আল শেফা ড্রাগ হাউজ এন্ড ডক্টর চেম্বার।

  • Home
  • Bangladesh
  • Narsingdi
  • আল শেফা ড্রাগ হাউজ এন্ড ডক্টর চেম্বার।

আল শেফা ড্রাগ হাউজ এন্ড ডক্টর চেম্বার। বিনা অপারেশনে নাকের পলিপাসের সু চিকি

21/11/2022

আমারা ই সেরা
আমরা ই নিবো কাতার বিস্বকাপ,বাকিরা সাবাই চেয়ে চেয়ে থাক!!!

26/02/2022
14/07/2021

প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কষ্টের গান

19/11/2020

আজ আপনাদের সাথে পায়ের গোরালি ফাটার ঘরোয়ার চিকিৎসা সম্পকে আলোচনা করবো শুধু শীতকাল নয়, অনেকেরই সারাবছর পায়ের গ...

09/07/2020
09/10/2019

গ্রামের ছেলেদের অসাধারণ গান,

25/04/2019
Hashem Al-Ghaili

Hashem Al-Ghaili

Which of these dental procedures did you have? How much did it cost?

19/04/2019

আল শেফা ড্রাগ হাউজ এন্ড ডক্টর চেম্বার।

28/01/2019

পাঁচ জন কুশিক্ষিত প্রতিষ্ঠিত সন্তান থাকার পরও মায়ের জায়গা হলোনা পরিবারে।

24/01/2019

দারুন একটি মুভি

05/10/2018

শ্বাসকষ্টের ঘরোয়া
দাওয়াইগুলো........

সারা দেশের মধ্যে বায়ু দূষণের দিক থেকে সবচেয়ে
বেশি এগিয়ে আছে ঢাকা শহর। এমন পরিস্থিতিতে
ঢাকাবাসীদের যে ফুসফুসের রোগ বাড়বেই, তাতে
নতুন কথা কী! আর হচ্ছেও তেমনটা।
এ ছাড়া বিশ্ব জলবায়ু পরিবর্তন এবং বায়ুমণ্ডলে
কার্বন ডাই অক্সাইড বেড়ে চলার ফলে দেশব্যাপীও
গত কয়েক দশকে বাচ্চা থেকে বয়স্ক, সব বয়সিদের
মধ্যেই শ্বাসকষ্টজনিত সমস্যা চোখে পড়ার মতো
বেড়েছে। বায়ু দূষণ ছাড়াও আরও নানা কারণে এই
রোগ হতে পারে। যেমন ফুসফুসে সংক্রমণ, ওয়েদার
কন্ডিশন, খাবার এবং অ্যালার্জি প্রভৃতি।
বেশ কিছু গবেষণায় দেখা গেছে আমাদের রান্না ঘরে
থাকা সাধারণ কিছু খাবার চটজলদি অ্যাজমা বা
শ্বাসকষ্ট কমাতে দারুন কাজে আসে। ফলে পকেট
ফাঁকা করে ডাক্তারের চেম্বারে যাওয়ার কোনও
প্রয়োজনই নেই। এবার থেকে যখনই দেখবেন শ্বাস
নিতে কষ্ট হচ্ছে, তখনই এখানে আলেচিত খাবারগুলির
কোনওটি সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন। দেখবেন সঙ্গে
সঙ্গে ফল মিলবে।
আসুন জেনে নেওয়া যাক এক্ষেত্রে যে যে খাবরগুলি
বিশেষ ভূমিকা পালন করে থাকে, সেগুলো কী...
১. আদা
গবেষণায় দেখা গেছে এই প্রাকৃতিক উপাদানটির
শরীরে থাকা বেশ কিছু উপকারি উপাদান শ্বাসনালীর
প্রদাহ কমিয়ে অক্সিজেনের প্রবেশ যাতে ঠিক মতো
হয়, সেদিকে খেয়াল রাখে। ফলে স্বাভাবিকভাবেই
শ্বাসকষ্ট কমতে শুরু করে।
এক্ষেত্রে সম পরিমাণে আদার রস, বেদানার রস এবং
মধু মিশিয়ে একটা মিশ্রন তৈরি করতে হবে। এই
মিশ্রনটি দিনে ২-৩ বার খেলে দেখবেন দারুন উপকার
মিলবে।
২. সরষের তেল
একেবারে ঠিক শুনেছেন! শ্বাসকষ্ট কমাতে বাস্তবিকই
সরষের তেল দারুন কাজে আসে। আসলে এই তেলটি
রেসপিরেটারি প্যাসেজকে খুলে দেয়। ফলে শ্বাস
নিতে কোনও কষ্টই হয় না। তাই এবার থেকে
অ্যাজমার অ্যাটাক হলেই অল্প করে সরষের তেল গরম
করে নেবেন। তারপর সেটি অল্প ঠাণ্ডা করে বুকে-
পিঠে ভাল করে মালিশ করতে থাকবেন। এমনটা করলেই
ধীরে ধীরে লক্ষণ কমে যেতে শুরু করবে। সঙ্গে কমবে
কষ্টও।
৩. ডুমুর
এতে উপস্থিত একাধিক উপকারি উপাদান ফুসফুসের
কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা নেয়। আর একবার
ফুসফুস ঠিক মতো কাজ শুরু করে দিলে শ্বাস-প্রশ্বাসও
স্বাভাবিকভাবে হতে শুরু করে। ফলে শ্বাসকষ্ট দূরে
পালায়। এখন প্রশ্ন হল এমন পরিস্থিতিতে ডুমুরকে
কাজে লাগাবেন কিভাবে? প্রথমে তিনটি ডুমুরকে
সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালবেলা
খালি পেটে পানি এবং ডুমুর তিনটি খেয়ে ফেলুন।
ব্যাস তাহলেই কেল্লাফতে!
৪. রসুন
হাফ কাপ দুধে পরিমাণ মতো রসুন ফেলে ভাল করে
দুধটা ফোটান। তারপর হলকা ঠাণ্ডা করে দুধটা খেয়ে
ফেলুন। এই পানীয়টা খাওয়ার পর দেখবেন কষ্ট কমতে
সময় লাগবে না। আসলে ফুসফুস যাতে ঠিক মতো কাজ
করতে পারে, সেদিকে রসুন নজর রাখে। ফলে সমস্যা
কমতে সময়ই লাগে না।
৫. কফি
কানকে বিশ্বাস করতে পারছেন না, তাই তো? তবে
সত্যিই অ্যাজমার প্রকোপ কমাতে কফি দারুন কাজে
আসে। কারণ গরম গরম এক পেয়ালা কফি খেলে
শ্বাসনালী খুলে যায়। ফলে অক্সিজেন খুব সহজেই
ফুসফুসের অন্দরে প্রবেশ করে যায়। প্রসঙ্গত, এক্ষেত্রে
কফি যত কড়া হবে, তত উপকার পাবেন। তাই এবার
থেকে শ্বাস নিতে সামান্য অসুবিধা হলেই কফি খেয়ে
নেবেন। দেখবেন উপকার মিলবে। তবে দিনে ৩ কাপের
বেশি কফি কিন্তু ভুলেও খাবেন না। কারণ এই
পানীয়টি যতটা উপকারি, বেশি মাত্রায় খেলে কিন্তু
ততটাই শরীরের পক্ষে ক্ষতিকর।
৬. মধু
অ্যাজমার চিকিৎসায় মধুর ব্যবহার বহু কাল ধরে হয়ে
আসছে। আসলে এই প্রকৃতিক উপাদানটির শরীরে
রয়েছে বেশ কিছু উপকারি উপাদান, যা এমন রোগের
প্রকোপ কমাতে দারুন কাজে আসে। এক্ষেত্রে মধুর
গন্ধ নিলেও অনেকের উপকার হয়। আর যদি এমনটা করে
ফল না মেলে। তাহলে দিনে তিনবার, এক গ্লাস করে
গরম জলে এক চামচ করে মধু মিশিয়ে পান করলে দারুন
উপকার মিলবে।
৭. পেঁয়াজ
এতে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি-ইনফ্লেমেটরি
উপাদান, যা শ্বাসনালীর প্রদাহ কমিয়ে অ্যাজমার
প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
প্রসঙ্গত, এক্ষেত্রে কাঁচা পেঁয়াজ খেলেই বেশি
উপকার মেলে, অন্যভাবে নয় কিন্তু!
সূত্র : বোল্ডস্কাই

05/10/2018

আল শেফা ড্রাগ হাউজ এন্ড ডক্টর চেম্বার।'s cover photo

05/10/2018

নাকের পলিপাস বলতে সাধারণভাবে নাকের ভেতরের এক ধরনের মাংসপিণ্ডকে বোঝানো হয়। এটি দুই নাকেই হতে পারে এবং দেখতে স্বচ্ছ। নাক এবং সাইনাসের আবরণী কোষ হতে উৎপন্ন হওয়া আঙ্গুর ফলাকৃতির এক ধরণের মাংসপিন্ডই পলিপাস।

এগুলো সাধারণত মসৃণ এবং ফ্যাকাসে বা ধূসর বর্ণের হয়ে থাকে। নাকের পলিপাস অতি পরিচিত একটি সমস্যা। কিন্তু নাক বন্ধ থাকা মানেই নাকে পলিপাস আছে এ ধারণা ঠিক নয়।

নাকে পলিপাস হওয়ার কারণ

পলিপাস কেন হয় তার সঠিক কারণ এখনো অজানা। তবে বেশির ভাগ ক্ষেত্রে অ্যালার্জি জনিত কিংবা দীর্ঘ মেয়াদি নাক ও সাইনাসের প্রদাহই এর প্রধান কারণ। এক-তৃতীয়াংশ রোগীর ক্ষেত্রে সঙ্গে হাঁপানিও থাকে। দুই শতাংশ ক্ষেত্রে ঋতু পরিবর্তনজনিত অ্যালার্জি দায়ী।

কীভাবে বুঝবেন নাকে পলিপাস হয়েছে

নাকে পলিপাস থাকলে ঘন ঘন যে সমস্যাগুলো দেখা দিতে থাকে তা হলো: নাক বন্ধ থাকা-এক বা দুই নাসারন্ধ্র একসঙ্গে বন্ধ থাকতে পারে। নাক দিয়ে পানি পড়া, বেশি হাঁচি পাওয়া, নাকে কোনো গন্ধ না পাওয়া, মাথাব্যথা থাকা, নাকিসুরে কথা বলা, মুখ হা করে ঘুমানো ইত্যাদি। এই সমস্যাগুলো বারবার হলে একজন নাক, কান ও গলা বিশেষজ্ঞকে দিয়ে ভালো করে নাক পরীক্ষা করে নিলেই বিষয়টি ধরা পড়বে।

নাকে পলিপাস হলে যে সমস্যা দেখা দিতে পারে –

নাক বন্ধ থাকা
নাক দিয়ে পানি পড়া
বেশি হাঁচি পাওয়া
নাকে কোনো গন্ধ না পাওয়া
মাথাব্যথা থাকা
নাকিসুরে কথা বলা
মুখ হা করে ঘুমানো

চিকিৎসা

নাকের পলিপাসের চিকিৎসা হলো অপারেশন। অপারেশন করলে সাধারণত নাকের পলিপাস ভালো হয়ে যায়। তবে এই পলিপাস বার বার হতে পারে এবং প্রয়োজনবোধে কয়েকবার অপারেশন করা লাগতে পারে। এলার্জি থেকে দূরে থাকলে এই রোগ থেকে দূরে থাকা সম্ভব।

বিনা অস্ত্রোপচারেও ঔষধের মাধ্যমেও অনেক সময় পলিপাসের পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব। অ্যান্টিহিস্টামিন-জাতীয় ঔষুধের মাধ্যমে অ্যালার্জি নিয়ন্ত্রণ করে এ চিকিৎসা করা হয়ে থাকে। এ ছাড়া পলিপাসের চিকিৎসায় স্টেরয়েড জাতীয় ঔষধ ব্যবহার করা হয়। এতে পলিপাসের আকার ছোট হয়ে আসতে থাকে এবং ধীরে ধীরে তা কমে যায়।
বিনা অপারেশনের জন্য আজ ই যোগাযোগ করোন। মোবাইল 01829728480
দুলালকান্দি বাজার,বেলাব,নরসিংদী।

15/04/2017

শুভ নববর্ষ

24/08/2016

Timeline Photos

21/08/2016

তোমাদের ডিজিটাল দেশের কাছে টাকা-পয়সা,গাড়ি-বাড়ী,কিছুই চাইনা। সুদু পেট ভরে এক বেলা খেতে চাই!!! এই শিশুটার চাওয়া ।

02/08/2016

সূন্দর ও নিরবিচ্ছিন্ন ঘুম শরীল ও মনের ক্লান্তি দূর করে ।

Address

Dulalkandi
Narsingdi
1620

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 09:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 14:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801829728480

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল শেফা ড্রাগ হাউজ এন্ড ডক্টর চেম্বার। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Aquatic Pet Stores in Narsingdi

Show All