গাভীয়ানা

গাভীয়ানা ভাল মানের দুধ, দুগ্ধ পণ্য এবং ফ্রজেন ফ?
(11)

Assalamualaikum!!!My Lord has finally called me to his house and I had to respond. My hajj flight is at 1:20 pm today IN...
11/06/2023

Assalamualaikum!!!

My Lord has finally called me to his house and I had to respond. My hajj flight is at 1:20 pm today IN SHAA ALLAH. Forgive me if I've hurt any one of you knowingly or unknowingly. Please pray for me, my mother and all the hujjaj, so that Allah makes it easy for us and bring us back home in good health and in good souls. Ameen.

Those of you who have pre booked your qurbani cattle through Angus agro, please contact Mr. Sk Joty for further details. And if in case you need me then please leave a message on Whatsapp in +8801674530397. If I delay giving back replies then please forgive me as I'll not be using cellphones often. May Allah accept our Hajj and our qurbani and prayers. Ameen.

21/04/2023

ঈদ মোবারক 🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 💝

দুধে আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, ওমেগা থ্রি, ওমেগা সিক্সসহ অনেক গুরুত্বপূর্ণ উপাদান। দুধকে বলা হয় সুপার ফুড।১ জ...
19/09/2022

দুধে আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, ওমেগা থ্রি, ওমেগা সিক্সসহ অনেক গুরুত্বপূর্ণ উপাদান। দুধকে বলা হয় সুপার ফুড।
১ জন প্রাপ্ত বয়স্ক মানুষ কে প্রতিদিন ২০০ এম এল দুধ পান করতে হয় ,
কিন্তু আমরা আসলে তা কি নিচ্ছি সবাই এর মূল কারণ হলো বিশুদ্ধতার কথা চিন্তা করে ।
সেই লক্ষে আমরা গাভিয়ানা বেশ কিছু বছর ধরে ছোট পরিসরে ঢাকা শহরে দুধ হোম ডেলিভারি দিয়ে আসছি নিজেদের খামার এর ।
এখন আমরা আমাদের পরিধি আরো বাড়াচ্ছে চেস্টা চালাচ্ছি যাতে ক্রেতা পরিষেবা আরো উন্নত করা যায় ।
আমাদের সাথে এতোদিন যারা ছিলেন তাদের সকল কে জানাই ধন্যবাদ আশা করি এইভাবে গাভিয়ানা কে সাপোর্ট দিয়ে যাবেন ।

09/09/2022

ইনশাআল্লাহ্ আমরা আসছি নতুন ভাবে নিজেদের গুছিয়ে 💓

08/09/2022
****   ভাগে কুরবানি তে অংশ গ্রহণের সুযোগ   ****"আসসালামুয়ালাইকুম""আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সম্পূর্ণ প্রাকিতিক পরিবেশে পা...
30/06/2021

**** ভাগে কুরবানি তে অংশ গ্রহণের সুযোগ ****

"আসসালামুয়ালাইকুম"

"আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সম্পূর্ণ প্রাকিতিক পরিবেশে পালনকৃত শতভাগ নিরাপদ, সুস্থ ও স্বাস্থ্যসম্মত উন্নতজাতের দেশি এবং বিদেশি গরুর অগ্রিম বুকিং চলছে।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত বছরের ন্যায় এ বছরও আমরা ভাগাড় মাধ্যমে গরু কোরবানির পদ্ধতি চালু করেছি। যে সকল ভাইয়েরা ভাগাড় মাধ্যমে গরু কোরবানির জন্য আগ্রহী তাদের জন্য সুব্যবস্থা রয়েছে। একটি গরু ক্রয় থেকে শুরু করে মাংস কাটা প্যাকেজিং করা এবং যথাসময়ে বাড়ি/ বাসায় পৌঁছানো সহ সব খরচ সহকারে একটি ভাগের জন্য ১৩,৬০০ টাকা নির্ধারিত করা হয়েছে। এবং যদি কেউ একাধিক ভাগা নিতে চান তাহলে সেটাও নিতে পারবেন।

✅ ফ্রী ডেলিভারির সুব্যবস্থা |

✅ এবং থাকছে সম্পূর্ণ ইসলামিক শরীয়াহ মোতাবেক হালাল পক্রিয়ায় কোরবানি সম্পন্ন করে সম্পূর্ণ পরিষ্কার,সাস্থ্যসম্মতভাবে প্যাকেট করে ডেলিভারির সুব্যবস্থা ।
(শর্ত প্রযোজ্য)

আমাদের পেইজে ইনবক্স অথবা ফোন নাম্বারে কল করে আজই আপনার নির্ধারিত ভাগ বুকিং করে ফেলুন।
যোগাযোগ: 01889126085

আসসালামুয়ালাইকুম।গত বছরের ন্যায় এ বছরও গাভীয়ানা নিচ্ছে আপনাদের কুরবানীর দায়িত্ব। করোনা মহামারির কারনে যারা কুরবানী ক...
05/06/2021

আসসালামুয়ালাইকুম।
গত বছরের ন্যায় এ বছরও গাভীয়ানা নিচ্ছে আপনাদের কুরবানীর দায়িত্ব। করোনা মহামারির কারনে যারা কুরবানী করতে অসুবিধা মনে করছেন তাদের জন্য থাকছে আমাদের ভাগার কুরবানী সিস্টেম। আপনারা আপনাদের মত কুরবানীর ভাগ নিয়ে অংশগ্রহণ করতে পারেন এই প্যাকেজ সিস্টেমে।

গরূর ছবি এবং প্রতি ভাগে কতটুকুন মাংস পাওয়া যাবে তা খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

12/04/2021

Mashallah

গাভীয়ানার ফুল ক্রীম দুধ এখন বারিধারা ডি ও এইচ এস, বারিধারা , বসুন্ধরা, গুলশান ও এর আশেপাশে এলাকায় পাওয়া যাচ্ছে।✅হোম ডেলি...
29/09/2020

গাভীয়ানার ফুল ক্রীম দুধ এখন বারিধারা ডি ও এইচ এস, বারিধারা , বসুন্ধরা, গুলশান ও এর আশেপাশে এলাকায় পাওয়া যাচ্ছে।

✅হোম ডেলিভারির জন্য কল করুন অথবা পেইজে ইনবক্স করুন।

📲যোগাযোগ: ০১৮৮৯১২৬০৮৫

এত সুন্দর কাস্টমার ফিডব্যাক পাবো আমরা ভাবতেই পারিনি, আমাদের ফার্ম থেকে যারা গরু কিনেছে আমরা  চেষ্টা করেছি এই মহামারী সময়...
03/08/2020

এত সুন্দর কাস্টমার ফিডব্যাক পাবো আমরা ভাবতেই পারিনি, আমাদের ফার্ম থেকে যারা গরু কিনেছে আমরা চেষ্টা করেছি এই মহামারী সময়ে কোরবানির মাংস প্রক্রিয়া করে আপনাদের দরজায় পৌঁছে দেয়ার. ধন্যবাদ আমাদেরকে উৎসাহ দিয়ে সামনে এগিয়ে নেওয়ার জন্য. ❤️❤️

21/07/2020

With The Grace of Almighty.

we have already started our Trading Alhamdulillah. Plz inbox us for more queries.

Thank you for staying with Gabhianaa.

03/07/2020

গাভীয়ানার সকল গ্রাহক কে জানাই ঈদ মোবারক।
24/05/2020

গাভীয়ানার সকল গ্রাহক কে জানাই ঈদ মোবারক।

22/05/2020
" আমরা আমাদের গ্রাহকদের কথা চিন্তা করে, দেশের এমন একটা অবস্তায় কোবিড ১৯ ভাইরাস  এর জন্য আমাদের  #গাভিয়ানার  কার্যক্রম বন...
17/05/2020

" আমরা আমাদের গ্রাহকদের কথা চিন্তা করে, দেশের এমন একটা অবস্তায় কোবিড ১৯ ভাইরাস এর জন্য আমাদের #গাভিয়ানার কার্যক্রম বন্ধ রেখেছি, তাই এই ক্রান্তিলগ্নে আমাদের কিছু সংখ্যক পণ্য যেগুলো প্রত্যেকদিন আমাদের দৈনিন্দ জীবনে প্রয়জন হয়ে থাকে। আমরা আন্তরিক ভাবে দুঃখিত এই রামাদান মাসে আমার আমাদের অনেক পণ্য চেষ্টা করে সরবরাহ করতে পারিনি কেননা, আমরা আমাদের স্টাফদেরকে আগেই ছুটি দিয়ে দিয়েছি। আমাদের মিষ্টির কারিগর, ডেলিভেরি ম্যান সবাই এখন যে যার মত গৃহে অবস্থান করছে , তাই আমি একটি ছোট পরিকল্পানা নিয়েছি আমাদের গ্রাহকদের দিকে তাকিয়ে #ঘি #মধু #সরিসার তেল. এগুলা আমি নিজের তত্ত্বাবধায়নে গ্রাহকের দরজায় পৌছিয়ে দিচ্ছি। এবং খুব স্বল্প পরিসরে আমরা অর্ডার নিচ্ছি, আমাদের আরো অনেক ডেইরি পণ্য আছে আমাদের কারিগর/স্টাফ না থাকার কারণে দিতে পারছিনা, খুবই দুঃখের সাথে জানাচ্ছি , ধন্যবাদ সাথে থাকার জন্য। হয়তো আল্লাহ রাব্বুলামিন এর দোআয় যদি দেশের পরিস্থিতি ভালো হয়, #দুধ, #দই , #দেশী মজারিয়াল চিজ , এগুলা সব কিছু ঈদ এর পর আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ , ভালো থাকবেন সবাই ধন্যবাদ।

❗ বিশেষ দ্রষ্টব্য : আমরা স্বল্প পরিসরে অর্ডার নিচ্ছি.

➡ ডেলিভারি নিদিষ্ট কিছু লোকেশনে ঃ ধান্মমণ্ডি, জিগাতলা, এলিফেনট রোড, সেগুন বাগিচা, পল্টন, নিলখেত, বেলি রোড, কাকরাইল, শাহবাগ,


➡ ডেলিভারি চার্জ ঃ ৬০ টাকা শধু মাত্র ঢাকা এর জন্য।



✴ দেশি খাঁটি ঘি কেন খাবেন❓

প্রতিদিন কেন এক চামচ ঘি খাবেন:
1️⃣ ত্বকের শুষ্কতা দূর করে তা আর্দ্র রাখে।

2️⃣ ভিটামিন এ থাকায় এটি চোখের জন্য ভালো। গ্লুকোমা
রোগীদের জন্য উপকারী। এটি চোখের চাপ নিয়ন্ত্রণ করে।
এটি চোখের চাপ নিয়ন্ত্রণ করে।

3️⃣ ঘি খেলে যে হরমোন নিঃসরণ হয়, এতে শরীরের সন্ধিগুলো
ঠিক থাকে।

4️⃣ এটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ বলে অন্য খাবার থেকে ভিটামিন
ও খনিজ শোষণ করে শরীরকে রোগ প্রতিরোধে সক্ষম করে
তোলে।

5️⃣ পোড়া ক্ষত সারাতে কাজ করে ঘি। আয়ুর্বেদ শাস্ত্রে আছে ঘি
খেলে মস্তিষ্কের ধার বাড়ে ও স্মৃতিশক্তি বাড়ে।


✴ দেশী খাটি মধুর কিছু গুন ❓

1️⃣ চলুন জেনে নিই, মধুতে কী কী উপাদান আছে। ২৫ থেকে ৩৭ শতাংশ গ্লুকোজ, ৩৪ থেকে ৪৩ শতাংশ ফ্রুক্টোজ, ০.৫ থেকে ৩ শতাংশ সুক্রোজ এর সবগুলোই শর্করা।

2️⃣ মধুতে বিদ্যমান শর্করা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে কাজ করে। তাই এটি রেডি এনার্জি হিসেবে কাজ করে। আধা গ্লাস হালকা গরম লেবুপানিতে এক চা-চামচ মধু ভোরবেলায় খালি পেটে পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।

3️⃣ এটি জীবাণুনাশক ও ব্যথা প্রশমক। তাই অনেক সময় শল্যচিকিৎসায় মধু ড্রেসিংয়ের কাজে ব্যবহৃত হয়। সাধারণ সর্দি-কাশি ও ফ্যারিনজাইটিসে মধু উপকারী।

4️⃣ এ ছাড়া দাঁতের ক্ষয় রোধ হয়। হজমের গোলমালেও মধুর উপকারিতা আছে। এটি পাকস্থলীতে অ্যাসিডের ক্ষরণ কমায় বলে অরুচি, বমিভাব, বুক জ্বালা দূর হয়। মধু বিপাকজনিত তাপ উৎপাদন বাড়ায় বলে শীতকালে দেহের উষ্ণতা বাড়ায়। তবে ডায়াবেটিসের রোগীদের রক্তে শর্করা দ্রুত বাড়িয়ে দিতে পারে মধু।

✴ সরিষার তেল কেন খাবেন ❓

1️⃣ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশ করা প্রতিবেদন অনুসারে সরিষার তেল ওমেগা থ্রি এবং ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ। যা বাতের ব্যথা, ডিপ্রেশনের মতো রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

2️⃣ শরীরে খারাপ কোলেস্টরলের মাত্রা কমায়: একাধিক গবেষণায় দেখা গেছে সরিষার তেলে এমন কিছু উপাদান রয়েছে যা খারাপ কোলস্টেরলের মাত্রা কমানোর মধ্যে দিয়ে হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমায়।

3️⃣ হার্টের বন্ধু: এক্ষেত্রে চিকিৎসকদের মধ্যে মত পার্থক্য রয়েছে ঠিকই। কিন্তু একাধিক গবেষণায় প্রমাণিত যে নিয়মিত সরিষার তেল খেলে হার্টের কোনও ক্ষতি হয় না। বরং হৃদপিণ্ডের কর্মক্ষমতা বাড়ে।

4️⃣ ঠাণ্ডা লাগার হাত থেকে বাঁচায়: কেন এমনটা করে জানেন? কারণ ঠান্ডা লাগা এবং সর্দি-কাশির সমস্যা থেকে শুরু করে একাধিক রোগের হাত থেকে বাঁচাতে এই তেলটির কোনও বিকল্প হয় না বললেই চলে।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি এই দুঃসময়ে আমাদের কে পবিত্র রমজান মাস উপহার দিয়েছেন...
24/04/2020

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি এই দুঃসময়ে আমাদের কে পবিত্র রমজান মাস উপহার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এই পবিত্র মাসের উসিলায় আমাদের সকলকে ক্ষমা করুক এবং বিশ্ব বাসিকে এই দুঃসময় কাটিয়ে উঠার তৌফিক দান করুক। আমিন।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা ১৪২৭, সবাই ভাল থাকবেন।
13/04/2020

সবাইকে নববর্ষের শুভেচ্ছা ১৪২৭, সবাই ভাল থাকবেন।


13/04/2020

#জরুরী
১৩/০৪/২০২০

প্রিয় খামারি ভাইরা
নিকটতস্থ প্রানিসম্পদ অফিসে উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে আপনার ক্ষতির পরিমান, গরুর সংখ্যা সহ যা যা তথ্য ওনি চান দেবার ব্যাবস্থা করুন।

উপজেলা ডেইরি এসোসিয়েশনের নেতৃস্থানীয় খামারি ভাই যারা আছেন আপনারা আপনার এলাকার ক্ষতিগ্রস্ত খামারিদের তথ্য উপাত্ত সংগ্রহ করুন এবং তাদেরকে সহায়তা করুন।

উপজেলা প্রানিসম্পদ অফিসের রেজিষ্ট্রেশন আছে বা নেই সকলেই সরকার থেকে সকল সুবিধা ভোগ করবে। রেজিষ্ট্রেশন থাকলে পাবে, না থাকলে পাবেনা এমন তথ্য যদি কেউ দিয়ে থাকে বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন অফিসে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

সরকার কর্তৃক বিজ্ঞপ্তি। (বিভিএ)আপনারা যারা প্রতিদিন দুধ পান করেন তাদের চিন্তার কারণ নেই।
02/04/2020

সরকার কর্তৃক বিজ্ঞপ্তি। (বিভিএ)

আপনারা যারা প্রতিদিন দুধ পান করেন তাদের চিন্তার কারণ নেই।



আসসালামুয়ালাইকুম।সম্মানিত গ্রাহক করনা ভাইরাস কিংবা কোভিড-১৯ এর কথা বিবেচনায় রেখে গাভীয়ানার সকল কার্যক্রম বন্ধ থাকবে। ...
23/03/2020

আসসালামুয়ালাইকুম।

সম্মানিত গ্রাহক করনা ভাইরাস কিংবা কোভিড-১৯ এর কথা বিবেচনায় রেখে গাভীয়ানার সকল কার্যক্রম বন্ধ থাকবে। এবং দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে না যাওয়া পর্যন্ত সকল পণ্য সরবরাহ বন্ধ থাকবে। আমরা সকলের সুস্থতা কামনা করছি। আসুন আমরা সবাই যে যার অবস্থান থেকে সচেতন হই এবং এই মহামারী ভাইরাসের মোকাবেলা করি। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।

আমাদের নতুন অতিথিবৃন্দ, দোয়া প্রার্থী সকলের কাছে.
29/02/2020

আমাদের নতুন অতিথিবৃন্দ, দোয়া প্রার্থী সকলের কাছে.

27/02/2020

এক গ্লাস দুধের পেছনের গল্প।

ডেলিভারি এরিয়া: নয়াপল্টন, শান্তি নগর, বিজয় নগর, পুরানা পল্টন, কাকরাইল, প্রেস ক্লাব, সেগুনবাগিচা।

হোম ডেলিভারির জন্য কল করুন এই নাম্বারে ✅📲০১৮৮৯১২৬০৮৫

12/02/2020

আলহামদুলিল্লাহ। আমাদের নতুন প্রজেক্টের কাজ শিঘ্রই শুরু হবে।

ফুল ক্রিম খাঁটি দুধ এখন আপনার দরজায়।প্রতি লিটার মূল্য: ৮০.০০ টাকাডেলিভারি এরিয়া: নয়া পল্টন, পুরানা পল্টন, সেগুনবাগিচা...
03/01/2020

ফুল ক্রিম খাঁটি দুধ এখন আপনার দরজায়।

প্রতি লিটার মূল্য: ৮০.০০ টাকা

ডেলিভারি এরিয়া: নয়া পল্টন, পুরানা পল্টন, সেগুনবাগিচা, শান্তিনগর, ফকিরাপুল, কাকরাইল, বেইলি রোড, বিজয় নগর।

♓️➡️হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন- +৮৮০১৮৮৯১২৬০৮৫

"গাভিয়ানা"  দুধ গুনেমানে অতুলনীয়, সবার ক্রয় ক্ষমতার মধ্যে,  খাঁটি দুধ. “গাভিয়ানার বিকল্প গাভিয়ানা"  নো কম্প্রোমাইজ উইথ প...
05/12/2019

"গাভিয়ানা" দুধ গুনেমানে অতুলনীয়, সবার ক্রয় ক্ষমতার মধ্যে, খাঁটি দুধ. “গাভিয়ানার বিকল্প গাভিয়ানা" নো কম্প্রোমাইজ উইথ পিউরিটি। আমরা বাজারের ব্র্যান্ডগুলোর মতন দুধের যে প্রাণ "ননী" আলাদা করি না, ননী যুক্ত। আমরা গ্রাহকের কথা চিন্তা করে নতুন দুইটি পন্য সংযোজন করলাম গাভিয়ানার খাঁটি গাওয়া ঘি ও দেশি মোজারেলা চিজ. ধন্যবাদ।

আজকের (১১.১০.২০১৯) ডেলিভারি! আলহামদুলিল্লাহ্
11/10/2019

আজকের (১১.১০.২০১৯) ডেলিভারি! আলহামদুলিল্লাহ্

আমাদের নিজস্ব খামারের দুধ এখন আপনার দরজায়!! আমরা এখন শুধু পল্টন, বিজয়নগর, কাকরাইল, সেগুনবাগিচা শান্তিনগরে  ডেলিভারি দিচ্...
06/10/2019

আমাদের নিজস্ব খামারের দুধ এখন আপনার দরজায়!!

আমরা এখন শুধু পল্টন, বিজয়নগর, কাকরাইল, সেগুনবাগিচা শান্তিনগরে ডেলিভারি দিচ্ছি!

Address

50/F Inner Circular Road
Rajarbag
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when গাভীয়ানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গাভীয়ানা:

Share

Category

গাভিয়ানা

আমাদের নিজস্ব খামার হতে সংগৃহীত খাঁটি দুধ সরবরাহ করা হচ্ছে, তা থেকে আমরা তৈরি করছি ঘী, মজারেলা চীজ, দই, পেস্তা বাদামের শরবত, আমাদের পণ্য পৌঁছে যাবে আপনার নিকটতম দরজায়।

Nearby pet stores & pet services


Other Rajarbag pet stores & pet services

Show All