিচ্ছে। এর কারণও থাকে। দেখা যায় ৩০০০ পিসে যিনি সেল দিচ্ছেন তিনি খাওয়ায় সব ইমপোর্টেড ফুড, আর ১৮০০-২০০০ এ যিনি সেল দেন তিনি খাওয়ায় দেশি খাবার। সুতরাং আপনারাই বলেন কার পাখির কোয়ালিটি ভালো হবে?
🔸হ্যান্ডফিড করাতে না পারলে বাচ্চা কিনবেন না। কারণ বেশিরভাগ সময়ই হ্যান্ডফিড করাতে না পারলে বাচ্চা মারা যায়।
🔹 অনেকে কেনা পাখি সেল করে দেয়। সে পাখি কত দিয়ে কিনেছেন তা জিজ্ঞেস করাটা খুবই অযাচিত একটা কথা। আপনি তার কাছ থেকে পাখি কিনবেন, এখানে আপনার কেন জানার প্রয়োজন যে সে কত দিয়ে কিনেছে?
🔸 পাখির ডিম বাচ্চার গ্যারান্টি চাওয়া। কিন্তু কোন কিছুর গ্যারান্টি দেয়ার মালিক একমাত্র আল্লাহ। আপনি সর্বোচ্চ ব্রিডিং প্রুফ অর্থাৎ বাচ্চা সহ পাখি ছবি/ভিডিও দেখে কিনতে পারেন। এখন বাসায় আনার পর ব্রিড করানোর দায়িত্ব তো আপনার।
🔹 "আমি সেইম পাখি ৮০০ দিয়ে কিনসি, আপনার যদি এ দামে দিতে পারেন তবে জানাবেন।" এ জিনিসটা মনে হয় সবচেয়ে বিরক্তিকর একটা লাইন প্রতিটা সেলারের কাছে। আরে ভাই আপনি কোথা থেকে কি কত দিয়ে কিনসেন সেটা তো আপনার মেটার৷ তা আরেকজনকে বলার কি দরকার? দামে না পোষলে কেটে পড়ুন। এসব করেন দেখে ভালো কোন ব্রিডারের সাথে সম্পর্ক রাখতে পারেন না।
🔸 পাখি বুক করেও না নেওয়া। এটা মনে হয় প্রায় সবাই ই ফেস করেছেন। আজিব একটা সমস্যা। পাখি বুক করবে আর বিক্রেতাকে বলে দিবে সবাইকে না করে দিতে। তারপর নেয়ার দিন সে হাওয়া। কোন খোঁজ নাই, ভুলে যায়। শেষে দেখা যায় পাখি নেয় না। উটকো এক ঝামেলা। পরে আবার পোস্ট দেয়া লাগে। এসব করা থেকে একদমই বিরত থাকুন। পাখি নিতে চাইলে আগে নিজে নিজে ১০ বার ভাবুন। দরকার পরলে কারো সাথে কথা বলে শিওর হয়ে তারপর কনফার্ম করুন। না হলে বাদ দেন। পাখি কনফার্ম করে না নেয়া একটা বেয়াদবি।
🔹পোস্ট পুরোপুরি না পড়েই ইনবক্সে নক দিবেন না। অনেক সময় অনেক কথা পোস্টে সেলার লিখে দেয়। তা না দেখেই সেইম কথা যখন আবার পোস্ট বলা হয় তখন জিনিসটা ভালো দেখায় না।
🔸হোম ডেলিভারি সবাই দেয় না। এবং অনেকে আগে থেকে বলে দেয়, হোম ডেলিভারি সম্ভব না। তারপরও কিছু মানুষ শেষে একটা কথা লাগিয়ে দেয়, হোম ডেলিভারি দিতে হবে।
🔹 সবশেষে পোস্ট দেখলেই প্রাইস প্রাইস বলে কমেন্ট সেকশন ভরিয়ে ফেলা। ফেসবুকে নিয়ম অনুযায়ী পশু পাখি কেনা বেচা করা নিষেধ। তারপরও কিছু মানুষ বার বার প্রাইস/Pp/Price বিভিন্ন শব্দ ব্যবহার করে বিধায় কিছুদিন পর পর দেখা যায় গ্রুপ ফেসবুক কর্তৃপক্ষ ডিজেবল করে দিয়েছে। তাই পোস্ট দেখলে ডাইরেক্ট বিক্রেতাকে ইনবক্সে নক দেয়াটা একটা ভদ্রতা। বিক্রেতা না দেখলে কমেন্ট জানিয়ে দিন ইনবক্স চেক করতে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, ফোন নম্বর এবং ইনবক্সে যোগাযোগ করার ওয়ে থাকা সত্তেও যারা কমেন্টে প্রাইস প্রাইস করে, এরা কখনোই পাখি নেয় না কিংবা নিতে পারে না। কারণ নেয়ার আগ্রহ থাকলে ঠিকই ফোন দিতো অথবা ইনবক্সে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতো।
পাখি নিতে হলে সব সময় এ কাজগুলে করা থেকে বিরত থাকবেন। কোন প্রশ্ন থাকলে ভদ্রভাবে জানতে চাইবেন। কোন বাজে কথা বলবেন না। তাহলে দেখবেন ভালো রেসপন্স পাবেন।

আলহামদুলি্ল্লাহ্, অনেক দূর থেকে এসে নিয়ে গেলো পলাশ ভাই ১ পিস টেম সাইজ লাভবার্ড।Wings Aviary01794012599
13/03/2023

আলহামদুলি্ল্লাহ্, অনেক দূর থেকে এসে নিয়ে গেলো পলাশ ভাই ১ পিস টেম সাইজ লাভবার্ড।

Wings Aviary
01794012599

আলহামদুলি্ল্লাহ্, সকলেই বড় হচ্ছে 😍
13/03/2023

আলহামদুলি্ল্লাহ্, সকলেই বড় হচ্ছে 😍

02/03/2023

New members of Wings Aviary.❤️

We know we look cute.....🐣♥️😘
30/08/2022

We know we look cute.....🐣♥️😘

29/08/2022

Do you love me?

আলহামদুলি্ল্লাহ্ অবশেষে হতে পেলাম Versele-Laga   মেডিসিন, এবং Vetafarm   এর মেডিসিন, এগফুড, সব দিয়েছে Romel Ashraf Aviar...
07/08/2022

আলহামদুলি্ল্লাহ্ অবশেষে হতে পেলাম Versele-Laga মেডিসিন, এবং Vetafarm এর মেডিসিন, এগফুড, সব দিয়েছে Romel Ashraf Aviary ভাই। ❤️ আমি চাইলে অন্য জায়গা থেকে নিতে পারতাম কিন্তু নেই নাই, কারণ ভাই অনেক সুন্দর করে বুঝে দেয়, যেটা বাহির থেকে নিলে এতো সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে দিতেন না, একদম নিজের মতো করে বুঝিয়ে দিয়েছিলেন আমাকে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। সামনে আরো নিবো ইং শা আল্লাহ ভাই।

03/07/2022

Caught Practicing... Rawrrr...🦁

26/06/2022

Banana lover 😁

04/06/2022

Not Impressed.. 😒

02/06/2022

Kung-fu Cocatail ⚔️

31/05/2022

How baby macaw grows up | From the hatch until the eyes opened.✨

23/05/2022

Playful Conure 😼

19/05/2022

Hello....!! anybody in there??

15/05/2022

Avengers Coming ⚡

22/04/2022
18/04/2022

আলহামদুলি্ল্লাহ্। Wings Aviary নতুন সদস্য যুক্ত হইলো। ✨

Say, Maa-Sha-Allah 🥀
17/04/2022

Say, Maa-Sha-Allah 🥀

17/04/2022

>সফ্ট-ফুড,এগ-ফুড পাখিদের জন্য সপ্তাহে ২ দিন।
আর বাকি ২ দিন শাক সবজি এতে করে পাখি সুস্থ থাকে আর একটিভ থাকে।
>সফ্ট-ফুড কি কি দিয়ে বানাতে হবে?
[ ৫,৬ ধরণের ডাল, আতপ এর চাল, ভুট্টা, ডিম, সবজি, ফল ইত্যাদি ]
>প্রথমে ডাল, চাল রাতে ভিজিয়ে রাখতে হবে, পরের দিন সেদ্ধো করে, ফল, সবজি, ডিম মিক্সড করে খাইতে দিতে হবে।

16/04/2022

বাস্টেড বার্ডস উইথ আর্মস 😂

25/03/2022

প্রকৃতি যখন হাতের মুঠোয়। ❤️

24/03/2022

Look like peacock 🦚

14/03/2022

skilled.🏀

10/03/2022

হাত বদল হবে! ৯ জোড়া, ৫ মাস+ বয়স, নতুন ঠিকানার খোঁজে। বিস্তারিত জানতে কল করুন, অথবা মেসেজ করুন।

লোকেশন : নওগাঁ স্টেডিয়াম পাড়া, নওগাঁ।

02/03/2022
02/03/2022
02/03/2022

💚💚

02/03/2022

লাভবার্ড Male Female চেনার উপায়।

Address

Per Naogaon Stadium Para
Naogaon
6500

Telephone

+8801794012599

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wings Aviary BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wings Aviary BD:

Videos

Share


Other Naogaon pet stores & pet services

Show All