ঠান্ডা আবহাওয়ার সময়ে সবার শখের কবুতরের যত্ন নিন।
সবাইকে জুম্মা মোবারক ❤️🕊️
Pigeon Fly
২১ কিঃ মিঃ ইনটেক টুনামেন্টে যৌথভাবে ৩য়।
১১ কিঃ মিঃ কালারিং ইনটেক টুনামেন্টে যৌথভাবে চ্যাম্পিয়ন। আলহামদুলিল্লাহ
কদমরসুল বন্দর নারায়নগঞ্জ পিজম ক্লাব আয়োজিত ২১ কিঃ মিঃ পিওর ইনটেক টুনামেন্ট। টসে দিক দাউদকান্দি রোড
মিরপুর পাখি ও কবুতরের হাট ০৩/১১/২০২৩
আলহামদুলিল্লাহ্। ❤️💜
আল্লাহ্ চাইলে সবই সম্ভব ❤️
Pigeon Fly
আউয়াল খন্দকার কাকার বাজির কবুতর ছাড়ার মুহুর্ত।
২১ কবুতরের ওপেন সাইড বিনা পাল্লার মাদার ইনটেক বাজি ৩১ কিঃ মিঃ।
আউয়াল খন্দকার বনাম নাদিম ভাই।
দিক নবীগঞ্জ টু মোহাম্মদপুর ৩১ কিঃ মিঃ।
৩ টাকার কমে কবুতরের নাম্বার ক্লিব টেগ বানালাম।
এটা করার জন্য আমাদের লোকাল টেগ কিনতে হবে। আমি পারপিস ১.৫০ টাকা করে কিনছি। নাম্বারের স্টিকার করতে আপনার বেশি টাকা খরচ হবে না। ভিডিওতে সব বলা হয়েছে। ধন্যবাদ।
#My #youtubechannel > https://youtu.be/AbED64t_KDQ?si=xKPM2kcwEQD9dhu1
আশ্বিন মাসে কবুতরের কিছু গুরুত্বপূর্ণ কথা সোহেল ভাই।
এই সময়ে সবাই কম বেশি কবুতর উড়িয়ে থাকি।কবুতরের পাখের সমস্যা থাকে, চিল ঝাপটা দিয়ে কবুতর উড়িয়ে দেয় এতে কবুতরের পাখা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সময়ে কবুতরের খেয়াল রাখা খুবই প্রোয়জন। এই সময়ে কবুতর ঠান্ডা, শ্বাসকষ্ট হয়ে যায় আবহাওয়া পরিবর্তনের ফলে।তাই আমাদের সবার খুব খেয়াল রাখতে হবে। শখের কবুতর গুলো যেন সব সময় সুস্থ থাকে।
#YouTube_Channel > https://youtu.be/pz_cmTZMLy4?si=RCS1j_Cnr7uggpn6
কবুতরের চোখ উঠার পরে,চোখের কোনার ভিতরের গোটা অপারেশন। নতুন কবুতর পালকদের জন্য ভিডিও টা।
কবুতরের চোখ উঠার পরে যদি বেশি দিন চোখ উঠা থাকে তাহলে কবুতরের চোখের পাশেই ভিতরে একটা গোটা হয়ে যায়। সেটা অপারেশন করে বের করতে হবে। সেটাই ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিও টা নতুন দের জন্য।
অপারেশন করার জন্য আপনার লাগবে একটা টিস্যু,একটা নতুন ব্লেড, সুই,সুতা, সাথে ম্যাচলাইট, অপারেশন করার আগে ম্যাচলাইট দিয়ে সুই আর ব্লেড টা গরম করে নিবো যাতে ব্যাকটেরিয়া না থাকে,ঠান্ডা হওয়ার পর অপারেশন শুরু করবো। আগে ব্লেড দিয়ে কাটবো তার পর ভেতর থেকে ময়লা টা বের করবো। পরে সেলাই করে দিবো। ব্যাথা কমানোর জন্য নাপা ৪ ভাগের ১ ভাগ দিবো ২ দিন,ঘা শুকানোর জন্য এমোডিস ৪ ভাগের ১ ভাগ ৩ দিন।
বাচ্চা কবুতরের টুনামেন্ট ২০২৩ 🕊️🕊️
এমন রিক্স নিয়ে কবুতর ধরতে না যাওয়াই উত্তম।
একটা সামান্য কবুতরের জন্য নিজের জীবন বাজি দেওয়াটা বোকামি ছাড়া আর কিছুই না৷ কবুতরের দাম কত হবে ২০০/৩০০ টাকা। সামান্য এই টাকার জন্য এত বড় রিক্স নেওয়া কি ঠিক? কবুতর আজ আছে কাল না ও থাকতে পারে। কবুতর শখের জন্য। কবুতরের জন্য নিজের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিবেন না। আমরা অনেকেই নিজের শখের কবুতর হারিয়ে গেলে সেটা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠি। সেটা যদি ভাল ভাবে পাওয়া যায়।তাহলে ঠিক আছে,,এভাবে জীবন বাজিরেখে কবুতর ফিরে পাওয়ার জন্য জীবনের ঝুঁকি না নেওয়াই ভাল। পা পিচলে পড়ে গেলেই জীবনের বড় দূর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা সবাই শখের জন্য নিজের জীবনকে ভুলে গেলে হবে না।
#সবাইকে সাবধানতা করার জন্য পোস্ট করা। সামনে ভাদ্র মাস। শীতের জন্য অগ্রিম শুভেচ্ছা সবাইকে।
Pigeon Fly
নবীগঞ্জ বাগবাড়ি পিজন ক্লাব আয়োজিত বিনা পাল্লার ওপেন সাইড ২১ কিঃ মিঃ টুনামেন্ট
কবুতর ছাড়া হয়েছে ঢাকা মেয়র হানিফ ফ্লাইওভার থেকে।এই ঘন কুয়াশার মধ্যে কবুতর ছাড়া হেয়েছে। সবার জন্য শুভ কামনা রইলো
নবীগঞ্জ বাগবাড়ি পিজন ক্লাব আয়োজিত বিনা পাল্লার মাদার ইনটেক টুনামেন্ট ওপেন সাইড ১২ কিঃ মিঃ।
টসে দিক মেঘনা রোড পরছে।
কবুতর অংশগ্রহণকারি ৭২ জন। 🕊️🕊️
সবার জন্য শুভ কামনা রইলো
এমন খারাপ আবহাওয়ায় কবুতরের জন্য করণীয় কী?
এই কয়েক দিন টানা বৃষ্টি ছিল।এতে করে অনেকের কবুতর ঠান্ডায় আক্রান্ত হয়েছে বা কবুতর অসুস্থ হয়ে গেছে। কবুতর সুস্থ রাখার জন্য কিছু উপদেশ ও কিছু ওষুধের নাম বলা হয়েছে। ইনশাআল্লাহ্ সবার কবুতরই সুস্থ হয়ে উঠবে। সবার শখের কবুতরের খেয়াল রাখবেন।
YouTube :: https://youtu.be/3TY47tN6XTI