মা বাচ্চাকে নিয়ে একদম ওভার প্রটেকটিভ মাশাআল্লাহ এত্ত আদর করে, ভিডিও করতে দেখলেও চেক করতে আসে। 💖🐾
এই বাচ্চা নাকি এগ্রেসিভ। এই অপবাদে ওকে সবসময় মা•র-ধোর করা হত। শেষ পর্যন্ত যেখানে ওর জন্ম সেখান থেকেই বের করে দিয়েছে। ওকে আমরা এনে নিউটার করেছি। সুস্থ হলে আবার স্পটে যাবে, ওকে আর মা•রা হবে না, এমনই কথা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ মুমতাহানা টাইগার রহমানকে ওর নিউটার খরচ স্পন্সর করার জন্য! ওর পোস্ট অপারেটিভ কেয়ার শেল্টারে নেওয়া হচ্ছে।
ওর যাতায়াত ভাড়া ১৬০০ টা•কা (স্পট থেকে প্রথম দিনে অভয়ারণ্য দিয়ে আসা এবং সার্জারির পরে অভয়ারণ্য থেকে নারায়ণগঞ্জ শেল্টারে নিয়ে আসা), এবং পোস্ট অপারেটিভ অসুধে ৬০০ টা•কা খরচ হয়েছে। মোট: ২২০০ টা•কা। দয়া করে ওর জন্য কন্ট্রিবিউট করুন।
বিকাশ: 01683454430 / নগদ: 01783426392 (Ref: neuter). ধন্যবাদ।
স্টেরিলাইজেশন স্লট ৭ এর ৩ জন বাচ্চা। সবাই শেল্টারে পোস্ট অপারেটিভ কেয়ারে থাকবে। অনেক অনেক ধন্যবাদ মুমতাহানা টাইগার রহমানকে ওদের স্টেরিলাইজেশন খরচ স্পন্সর করার জন্য। 💚🙏🐾
বিল্ডিং ১ এর কাজের ভিডিও। নিচু মেঝেতে বৃষ্টির পানি জমে যেত, এজন্য পুরো মেঝে উঁচু করা হয়েছে। বাইরের নিচু জায়গাগুলোতে বালু ফেলা হয়েছে। সবাই যতটা সম্ভব সাহায্য করবেন। 🙏🐾
দূর্ঘটনায় কোমরে ব্যথা পেয়ে বাচ্চাটার হাফ প্যারালাইসিস হয়ে গেছে। ভেট দেখিয়ে শেল্টারে চিকিৎসা চলছে।
Another happy ending! Koly got treated, spayed and released ❤️💚 পুরোটা পড়বেন।
বাচ্চাটা এক্সিডেন্ট করে শেল্টারে এসেছিল ৪ মাস আগে। পায়ে ইনফেকশন ছিল, হাড় বের হয়ে ছিল। বাড়তি হাড়টা শ্রীকান্ত ভাই কেটে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ ওর পা শুকিয়ে গেছে। পা কাটতে হয়নি বাচ্চাটার। ওর নাম রেখেছিলাম কলি। পা শুকানোর পরে স্পে করার সময় ধরা পড়লো ওর এনেমিয়া, সেটারও চিকিৎসা করা হলো। সুস্থ হওয়ার পর রিলিজ করা হলো। অনেক ধন্যবাদ মুনতাহানা টাইগার রহমানকে ওর স্পে সার্জারির খরচ ২০০০ টা•কা স্পন্সর করার জন্য।
আমরা যথাসাধ্য চেষ্টা করি এক একজন বাচ্চার জীবনটা একটু স্বস্তির করার জন্য। কিন্তু একার জন্য সবকিছুই প্রেশার হয়ে যায়। আমি কোটিপতি নই, আপনারা সাহায্য করলেই শুধুমাত্র কাজগুলো কন্টিনিউ করা সম্ভব।
কলির আগের চেক আপের ডিউ আছে ১৫৫৮, স্পে সার্জারির অসুধ+এনেমিয়ার অসুধে লেগেছে ১৪০০, স্পে করার দিন শেল
একটা পা না থাকলে কি হবে, সে অনেক লাফালাফি করতে পছন্দ করে ❤️💚🙏😊🐾
বাচ্চাটার মাংস ইনফেকশন হয়ে ভেতরে পচে গেছে। উপর থেকে এক্সট্রা পচা মাংস ফেলে দেওয়া হয়েছে। অবস্থা বেশ খারাপ। এখন শেল্টারে আছে। ওকে শেল্টারে পাঠানোর পেছনে যাদের অবদান রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। 💚❤️🙏
ওর জন্য সবাই দোয়া করবেন। কেউ ওর খাবারের খরচ স্পন্সর করতে চাইলে কমেন্টে জানাবেন। যতটুকুই দেবেন তাতে অনেক সাহায্য হবে। ধন্যবাদ।
দুই জনেরই পারভো সেরে গেছে আলহামদুলিল্লাহ। সাথে ঘা শুকিয়ে আসছে। আর প্যারালাইসিসটা ঠিক করা যায়নি।
প্যারালাইজড বাবু বাদাম। ❤️💚
We are looking for a sponsor/adoption for Lalu!
লালু মাথায় আর কানে ইনজুরি নিয়ে শেল্টারে এসেছিল। সুস্থ হওয়ার পরে ওকে নিউটার করা হয়েছে। আগের জায়গায় আর রিলিজ করা হয়নি কারন,
১) ওর বয়স হয়েছে, ২) ও কিছুদিন পর পর আগের ইনজুরির জায়গায় চুলকে ঘা বানায়, আবার ড্রেসিং করতে হয়, ৩) ও যেখানে ছিল সেখান থেকে কয়েকবার ডিএসসিসি থেকে কুকু্র তোলা হয়েছে।
কেউ ওকে স্পন্সর করলে আমাদের অনেক সাহায্য হবে। অথবা কেউ এডপ্ট করতে পারেন খোলামেলা জায়গা থাকলে। তার মোটা লেজ, সাদা রং, বেশিরভাগ মানুষের বিউটি স্ট্যান্ডার্ড অনুযায়ী সে দেখতে সুন্দর। ধন্যবাদ।
পুরনো গরম কাপড়ে বাচ্চাগুলো কত আরামে থাকে 💚❤️🐾🐕🐈
#rescuestory #fostermoms #kittens
Another happy ending alhamdulillah 😊❤️🙏
ফানটা শেল্টারে এসেছিল বাজে ধরনের ম্যাগটস ইনজুরি নিয়ে। চিকিৎসা শেষে নিউটার করানোর সময় ওর কানে ইনফেকশন ধরা পড়ে। পোস্ট অপারেটিভ কেয়ার আর কানের চিকিৎসা শেষে ওর কমিউনিটিতে ওকে রিলিজ করা হয়েছে। ওর নিউটারের ২০০০ টা•কা স্পন্সর করেছেন মুমতাহানা টাইগার রহমান। ওর এন্টিবায়োটিকস, ড্রেসিং আর কানের অসুধে লেগেছে ১৪২০ টা•কা, আর দুই বারের যাতায়াতে (নিউটারের সময় এবং রিলিজের সময়) লেগেছে ১৬০০+১২০০: ২৮০০ টা•কা। ওটা স্পন্সর করেছেন মুনসিফা। দেখুন সবাই মিলে একটা বাচ্চার জীবনকে কত সুন্দর ভাবে বাঁচিয়ে দেওয়া সম্ভব হলো, একা তো খুবই কষ্ট হয়ে যেত আমাদের জন্য। এভাবে সবাইকে এগিয়ে আসতে হবে, তাহলেই সম্ভব ওদের জন্য কিছু করা। 💚❤️🙏 সবাই দোয়া করবেন, ফানটা যেন ভাল থাকে।
অনেক অনেক ধন্যবাদ তারেক হাওলাদারকে ওর এত সুন্দর করে যত্ন নেওয়ার জন্য, অনেক অ
Before - After update:
এরা দুইজন মা-মেয়ে। দুইজনেরই স্কিন ডিজিজ, এবং মায়ের টিভিটি+লিভারে সমস্যা ছিল। এদের কাউকেই ঠিকমত ধরা যায় না। মানুষ ভয় পায়। তাও যে চিকিৎসা কোনোমতে করা গেছে, এবং দু'জনেই আলহামদুলিল্লাহ ভাল আছে এটাই অনেক। ❤️🐾
নারায়নগঞ্জ থেকে আসা ইনজুরড বাচ্চার একজন। সাথে আমাদের ফস্টার প্যারালাইজড বাচ্চা। ওর বেড সোর আছে। পার্ভো বাচ্চাকে আলাদা রাখা হয়েছে।
দুইজন একদম ছোট পাপ্পি, ম্যাগটস সহ ক্ষত শরীরে, তার ভেতর খায় মা•র। ওদের দুইজনকেই রেসকিউ করে শেল্টারে আনা হয়েছে। একজনের মাইল্ড পারভো আছে। দয়া করে ওদের জন্য ডোনেট করুন।
দুইজনের ভেট ফি, পারভো টেস্ট, অসুধ সব সহ বিল হয়েছে ৩৩০০ টা•কা। যাতায়াত: নারায়ণগঞ্জ- রেসকিউ স্পট- বিশ্বাস ভেটেরিনারি ক্লিনিক- নারায়ণগঞ্জ শেল্টার: ২৪০০ টা•কা। মোট: ৫৭০০ টা•কা।
বিকাশ: 01683454430 / নগদ: 01783426392
(Ref: newpuppies). ধন্যবাদ।
প্যারালাইজড বাবুদের বেড সোর হবেই, এটা যে কি বাজে একটা সমস্যা। অসহায় হয়ে যাওয়া লাগে।
Each and every one of them has a background story.
এই বাচ্চাটা একটা বিল্ডিং-এ খেতে আসতো, শুধু এই কারনে ওকে ফেলে দিয়ে আসা হয়। বুড়ো ক্ষমতাবান মানুষেরা তাদের ক্ষমতা দেখায়। সেই বিড়াল কোনো ভাবে ফিরে আসে, আর স্কুলে পড়া একজন বাচ্চা মেয়ে ওকে বাঁচায়। নিজে ফা•ন্ড তুলে সমস্ত রকম টেস্ট করিয়ে ভ্যাকসিন দিয়ে নিউটার করিয়ে শেল্টারে পাঠায়। এখন আমাদের এখানে আছে।
আর বয়স্ক বয়স্ক মানুষরা যখন নক করে, তাদের যদি বলা হয় একটু টেস্ট করে ভ্যাকসিন করে পাঠান, তারপর আমরা এমনিই রাখবো, বাকি সব দেখবো, ওটুকুও তারা পারে না, মানে সব আমাদেরই ঠেকা। ইচ্ছা থাকলে উপায় হয়, এই পিচ্চি মেয়েকে দেখে সবার শেখা উচিত।
Food! Kitties! Puppies! 🐕🐈💚
Tent life for stray mom Mini and Family ❤️💚🐾🙏
শেল্টারের জন্য বালতি দরকার, ঠান্ডার ভেতর ওদের ঘর বানানোর জন্য। বালতি ডোনেট করেন :)
বাচ্চাটা বাঁচে নাই। ইন্টার্নাল ইনজুরি ছিল। ওর এখনো কিছু ডিউ আছে ফা•ন্ডে। যাদের বাঁচাতে পারি না তাদের জন্য ফা•ন্ড পোস্ট দিতে ইচ্ছা করে না। কেউ ওর চিকিৎসা আর যাতায়াতে ডোনেট করতে চাইলে জানাবেন, বিকাশ নাম্বার দিয়ে দিব। ধন্যবাদ।
কেউ ওদের জন্য কিটেন ফিডার অথবা ল্যাকটোজেন ডোনেট করবেন? :) 🙏
কক্সবাজারের টিউমার বাচ্চাটা আমাদের শেল্টারে এখন। মাশাআল্লাহ আমাদের সব বাচ্চারা এত ফ্রেন্ডলি। I'm proud of them ☺️
১-২ দিনের ভেতর ওর ভেট চেকআপ করা হবে। ওর নাম দিলাম টমটম। সবার সাহায্য দরকার হবে ওর জন্য। 🙏🐾
কক্সবাজারের থেকে টিউমার কুকুরটাকে নিয়ে মেহেদী হাসান আপন রওনা দিয়েছে। অনেক ধন্যবাদ তাকে এবং যিনি গাড়ি দিয়েছেন সেই ভাইয়াকে। আমি আপনের নাম্বারে ৭০০০ টা•কা ফান্ড দিয়েছি , ওর কাছে আগের ফান্ডের ১৫০০ ছিল। মোট ৮৫০০ টাকার অকটেন লেগেছে। কালকে সকালে ও শেল্টারে পৌঁছে যাবে।
যারা ওর জন্য কন্ট্রিবিউট করতে এগিয়ে আসছেন, বিশেষ করে ফয়সাল আহমেদ ভাইয়া এবং নাজিয়া আপুকে অসংখ্য ধন্যবাদ। ওর পরবর্তীতে ভেট চেকআপ করানো হবে, সম্ভব হলে সার্জারিও করা হবে। সব আপডেট সময়মতো দেওয়া হবে। সবাই দোয়া করবেন এবং সাথে থাকবেন বাচ্চাটার।