24/12/2020
শীতের সিজনে কবুতর এর জরুরী কিছু মেডিসিন এর ডোজিং তালিকা ও প্রত্যাহার কাল।
মেডিসিন চলাকালীন ও পরে মেডিসিন এর ক্ষতিকর প্রভাব থেকে বেচেঁ থাকতে সকল মেডিসিনের প্রত্যাহার কাল অনুযায়ী পাখির ডিম ও মাংস গ্রহন থেকে বিরত থাকতে হবে। যেকোন মেডিসিন দেয়া শুরু করলে মিনিমাম কোর্স টাইম কমপ্লিট করতে হবে। শীতে কবুতরকে সবসময় কুসুম গরম পানি দেয়া উওম । মেডিসিন ও কুসুম গরম পানিতে দেয়া উচিত।
১. রেনা ws মাল্টিভিটামিন : লিটারে ২ গ্রাম। প্রত্যাহারকাল নেই।
২. জিসভেট : লিটারে ৪ মিলি ( কোন অবস্থাতেই লৌহ, ক্যালসিয়াম এর সাথে একত্রে ব্যাবহারযোগ্য নয়) প্রত্যাহার কাল নেই।
৩. ক্যালপ্লেক্স : লিটারে ৩ মিলি। প্রত্যাহার কাল নেই।
৪. ডাইজেস্টিম, কারমিনা : লিটারে ৩ মিলি। প্রত্যাহার কাল নেই।
৫.থায়াবিন পাউডার : লিটারে ১.৫ গ্রাম। প্রতাহার কাল নেই।
৬. ভাইটাল এমাইনো ফোর্ট : ৩ লিটারে ১ মিলি। প্রতাহার কাল নেই।
৭. রেনা কে : ৫ লিটারে ১ মিলি। প্রত্যাহার কাল নেই।
৮.লাইসোভিট : লিটারে ২ গ্রাম। প্রত্যাহারকাল নেই।
৯. বায়োগাট : লিটারে ২ গ্রাম। প্রত্যাহার কাল নেই।
১০. ইলেকট্রোমিন / গ্লুকোলাইট : লিটারে ২ গ্রাম। প্রত্যাহার কাল নেই।
১১. হ্যামিকো পি এইচ : লিটারে ১ মিলি। প্রত্যাহারকাল নেই।
১২. লিভাভেট : লিটারে ২ মিলি। প্রত্যাহারকাল নেই।
১৩. ডাইরোভেট : লিটারে ১ গ্রাম। প্রত্যাহারকাল ৭ দিন।
১৪. রেসপিরন : লিটারে ১.৫ মিলি। প্রত্যাহারকাল নাই।
১৫. ব্রঙ্কোভেট : লিটারে ৩ মিলি। প্রত্যাহারকাল নেই।
১৬. ডাইলোরেস, রেসপোকেয়ার, এ্যারোম্যাক্স : ৩ লিটারে ১ মিলি। প্রত্যাহারকাল নেই।
১৭. মাইক্রোনিড : লিটারে ১ গ্রাম। প্রত্যাহারকাল ৫ দিন।
১৮. ইরাপ্রিম ভেট : লিটারে ১ গ্রাম। প্রত্যাহারকাল ৫ দিন।
১৯. লিভোম্যাক্স ভেট : লিটারে ১ মিলি। প্রত্যাহারকাল ৭ দিন।
২০. এসিলিভো ভেট : লিটারে ১ গ্রাম। প্রত্যাহারকাল ৭ দিন।
২১. এনরোসিন : লিটারে ১ মিলি। প্রত্যাহারকাল ৭ দিন। ( সালমোনেলোসিস এর ক্ষেত্রে প্রয়োগ করা হলে ১৪ দিন)
২২. সিপ্রোসিন ভেট পাউডার / সলিউশন : লিটারে ২ গ্রাম / ২ মিলি। প্রত্যাহারকাল ৫ দিন।
২৩. কক্সিট্রিল, এন্টিকক ( টল্টাজুরিল ২.৫%) : লিটারে ১ মিলি ( কোন ভাবেই ৫ দিন এর বেশি প্রয়োগকরা যাবে না) প্রত্যাহার কাল ৮ দিন।
২৪. এপল সিডার ভিনেগার : লিটারে ৫ মিলি। প্রত্যাহার কাল নেই।
২৫. এসিমেক ১% : লিটারে ২ মিলি। প্রত্যাহার কাল ৮ দিন।
লেখক:- শ্রদ্ধেয় বড় ভাই Fahad Ahammed ভাই..