AA Birds

AA Birds Ornamental Bird Breeder

মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুন্দরীটাকে এর আগে ৩/৪ বার জোড়া দেওয়া হয়েছিলো। প্রতিবারই জোড়া দেবার ২ মিনিটের মধ্যেই মেটিং ক...
07/11/2023

মাশাআল্লাহ,
আলহামদুলিল্লাহ।

সুন্দরীটাকে এর আগে ৩/৪ বার জোড়া দেওয়া হয়েছিলো। প্রতিবারই জোড়া দেবার ২ মিনিটের মধ্যেই মেটিং করে। কিন্তু ডিম দেয়নি কোন বারই।
এবার এই কাইল্লা বান্দরের সাথে জোড়া দিলাম। আলহামদুলিল্লাহ ডিম ফার্টাইল ❤️❤️

এই পাখিটা গত ৩/৪ দিন আগে খাচা থেকে বের হয়ে গেছে।কেউ পেয়ে থাকলে জানানোর অনুরোধ করছি।নরসিংদী সদর।
20/08/2023

এই পাখিটা গত ৩/৪ দিন আগে খাচা থেকে বের হয়ে গেছে।
কেউ পেয়ে থাকলে জানানোর অনুরোধ করছি।

নরসিংদী সদর।

এই পাখিটা সহ ২/৩ টি বাজরিগার পাখি খাচা থেকে বের হয়ে গেছে।সবগুলোই রেইনবো/ ক্রেস্টেড রেইনবো।কেউ পেয়ে থাকলে আমাকে জানানোর অ...
30/05/2023

এই পাখিটা সহ ২/৩ টি বাজরিগার পাখি খাচা থেকে বের হয়ে গেছে।
সবগুলোই রেইনবো/ ক্রেস্টেড রেইনবো।

কেউ পেয়ে থাকলে আমাকে জানানোর অনুরোধ করছি।

ফোন: 01911900014

ভায়োলেট রেইনবো বেবি।নিজে খেতে পারে।নরসিংদী সদর।(০১৯১১৯০০০১৪)
26/03/2023

ভায়োলেট রেইনবো বেবি।
নিজে খেতে পারে।

নরসিংদী সদর।
(০১৯১১৯০০০১৪)

মাশাআল্লাহ ❤️
20/03/2023

মাশাআল্লাহ ❤️

ভালোবাসার রঙ নীল, ❤️❤️
08/03/2023

ভালোবাসার রঙ নীল, ❤️❤️

বহু মাস পর ঘরে আন্ডা-বাচ্চা...
02/03/2023

বহু মাস পর ঘরে আন্ডা-বাচ্চা...

02/03/2023

ইট-পাথরের এই ব্যস্ত শহরে এমন নির্মল দোয়েল পাখির ডাক শেষ কবে শুনেছেন মনে করতে পারেন...

ইনশাআল্লাহ,  আগামী ১০ মার্চ, আমি থাকবো এভিয়ান কমিউনিটি আয়োজিত "Avian Exotic Bird Show & National Championship  2023”-এআম...
26/02/2023

ইনশাআল্লাহ,
আগামী ১০ মার্চ, আমি থাকবো এভিয়ান কমিউনিটি আয়োজিত "Avian Exotic Bird Show & National Championship 2023”-এ

আমন্ত্রণ রইলো সবার।

Available for handing over..
04/12/2022

Available for handing over..

13/11/2022
৬ পিস জাবা। ৩টা দেড়মাস,৩টা চারমাস বয়স।ইনবক্স বা কল- 0️⃣1️⃣9️⃣1️⃣1️⃣9️⃣0️⃣0️⃣0️⃣1️⃣4️⃣
13/11/2022

৬ পিস জাবা।
৩টা দেড়মাস,৩টা চারমাস বয়স।

ইনবক্স বা কল- 0️⃣1️⃣9️⃣1️⃣1️⃣9️⃣0️⃣0️⃣0️⃣1️⃣4️⃣

অসাধারন একটি প্রোডাক্টকে অনবদ্য করার চেষ্টা বা (অপচেষ্টা) উপকরণঃ১) Expert (Next Gen) এগফুড,২) All In One হার্বস,৩) নিজস্...
31/10/2022

অসাধারন একটি প্রোডাক্টকে অনবদ্য করার চেষ্টা বা (অপচেষ্টা)

উপকরণঃ
১) Expert (Next Gen) এগফুড,
২) All In One হার্বস,
৩) নিজস্ব কিছু পুষ্টি উপকরন ও হার্বস মিক্স এবং,
৪) ডিমের খোসা চূর্ণ।

মাশাআল্লাহ ❤️তিনারা উঁকিঝুঁকি দেওয়া শুরু করেছে ❤️
20/10/2022

মাশাআল্লাহ ❤️
তিনারা উঁকিঝুঁকি দেওয়া শুরু করেছে ❤️

AA Birds...❤️
17/10/2022

AA Birds...❤️

03 pcs self-feed black JAVA baby available.Narsingdi Sadar.
20/08/2022

03 pcs self-feed black JAVA baby available.
Narsingdi Sadar.

অবশেষে আমার ঘরেও চলে এলো দেশে সাড়া জাগানো মিনি ওয়াটার ফিডার। 👍👍👍কেন এটা স্পেশাল?  চলেন একটু আলোচনা করি।১) বাজারে প্রচলিত...
16/08/2022

অবশেষে আমার ঘরেও চলে এলো দেশে সাড়া জাগানো মিনি ওয়াটার ফিডার। 👍👍👍

কেন এটা স্পেশাল? চলেন একটু আলোচনা করি।

১) বাজারে প্রচলিত দেশি প্লাস্টিকের থেকে গুণে, মানে ও দেখায় ১০০ গুণ ভালো।
২) দেখতে কিউট যা এভিয়ারীর সৌন্দর্য বাড়ায়।
৩) সাইজে ছোট হলেও পানি খাওয়ার মূল ক্যাপ এরিয়া বাজারে অন্য সকল ওয়াটার ফিডারের সমান। সুতরাং পাখি এটা থেকে পানি খেতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকার অবকাশ নেই।
৪) খাচায় আটকানের জন্য আলাদা ক্লিপ বা সাপোর্ট প্রয়োজন নেই। এই ফিডারের ক্যাপ এমন ভাবে ডিজাইন করা হয়েছে যা খুব সহজে খাচায় আটকে যাবে ও খোলা যাবে, কিন্তু খুলে পড়ে যাবার সম্ভাবনা নেই।
৫) যারা প্রয়োজন না থাকলেও পুরো ফিডার ভরে পানি দিয়ে রাখেন তাদের পানির অপচয় কিছুটা কম হবে।
৬) এটাতে ৫০ml এর বেশি পানি ধরে যা একজোড়া বাজি, ফিন্চ, জাভা, ককাটেল ইত্যাদি ছোট ও মাঝারি আকারের পাখিদের এক দিনের পানির চাহিদা ভালোভাবেই মেটাতে পারবে।
৭) আমি প্রতিদিন ফিডার মেজে পরিষ্কার করার সময় পাই না। রাতে ফিডার সরিয়ে নেবার সময় আঙ্গুল দিয়ে ঘসে পরিষ্কার করে নেই। ১০০ ml সাইজের ফিডারে আঙুল দিয়ে পুরোটা পরিষ্কার হয় না। ফলে ভেতরের অর্ধেক অংশে শেওলা জমে।
এটা মিনি সাইজ, আঙুল সহজেই ফিডারের শেষ মাথায় পৌঁছে যায়। তাই আমার মত অলসদের প্রতিদিন ব্রাশ দিয়ে মেজে ঘসে পরিষ্কার করার থেকে মুক্তি হলো।
৮) টেকসই ও মজবুত প্রোডাক্ট যা হাত থেকে পরে গেলেও সহজে ফেটে বা ভেঙে যায় না।
৯) দাম, বাজারে পাওয়া যায় এমন দেশি ও চায়না কোয়ালিটির ফিডারের সাথে নিজেই তুলনা করে দেখে নিতে পারেন।
১০) সব থেকে বড় বিষয় হলো এটা আমাদের দেশের প্রোডাক্ট। এটা থেকে প্রাপ্ত সকল রেভিনিউ আমাদের দেশেই থাকবে। এতে করে আমদের দেশের উদ্যোক্তা এবং দেশ, দুইই লাভবান হবে।

কৃতজ্ঞতা ও ধন্যবাদ বন্ধু Shafi Ahmed ❤️❤️❤️

12/08/2022

গোসল পাগল বেবিগুলো...

তিনারা বাসার সামনের গলিতে হাঁটতে বের হয়েছেন...
07/08/2022

তিনারা বাসার সামনের গলিতে হাঁটতে বের হয়েছেন...

আলহামদুলিল্লাহ, কিছুটা দেরিতে হলেও নরসিংদির পাখাল ভাইদের জন্য BBAAG এর পক্ষ থেকে ১৪২৯ বাংলা সালের ক্যালেন্ডার উপহার চলে ...
12/06/2022

আলহামদুলিল্লাহ,

কিছুটা দেরিতে হলেও নরসিংদির পাখাল ভাইদের জন্য BBAAG এর পক্ষ থেকে ১৪২৯ বাংলা সালের ক্যালেন্ডার উপহার চলে এসেছে।

Shakil Z Shams ভাইয়ের অভিনব উদ্যোগ পাখাল সমাজের জন্য এই বাংলা সনের ক্যালেন্ডার। পক্ষি ডট নেট এর সত্যাধিকারী Md Ruhin Hossain Prince ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা, এমন উদ্যোগের সাথে পৃষ্ঠপোষকতা করার জন্য।

নরসিংদীর পাখাল ভাইগণ আমার সাথে যোগাযোগ করে ক্যালেন্ডার সংগ্রহ করার অনুরোধ করছি।

প্রয়োজনেঃ ০১৯১১৯০০০১৪

ডিম সহ কোবাল্ট রেইনবো প্রডিউসার রানিং পেয়ার।নরসিংদী সদর, ০১৯১১৯০০০১৪।
31/05/2022

ডিম সহ কোবাল্ট রেইনবো প্রডিউসার রানিং পেয়ার।
নরসিংদী সদর, ০১৯১১৯০০০১৪।

তিনটি বেবি সহ কোবাল্ট ভায়োলেট রেইনবো প্রডিউসার পেয়ার।নরসিংদী সদর,০১৯১১৯০০০১৪
23/05/2022

তিনটি বেবি সহ কোবাল্ট ভায়োলেট রেইনবো প্রডিউসার পেয়ার।

নরসিংদী সদর,
০১৯১১৯০০০১৪

নতুন ঠিকানায় ভালো থাকবি ইনশাআল্লাহ ❤️❤️
23/05/2022

নতুন ঠিকানায় ভালো থাকবি ইনশাআল্লাহ ❤️❤️

আবাল-বৃদ্ধ-বনিতা, All In One Herbs কে সকলেই সাদরে গ্রহন করে নিয়েছে। আমার পাখির নিয়মিত সফ্টফুড/এগফুডের এডিংফেক্টর All In ...
22/05/2022

আবাল-বৃদ্ধ-বনিতা, All In One Herbs কে সকলেই সাদরে গ্রহন করে নিয়েছে। আমার পাখির নিয়মিত সফ্টফুড/এগফুডের এডিংফেক্টর All In One Herbs.

সখের পাখিকে আমরা প্রয়োজন এবং সখ, দুটি কারনেই ভিন্ন ভিন্ন খাবার, সাপ্লিমেন্ট ও অন্যন্য অনেক কিছু খেতে দেই। পাখির খাদ্য তালিকায় ভেষজ উপাদান/হার্বস যোগ করা সখ নয়, বরং প্রয়োজন বলে বিশ্বাস করি।

বিশ্বমানের ইম্পোর্টেড কিছু হার্বস দেশে কিনতে পাওয়া যায়। কিন্তু দেশের এভিয়ান সেক্টরে নতুন উদ্যোক্তা, আমার বন্ধু Shafi Birds Camp BD, তার উদ্ভাবনী শক্তির আরও একটি ফল আমাদের উপহার দিয়েছে- All In One Herbs.

দোয়া ও শুভ কামনা করছি। নিশ্চই আল্লাহ তায়ালা তোমার মাধ্যমে এমন আরও অনেক নতুন প্রোডাক্ট আমাদের এভিয়ান সেক্টরকে উপহার দিবে ইনশাআল্লাহ। ❤️❤️❤️

Black Java baby (self feed) available. Plz call - 01911900014
03/05/2022

Black Java baby (self feed) available.
Plz call - 01911900014

বন্ধু Shafi এর আরও একটি ইনোভেশন।  পাখির জন্য হার্বস।এতে ব্যবহৃত সকল উপাদান ভেষজ গুণ সম্পন্ন, তাই প্রিয় পাখির জন্য খুবই উ...
01/05/2022

বন্ধু Shafi এর আরও একটি ইনোভেশন। পাখির জন্য হার্বস।

এতে ব্যবহৃত সকল উপাদান ভেষজ গুণ সম্পন্ন, তাই প্রিয় পাখির জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ।

আমার পাখি প্রথম সার্ভিংএ ই গাপুসগুপুস...

মাশাআল্লাহ,  আলহামদুলিল্লাহ.. ❤️❤️ঈদ উপহার 🥰🥰🥰
27/04/2022

মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ.. ❤️❤️

ঈদ উপহার 🥰🥰🥰

আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ❤️❤️❤️
22/04/2022

আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ ❤️❤️❤️

17/04/2022

গরমে মহান আল্লাহ তায়া’লার নেয়ামত। ওদের কেন বঞ্চিত করবো?

অসম্ভব রকমের ফুডভেল্যু, সাথে কলিজাও ঠান্ডা 🍉🍉🍉🍉

Address

Narsingdi
1600

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801911900014

Website

Alerts

Be the first to know and let us send you an email when AA Birds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AA Birds:

Videos

Share

Category


Other Pet Breeders in Narsingdi

Show All