Showkhin Aqua । শৌখিন এ্যাকুয়া

Showkhin Aqua । শৌখিন এ্যাকুয়া গাপ্পি, মলি, প্লাটি, সোর্ডটেল, গোল্ডফিশ, কৈকার্প, ফাইটার সহ বিভিন্ন ধরনের রঙিন মাছ নিতে যোগাযোগ করুন
(7)

15/02/2024

রঙিন মাছের ফার্মে সূর্যের আলো থাকাটা কি বাধ্যতামূলক?

শীতে প্রচুর মাছ মারা যাচ্ছে সমাধান কি? এই বিষয়ে জানতে আজ রাত ১০ টার লাইভে যুক্ত হতে পারেন। ইউটিউব চ্যানেল Showkhin Aqua ...
30/01/2024

শীতে প্রচুর মাছ মারা যাচ্ছে সমাধান কি? এই বিষয়ে জানতে আজ রাত ১০ টার লাইভে যুক্ত হতে পারেন। ইউটিউব চ্যানেল Showkhin Aqua এবং ফেসবুক Showkhin Aqua থেকে লাইভ চলবে।
LIVE Q&A Episode - 12 । TODAY at 10 PM (30-01-2024)

সপ্তাহ ঘুরে আবারো মঙ্গলবার চলে আসল। আর মঙ্গলবার মানেই শৌখিন এ্যাকুয়ার সাপ্তাহিক বিশেষ আয়োজন। দেখা হচ্ছে আজ মঙ্গলবার রাত ১০ টার লাইভে। পুরো সপ্তাহজুড়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন তা আজকের লাইভে আমার সাথে শেয়ার করুন। আমি চেষ্ঠা করব আমার অভিজ্ঞতা থেকে সেগুলোর সমাধান দেয়ার।

** লাইভে যুক্ত হতে রাত ঠিক ১০ টায় Showkhin Aqua ফেসবুক এবং অথবা ইউটিউব চ্যানেল Showkhin Aqua তে চোখ রাখুন।

** পোষ্টটি শেয়ার করে অন্য রঙিন মাছ চাষি ভাই বোনদের লাইভে যুক্ত হতে সহযোগীতা করুন।

শৌখিন এ্যাকুয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ।

লাইভে যুক্ত হয়ে প্রশ্ন করুন।
09/01/2024

লাইভে যুক্ত হয়ে প্রশ্ন করুন।

26/12/2023

রঙিন মাছ চাষের বিভিন্ন পরামর্শ পেতে আজ রাত ১০ টার লাইভে চোখ রাখুন।
লাইভ চলবে ইউটিউব চ্যানেল SHOWKHIN AQUA এবং ফেসবুক SHOWKHIN AQUA তে।

LIVE Q&A Episode - 06দেখা হচ্ছে আজ রাত ১০ টার লাইভে।
19/12/2023

LIVE Q&A Episode - 06
দেখা হচ্ছে আজ রাত ১০ টার লাইভে।

19/12/2023

আজ রাত ১০ টার লাইভে দেখা হচ্ছে।
সরাসরি প্রশ্ন এবং উত্তর পর্ব - ০৬
LIVE Q&A Episode - 06
YouTube: Showkhin Aqua
Facebook : Showkhin Aqua

26/11/2023

পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ

03/08/2023

অনেক ব্যস্ততায় রেগুলার আপডেট দিতে পারছিনা। আর মেসেজের রিপ্লে দিতেও বিলম্ব হচ্ছে। এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মেসেজ না দিয়ে সরাসরি কল দিতে পারেন।

01/07/2023

সারা রাতের টানা ঝুম বৃষ্টিতে আমার ফার্মের অবস্থা ভয়াবহ খারাপ হয়েছিল। আমার কাঠের ৪ টা ট্যাংকে আউটফ্লো লাইন ছিল না, সাথে আরো কয়েকটা ছোট ট্যাংকে আউটফ্লো লাইন ছিল না। সারা রাতের বৃষ্টিতে ট্যাংক পুরাই কানাই কানাই ভর্তি। ভোড় ৫.৩০ থেকে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ কিছুক্ষণের জন্য হলেও ট্যাংকগুলো মেরামত করার সুযোগ দিন😥। বৃষ্টি সাথে আকাশ ডাকছিল মানে বজ্রপাতের আশংকা লাগছিল এর জন্য ছাদে দাড়াতেও পারছিলাম না। ভয় কাজ করছিল মনে। পুরাই চুপচাপ হয়ে বসেছিলাম আর আল্লাহকে ডাকছিলাম। কাঠের ট্যাংকগুলো ভর্তি ব্রুড মাছ আর বেবি মাছ ছিল। আল্লাহর মেহেরবানিতে ৭ টার পরে বৃষ্টিটা একটু থামছে। দ্রুত ট্যাংকগুলোর পানি কমায়ে দিলাম, উপরে টিন উঠায়ে দিলাম, সেই মুহুর্তেও খুব ভয় কাজ করছিল কারণ তখন ও আকাশের বিজলি চমকাচ্ছিল। তবে কিছুটা শংকা মুক্ত হলেও এখনো আমার ফার্মের হজবরল অবস্থা😥। তবে কলিজাটা একটু হলেও ঠান্ডা হল আলহামদুলিল্লাহ। বাকিটা বৃষ্টি পুরুপুরি ছাড়লে তারপর। আল্লাহ ভরসা........

এখন আমার মনে হচ্ছে ছাদে ফার্ম মানেই সর্বদিক থেকে প্যারা বেশি। আর যারা আমার মতো ছোটখাটো সস্থা ট্যাংক নিয়ে ছাদে বা আউটডোরে কাজ করছেন তাদের কষ্টের শেষ নেই😥😥😥
পরিকল্পিত ভাবে একটু খরচা করে হলেও সিমেন্ট বা বেটার কোনকিছু দিয়ে ট্যাংক না বানিয়ে এই সেক্টরে কাজ করা অনেক কষ্টকর মনে হচ্ছে। ইচ্ছে থাক্লেও অনেক কারনে অনেক কিছুই হয়ে উঠেনা।

23/06/2023

সেই নওগাঁর বদলগাছি থেকে এসেছিল আমার ফার্মে মাছ সংগ্রহ করতে। ভিডিওটি বেশ আগের।

21/06/2023

ইদানীং বৃষ্টি হলেই যেই হারে বজ্রপাত হচ্ছে তা আসলেই আতংকের বিষয়। জনস্বার্থে কিছু বিষয় শেয়ার করলাম।
বৃষ্টি চলাকালীন সময় বা বজ্রপাতের সময় -
⛈️ ফাকা মাঠে বা বাড়ির ছাদের অবস্থান করা থেকে বিরত থাকুন।
⛈️ উঁচু গাছপালা ও বিদ্যুৎ লাইন থেকে দূরে থাকুন।
⛈️ পুকুর বা জলাবদ্ধ স্থানে নামা থেকে বিরত থাকুন।
⛈️ কয়েকজন মিলে ফাকা খোলা কোন স্থানে থাকাকালীন সময় যদি বজ্রপাত শুরু হয় তাহলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে সরে যান।
⛈️ দালান বা পাকা ভবনের নিচে আশ্রয় নিন।

১৫০ লিটারের ট্যাংক তৈরিতে খরচ মাত্র ১০০ টাকা। বিস্তারিত জানতে ইউটিউব চ্যানেল Showkhin Aqua ভিজিট করতে পারেন।
16/06/2023

১৫০ লিটারের ট্যাংক তৈরিতে খরচ মাত্র ১০০ টাকা। বিস্তারিত জানতে ইউটিউব চ্যানেল Showkhin Aqua ভিজিট করতে পারেন।

16/06/2023

নতুন একটা টপিক্সের উপর ভিডিও করতে গিয়ে অতিরিক্ত গরম আর রোদের কারণে ফোন অতিরিক্ত হিট হয়ে বার বার ভিডিও রেকর্ডিং বন্ধ হয়ে যাচ্ছিল। পরে আর সম্ভব হল না। অন্যদিন সকালে বা রোদ পড়ে যাবার পর বিকেলে করতে হবে।

12/06/2023

আলহামদুলিল্লাহ গতকালের একটা ডেলিভারি।

আলহামদুলিল্লাহ, আমার রানিং ব্যবসাপ্রতিষ্ঠানে ছোট পরিসরে পরিক্ষামূলক একোরিয়ামের সেটাপ দিলাম। এখন থেকে আমার নিজ এলাকা নওগা...
10/06/2023

আলহামদুলিল্লাহ, আমার রানিং ব্যবসাপ্রতিষ্ঠানে ছোট পরিসরে পরিক্ষামূলক একোরিয়ামের সেটাপ দিলাম। এখন থেকে আমার নিজ এলাকা নওগাঁর ধামইরহাট ও এর আশপাশের শৌখিন ভাই ও বোনেরা আমার ফার্মের পাশাপাশি আমার দোকান থেকেও রঙিন মাছ সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয় এখন থেকে রঙিন মাছের পাশাপাশি ছোট বড় বিভিন্ন সাইজের ফুল ডেকোরেশন করা একুরিয়াম, একুরিয়াম এর সকল সরঞ্জাম, মাছের খাবার ইত্যাদি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ।

আর আমার এলাকার বাহির থেকে যেই ভাই ও বোনেরা অনলাইনে রঙিন মাছ অর্ডার দিতেন, এখন থেকে আপনারা চাইলেও রঙিন মাছের পাশাপাশি, মাছের খাবার, একুরিয়াম ডেকোরেশন করার জন্য সরঞ্জাম, এয়্যারেশন পাম্প, লাইট, ফিল্টার ইত্যাদি ওর্ডার দিতে পারবেন।

যোগাযোগ:
শৌখিন এ্যাকুয়া
ফার্ম - চকভবানী, ফতেপুর বাজার, ধামইরহাট, নওগাঁ।

দোকান - টিএ্যান্ডটি বাজার (ইউসিবি ব্যাংকের পাশের মার্কেট), ধামইরহাট, নওগাঁ

মোবাইল - 01794550551
WhatsApp - 01727-595566

20/05/2023

আমার পার্শ্ববর্তী উপজেলা পত্নীতলার নজিপুর থেকে ফার্মে এসে মাছ নিয়ে গেলেন আলহামদুলিল্লাহ।

#নজিপুর #নওগাঁ

আলহামদুলিল্লাহ আজকের দুইটা ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে। দুইজনই সন্ধ্যবেলাই আমার ফার্ম ভিজিট করে মাছ নিয়ে গেলেন। একজন ...
19/05/2023

আলহামদুলিল্লাহ আজকের দুইটা ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে। দুইজনই সন্ধ্যবেলাই আমার ফার্ম ভিজিট করে মাছ নিয়ে গেলেন। একজন আমার পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলা থেকে এবং অন্যজন নওগাঁর বদলগাছি উপজেলা থেকে এসেছিলেন।

আপনারা চাইলেও সরাসরি এসে মাছ সংগ্রহ করতে পারেন।

শৌখিন এ্যাকুয়া
লোকেশনঃ চকভবানী, ফতেপুর, ধামইরহাট, নওগাঁ
01794550551

19/05/2023

আলহামদুলিল্লাহ, গতকাল ধামইরহাট উপজেলা কৃষি মেলায় ছোট্ট একটা ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

15/05/2023

অতি সম্মানের সহিত সান্তাহারের এক চোরকে সোফায় বসায়ে আপ্যায়ন করায়ে বাকিতে মাছ দিয়েছি😪
১২ দিন হল এখন সে আমার কল রিসিভ করে না😪
এত্ত ভদ্রবেশী মানুশ যে এই রকম চিটার হতে পারে জানা ছিল না। আজকের পর থেকে কোন কাস্টমারকে আর এত্ত সম্মান দেখাইতে যাব না। বাসায় আসবে মাছ নিবে টাকা দিবে বের হয়ে যাবে এর বাহিরে আর কিচ্ছু না।

দুঃখের বিষয় তার একটা ছবি পর্যন্ত আমার কাছে নেই। শুধু নাম্বার টায় আছে।
চলতে ফিরতে যদি কখনো নজরে পড়ে সেদিন তার থোবড়া টা চেঞ্জ করব করবই ইনশাআল্লাহ। আর লাইভে আপনাদের সামনেও আনব ইনশাআল্লাহ।

নাম্বার সহ তারসাথে আমার কথপোকথন দুই একদিন পরে প্রকাশ করব।

আলহামদুলিল্লাহ,  আজকের ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্যাকেটে ছিল বাটারফ্লাই কর কার্প, বাটারফ্লাই কমেট, ওরেন্ডা গোল্ড ...
11/05/2023

আলহামদুলিল্লাহ, আজকের ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্যাকেটে ছিল বাটারফ্লাই কর কার্প, বাটারফ্লাই কমেট, ওরেন্ডা গোল্ড ফিশ, গোড়ামি ফিশ, ব্লাক মোর।

24/04/2023

ছোট্ট একটা মামুনি এসেছিল আমার ফার্মে রঙিন মাছ সংগ্রহ করতে। এত্ত সুইট করে কথা বলে মাশা আল্লাহ। অল্প সময়ের মধ্যে আমার সাথে ওর অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়।অনেএএক মিশুক একটা বাবু😊😊😊

আপনি চাইলে সরাসরি আমার ফার্ম ভিজিট করতে পারেন -

Showkhin Aqua
Location: Chalkvobany, Fatapur, Dhamoirhat, Naogaon
Mobile: 01794550551

আলহামদুলিল্লাহ, আজকের ডেলিভারি নওগাঁর নজিপুরে সফলভাবে সম্পন্ন হয়েছে।
20/04/2023

আলহামদুলিল্লাহ, আজকের ডেলিভারি নওগাঁর নজিপুরে সফলভাবে সম্পন্ন হয়েছে।

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকের দুইটা ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে। গাপ্পি মলি প্লাটি গোল্ড ফিস সহ বিভিন্ন ধরনের ...
19/04/2023

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,
আজকের দুইটা ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

গাপ্পি মলি প্লাটি গোল্ড ফিস সহ বিভিন্ন ধরনের রঙিন মাছ এবং জলজ উদ্ভিদ সংগ্রহ করতে যোগাযোগ করুন -
Showkhin Aqua
Location: Dhamoirhat, Naogaon
01794550551

আলহামদুলিল্লাহ, গতকালের দুইটি ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে। । প্যাকেটে ছিল, ব্লাক মলি, প্লাটি, মিক্সিড গাপ্পি, রেডটেল ...
19/04/2023

আলহামদুলিল্লাহ, গতকালের দুইটি ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে। ।
প্যাকেটে ছিল, ব্লাক মলি, প্লাটি, মিক্সিড গাপ্পি, রেডটেল প্লাটিনাম।

Address

Dhamoirhat
Rājshāhi

Telephone

+8801794550551

Website

Alerts

Be the first to know and let us send you an email when Showkhin Aqua । শৌখিন এ্যাকুয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Showkhin Aqua । শৌখিন এ্যাকুয়া:

Videos

Share


Other Aquatic Pet Stores in Rājshāhi

Show All