Pigeon Fly

Pigeon Fly Hello
Welcome to my page. I hope you like the page and stay with me. Thank you.

10/01/2025

২০২৫ সালের শুরুটা এমন ভাবে হবে কখনো কল্পনা ও করি নাই। আলহামদুলিল্লাহ্, আল্লাহ্ ধৈর্য ধরার তৌফিক দান করুক। সবাই দোয়া করবেন আমার জন্য। সকালে ছাদে এসে দেখি বিড্রার কবুতরের এমন অবস্থা। আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ মহান। ধৈর্য দান করুক। এই বেদনার সময় কাটিয়ে যেন ভাল সময়ে ফিরে আসতে পারি। আল্লাহ্ ভরসা ❤️💔💔 Pigeon Fly

04/12/2024

কবুতর পাল্লা দেওয়ার সময় স্পট এ বাজ পাখির আক্রমণ। আল্লাহ্ ভরসা। একটা কবুতর বাজের থাবায় গাছে ফেলে দিসে।
বিঃ দ্রঃ যারা চকরি করে কবুতর পাল্লা দেয় তারাই যানে এর কষ্ট।কবুতর রেখে সময় মত আবার অফিসে চলে যাওয়া। কবুতর বাসায় আসছে নাকি আসে নাই। কোনো কিছু যানার কনো উপায় নাই।দুপুরে সময় বাসায় গিয়ে দেখা লাগবে।কি অবস্থা কয়টা আসলো বা কবুতর ঠিক আছে কিনা ইত্যাদি। সবাই দোয়া করবেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। Pigeon Fly

27/11/2024

চাকরি করে কবুতর পালন করা কতটা কষ্ট সাধ্য সেটা সেই মানুষ গুলাই যানে যারা সারাদিন পরিশ্রম করার পর আবার রাতে বাসায় এসে আগে সখের কবুতরকে খাবার দেওয়া ইত্যাদি।❤️ তার মধ্যে কবুতর পাল্লা দেওয়া বা টুনামেন্ট খেলা।
সবাই দোয়া করবেন। আল্লাহ্ ভরসা Pigeon Fly
.


বামের সামনে গেলেই কবুতর আমাদের সবার ওপর এমন অবস্থা করে দেয়। 💩💩Pigeon Fly
23/11/2024

বামের সামনে গেলেই কবুতর আমাদের সবার ওপর এমন অবস্থা করে দেয়। 💩💩
Pigeon Fly


21/11/2024

সৌখিন গ্রুপ পিজন ক্লাব বন্দর নারায়ণগঞ্জ আয়োজিত।
২১ কিলোমিটার ওপেন সাইড মাদার ইন্টেক টুর্নামেন্ট কবুতর ছাড়া হলো।
টসে দিক নরসিংদী।
কবুতরের সংখ্যা ৩ পিস করে।
সবার জন্য শুভকামনা রইলো।

06/11/2024

মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ
খেলা শুরু হয়ে গেছে।
ধৈর্যের ফল মিষ্টি হয়।❤️
Pigeon Fly
কবুতর উড়ে না।কেউ হাই হুতাস করবেন না।সময় হলে কবুতর এমনেই উড়া শুরু করবে।তখন চাইলে ও উড়া কামাতে পারবেন না।শুধু সময়ের অপেক্ষা। ধৈর্য ধরুন।

😜🤣🤣Pigeon Fly
29/10/2024

😜🤣🤣
Pigeon Fly




সাদা ❤️  Pigeon Fly
26/10/2024

সাদা ❤️ Pigeon Fly

মোশালদম মাদি কবুতর।  Pigeon Fly
06/10/2024

মোশালদম মাদি কবুতর।

Pigeon Fly









04/10/2024

আমাদের সবারই উচিত অতি উৎসাহিত হয়ে টুনামেন্ট বা পাল্লা না দেওয়া।
রোদ বৃষ্টির চলছে খেলা ?
সময় কি ফুরিয়ে যাচ্ছে মেলা ?😄
কবুতরের জন‍্য টুর্নামেন্ট হোক 💖 টুর্নামেন্টের জন‍্য কবুতর নয় 💖
মনে রাখবেন কবুতর গড়তে লাগে বছর হারাতে লাগে ঘন্টা 😔 Pigeon Fly




নারায়ণগঞ্জের সকল কবুতর প্রেমীদের উদ্যাগে একটি যমকালো টুনামেন্ট আয়োজন করা হয়েছে। টুনামেন্ট কমিটি এই খেলার জন্য তাদের সর্ব...
09/09/2024

নারায়ণগঞ্জের সকল কবুতর প্রেমীদের উদ্যাগে একটি যমকালো টুনামেন্ট আয়োজন করা হয়েছে। টুনামেন্ট কমিটি এই খেলার জন্য তাদের সর্বপরি সাধ্য মত চ্যাস্টা করে যাবেন সুষ্ঠু ভাবে টুনামেন্ট শেষ করার জন্য। সবার জন্য দোয়া আর শুভ কামনা রইলো।

Pigeon Fly

Pigeon Fly
08/09/2024

Pigeon Fly








28/08/2024

কবুতরের জন্য নতুন বাম লাগালাম ২০২৪।
সবাই কবুতরের জন্য দোয়া করবেন।

Pigeon Fly

08/08/2024

ভাদ্র মাসে সবার কবুতরের যত্ন নিন।এই সময়ে সবার কবুতরই কম বেশি পাখায় সমস্যা থাকে।কবুতর উড়ে উপরে চলে গেলে পাখা ব্যাথায় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তখন সবাই কবুতরের খেয়াল রাখা উচিত।

Pigeon Fly





Mike Tyson 🥊🤩🕊️Pigeon Fly
04/06/2024

Mike Tyson 🥊🤩🕊️
Pigeon Fly

আল্লাহ্ সৃষ্টির সবই কতইনা সুন্দর ❤️সুবহানআল্লাহ্ 🕊️❤️
29/05/2024

আল্লাহ্ সৃষ্টির সবই কতইনা সুন্দর ❤️
সুবহানআল্লাহ্ 🕊️❤️

22/04/2024

এই তাপদাহ গরমে আপনার শখের কবুতরের যত্ন নিন। কবুতর কে সুস্থ রাখার জন্য নিয়মিত গোসল দিন। এই গরমে কবুতরকে খাবার স্যালাইন দিতে পারেন। সবাইকে ধন্যবাদ। 🕊️❤️
Pigeon Fly

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pigeon Fly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category