Bird Gallery

Bird Gallery পাখি সম্পর্কিত সকল টিপস

30/08/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! অয়োময় অবান্তর, Mojahidul Islam Misbah

06/02/2023

খাঁচায় পোষা পাখির কিছু রোগ ও চিকিত্‍সা

০১. আবহাওয়া পরিবর্তনের কারনে অসুস্থতা

লক্ষণ সমূহ :
শরীর ফুলিয়ে মুখ গুজে বসে থাকা
কম খাওয়া
আলো বা তাপ পছন্দ করা
চিকিত্‍সা পদ্ধতি =
ক. ভ্যাটেরিনারী চিকিত্‍সা
Adovas - 3ml in 1 liter water
Respiron + Multivit
Toycol, Tylocef (tylocin group) + Multivitamin
খ. হোমিওপ্যাঁথি চিকিত্‍সা =
Nuxvom 200 (পাখিদের খাবার জলে ৪ ফোটা করে ৩ দিন মিশিয়ে দিতে হবে)
০২. শ্বাসতন্ত্রের অসুস্থতা
লক্ষণ সমূহ :
নাক দিয়ে জল পড়া
ঘড় ঘড় শব্দ করা
কাশি দেয়া
নাক ও মুখ দিয়ে আঠালো বস্তু পরা
জোরে শ্বাস নেয়া
মুখ দিয়ে শ্বাস নেয়া
চিকিত্‍সা পদ্ধতি =
ক.

ভ্যাটেরিনারী চিকিত্‍সা
Adovas / Toycol, Tylocef (tylocin group) = হালকা ঠাণ্ডা কাশি হলে খাওয়াতে হবে
Tydocol / Tylosef + Oxycentin 20% / Tylodox + Respiron = বেশী ঠাণ্ডা বা কফ থাকলে
(পাখি বেশী দুর্বল হলে প্রয়োজনে Maxfort / Hyperchok Amino মাল্টিভিটামিন দেয়া যাবে)

খ. হোমিওপ্যাঁথি চিকিত্‍সা = প্রথমে Nuxvom 30 (পাখিকে সরাসরি ১ ফোটা ও খাবার জলে ৪ ফোটা করে ২ দিন মিশিয়ে দিতে হবে)
যদি নাক দিয়ে জল পরে Rush Tox 30 / শীতকালীন সমস্যায় Campfar 30
যদি শুকনা ও ঠাণ্ডা হাঁচি হয় তাহলে Dulcamra 30
যদি ঘড় ঘড় শব্দ করে ও কফ থাকে তবে Antim Tert 30
যদি শুধুমাত্র মুখ হাঁ করে শ্বাস নিতে থাকে তবে Spongia 30 অধিক কার্যকরী
০৩. পরিপাকতন্ত্রের অসুস্থতা (সবুজ পায়খানা)

লক্ষণ সমূহ :
গাঢ় সবুজ / শেওলা রং / পিত্ত রঙের পায়খানা
সবুজ পিচ্ছিল পায়খানা
Vent Area সবুজ হয়ে থাকা
সবুজ পায়খানার সাথে জলের ভাগ বেশী থাকা
পাখি ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসা
চিকিত্‍সা পদ্ধতি =
ক. ভ্যাটেরিনারী চিকিত্‍সা
প্রথমে Esb 30 + Electrolite Saline ব্যাবহার করে দেখা যে পাখির পায়খানা স্বাভাবিক হয় কিনা
দ্বিতীয়ত Oxycentin 20% অথবা Human Doxin 100 mg + Esb 30 + Electrolite Saline ব্যাবহার করা
(পাখি বেশী দুর্বল হলে প্রয়োজনে Maxfort / Hyperchok Amino মাল্টিভিটামিন দেয়া যাবে)
খ. হোমিওপ্যাঁথি চিকিত্‍সা =
Nuxvom 30 ২ দিন দিয়ে অবস্থা পরীক্ষা করতে হবে
অবস্থা পরিবর্তন না হলে IPIKAK 30 ২/৩ দিন দিতে হবে
তারপরেও ভালো না হলে Akonaite 30 ব্যাবহার করা যাবে
যদি কোনোভাবে অবস্থা নিয়ন্ত্রনে না আসে তবে Arcenic 30 ব্যাবহার করা যাবে । কোনও অবস্থাতেই আগেই Arcenic ব্যাবহার করা উচিত্‍ হবে না ।

০৪. পরিপাকতন্ত্রের অসুস্থতা (চুনা পায়খানা)
লক্ষণ সমূহ :
সাদা চুনের মতো পায়খানা
পায়খানায় জলের পরিমান বেশী
খাবার খাওয়ার পরিমান কমে যাওয়া
পাখির ঝিমান ভাব
চিকিত্‍সা পদ্ধতি =

ক. ভ্যাটেরিনারী চিকিত্‍সা
প্রথমে Esb 30 + Electrolite Saline ব্যাবহার করে দেখা যে পাখির পায়খানা স্বাভাবিক হয় কিনা
দ্বিতীয়ত Oxycenting 20% অথবা Human Doxin 100 mg + Esb 30 + Electrolite Saline ব্যাবহার করা
(পাখি বেশী দুর্বল হলে প্রয়োজনে Maxfort / Hyperchok Amino মাল্টিভিটামিন দেয়া যাবে)
খ. হোমিওপ্যাঁথি চিকিত্‍সা =
প্রথমে Nuxvom 30 ২ দিন
দ্বিতীয়ত Pulsetula 30 ৫ দিন

০৫. পরিপাকতন্ত্র ও শ্বাসতন্ত্র উভয়ের অসুস্থতা (viral desease)
লক্ষণ সমূহ :
গাঢ় সবুজ / শেওলা রং / পিত্ত রঙের পায়খানা
সবুজ পিচ্ছিল পায়খানা
Vent Area সবুজ হয়ে থাকা
সবুজ পায়খানার সাথে জলের ভাগ বেশী থাকা
পাখি ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসা
নাক দিয়ে জল ঝরা
ঘড় ঘড় শব্দ করা
কাশি দেয়া
নাক ও মুখ দিয়ে আঠালো বস্তু পরা
জোরে শ্বাস নেয়া
মুখ দিয়ে শ্বাস নেয়া
চোখ দিয়ে জল পরা
চোখ ফুলে যাওয়া
চিকিত্‍সা পদ্ধতি

ক. ভ্যাটেরিনারী চিকিত্‍সা
Tylodox + Esb 30 + Electrolite Saline
অথবা
Human Doxln 100 + Esb 30 + Tylosef / Tydocol
অথবা
Oxycenting 20% + esb 30 + Toylosef + Electrolite Saline
অথবা
Tylodox + Esb 30 + Eletrolite Saline
বিশেষ দ্রষ্টব্য =
পাখি বেশী দুর্বল হলে প্রয়োজনে Maxfort / Hyperchok Amino মাল্টিভিটামিন দেয়া যাবে ।
পাখি সুস্থ হলে পরবর্তীতে Protexin বা টক দই বা Apple Cider Vinegar (ACV) প্রবায়টিক হিসেবে পাখিকে খাওয়াতে হবে ।

খ. হোমিওপ্যাঁথি চিকিত্‍সা =
প্রথমে Nuxvom 30 ২ দিন
দ্বিতীয়ত Aconaite 30 ৩ দিন
পরবর্তীতে Arcenic 30 ৩ দিন
যদি পায়খানা ঠিক হয়ে যায়, কিন্তু ঠাণ্ডা ভালো হয় নাই তবে Antim 30 দিতে হবে
যদি ঠাণ্ডা ভালো হয়েছে, কিন্তু পায়খানা সবুজ থাকে তবে IPIKAK 30 দিতে হবে
যদি ঠাণ্ডা ভালো হয়েছে, কিন্তু পায়খানা চুনা থাকে তবে Pulsetula 30 দিতে হবে
যদি চোখ দিয়ে জল পরে তবে Euphoresia 30 দিতে হবে
০৬. বদহজম

লক্ষণ সমূহ :
খাঁচায় ঝুলে থাকা
বমি বমি ভাব করা বা বমি করা
চঞ্চলতা কমে যাওয়া
কম খাওয়া
চিকিত্‍সা পদ্ধতি =
ক. ভ্যাটেরিনারী চিকিত্‍সা
Hemko P.H + Engime
খ. হোমিওপ্যাঁথি চিকিত্‍সা =
Nuxvom 200 (বমি বমি ভাব করলে)
IPIKAK 30 (বমি করে ফেললে)
বিশেষ দ্রষ্টব্য = লেবু ও রসুনের রস মিশ্রিত হালকা লিকার চা অথবা গন্ধ মাদুলি পাতার রস এক্ষেত্রে বিশেষ উপকারি ও কার্যকর ।
০৭. Protozoal Problem - কৃমি ও উকুন (Air Seck Mites)

লক্ষণ সমূহ :
পাখিভ চঞ্চলতা কমে যাওয়া
Vent Area চুলকানো
পালক ঝরা
খাঁচার সাথে শরীর ঘষা
শরীরে ছোট ছোট পোকার অস্তিত্ব
চিকিত্‍সা পদ্ধতি =
ক. ভ্যাটেরিনারী চিকিত্‍সা
Acimec Oral Solution (১ লিটার পানিতে ১ মিলি মিশিয়ে ২ দিন - ১৫ দিন পর পর ১ দিন)
Quaviet (জীবাণু ও পরজীবী নাশক দিয়ে পাখির শরীরে স্প্রে করটে হবে । খেয়াল রাখতে হবে যেন পাখির চোখে না লাগে)
খ. হারবাল চিকিত্‍সা =
নিম পাতা খেতে দেয়া
পাখির শরীরে নিম পাতা সিদ্ধ জল ভালো করে স্প্রে করা
নিম পাতা সিদ্ধ জল শুধুমাত্র কৃমি হলেই পাখিকে খেতে দিতে হবে
০৮. Canker / Trichamonasis (ক্যাঙ্কার / ট্রিচামনাসিস)
লক্ষণ সমূহ :
বাচ্চা পাখির খাদ্যনালী সরু হয়ে যাওয়া
পেট থেকে vent area 'র উপরিভাগ লালছে থেকে কালচে হয়ে যাওয়া
চিকিত্‍সা পদ্ধতি
=
ক. ভ্যাটেরিনারী চিকিত্‍সা
Ronidazole গ্রুপের ঔষধ Ronin বা Ronivet
খ. হোমিওপ্যাঁথি চিকিত্‍সা =
Nuxvom 30 (পাখিদের খাবার জলে ৪ ফোটা করে ২ দিন মিশিয়ে দিতে হবে)
Marksol 30 (জলে ৪ ফোটা করে ৫ দিন)
০৯. Physical Injury
লক্ষণ সমূহ :
মারামারি করে বা আঘাতের কারনে রক্তাক্ত হওয়া
ব্যাথা পাওয়া
পা ফেলতে না পারা
ডানা ঝুলে যাওয়া
খুড়িয়ে খুড়িয়ে হাঁটা
পায়ের হাড় স্থানচ্যুত (Disbalance) হওয়া
চিকিত্‍সা পদ্ধতি =
হোমিওপ্যাঁথি চিকিত্‍সা =
ক্ষত স্থানে Calendula Mother Tinqture দিয়ে ভালো করে wash করে দিতে হবে
Arnica 30 (খাবার জলে ৪ ফোটা করে ৫ দিন দিতে হবে)
যদি হাড় স্থানচ্যুত (disbalance) হয়, তবে Hyparicum 30 ব্যাবহার করতে হবে
১০. খিঁচলাগা রোগ
লক্ষণ সমূহ :
ঠাণ্ডা নাই, পায়খানা ভালো, তারপরেও ঝিমান ভাব
প্রথমে কিছুক্ষন স্বাভাবিক আবার কিছুক্ষন অস্বাভাবিক
খাঁচার এক কোনায় বসে থাকা
দ্রুত ওজন কমে যাওয়া
জোরে শ্বাস নেওয়া
খাওয়ার চেষ্টা করা কিন্তু কিছুই খেতে না পারা
চিকিত্‍সা পদ্ধতি =
হোমিওপ্যাঁথি চিকিত্‍সা =
Nuxvom 30
Browmia 30
১১. পক্ষাঘাত (Paralisis)
লক্ষণ সমূহ :
পাখি হঠাত্‍ উড়তে না পারা
পা অবশ হয়ে পরা
নড়াচড়া করতে না পারা
কিছুক্ষন পরপর অনবরত ঘার ঘুরানো
চিকিত্‍সা পদ্ধতি =
ক. ভ্যাটেরিনারী চিকিত্‍সা
Vitamin B-complex ও Zinc
Calcium
খ. হোমিওপ্যাঁথি চিকিত্‍সা =
Nuxvom 30 (পাখিদের খাবার জলে ৪ ফোটা করে ২ দিন মিশিয়ে দিতে হবে)
Costicum 30 (জলে ৪ ফোটা করে ৫ দিন)
হোমিওপ্যাঁথি ঔষধ ব্যাবহারের নিয়মাবলী
০১. হোমিওপ্যাঁথি ঔষধ খালি পেটে খাওয়াতে হয় । হোমিওপ্যাঁথি ঔষধ খাওয়ানোর ২ ঘণ্টা আগে খাবার ও পানি সরানো উচিত্‍ । হোমিওপ্যাঁথি ঔষধ খাওয়ানোর কমপক্ষে ১ ঘণ্টা পর Seed Mix দেয়া উচিত্‍ ।
০২. পাখিকে ড্রপার দিয়ে ঔষধ খাওয়ালে পাখির Beack এর side থেকে দিতে হবে । সামনে দিয়ে দিলে ঔষধ ঠিক মতো খাওওান যাবে না বা ঔষধ পরে যাবে ।
০৩. ধৈর্য রাখতে হবে ।
০৪. প্রতিটা ঔষধের জন্য আলাদা আলাদা ড্রপার ব্যাবহার করতে হবে ।

বাজরিগার মিউটেশন পিক কালেক্টেড
12/12/2022

বাজরিগার মিউটেশন
পিক কালেক্টেড

09/10/2022

বালি হাঁসের বাচ্চা

23/12/2021

শীতকালে পোষা পাখির যত্ন

আগে থেকে কিছু প্রস্তুতি নিয়ে রাখলে শীতকালে পাখিদের ঠান্ডার প্রকোপ থেকে এবং বিভিন্ন সমস্যা/রোগ থেকে রক্ষা করা যাবে খুব সহজেই, রোগের চিকিত্সাও অনেক সহজ হয়ে যাবে। প্রস্তুতি রাখুন যেন নিচের পদক্ষেপগুলো শীত আসতেই নেয়া সম্ভব হয়।

শীতকালে পোষা পাখির যত্ন -

১। পাখির খাঁচা বা এটি যে রুমে থাকে তার তাপমাত্রা যেন কোনভাবেই ৬৫ ডিগ্রি ফারেনহাইট বা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে দেয়া যাবেনা|পাখির খাঁচা এমন জায়গায় রাখতে হবে যাতে সরাসরি ঠাণ্ডা বাতাস না লাগে। প্রচণ্ড ঠাণ্ডা অথবা শৈত্য প্রবাহ চলাকালীন সময়ে ঘরের জানালা দরজা ঠিক ভাবে বন্ধ রাখতে হবে আর যারা বারান্দায় পাখি রাখেন তাদের অবশ্যই বারান্দা পলিথিন বা তাবুর কাপড় বা ত্রিপল দিয়ে ঢেকে দিতে হবে।

২। প্রতিদিন পাখির খাঁচা ২-৩ ঘণ্টা এমন ভাবে রোদে রাখুন যাতে খাঁচার এক পাশে রোদ লাগে এবং অন্য পাশে ছায়া থাকে।রোদ না থাকলে বা ঠান্ডা বেশি হলে খাচার বাইরে একটা ৬০ ওয়াট বাল্ব /হারিকেন জালিয়ে রাখুন। পাখিকে গরম রাখার জন্য কোন ভাবেই আগুন/কয়লা ব্যবহার করা যাবে না। পাখির রেসপিরেটরি সিস্টেম (শ্বাসতন্ত্র)অত্যন্ত সংবেদনশীল। এরা ধোঁয়া সহ্য করতে পারে না। এছাড়াও বেশ কিছু হিটার আছে যাতে ননস্টিকি আবরণ না থাকার ফলে ধোঁয়া উৎপন্ন হয় আবার কিছু গ্যাস/কেরসিন হিটার আছে যা থেকে এক ধরণের গ্যাস তৈরি হয় যা আপনার পাখির জন্য প্রাণঘাতী হতে পারে। কিছু রুম হিটার এবং এনিম্যাল হিটার আছে যা ব্যবহার করা নিরাপদ কিন্তু অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং পাখির খাঁচার থেকে দূরে স্থাপন করতে হবে।

৩।রাতের বেলা পাখির খাঁচা অবশ্যই মোটা কাপড় বা হালকা কম্বল দিয়ে ঢেকে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে বাতাস চলাচলের জন্য কিছু জায়গা থাকে(উপর থেকে ৩/৪ অংশ ঢাকা এবং নিচের ১/২ অংশ খোলা)। (আগে থেকেই কিছু পাতলা কম্বল কিনে রাখুন )

৪। মধু, আদা, তুলসি পাতা, পুদিনা পাতা এবং অপরিশোধিত এপেল সিডার ভিনেগার (Unfiltered ACV) পাখির ঠাণ্ডা প্রতিরোধ করে এবং পাখির ঠাণ্ডার চিকিৎসায় ব্যবহৃত হয়। এগুলোর পাশাপাশি নিয়মিত টাটকা শাক সবজি ও ফলমূল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তুলসির দ্রবন প্রতি ২ সপ্তাহে ৩ দিন ব্যবহার করা যাবে।তুলসির দ্রবন রেসিপি : ৫ থেকে ৬ টি তুলসি পাতা ভাল করে ধুয়ে নিন। এর পরে ১ কাপ পরিমাণ ফুটন্ত পানিতে পাতাগুলো দিয়ে ২ মিনিট এর মত চুলায় রাখুন। নামানোর আগে ১/৮ (চাচামচের ৮ ভাগের ১ ভাগ) আদা কুঁচি দিয়ে ১ মিনিট রেখে চুলা থেকে নামিয়ে ফেলুন। এর পর দ্রবনটি সম্পূর্ণ রূপে ঠাণ্ডা হলে ১/৪(চা চামচের ৪ ভাগের ১ ভাগ) মধু যোগ করে ভাল করে মিশিয়ে নিন। এখন দ্রবণটি পাখিকে খেতে দেয়ার জন্য তৈরী।দ্রবণটি ৬ ঘণ্টা পর্যন্ত পাখির খাঁচায় রাখা যাবে।

৫। শীতকালে পাখির সীডমিক্সে তেল জাতীয় বীজ যেমন তিল/গুজি তিল, সূর্যমুখীর বীজ, ক্যানারি এর পরিমাণ বাড়িয়ে দিন।সীড মিক্স এ কিছু সরিষা দানা যোগ করুন।

৬। পাখির খাঁচা, খাবারের পাত্র এবং পানির পাত্র নিয়মিত পরিষ্কার করুন এবং প্রতিদিন পরিষ্কার পাত্রে তাদের বিশুদ্ধ পানি ও খাবার খেতে দিন। এতে করে আপনার পাখি ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাস এর আক্রমন থেকে সুরক্ষিত, সুস্থ ও সবল থাকবে যার ফলে হঠাৎ করে ঠাণ্ডা লাগার ভয় কমে যাবে।

৭। পাখির ঠান্ডার প্রাথমিক চিকিত্সায় তুলসী দ্রবণ, কাচা তুলসী পাতা, কাচা পুদিনা পাতা একটানা ৫-৭ দিন দিতে হবে এবং উপরের পদক্ষেপ গুলো মেনে চলতে হবে।৭ দিন পর যদি ঠান্ডা পুরোপুরি না সারে অথবা হাপানি/লেজ উঠা নামা থাকে তাহলে BRAGG ACV মেশানো পানি দিতে হবে একটানা ৭দিন

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bird Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bird Gallery:

Videos

Share

Category