03/05/2023
Opaline
অপালাইন মিউটিশনটি বর্তমানে সকল লাভবার্ড ব্রিডারদের কাছেই একটি জনপ্রিয় পাখি। এই মিউটেশনটি শুধু লাভবার্ডেই নয়, বাজেরিগার, ককাটেল এমনকি ব্লু এন্ড গোল্ড ম্যাকাও সহ অনেক প্রজাতির পাখির মধ্যেই আছে।
লাভবার্ডে অপালাইন মিউটেশনটি প্রথম ধরা পড়ে roseicollis (non ring) প্রজাতিতে ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের মিশিগানের ‘Royal Rose Aviary’ তে। অবশ্য প্রথম Fischeri প্রজাতিতে অপালাইন মিউটেশনটি আশে আমাদের এশিয়া মহাদেশের হংকংয়ে Joseph Leung নামক এক ব্রিডারের নিকট। এর পর থেকেই fischeri কিংবা roseicollis উভয় প্রজাতির সবচেয়ে জনপ্রিয় মিউটেশনে পরিণত হয়েছে অপালাইন। অপালাইন মিউটেশনের সাথে নানা মিউটেশন কম্বিনেশন করে বর্তমানে মার্কেটের সবচেয়ে জনপ্রিয় মিউটেশনগুলো যেমন, Parblue Opaline (Blue1Blue2 Opaline), Violet Opaline, Lutino Opaline, Euwing Opaline ইত্যাদি আমরা পেয়েছি।
বর্তমানে ফেসবুকে বিভিন্ন বিদেশী ব্রিডারদের পোস্টে আমরা personatus প্রজাতিরও অপালাইন দেখছি। এটি দেখে অনেকে আবার অপালাইনের ব্যাসিক বৈশিষ্টগুলো কি কি সেটি নিয়েও বিভ্রান্তিতে ভুগছেন। লাভবার্ডের personatus (Black-Masked), nigrigenis (Black-Cheeked), lilianae (Nyasa) প্রজাতিগুলোতে অপালাইন মিউটেশনটি মূলত আনা হয়েছে Fischer এর সাথে কয়েক জেনারেশন (৬-৯ জেনারেশন) ক্রসব্রিড (Transmutation) করিয়ে।
অপালাইন মিউটেশনের কারণে পাখির দেহে কালার পিগমেন্টগুলোর (যেমন, সিটাসিন, ইউমেলিনিন) ‘rearrangement’ হয়। অর্থাৎ পাখির দেহের যেখানে লাল রঙ থাকার কথা না সেখানেও লাল রঙ দেখা যায় অথবা বৃদ্ধি পায় (মাথার পেছনে, লেজের ফেদারে), আবার দেহের অনেক অংশে কালো পিগমেন্টের (ইউমেলানিন) পরিমাণ কমে যায় (মাথার পেছনে, দেহের পিঠের অংশে, লেজের ফেদারে)।
লাভবার্ডে Opaline মিউটেশনের বৈশিষ্ট্যঃ
বাহ্যিক বৈশিষ্টঃ
১। Head:
i) Green series এর roseicollis (non ring), fischeri, nigregenis (Black-Cheeked), lilianae (Nyasa) এর ক্ষেত্রে মাথার সামনের লাল রঙ মাথার পেছনেও আসবে। অর্থাৎ মাথার চারপাশ লাল রঙের হবে (nigregenis এর ক্ষেত্রে অবশ্যই কালো মাস্কিং থাকবে)। Personatus (Black-Masked) এর ক্ষেত্রে যেহেতু মাথার সামনে লাল রঙ এর যায়গায় হলুদ রঙ আছে সেহেতু একটি আদর্শ Opaline Black-Masked এর মাথার পেছনেও কালো মাস্কিং এর নিচে হলুদ রঙ থাকবে।
ii) Blue series এর roseicollis (non ring), fischeri, nigregenis (Black-Cheeked), lilianae (Nyasa এর ক্ষেত্রে মাথার সামনের সাদা রঙ মাথার পেছনেও আসবে। অর্থাৎ মাথার চারপাশ সাদা রঙের হবে (Black-Masked এবং Black-Cheeked এর ক্ষেত্রে অবশ্যই কালো মাস্কিং থাকবে। কালো মাস্কিং এর নিচে সাদা রঙ হবে)।
২। Body:
লাভবার্ডে Opaline মিউটেশনে পিঠের দিকের পালকের রঙ হালকা হয়ে V শেপের মতন হয়। মানে Green series এ পিঠের দিকের পালকের রঙ সবুজ থেকে হালকা সবুজ হয়ে যায় এবং Blue series এ পিঠের দিকের পালকের রঙ নীল থেকে হালকা নীল হয়ে যায়। পাখার পালকও হালকা হয়ে আসে। এটাকে লাভবার্ডের ‘Opaline Mirror’ ও বলা হয়ে থাকে।
৩। Rump:
পাখির পিঠের নিচে এবং লেজের ঠিক উপরের অংশকে Rump বলা হয়। Roseicollis, Fischer এবংBlack-Masked প্রজাতিতে Rump-এ দেহের রঙ থেকে ভিন্ন গাঢ় নীল (Roseicollis), বেগুনী (Fischer) এবং ধূসর (Black-Masked) রঙ থাকে, যেটি Opaline মিউটেশনে থাকে না এবং ঐ জায়গায় পিঠের অন্যান্য অংশের রঙের মতই থাকে।
**** Lutino মিউটেশনে রাম্পে roseicollis এবং fischeri উভয় প্রজাতিতেই Rump-এ সাদা পালক থাকে। কিন্তু লুটিনো অপালাইন মিউটেশনে আলাদা কোনো সাদা পালক থাকে না, গায়ের রঙের মতই হলুদ পালক থাকে। Fisheri তে DEC এবং DECIno এর ক্ষেত্রে Rump-এ যথাক্রমে নীল এবং সাদা পালক থাকে যেটা DEC Opaline অথবা DECIno Opline এ থাকে না।
৪। Tail:
i) Green series এর ক্ষেত্রে, নরমাল Green এ লেজের ফেদারে যেমন নীল এবং এবং কালো ছোপ থাকে Green Opaline এ সেই নীল ছোপ মুছে যায় এবং কালো ছোপ অনেকাংশেই কমে আসে। লেজের ফেদারে লাল রঙের আধিক্য অনেক বেড়ে যায়।
ii) Blue series এর ক্ষেত্রে, নরমাল Blue এ লেজের ফেদারে কালো ছোপ থাকে Blue Opaline এ সেখানে সাদা হয়ে যায় এবং কালো ছোপ অনেকাংশেই কমে আসে। লেজের ফেদারে সাদা রঙের আধিক্য অনেক বেড়ে যায়।
**** Lutino মিউটেশনে লেজের পালকে roseicollis এবং fischeri উভয় প্রজাতিতেই Rump-এ সাদা ছোপ থাকে। যেটা Opaline এ থাকে না এবং লেজের ফেদারে লাল রঙের আধিক্য অনেক বেড়ে যায়।
**** roseicollis প্রজাতিতে লেজের পালক দেখে স্প্লিট অপালাইন বুঝা যায়। স্প্লিট অপালাইনের ক্ষেত্রে লেজের পালকে লাল রঙের আধিক্য কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু fischeri প্রজাতির ক্ষেত্রে আমি বিগত কয়েক মাসের পর্যবেক্ষণে লক্ষ্য করেছি যে, স্প্লীট অপালাইন ফিশার এবং নরমাল ফিশারের লেজের ফেদারে তেমন পার্থক্য লক্ষ্য করা যায় না। মাঝে মধ্যে কয়েকটা স্প্লিট অপালাইন ফিশার পাখির লেজের ফেদারে লালের আধিক্য দেখা গেলেও তা বেশিরভাগ স্প্লিট অপালাইন ফিশার পাখির ক্ষেত্রেই প্রযোজ্য করা যায় না।
৫। সাধারণত অপালাইনের বাচ্চার মার্কিং আসে মল্টিংয়ের পর। roseicollis প্রজাতিতে অপালাইনের বাচ্চার মাথার রঙ সবুজাভ থাকলেও মল্টিংয়ের পর পুরো মাথাই লাল বর্ণ ধারণ করে। fischeri প্রজাতির ক্ষেত্রে অপালাইন বাচ্চার চোখের নিচের অংশে অনেক সময় কালো ফেদার দেখা যায়, যেটা মল্টিংয়ের পর চলে যায়।
জেনেটিকাল বৈশিষ্টঃ
অপালাইন মিউটেশনটি Sex-Linked Recessive মিউটেশন। জেনেটিকালি অপালাইনেঃ
১। কখনো ফিমেল পাখি স্প্লিট অপালাইন হবে না।
২। অপালাইন মেল X অপালাইন ফিমেলঃ
-১০০% বাচ্চা অপালাইন
৩। অপালাইন মেল X নন-অপালাইন ফিমেলঃ
- মেল বাচ্চা স্প্লিট অপালাইন (মেল বাচ্চাগুলো দেখতে অপালাইনের মতন না হলেও বাচ্চাগুলোতে অপালাইন মিউটেশনের জিন থাকবে)
- ফিমেল বাচ্চা অপালাইন
৪। নন-অপালাইন মেল X অপালাইন ফিমেলঃ
- মেল বাচ্চা স্প্লিট অপালাইন (মেল বাচ্চাগুলো দেখতে অপালাইনের মতন না হলেও বাচ্চাগুলোতে অপালাইন মিউটেশনের জিন থাকবে)
-ফিমেল বাচ্চাগুলো নন-অপালাইন আসবে
৫। স্প্লিট অপালাইন মেল X অপালাইন ফিমেলঃ
- মেল বাচ্চা গুলোর মধ্যে কিছু অপালাইন আসবে, কিছু মেল বাচ্চা স্প্লিট অপালাইন হবে
- ফিমেল বাচ্চা গুলোর মধ্যে কিছু অপালাইন আসবে কিছু নন-অপালাইন আসবে।
৬। স্প্লিট অপালাইন মেল X নন-অপালাইন ফিমেলঃ
-মেল বাচ্চাগুলোর মধ্যে কিছু বাচ্চা স্প্লিট অপালাইন হবে এবং কিছু বাচ্চা নন-অপালাইন হবে
-ফিমেল বাচ্চা গুলোর মধ্যে কিছু অপালাইন আসবে কিছু নন-অপালাইন হবে
Aviary Credit: 𝚂𝙶𝙰
Wings Aviary