NatureNest Paradise

NatureNest Paradise This page is all about Nature which we can capture by our eyes and physical touch.

বিজয় দিবসের শুভেচ্ছা🇧🇩
16/12/2022

বিজয় দিবসের শুভেচ্ছা🇧🇩

Fairy Castle Cactusদেখতে অনেকটা রূপকথার প্রাচীন দূর্গের মতো। সেই থেকেই তার নাম পাওয়া। ক্যাক্টাসটি খুবই Hardy. তবে অবস্যই...
01/12/2022

Fairy Castle Cactus

দেখতে অনেকটা রূপকথার প্রাচীন দূর্গের মতো। সেই থেকেই তার নাম পাওয়া। ক্যাক্টাসটি খুবই Hardy. তবে অবস্যই টবে ভালো Water Drainage System থাকতে হবে। নাহলে ক্যাকটাস পঁচে যাবে। এছাড়া পানি না দেয়া অবস্থায় প্রচন্ড রোদে রাখলেও গাছটি মরে যাওয়ার আশঙ্কা থাকে। তবে স্বাভাবিক পরিবেশে এরা খুব সহজে নিজেকে মানিয়ে নেয় এবং খুব দ্রুত বেড়ে উঠে।

#ক্যাক্টাস

" স্টেপেলিয়া "দেখতে ভীষণ অন্যরকম!!!  এবার অনেকগুলো ফুল এসেছে। আরও কলি ফুটছে। দেখতে যতই বিষ্ময়কর হোক না কেন! বারান্দার আশ...
28/05/2022

" স্টেপেলিয়া "

দেখতে ভীষণ অন্যরকম!!! এবার অনেকগুলো ফুল এসেছে। আরও কলি ফুটছে। দেখতে যতই বিষ্ময়কর হোক না কেন! বারান্দার আশে পাশেও যাওয়া যাচ্ছে না, বিকট 💩 গন্ধের জন্য। 😶😶
তাও ভালোই লাগে ফুল আসলে।



23/02/2022
Desert roses ( Adenium )  অনেক বছর পর প্রথম ফুল ফুটেছে ❤️
03/02/2022

Desert roses ( Adenium )
অনেক বছর পর প্রথম ফুল ফুটেছে ❤️

আলহামদুলিল্লাহ। তারা নতুন ঠিকানায় চলে গিয়েছে। আশা করি তারা সুখি হবে।🥰🥰🥰
26/01/2022

আলহামদুলিল্লাহ।
তারা নতুন ঠিকানায় চলে গিয়েছে।
আশা করি তারা সুখি হবে।🥰🥰🥰

26/01/2022
26/01/2022
13/12/2021

আলহামদুলিল্লাহ

ব্রুডারে স্থানান্তর 🐣🐣🐣

Story: From egg to hatchlings অবসর মাথায় হঠাৎ মুরগিপালনের বুদ্ধি এলো। কিন্তু বাজেট তো নেই! এখন কি করা যায়?পরে ইন্টারনেট ...
12/12/2021

Story: From egg to hatchlings

অবসর মাথায় হঠাৎ মুরগিপালনের বুদ্ধি এলো। কিন্তু বাজেট তো নেই! এখন কি করা যায়?
পরে ইন্টারনেট ঘেটে দেখলাম কম বাজেটে কিভাবে মুরগি পালন করা যায়।
প্রতিবেশিদের থেকে দেশি মুরগির বীজডিম সংগ্রহ করলাম। আর বানিয়ে নিলাম একটি ইনকিউবেটর। যদিও প্রথম দিকে সঠিক তাপমাত্রা আর আর্দ্রতা বজায় রাখতে একটু বেগ পেতে হয়েছে। তবুও ঠিক ২১দিন পর আজ ২৪টি ডিমের মোট ১২টি ডিম আজ ফুটেছে। বাকিগুলো সম্ভবত আগামীকাল কিংবা পরশু ফুটবে ইনশা আল্লাহ। এখন তাদেরকে ব্রুডিং মেশিনে রেখেছি যাতে বাহিরের পরিবেশের সাথে সহজে খাপ খাওয়াতে পারে।
আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সবাই।

আলহামদুলিল্লাহ বলুন তো এটি কি?😁
26/11/2021

আলহামদুলিল্লাহ

বলুন তো এটি কি?😁

Mexican Sword lily 🌼
05/11/2021

Mexican Sword lily 🌼






Alhamdulillah. Mexican Sword Lilies are blooming again.💚🤍💚
01/11/2021

Alhamdulillah.

Mexican Sword Lilies are blooming again.

💚🤍💚

Size & Colour Masha Allah😁😁😁
29/10/2021

Size & Colour Masha Allah😁😁😁

14/10/2021
অনেকেই এই পাখিগুলোর মাঝে পার্থক্য করতে পারে না। তাই নামসহ আলাদা ছবি দিয়েছি নতুনদের জন্য।  জেনে রাখলে ভালো।😊
01/10/2021

অনেকেই এই পাখিগুলোর মাঝে পার্থক্য করতে পারে না। তাই নামসহ আলাদা ছবি দিয়েছি নতুনদের জন্য। জেনে রাখলে ভালো।😊

  ২আলহামদুলিল্লাহ! বিভিন্ন ধরণের ৫টি ক্যাক্টাসের একটি প্যাকেজ নিয়ে হাজির হলাম।☺️☺️☺️সাইজ ছবিতে দেয়া আছে। ক্যাকটাস মিডিয়া...
11/09/2021



আলহামদুলিল্লাহ!

বিভিন্ন ধরণের ৫টি ক্যাক্টাসের একটি প্যাকেজ নিয়ে হাজির হলাম।☺️☺️☺️
সাইজ ছবিতে দেয়া আছে। ক্যাকটাস মিডিয়া দেয়া হবে না।

গিফট হিসেবে থাকছে স্টেপেলিয়া ও ইঞ্চি প্লান্ট কাটিং।

প্যাকেজ মূল্য ৫০০টাকা ডেলিভারি চার্জসহ।

বিঃদ্রঃ শুধুমাত্র একজনকেই দেয়া যাবে।

  1আলহামদুলিল্লাহ! বিভিন্ন ধরণের ৫টি ক্যাক্টাসের একটি প্যাকেজ নিয়ে হাজির হলাম।☺️☺️☺️সাইজ ছবিতে দেয়া আছে। ক্যাকটাস মিডিয়া...
11/09/2021

1

আলহামদুলিল্লাহ!

বিভিন্ন ধরণের ৫টি ক্যাক্টাসের একটি প্যাকেজ নিয়ে হাজির হলাম।☺️☺️☺️
সাইজ ছবিতে দেয়া আছে। ক্যাকটাস মিডিয়া দেয়া হবে না।

গিফট হিসেবে থাকছে স্টেপেলিয়া ও ইঞ্চি প্লান্ট কাটিং।

প্যাকেজ মূল্য ৫৫০টাকা ডেলিভারি চার্জসহ।

বিঃদ্রঃ শুধুমাত্র একজনকেই দেয়া যাবে।

😅😅😅
02/09/2021

😅😅😅

পই পই
26/08/2021

পই পই

😛😛😛

26/08/2021

প্রকৃতির সান্নিধ্যে ❤️

আলহামদুলিল্লাহ!  সুস্থভাবে বেড়ে উঠেছে বাজ্রিগার বাচ্চা গুলো! ❤️
13/08/2021

আলহামদুলিল্লাহ!

সুস্থভাবে বেড়ে উঠেছে বাজ্রিগার বাচ্চা গুলো!

❤️

আলহামদুলিল্লাহ! আমার ক্যাকটাসের সংগ্রহ! 🌵সব গুলোর বয়স প্রায় ৪ মাস থেকে ৭ বছর পর্যন্ত।
08/08/2021

আলহামদুলিল্লাহ!
আমার ক্যাকটাসের সংগ্রহ! 🌵
সব গুলোর বয়স প্রায় ৪ মাস থেকে ৭ বছর পর্যন্ত।

Getting Older really fast! 🤍🤍
08/08/2021

Getting Older really fast! 🤍🤍

My Hagoromo Baby💚💛🖤
05/08/2021

My Hagoromo Baby💚💛🖤

হালকা বিনোদন + বাস্তবতা😆😆😆
04/08/2021

হালকা বিনোদন + বাস্তবতা

😆😆😆

শ্রাবণ-বরষার স্নিগ্ধতায় মন্ত্রমুগ্ধ 🤍🤍🤍
04/08/2021

শ্রাবণ-বরষার স্নিগ্ধতায় মন্ত্রমুগ্ধ 🤍🤍🤍

আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো বড় হচ্ছে। বাবা পাখিটা মারা যাওয়ার পর, মা পাখিটা তাদেরকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যা...
03/08/2021

আলহামদুলিল্লাহ।

বাচ্চাগুলো বড় হচ্ছে। বাবা পাখিটা মারা যাওয়ার পর, মা পাখিটা তাদেরকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আল্লাহর এক অদ্ভুত সৃষ্টি "মা"। সব প্রানীর " মা " রা হয় একটু বেশী স্পেশাল!

26/07/2021

মুক্ত পাখি কিন্তু আসলে মুক্ত না 😅

আলহামদুলিল্লাহ অনেকদিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে। আজ নতুন পাখালদের জন্য সামান্য কিছু টিপস! টিপস পর্ব ১কিছু নতুন পাখালরা...
26/07/2021

আলহামদুলিল্লাহ
অনেকদিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে।
আজ নতুন পাখালদের জন্য সামান্য কিছু টিপস!

টিপস পর্ব ১

কিছু নতুন পাখালরা ভেবে থাকে,
"একজোড়া পাখি আনবো। কিছুদিনের মাঝে পাখি ডিম দিবে আর একগাদা বাচ্চায় ভরে যাবে খাঁচা। তখন পাখি রাখারই জায়গা পাবো না। "
এমন অবাস্তব স্বপ্ন দেখে, পাখির যত্ন সম্পর্কে কিছু না জেনেই পাখি কিনে ফেলে এবং বিভিন্নভাবে ধোকার শিকার হয়।
প্রথম ধোকা দেয় পাখির দোকানদারেরা। তারা এক সপ্তাহে ডিম পারবে বলে বাচ্চা পাখি বিক্রি করে যা বাসায় আনার পর আর ডিম পারে না। মাঝে মাঝে তারা ২টি নর(male) বা দুটি মাদী(female) পাখি হাতে ধরিয়ে দেয়।
দ্বিতীয় ধোকা হলো পাখির জন্য অনেক ছোট খাঁচা দেয়া হয়। পাখি পালার জন্য ছোট খাঁচা নির্বাচন মারাত্বক একটি ভুল৷ ছোট খাঁচায় রাখলে পাখি ডানা ঝাপটানো বন্ধ করে দেয় বা নড়াচড়া করতে পারে না। তাই তাদের শরীরে চর্বি জমে যায়। এতে পাখির শরীরে নানারকম অস্বাভাবিকতা দেখা যায়। ফলে পাখি ধীরে ধীরে ঝিমাতে শুরু করে এবং শেষ পর্যন্ত মারা যায়।

আজ এই দুইটি সমস্যা নিয়ে কিছু টিপস দিবো।

দু'টি সমস্যা হতে পরিত্রাণের উপায়ঃ

১) পাখির বয়স যাচাই করা শিখতে হবে এবং নর-মাদী(male-female) নির্ণয় করা শিখতে হবে।

২) একজোড়া পাখির জন্য সর্বনিম্ন ১২" উচ্চতা, ১৪" ইঞ্চি প্রস্থ/দৈর্ঘ্য, ১৮" ইঞ্চি দৈর্ঘ্য /প্রস্থ মাপের খাঁচা দিতে হবে। এর চেয়ে ছোট খাঁচা পাখির জন্য ক্ষতিকর। পাখিরা আপনার-আমার মতো অনুভুতি প্রকাশ করতে পারে না। তারা একদিন হঠাৎ অসুস্থ হয়ে যায় এবং তখন অনেক দেরী হয়ে যায়। কাজেই সময়মতো পাখির যত্ন নিন।

আরও অনেক টিপস আছে যা নিয়ে ভবিষ্যতে কথা হবে ইনশাআল্লাহ। আমি নিজেও শিখছি।

লকডাউনে নিজের যত্ন নিন সাথে আপনার প্রিয় পাখিকেও সুস্থ রাখুন।

ফি 'আমানিল্লাহ।

Eid Mubarak to All NNP followers. Have a great Day! 🥰🥰🥰
20/07/2021

Eid Mubarak to All NNP followers.

Have a great Day! 🥰🥰🥰

23/06/2021

প্রথম স্তরের খাদক সম্প্রদায় 😁😁😁


22/06/2021

আলহামদুলিল্লাহ।

আমাদের বিরিয়ানি লাগবে না, এগফুডই যথেষ্ট।😎 (দ্বিতীয় পর্ব)

17/06/2021

বিকালে একটু ঘুরতে খাঁচার বাইরে নিয়ে এসেছিলাম 🤗

এই ভদ্রলোকের ছোট বেলার কিছু ছবি। তখন কাছে আসত ,  চুপ করে বসত,  ছবি তুলতে পারতাম। এখন ধরতেই পারি না 🙂 Shirayukihime ❄️   ...
14/06/2021

এই ভদ্রলোকের ছোট বেলার কিছু ছবি। তখন কাছে আসত , চুপ করে বসত, ছবি তুলতে পারতাম।
এখন ধরতেই পারি না 🙂

Shirayukihime ❄️




জানি ইহা খুব বেশি কিছু নয়। তবু যখন নতুন পথ চলার সরু আলগুলো স্পষ্ট হতে শুরু করে তখন মনের সাহস বেড়ে যায়, আকাঙ্খা হয়ে উঠে আ...
13/06/2021

জানি ইহা খুব বেশি কিছু নয়। তবু যখন নতুন পথ চলার সরু আলগুলো স্পষ্ট হতে শুরু করে তখন মনের সাহস বেড়ে যায়, আকাঙ্খা হয়ে উঠে আরও তীব্র।

Thanks for all your support. Expecting your support till Infinity.
ফি' আমানিল্লাহ

Address

201/ka, Uttar Shatir Para
Narsingdi
1600

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:15

Telephone

+8801703219777

Website

Alerts

Be the first to know and let us send you an email when NatureNest Paradise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NatureNest Paradise:

Videos

Share

Category


Other Pet Services in Narsingdi

Show All