01/11/2024
আজ থেকে সাড়ে তিন বছর আগে আমি অনেক সহজ ভাবে বিষয়টা তুলে ধরেছিলাম। যা আজকে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন। অনেক আগের লেখা কিন্তু এটা এখনো অনেক গুরুত্বপূর্ণ।
আমি চাই আপনি ও আপনার পোষ্য সুস্থ্য থাকুন সব সময়। তাই এই লেখাটা আজকে আবার শেয়ার দিলাম।
ভয় কে জয় করে এগিয়ে যেতে হবে।
#বিড়াল ও একটি মানুষের প্যারাসাইট😼🐱🐱🐱🐱
মূদ্রার যেমন এপিঠ আছে তেমনি ওপিঠ ও থাকে। আজ আমরা যে সুখে আদুরে বিড়াল কে কোলে তুলে আদর করি। অসাবধানতার জন্য হয়ত সেটি আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। আজকে এরকম একটি বিষয় নিয়ে কথা বলব। আপনার আদুরে পোষ্য বিড়াল টির প্রতি উদাসীনতা আপনার অনাগত সন্তানের জন্য কাল হয়ে দাড়াতে পারে।
Toxoplasma gondii..... একটি জুনোটিক প্যারাসাইট। গবেষনায় দেখা গেছে বিশ্বের প্রায় ৬০-৯০% বিড়াল এই প্যারাসাইট দ্বারা আক্রান্ত হয়। প্রাপ্ত বয়স্ক বিড়ালে আক্রান্ত হবার হার বেশি। গ্রীষ্ম কালে এটি বেশি হয়। বিড়াল হলো এই প্যারাসাইটের প্রধান বাহক। গবাদী পশু ও মানুষ হলো অন্তর্বর্তীকালীন বাহক। মূলত আক্রান্ত বিড়ালের মল থেকে এটি পরিবেশে আসে, ড্রেনের পানি, ঘাস এসবে এটির বীজ অনেক দিন অবধি থাকে, গবাদিপশু ঘাস বা পানি খাওয়ার সময় আক্রান্ত হয়। আর গবাদিপশুর মাংস ভালো মত সেদ্ধ করে না খেলে যেমন বার বি কিউ বা অধোয়া সবজি বা আক্রান্ত বিড়ালের মল হতে মানুষ ও আক্রান্ত হতে পারে। মানুষে গর্ভপাত, অন্ধত্ব সহ আরো অনেক শারীরিক সমস্যার কারণ হয় এই প্যারাসাইট।
তাই আপনাকে আপনার পোষ্য বিড়ালের প্রতি আরো মনোযোগী হতে হবে। আক্রান্ত গবাদিপশুর কাচা মাংস থেকে বিড়াল আক্রান্ত হয়, আক্রান্ত বিড়াল থেকে সুস্থ্য বিড়াল আক্রান্ত হয়। তাই বিড়াল এর প্রতি সজাগ দৃষ্টি রাখুন।
নিয়মিত আপনার ভেটের পরামর্শ মত কৃমি নাশক দিন।
নিজে সুস্থ্য থাকুন, আপনার বিড়াল কে সুস্থ্য রাখুন।
জনস্বার্থে
Vet point