Kalotaan Aviary - Natore

Kalotaan Aviary - Natore We love Birds.

❤শুভরাত্রি- রাত হোক এবাদতের, রাত হোক প্রর্থনার, রাত হোক জ্ঞান- অর্জনের, রাত হোক নিরাপদ ঘুমের, রাত হোক পরবর্তী দিনের শুভা...
31/10/2024

❤শুভরাত্রি- রাত হোক এবাদতের, রাত হোক প্রর্থনার, রাত হোক জ্ঞান- অর্জনের, রাত হোক নিরাপদ ঘুমের, রাত হোক পরবর্তী দিনের শুভাগমনের প্রত্যাশা-শুভরাত্রি❤

কী ভদ্র এরা !!
31/10/2024

কী ভদ্র এরা !!

সৌন্দর্যের প্রতি দুর্বলতা মানুষের জন্মগত। অপরূপ কিছু দেখে অপলক এক মুহূর্ত চেয়ে থাকেনা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে কিনা আ...
29/10/2024

সৌন্দর্যের প্রতি দুর্বলতা মানুষের জন্মগত। অপরূপ কিছু দেখে অপলক এক মুহূর্ত চেয়ে থাকেনা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে কিনা আমি জানিনা। মন বা মেধা সবসময় ভাল কিছু, মহৎ কিছু খুব সহজেই খুঁজে বের করতে পারেনা, যেসব মন বা মেধা তা পারে তারা সর্বশ্রেষ্ঠ।

প্রিয় পাখিরা
28/10/2024

প্রিয় পাখিরা

আমার পাখিদের আজকের প্রাতরাশ। মুগ স্প্রাউট আর মিক্সড ডাল সেদ্ধ। সব পাখিদেরকে শুভ সকাল।
19/10/2024

আমার পাখিদের আজকের প্রাতরাশ। মুগ স্প্রাউট আর মিক্সড ডাল সেদ্ধ। সব পাখিদেরকে শুভ সকাল।

শুভ সন্ধ্যা“এবার হয়েছে সন্ধ্যা, দিনের ব্যস্ততা গেছে চুকেনির্বাক মাথাটি পাতি, এলায়ে পড়িব তব বুকেকিশলয়, সবুজ পারুলপৃথিবীতে...
18/10/2024

শুভ সন্ধ্যা
“এবার হয়েছে সন্ধ্যা, দিনের ব্যস্ততা গেছে চুকে
নির্বাক মাথাটি পাতি, এলায়ে পড়িব তব বুকে
কিশলয়, সবুজ পারুল
পৃথিবীতে ঘটনার ভুল
চিরদিন হবে
এবার সন্ধ্যায় তাকে শুদ্ধ করে নেওয়া কি সম্ভবে?”

শৈশবে দুই হাতে দুটো কচু পাতা নিয়ে কে কে ফড়িং ধরেছেন?
18/10/2024

শৈশবে দুই হাতে দুটো কচু পাতা নিয়ে কে কে ফড়িং ধরেছেন?

ছেঁটে ফেলা ডালে ফুল ফুটেছে। বিকসিত হওয়ার সংগ্রাম ....... !!!!❤💛
18/10/2024

ছেঁটে ফেলা ডালে ফুল ফুটেছে। বিকসিত হওয়ার সংগ্রাম ....... !!!!❤💛

বর্ণিল আকাশের মেঘ-পাহাড়ের খাঁজে খাঁজে লুকিয়ে থাকা চরিত্র বা গল্প এখন আমাদের জীবন-কাহিনীতে ফুটে উঠেছে।
18/10/2024

বর্ণিল আকাশের মেঘ-পাহাড়ের খাঁজে খাঁজে লুকিয়ে থাকা চরিত্র বা গল্প এখন আমাদের জীবন-কাহিনীতে ফুটে উঠেছে।

কত যে আকাঙ্খিত এখন !!!!!
18/10/2024

কত যে আকাঙ্খিত এখন !!!!!

যেন সবুজ গালিচায় মোড়ানো। আদিগন্ত ধান-ক্ষেত ! কে পারবে মুগ্ধ না হয়ে থাকতে?❤❤
17/10/2024

যেন সবুজ গালিচায় মোড়ানো। আদিগন্ত ধান-ক্ষেত !
কে পারবে মুগ্ধ না হয়ে থাকতে?❤❤

🌺বৃষ্টি-ভেজা শুভ সকাল।🌿🌿“ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন,লুটেছে ওই ঝড়ে,বুক ছাপিয়ে তরঙ্গ মোরকাহার পায়ে পড়ে।অন্তরে আজ কী কলরোল,...
17/10/2024

🌺বৃষ্টি-ভেজা শুভ সকাল।🌿🌿
“ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন,
লুটেছে ওই ঝড়ে,
বুক ছাপিয়ে তরঙ্গ মোর
কাহার পায়ে পড়ে।
অন্তরে আজ কী কলরোল,
দ্বারে দ্বারে ভাঙল আগল,
হৃদয়-মাঝে জাগল পাগল
আজি ভাদরে।
আজ এমন করে কে মেতেছে
বাহিরে ঘরে।”

বিলের জলে শাপলা শালুক, ভাসছে হাঁসের দলশাপলা নিয়ে করছে খেলা, খুঁজছে শালুক ফল।
16/10/2024

বিলের জলে শাপলা শালুক, ভাসছে হাঁসের দল
শাপলা নিয়ে করছে খেলা, খুঁজছে শালুক ফল।

বিস্তীর্ণ সবুজ মাঠে দৌড়ানো,মুক্তির স্বাদ মেলে প্রকৃতির মাঝে,যেন মন উড়ছে আকাশে।
16/10/2024

বিস্তীর্ণ সবুজ মাঠে দৌড়ানো,
মুক্তির স্বাদ মেলে প্রকৃতির মাঝে,
যেন মন উড়ছে আকাশে।

একদিন দিয়েছিলে যেই ভালোবাসা ,ভুলে গেছ আজ তার ভাষা!জানি আমি,- তাই আমিও ভুলিয়া যেতে চাই একদিন পেয়েছি যে ভালোবাসা তার স্মৃত...
16/10/2024

একদিন দিয়েছিলে যেই ভালোবাসা ,
ভুলে গেছ আজ তার ভাষা!
জানি আমি,- তাই
আমিও ভুলিয়া যেতে চাই
একদিন পেয়েছি যে ভালোবাসা
তার স্মৃতি – আর তার ভাষা।

🌺শুভ সকাল☘️কোনো কিছুতেই আমি শুধু আর আহত হবো না।যে নদী জলের ভারে হারাতো প্লাবনেএখন শ্রাবণে সেই জলের নদীর বুকেজলাভাবে হাহা...
16/10/2024

🌺শুভ সকাল☘️
কোনো কিছুতেই আমি শুধু আর আহত হবো না।
যে নদী জলের ভারে হারাতো প্লাবনে
এখন শ্রাবণে সেই জলের নদীর বুকে
জলাভাবে হাহাকার দেখে আমি আহত হবো না।”

পাকুর বনসাইপ্রয়োজনে-০১৭৪৬৫৩১২১৪
15/10/2024

পাকুর বনসাই
প্রয়োজনে-০১৭৪৬৫৩১২১৪

পলাশ ঢাকা কোকিল ডাকাআমার এ দেশ ভাই রেধানের মাঠে ঢেউ খেলানোএমন কোথাও নাই রে।।ছল ছল ছলিয়ে নিরবোধীরূপালী হার বইছে নদী।দখিন ...
15/10/2024

পলাশ ঢাকা কোকিল ডাকা
আমার এ দেশ ভাই রে
ধানের মাঠে ঢেউ খেলানো
এমন কোথাও নাই রে।।
ছল ছল ছলিয়ে নিরবোধী
রূপালী হার বইছে নদী।
দখিন হাওয়ায় দোল জাগানো।
পরশ বুকে পাই রে।।

Address

Natore
6400

Telephone

+8801746531214

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalotaan Aviary - Natore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kalotaan Aviary - Natore:

Videos

Share

Category