Animal Lovers of Bangladesh/ALB Animal Shelter/Back up page.

Animal Lovers of Bangladesh/ALB Animal Shelter/Back up page. Our main page is restricted. Posts are being removed. This is a back up page for updates.

31/12/2023

এই বাচ্চা নাকি এগ্রেসিভ। এই অপবাদে ওকে সবসময় মা•র-ধোর করা হত। শেষ পর্যন্ত যেখানে ওর জন্ম সেখান থেকেই বের করে দিয়েছে। ওকে আমরা এনে নিউটার করেছি। সুস্থ হলে আবার স্পটে যাবে, ওকে আর মা•রা হবে না, এমন‌ই কথা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ মুমতাহানা টাইগার রহমানকে ওর নিউটার খরচ স্পন্সর করার জন্য! ওর পোস্ট অপারেটিভ কেয়ার শেল্টারে নেওয়া হচ্ছে।

ওর যাতায়াত ভাড়া ১৬০০ টা•কা (স্পট থেকে প্রথম দিনে অভয়ারণ্য দিয়ে আসা এবং সার্জারির পরে অভয়ারণ্য থেকে নারায়ণগঞ্জ শেল্টারে নিয়ে আসা), এবং পোস্ট অপারেটিভ অসুধে ৬০০ টা•কা খরচ হয়েছে। মোট: ২২০০ টা•কা। দয়া করে ওর জন্য কন্ট্রিবিউট করুন।
বিকাশ: 01683454430 / নগদ: 01783426392 (Ref: neuter). ধন্যবাদ।

27/12/2023

বিল্ডিং ১ এর কাজের ভিডিও। নিচু মেঝেতে বৃষ্টির পানি জমে যেত, এজন্য পুরো মেঝে উঁচু করা হয়েছে। বাইরের নিচু জায়গাগুলোতে বালু ফেলা হয়েছে। সবাই যতটা সম্ভব সাহায্য করবেন। 🙏🐾

পোস্টের‌ কমেন্টগুলো খুব‌ই হতাশাজনক। মানুষের জন্য শীতকালে অনেকেই ব্যক্তিগতভাবে এবং প্রতিষ্ঠান থেকে কম্বল এবং শীতবস্ত্র দি...
22/12/2023

পোস্টের‌ কমেন্টগুলো খুব‌ই হতাশাজনক। মানুষের জন্য শীতকালে অনেকেই ব্যক্তিগতভাবে এবং প্রতিষ্ঠান থেকে কম্বল এবং শীতবস্ত্র দিয়ে থাকেন। অথচ রাস্তার কুকুরকে কাপড় পড়ালে দুই মিনিট পরে সেই কাপড় খুলে নিয়ে যাওয়া হয়, সেটার আর হদিস‌ থাকে না। যারা প্রাণী নিয়ে কাজ করে থাকেন, সবাই এই সিচুয়েশনের সম্মুখীন হয়েছেন।‌ এখনো পর্যন্ত আমরা মানুষের উপরে আর কিছু নিয়ে ভাবতে শিখি নাই আসলে।

21/12/2023

Another happy ending! Koly got treated, spayed and released ❤️💚 পুরোটা পড়বেন।

বাচ্চাটা এক্সিডেন্ট করে শেল্টারে এসেছিল ৪ মাস আগে। পায়ে ইনফেকশন ছিল, হাড় বের হয়ে ছিল। বাড়তি হাড়টা শ্রীকান্ত ভাই কেটে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ ওর পা শুকিয়ে গেছে। পা কাটতে হয়নি বাচ্চাটার। ওর নাম রেখেছিলাম কলি। পা শুকানোর পরে স্পে করার সময় ধরা পড়লো ওর এনেমিয়া, সেটার‌ও চিকিৎসা করা হলো। সুস্থ হওয়ার পর রিলিজ করা হলো। অনেক ধন্যবাদ মুনতাহানা টাইগার রহমানকে ওর স্পে সার্জারির খরচ ২০০০ টা•কা স্পন্সর করার জন্য।

আমরা যথাসাধ্য চেষ্টা করি এক একজন বাচ্চার জীবনটা একটু স্বস্তির করার জন্য। কিন্তু একার জন্য সবকিছুই প্রেশার হয়ে যায়। আমি কোটিপতি ন‌ই, আপনারা সাহায্য করলেই শুধুমাত্র কাজগুলো কন্টিনিউ করা সম্ভব।

কলির আগের চেক আপের ডিউ আছে ১৫৫৮, স্পে সার্জারির অসুধ+এনেমিয়ার অসুধে লেগেছে ১৪০০, স্পে করার দিন শেল্টার- ক্লিনিক- শেল্টার যাতায়াতে লেগেছে ১১০০, ওকে রিলিজ করার দিনে শেল্টার- কল্যানপুর যাওয়া আসার ভাড়া লেগেছে ৯০০, মোট: ৪৯৫৮ টা•কা। আমি লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি। দয়া করে ওর ফা•ন্ডে সাহায্য করুন।

বিকাশ: 01683454430 / নগদ: 01783426392
(Ref: koly). অসংখ্য ধন্যবাদ।

21/12/2023

বাচ্চাটার মাংস ইনফেকশন হয়ে ভেতরে পচে গেছে। উপর থেকে এক্সট্রা পচা মাংস ফেলে দেওয়া হয়েছে। অবস্থা বেশ খারাপ। এখন শেল্টারে আছে। ওকে শেল্টারে পাঠানোর পেছনে যাদের অবদান রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। 💚❤️🙏

ওর জন্য সবাই দোয়া করবেন। কেউ ওর খাবারের খরচ স্পন্সর করতে চাইলে কমেন্টে জানাবেন। যতটুকুই দেবেন তাতে‌ অনেক সাহায্য হবে। ধন্যবাদ।

18/12/2023

প্যারালাইজড বাবু বাদাম। ❤️💚

15/12/2023

We are looking for a sponsor/adoption for Lalu!

লালু মাথায় আর কানে ইনজুরি নিয়ে শেল্টারে এসেছিল। সুস্থ হ‌ওয়ার পরে ওকে নিউটার করা হয়েছে। আগের জায়গায় আর রিলিজ করা হয়নি কারন,
১) ওর বয়স হয়েছে, ২) ও কিছুদিন পর পর আগের ইনজুরির জায়গায় চুলকে ঘা বানায়, আবার ড্রেসিং করতে হয়, ৩) ও যেখানে ছিল সেখান থেকে কয়েকবার ডিএসসিসি থেকে কুকু্র তোলা হয়েছে।

কেউ ওকে স্পন্সর করলে আমাদের অনেক সাহায্য হবে। অথবা কেউ এডপ্ট করতে পারেন খোলামেলা জায়গা থাকলে। তার মোটা লেজ, সাদা রং, বেশিরভাগ মানুষের বিউটি স্ট্যান্ডার্ড অনুযায়ী সে দেখতে সুন্দর। ধন্যবাদ।

13/12/2023

Another happy ending alhamdulillah 😊❤️🙏

ফানটা শেল্টারে এসেছিল বাজে ধরনের ম্যাগটস ইনজুরি নিয়ে‌। চিকিৎসা শেষে নিউটার করানোর সময় ওর কানে ইনফেকশন ধরা পড়ে। পোস্ট অপারেটিভ কেয়ার আর কানের চিকিৎসা শেষে ওর কমিউনিটিতে ওকে রিলিজ করা হয়েছে। ওর নিউটারের ২০০০ টা•কা স্পন্সর করেছেন মুমতাহানা‌ টাইগার রহমান। ওর এন্টিবায়োটিকস, ড্রেসিং আর কানের অসুধে লেগেছে ১৪২০ টা•কা, আর‌ দুই বারের যাতায়াতে (নিউটারের সময় এবং রিলিজের সময়) লেগেছে ১৬০০+১২০০: ২৮০০ টা•কা। ওটা স্পন্সর করেছেন মুনসিফা। দেখুন সবাই মিলে একটা বাচ্চার জীবনকে কত সুন্দর ভাবে বাঁচিয়ে দেওয়া সম্ভব হলো, একা তো খুবই কষ্ট হয়ে যেত আমাদের জন্য। এভাবে সবাইকে এগিয়ে আসতে হবে‌, তাহলেই সম্ভব ওদের জন্য কিছু করা। 💚❤️🙏 সবাই দোয়া করবেন, ফানটা যেন ভাল থাকে।

অনেক অনেক ধন্যবাদ তারেক হাওলাদারকে ওর এত সুন্দর করে যত্ন নেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ আরিজ উল মুলককে ওকে রেসকিউ করে আনা এবং রিলিজ দিয়ে আসায় সহায়তা করার জন্য। ধন্যবাদ।

12/12/2023

Before - After update:

এরা দুইজন মা-মেয়ে। দুইজনের‌ই স্কিন ডিজিজ, এবং মায়ের টিভিটি+লিভারে সমস্যা ছিল। এদের কাউকেই ঠিকমত ধরা যায় না। মানুষ ভয় পায়। তাও যে চিকিৎসা কোনোমতে করা গেছে, এবং দু'জনেই আলহামদুলিল্লাহ ভাল আছে এটাই অনেক। ❤️🐾

10/12/2023

দুইজন একদম ছোট পাপ্পি,‌ ম্যাগটস সহ ক্ষত শরীরে, তার ভেতর খায় মা•র। ওদের দুইজনকেই রেসকিউ করে শেল্টারে‌ আনা হয়েছে। একজনের মাইল্ড‌ পারভো‌ আছে। দয়া করে ওদের‌ জন্য ডোনেট করুন।

দুইজনের ভেট ফি, পারভো টেস্ট, অসুধ সব‌ সহ বিল হয়েছে ৩৩০০ টা•কা। যাতায়াত: নারায়ণগঞ্জ- রেসকিউ স্পট- বিশ্বাস ভেটেরিনারি ক্লিনিক- নারায়ণগঞ্জ শেল্টার: ২৪০০‌ টা•কা। মোট: ৫৭০০ টা•কা।

বিকাশ: 01683454430 / নগদ: 01783426392
(Ref: newpuppies). ধন্যবাদ।

09/12/2023

প্যারালাইজড বাবুদের বেড সোর হবেই, এটা যে কি বাজে একটা সমস্যা। অসহায় হয়ে যাওয়া লাগে।

09/12/2023

Each and every one of them has a background story.

এই বাচ্চাটা একটা বিল্ডিং-এ খেতে আসতো, শুধু এই কারনে ওকে ফেলে দিয়ে আসা হয়। বুড়ো ক্ষমতাবান মানুষেরা তাদের ক্ষমতা দেখায়। সেই বিড়াল কোনো ভাবে ফিরে আসে, আর স্কুলে পড়া একজন বাচ্চা মেয়ে ওকে বাঁচায়। নিজে ফা•ন্ড তুলে সমস্ত রকম টেস্ট করিয়ে ভ্যাকসিন দিয়ে নিউটার করিয়ে শেল্টারে পাঠায়। এখন আমাদের এখানে আছে।

আর বয়স্ক বয়স্ক মানুষরা যখন নক করে, তাদের যদি বলা হয় একটু টেস্ট করে ভ্যাকসিন করে পাঠান, তারপর আমরা এমনি‌ই রাখবো, বাকি সব দেখবো, ওটুকুও তারা পারে না, মানে সব আমাদেরই ঠেকা। ইচ্ছা থাকলে উপায় হয়, এই পিচ্চি মেয়েকে দেখে সবার শেখা উচিত।

06/12/2023

Tent life for stray mom Mini and Family ❤️💚🐾🙏

05/12/2023

বাচ্চাটা বাঁচে নাই। ইন্টার্নাল ইনজুরি ছিল। ওর এখনো কিছু ডিউ আছে ফা•ন্ডে। যাদের বাঁচাতে পারি না তাদের জন্য ফা•ন্ড পোস্ট দিতে ইচ্ছা করে না। কেউ ওর চিকিৎসা আর যাতায়াতে ডোনেট করতে চাইলে জানাবেন, বিকাশ নাম্বার দিয়ে দিব। ধন্যবাদ।

💚❤️🐾
03/12/2023

💚❤️🐾

02/12/2023

বাচ্চাটার উপর দিয়ে রিকশা‌ গিয়ে হাফ প্যারালাইজড হয়ে গেছে, সাথে ছিল পারভো। এখন‌ অনেক বেটার সে আলহামদুলিল্লাহ। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। ওর জন্য দোয়া করবেন। ওর ফান্ডে শুধু ৪০০ টা•কা এসেছে। নিচে ফা•ন্ড‌ পোস্টের লিংক দিচ্ছি। সম্ভব হলে সাহায্য করুন।

Fund post: https://m.facebook.com/story.php?story_fbid=122128505966061983&id=61551859496669&mibextid=Nif5oz

Urgent   /   neededতিনটি ছোট্ট বিড়াল বাবুর জীবন বাঁচাতে আপনাদের সাহায্য প্রয়োজন। এখন ওদের মায়ের সাথে আহ্লাদী করার কথা,...
02/12/2023

Urgent / needed

তিনটি ছোট্ট বিড়াল বাবুর জীবন বাঁচাতে আপনাদের সাহায্য প্রয়োজন। এখন ওদের মায়ের সাথে আহ্লাদী করার কথা, কিন্তু তার বদলে ওদের ফেলে দেওয়া হয়েছে মায়ের থেকে আলাদা করে। একজন ওদের আপাতত বক্সে রেখেছেন কিন্তু ওনার নিজের কোনো অভিজ্ঞতা নেই, পাশাপাশি ওনার নিজের মা অসুস্থ এবং হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তার পক্ষে সম্ভব না বাচ্চাগুলোকে ঠিক মত দেখা শোনা করার, দরকারি যত্ন নেওয়ার।

এই মা হারা বাচ্চাগুলো ক্ষুধায় সারা দিন কান্না করতে থাকে। এভাবে বেশিদিন ওদেরকে বাঁচিয়ে রাখা সম্ভব না। তাই কারো বাসায় মা বিড়াল থাকলে বা বাচ্চাগুলোকে হ্যান্ডফিড করাতে পারবে এমন কাউকে জরুরি ভিত্তিতে প্রয়োজন। দয়া করে এমন কেউ থাকলে এই বাবুদের বাঁচাতে সাহায্য করুন।

লোকেশন: আলিগঞ্জ, ফতুল্লাহ, নারায়ণগঞ্জ। (নারায়ণগঞ্জের যে কোনো জায়গায় পৌঁছে দিয়ে আসা হবে)

দয়া করে কেউ সাহায্য করুন। বাচ্চাগুলোকে সাহায্য করতে নিচের আইডি/নাম্বারে যোগাযোগ করুন: https://www.facebook.com/sourav.afridi.77
যোগাযোগ নাম্বার: 01677218164

01/12/2023

কক্সবাজারের থেকে টিউমার কুকুরটাকে নিয়ে মেহেদী হাসান আপন র‌ওনা দিয়েছে। অনেক‌ ধন্যবাদ তাকে এবং যিনি গাড়ি দিয়েছেন সেই ভাইয়াকে।‌ আমি আপনের নাম্বারে‌ ৭০০০ টা•কা ফান্ড দিয়েছি , ওর কাছে আগের‌ ফান্ডের ১৫০০ ছিল। মোট ৮৫০০ টাকার অকটেন লেগেছে। কালকে সকালে‌ ও শেল্টারে‌ পৌঁছে যাবে।

যারা ওর জন্য কন্ট্রিবিউট করতে এগিয়ে আসছেন, বিশেষ করে ফয়সাল আহমেদ ভাইয়া এবং নাজিয়া আপুকে অসংখ্য ধন্যবাদ। ওর পরবর্তীতে ভেট চেক‌আপ করানো হবে, সম্ভব হলে সার্জারিও করা হবে। সব আপডেট সময়মতো দেওয়া‌ হবে। সবাই দোয়া করবেন‌ এবং সাথে থাকবেন বাচ্চাটার।

01/12/2023

যারা ঢাকার মতন চড়ুই পাখির জায়গায় থেকেও দেশি কুকুর বাচ্চা রেসকিউ করা এবং এডপ্ট করার মতন সাহস এবং মায়া দেখান, তাদের প্রতি আমার শ্রদ্ধার কোনো সীমা পরিসীমা নাই। বাচ্চাটার জন্য কি সুন্দর ঘর করে দিয়েছে। দোয়া থাকলো আপনার এবং এই পিচ্চির জন্য, সালমান শাহরিয়ার চৌধুরী ভাই। 🙏🐾

01/12/2023

বাচ্চাটা অনেক বয়স্ক। এক্সিডেন্ট করে একটা পায়ের জয়েন্ট ছুটে গেছে। ঠিকমতন হাঁটতে পারে না। ম্যাগটস ধরেছে। দেওয়ান তুলি আপু ওকে রেসকিউ করে ভেট দেখিয়ে নিজে শেল্টারে দিয়ে গেছেন। আপু না দেখলে বাচ্চাটার জীবন ঝুঁকিতে ছিল। ও যেখানে ছিল, ওখানের এক বাড়িওয়ালা ওকে রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছিল। মানুষের এতটুকু মানবিকতাও এখন আর নেই যে একজন অসুস্থ প্রাণিকে রাস্তার কোনায় একটু থাকার জায়গা দেবে। দিন দিন অসুস্থ একটা জাতিতে আমরা পরিনত হচ্ছি।

একটা কথা না বলে পারছি না। মানুষের ডাক্তার‌ও সবাই পাশ‌ করেই হয়, কিন্তু সবার জ্ঞানটা সমান থাকে না। ভেটেরিনারি ডক্টরদের ক্...
30/11/2023

একটা কথা না বলে পারছি না। মানুষের ডাক্তার‌ও সবাই পাশ‌ করেই হয়, কিন্তু সবার জ্ঞানটা সমান থাকে না। ভেটেরিনারি ডক্টরদের ক্ষেত্রেও তাই। আপনারা যেহেতু টাকা খরচ করছেন‌ই, যেকোনো ভেটের কাছে না‌ নিয়ে দরকার হলে‌ একটু দূরে গিয়েও ভাল ভেট দেখান। শেল্টারের জন্য আমাদের প্রচুর পরিমান কেইস ডিল করতে হয়। কিছু কেইসের কথা বলি।

এমন হয়েছে FIP টেস্ট‌ রেজাল্ট একটা ক্লিনিকে‌ নেগেটিভ আসার পর আরেকটা ক্লিনিকে পজিটিভ এসেছে, তারপর পূর্বাচলেও পজিটিভ এসেছে। তার মানে‌ প্রথম ক্লিনিকে ডায়াগনসিস ভুল ছিল।

আরেক ঘটনা, একটা ক্লিনিকে ডিসটেম্পার টেস্টে নেগেটিভ আসে, আমার সন্দেহ হ‌ওয়ায় আবার আমাদের পরিচিত ক্লিনিকে পাঠাই। ওখানে সাদ্দাম ভাই দেখেই বলেন আলাদা রাখতে এবং পরের সপ্তাহেই ডিসটেম্পারের সব লক্ষন দেখা যায়।

আরেক ক্লিনিকে একটা বাচ্চার জন্য কেমোর ডোজ এত বেশি দেয় যে ওর প্রাইভেট পার্টসে গ্যাংগ্রিন হয়ে মা•রা যায়। সেই ক্লিনিক থেকে পরে কল দিয়ে ভুল সংশোধন করলেও ততদিনে যা ক্ষতি হ‌ওয়ার হয়ে গেছে। যদি আমাদের রেকমেন্ড করা ক্লিনিকে নেওয়া হত, এটা ওভারডোজ কখনোই হত না।

রিসেন্টলি একটা ক্লিনিকে পারভো টেস্টে‌ নেগেটিভ আসার পরেও পটির গন্ধে আমাদের সন্দেহ হয় এবং ওর অসুধ পত্র মন মতন না হ‌ওয়ায় আমরা সবসময় যেখানে দেখাই সেখানেই আবার চেক আপ করাই। এবার ওর পারভো পজিটিভ আসে।

আর ভ্যাকসিন ফেইলিয়ার তো এখন মুড়ি মুড়কির মত সহজ বিষয় হয়ে গেছে। এমনিও ভ্যাকসিন সম্পূর্ণ সুস্থ অবস্থায় দিতে হয়। টিকা দেওয়ার আগে আপনার বাচ্চার বডি‌ টেম্পারেচার ইত্যাদি চেক করা হচ্ছে কিনা নিজেও দেখে নিন।

আরেক কাহিনী, একজন ক্লিনিকের ভেট FPV এর মতন অসুখের ভেতর ভ্যাকসিন দিয়ে দিলো, বাচ্চাটা মারা গেল। আরেক খিলগাঁও-এর ক্লিনিকে প্রেগন্যান্ট বিড়ালকে ভ্যাকসিন দিয়ে দিল, তাও এডভান্সড স্টেইজে। সেই বিড়াল পেটে পচে যাওয়া ফিটাস নিয়ে শেল্টারে আসলো, ফলাফল আমাদের দৌড়াদৌড়ি করে সেই বিড়ালের সার্জারি করতে হলো, জানটা কোনো ভাবে বাঁচলো। সেই ভেটের আবার অনেকগুলো ডিগ্রি!

জিনিসগুলো কতটা রিস্কি বুঝতে পারছেন? নূন্যতম কেয়ার, নূন্যতম খেয়াল, মনোযোগটাও কিছু ভেট দেয় না। আমরা নিজেদের ক্ষেত্রেও যেমন ডাক্তার দেখানোর আগে খোঁজ খবর নিয়ে নেই, ওদের ক্ষেত্রেও দয়া করে এই কাজটা করুন। বাচ্চাদের জন্য এটুকু তো করাই‌ যায়। বিশেষ করে কিছু কিছু সরকারি বেসরকারি ক্লিনিকের ব্যাপারে এত নেগেটিভ রিভিউ থাকার পরেও আপনারা সেখানে কেন যান, আমার মাথায় জিনিসটা ঢোকে না। Please be careful about your baby's welfare.

29/11/2023

Thank you very much The Business Standard for covering our shelter. It's the center of our heart ❤️🙏

26/11/2023

Cats' doing their most favorite thing, grooming, grooming and grooming 🐱 The middle one is a new rescue; she has some health issues. Treatment is going on.

26/11/2023

কক্সবাজারের এই বাচ্চাটার কথা অনেকেই জানেন। ওকে ঢাকায় টানাটানি না করে প্রথমে কক্সবাজারে সার্জারি করার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু টিউমারের যে অবস্থা, ওখানকার সবাই বলছেন ওর জন্য লাইফ রিস্ক হয়ে যাবে। তিনজন ভেটের সাথে কনসাল্ট করা হয়েছে। এবং আমি ঢাকায় যে ভেটদের উপর নির্ভর করি, তারাও‌ ওর ভিডিও দেখে বলেছেন রিস্ক আছে কারন টিউমার অনেক বড় এবং পুরনো। অনেক ব্লিডিং হওয়ার চান্স থাকবে। আমি কোনোভাবেই একটা বাচ্চার লাইফ রিস্ক নিতে চাই না। তাই কক্সবাজার বাতিল করে ওকে ঢাকা আনার ব্যবস্থা করা হচ্ছে। একজন দয়ালু ব্যক্তি তার গাড়ি এমনিতেই দেবেন, কোনো ভাড়া লাগবে না। শুধু যাওয়া আসার অকটেন খরচ দিতে হবে ৬০০০ টাকা এবং যে রেসকিউয়ার যাবে (মেহেদি হাসান আপন এবং সাথে একজন) ওদের খাবার-দাবারের কিছু ব্যাপার থাকবে।

বাচ্চাটাকে আনার পরে আমরা ওকে আগে ভাল ভাবে ভেট দেখাবো। অপিনিয়ন‌ নিব। যদি ওর লাইফ রিস্ক থাকে আমরা ওর সার্জারি করবো না। সে ক্ষেত্রে ও আমার শেল্টারে থাকবে। যেন এই অবস্থায় অন্তত রাস্তায় ঘুরে খাবারের চিন্তা করতে না হয়। সবাই দয়া করে ওর ওকে আনার খরচে কন্ট্রিবিউট করুন। সামনের বৃহস্পতিবার ওরা র‌ওনা‌ দেবে।

বিকাশ: 01683454430 / নগদ: 01783426392
(ref: cox).

ধন্যবাদ।

25/11/2023

Chemotherapy has started for TVT patient Moti. He was so malnourished that we had to complete the Medicine course 1st. And he doesn't have any bladder control.

23/11/2023

নতুন এক্সিডেন্ট কেইসের বাচ্চা। খাওয়া দাওয়া করে, কিন্তু ওর পিছনের পা‌ দু'টোতে একদমই মুভমেন্ট নেই। কোমরের নিচে থেকে সম্পূর্ণ প্যারালাইজড।

23/11/2023

FU•ND NEEDED!!

এই বাচ্চাটাকে আমরা ছোট থাকতে প্যারালাইজড অবস্থায় শেল্টারে‌ নিয়েছিলাম। নাম দিয়েছিলাম ব্রুনো। ও বড় হয়েছে, এতদিন ভাল ছিল, হাঁটা চলা করতো, হঠাৎ করে ও অসুস্থ হয়ে পড়েছে। ওর FIP সহ সবরকম টেস্ট করা হয়েছে। ভাগ্য ভাল FIP নেগেটিভ এসেছে, কিন্তু লাংসে সমস্যা ধরা পড়েছে। দয়া করে ওর ফা•ন্ডে কন্ট্রিবিউট করুন। আমরা রেসকিউ বাচ্চাদের খাবার থেকে‌ শুরু করে সবকিছুই দেখি, কিন্তু এসব সময় আপনাদের সাহায্য প্রয়োজন।

ক্লিনিক বিল‌ এসেছে ১০৩৯৫ টা•কা (FIP টেস্ট, ব্লাড টেস্ট, এক্সরে, অসুধ সব সহ)। সব ডকুমেন্টস এই পোস্টে দেওয়া আছে: https://m.facebook.com/story.php?story_fbid=122127068852061983&id=61551859496669&mibextid=Nif5oz

যাতায়াত: নারায়ণগঞ্জ - ধানমন্ডি কেয়ার এন্ড কিওর ক্লিনিক- নারায়ণগঞ্জ: ৯০০ টাকা।‌

বিকাশ: 01683454430 / নগদ: 01783426392
(Ref: bruno).

সবাই সাহায্য করুন প্লিজ। ধন্যবাদ।

Fu•nd Needed. ব্ল্যাকিকে আমরা বাঁচাতে পারিনি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি ওকে বাঁচাতে, কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের ৫০...
23/11/2023

Fu•nd Needed.

ব্ল্যাকিকে আমরা বাঁচাতে পারিনি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি ওকে বাঁচাতে, কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের ৫০‌ হাজার টাকা আমি জোগাড় করতে পারিনি, আকস ছাড়া আর কোথাও এটা করাও যায়না। ওর দুই মাসের ডিউ ফস্টার চার্জ‌ আমার আর দরকার নেই। ওর মালিকের কাছ থেকেও‌ আমি আর সাহায্য নিতে আগ্রহী ন‌ই। ওর ক্লিনিক‌ বিল ১৫ হাজার টা•কা ছিল যা আমার একা বহন করা সমস্যা হয়ে যাচ্ছে। যদি আমার আইডি থাকতো, মেইন পেইজ ঠিক থাকতো, সমস্যা হতো না। কিন্তু আমাদের কোনো পোস্ট‌ এখন রিচ পায় না। কবে এই সমস্যা ঠিক হবে জানি‌ না আসলে।‌ মনোবল স্ট্রং থাকার কারনে এখনো‌ সবকিছু টেনে‌ নিচ্ছি আমরা।

ব্ল্যাকির ডিটেইলস এখানে আছে: https://m.facebook.com/story.php?story_fbid=684426580451656&id=100066529597900&mibextid=Nif5oz

ওষুধ পত্র, টেস্ট সহ মোট বিল: ১৫৩৭০‌ টা•কা। যাতায়াতে ৩০০০ টাকার বেশি লেগেছে। নাজিয়া আপু ২২০০ টাকা‌ ডোনেট করেছেন,‌ ওর জন্য আর‌ কোনো সাহায্য আসেনি।

দয়া করে ব্ল্যাকির ফা•ন্ডটা‌ কভার করতে আমাদের সাহায্য করুন। বিকাশ: 01683454430 / নগদ: 01783426392 (ref: blacky). ধন্যবাদ।

22/11/2023

রাঙ্গার কথা মনে আছে? ট্রেইনে এক্সিডেন্ট করে এসেছিল। ওর পা শুকিয়ে গেছে, এমপুটেশন‌ লাগেনি। কিন্তু লেজটা বাঁচানো যায়নি। বাচ্চাটার লেজ খসে পড়ে গেছে। ওকে ভেট দেখানো হয়েছে। দয়া করে ওর খরচে কন্ট্রিবিউট‌ করবেন।
ক্লিনিক বিল: ১০১৫ টা•কা। যাতায়াত: নারায়ণগঞ্জ - ধানমন্ডি কেয়ার এন্ড কিওর ক্লিনিক- নারায়ণগঞ্জ শেল্টার: ১২০০ টা•কা। মোট: ২২১৫ টা•কা।

বিকাশ: 01683454430 / নগদ: 01783426392
(Ref: ranga). ধন্যবাদ।

22/11/2023

শেল্টারের টিন‌ দিয়ে পানি পড়ে আর উনি বৃষ্টিতে ভিজে। ঢঙ্গী কুকুর। হাতের টিউমার সার্জারির পরে এখন আমাদের শেল্টার‌ই আছে। স্পে করাও শেষ। ☺️💝

22/11/2023

স্টেরিলাইজেশন‌ স্লট ৫ এর সার্জারি শেষ। কিছুদিনের ভেতর ফেরত নিয়ে আসা হবে 💚❤️ মেয়ে কুকুরটার রক্ত শূন্যতা আর ছেলে কুকুর একজনের কানে ইনফেকশন ধরা পড়েছে। পরবর্তীতে এসবের ট্রিটমেন্ট‌ কন্টিনিউ করা হবে।

22/11/2023

স্টেরিলাইজেশন স্লট ৬ এর বাচ্চারা ক্লিনিকে যাচ্ছে 💚
ওদের স্পট ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন ফারুক ভাইয়া। লোকেশন: ঝিগাতলা।

20/11/2023

ফা•ন্ড প্রয়োজন!! এই প্যারালাইজড বাবুটাকে ভেট দেখিয়ে শেল্টারে আনা হয়েছে। ক্লিনিকের খরচ ১৯২৪ টা•কা, (ভিডিওতে দেওয়া আছে), যাতায়াত: ১২০০ টা•কা। মোট: ৩১২৪ টা•কা।
বিকাশ: 01683454430 / নগদ: 01783426392
(Ref: mithu). ধন্যবাদ। 💚

প্রতি মাসে কুকুর বাবুদের ডিওয়ার্মিং-এ লাগে ১৯০০‌ টা•কার অসুধ আর বিড়াল বাবুদের জন্য লাগে ১৩৫০ টা•কার অসুধ।‌ মোট: ৩২৫০ ট...
18/11/2023

প্রতি মাসে কুকুর বাবুদের ডিওয়ার্মিং-এ লাগে ১৯০০‌ টা•কার অসুধ আর বিড়াল বাবুদের জন্য লাগে ১৩৫০ টা•কার অসুধ।‌ মোট: ৩২৫০ টা•কা। কেউ কি সাহায্য করবেন এই খরচে?

এমনিতে বাজারের থেকে অনেক কম দামে অসুধগুলো‌ পাই প্রতি মাসে। যদি কেউ এই সুবিধা‌ পেতে চান ম্যাসেজ করতে পারেন এই পেইজে: https://www.facebook.com/catshomebd?mibextid=2JQ9oc

সরাসরি আমাদের জন্য এই পেইজ থেকেও অসুধ অর্ডার করে দিতে পারেন। তারা আমাদের কাছে পৌঁছে দেবে। অথবা খরচ পাঠাতেও পারেন। হিসাব পাবেন অবশ্যই।
বিকাশ: 01683454430 / নগদ: 01783426392
(Ref: deworm). ধন্যবাদ। 🙏

Update: Full due has been donated by Iritra apu... May God bless her ❤️🙏Reposting. ফা•ন্ড প্রয়োজন!!বাচ্চাটা দুই দিন ধরে...
18/11/2023

Update: Full due has been donated by Iritra apu... May God bless her ❤️🙏

Reposting. ফা•ন্ড প্রয়োজন!!

বাচ্চাটা দুই দিন ধরে এক্সিডেন্ট করে রাস্তায় পড়ে ছিল। ওকে রেসকিউ করে শেল্টারে আনা হয়েছে। বিশ্বাস ভেটেরিনারি ক্লিনিকে দেখানো হয়েছে। অসুধ কোর্স শেষ হওয়ার পরে এক্স-রে করাতে হবে। ওর জন্য ফা•ন্ড প্রয়োজন। ক্লিনিক বিল + এক্সরে+ অসুধ: ৩১৭০ টা•কা। যাতায়াত: নারায়নগঞ্জ - গুলশান বাড্ডা লিংক রোড বিশ্বাস ভেটেরিনারি ক্লিনিক- নারায়নগঞ্জ শেল্টার+ ওয়েটিং চার্জ: ১৮০০ টাকা।
মোট: ৪৯৭০ টা•কা।

বিকাশ: 01683454430 / নগদ: 01783-426392
(ref: paralyzed)। ফা•ন্ড এসেছে ৩২৭০ টা•কা। ডিউ: ১৭০০ টা•কা। ধন্যবাদ।

Address

Narayanganj
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Animal Lovers of Bangladesh/ALB Animal Shelter/Back up page. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Animal Lovers of Bangladesh/ALB Animal Shelter/Back up page.:

Videos

Share

Category


Other Animal Shelters in Narayanganj

Show All