26/10/2024
ব্রিডিং/মল্টিং/গ্রোয়ার
সব ধরনের কবুতরের জন্য পারফেক্ট মিক্সার খাবার। আমার মত যারা পর্যাপ্ত সময় পান না নিয়ম অনুযায়ী আলাদা ভাবে কবুতরের জন্য আলাদা আলাদা মিক্সার বানাতে পারেন না তাদের জন্য পারফেক্ট খাবার মিক্সার হতে পারে এটা। কোয়ান্টিটি অনেক সময় নিয়ে চিন্তা করে বানানো হয়েছে বাজেটে এবং পুষ্টিগুন এর দিকে লক্ষ্য রেখে। আশা করি সবাই উপকৃত হবেন
মিক্সার এর কোয়ান্টিটি:
পপকর্ন - ১০ কেজি
লাল গম - ১০ কেজি
গিগজ ধান - ১৩ কেজি
ডাবরি - ৩ কেজি
সবুজ মটর - ২ কেজি
এংকর - ২ কেজি
মুগডাল - ২ কেজি
কালিমটর- ২ কেজি
ঘিয়ে বাজরা - ২ কেজি
লাল বাজরা - ২ কেজি
রেজা - ২ কেজি
কুসুম বীজ - ৩ কেজি
সুর্জমুখি বীজ - ৩ কেজি
সোলাবুট - ১ কেজি
বাদাম - ১ কেজি
শরিশা - ২ কেজি
*সর্বমোট = ৬০ কেজি*