Mizan's Aviary

Mizan's Aviary welcome to my page Mizan's Aviary..Here i will share everything about my Aviary..so plz stay with us..

Alhamdulillah...in last 4 years of bird keeping life, this is an incredible achievement for me...nothing is impossible i...
09/01/2023

Alhamdulillah...in last 4 years of bird keeping life, this is an incredible achievement for me...nothing is impossible if Allah helps you...

আলহামদুলিল্লাহ!!সকল প্রশংসা সেই মহান রাব্বুল আলামীনের যার অশেষ দয়ায় আজকের এই প্রাপ্তি!! প্রথম বারের মতো মিজান'স এ্যাভে...
03/11/2022

আলহামদুলিল্লাহ!!সকল প্রশংসা সেই মহান রাব্বুল আলামীনের যার অশেষ দয়ায় আজকের এই প্রাপ্তি!! প্রথম বারের মতো মিজান'স এ্যাভেয়ারির ভবিষ্যৎ এম.ডি মোঃ মুনতাসির রহমান সান-কনুর ও রিংনেকের বেবির লেগ রিং পরালেন!! বিশেষ ধন্যবাদ জানাই দ্যা বিজনেস আইকন ভাই আপনাকে সার্বিক সহযোগিতার জন্য!! এছাড়াও মিজান'স এ্যাভেয়ারির সকল শুভাকাঙ্খীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা!! সকলের কাছে আমার কলিজার টুকরা সন্তান এবং ভালোবাসার পাখি গুলার জন্য দোয়ার আবেদন রইল!! আল্লাহ তা'আলা যেন সকলকে তাদের পরিশ্রমের উত্তম প্রতিদান দান করেন!! আমিন...

""Handsome Boy at Mizan's Aviary""
06/08/2022

""Handsome Boy at Mizan's Aviary""

20/05/2022

আলহামদুলিল্লাহ...৩ বছর যাবত পাখি পালন জীবনে এটি আমার জন্য অনেক বড় সাফল্য...সদ্য ফোটা কোকাটেলের বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিং এর মাধ্যমে বড় করে তোলা, আজ তাদের বয়স ১ মাস প্লাস!! বিষয়টা অনেকের কাছে তুচ্ছ মনে হতে পারে তবে আমার জন্য অনেক বড় প্রাপ্তি!! কারণ আমি এর আগে কখনোই এত ছোট বাচ্চা হ্যান্ড ফিড করাইনি!! এদেরকে এত ছোট থেকে হ্যান্ডফিড করানোর কারণ যখন আর মাত্র ৪-৫ দিন পর এদের ফুটে বের হওয়ার সময় তখন হঠাৎ আবহাওয়া অনেক গরম থাকাই এদের মা ডিমে ঠিক মতো তা দেয়া বন্ধ করে দেয়!! সৌভাগ্যক্রমে সেই সময় আমার ১ পেয়ার হলুদ টিয়া ডিমে বসা ছিল তাই ডিম গুলোকে আমার টিয়া পাখি কে দিয়ে বাচ্চা ফোটায়!! কিন্তু টিয়ার ঠোঁট এবং কোকাটেলের ঠোঁট এর মাপ এক না হওয়ায় বাচ্চাগুলোকে ফিড করতে পারছিল না!! পরের নিজে রিস্ক নিয়ে হ্যান্ড ফিডিং করায়!! সর্বোপরি মহান আল্লাহতালার অশেষ শুকরিয়া যে তিনি আমাকে বাচ্চাগুলোকে বড় করে তোলার তৌফিক দান করেছেন!!সকলে আমার এবং আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন!!

প্রতিটি খাঁচায় থাকবে একটি ব্লক" এ বিষয়টিকে সামনে রেখে তৈরিকৃত বগুড়ার Shafi Birds Camp BD ভাইয়ের স্বনামধন্য অল ইন অল ...
21/04/2022

প্রতিটি খাঁচায় থাকবে একটি ব্লক" এ বিষয়টিকে সামনে রেখে তৈরিকৃত বগুড়ার Shafi Birds Camp BD ভাইয়ের স্বনামধন্য অল ইন অল মিনারেল ব্লক এখন থেকে মিজান'স এভিয়ারিতে পাওয়া যাবে।। রাজশাহীর মধ্যে কেউ অল ইন অল মিনারেল ব্লক নিতে চাইলে যোগাযোগ করুন এই নাম্বারেঃ
০১৭৫৪-২৪২৬৮০
০১৭৩৮-২৪২২১১

24/03/2022

Lutino tame size baby for sale..
call or inbox for details..
01754-242680
Location:Rajshahi city.

19/02/2022
19/02/2022
 #আমার পাখিদের জন্ন্য বুটের স্প্রাউট..আপনার পাখিদের স্প্রাউট দেন তো??
19/02/2022

#আমার পাখিদের জন্ন্য বুটের স্প্রাউট..
আপনার পাখিদের স্প্রাউট দেন তো??

New member of my Aviary...My dear CoCo sona..❤️❤️💗💗💚💚🦜🦜Species: Red factor Green Cheek conure...Tnx a lot Syed Rabby Has...
22/08/2021

New member of my Aviary...My dear CoCo sona..❤️❤️💗💗💚💚🦜🦜
Species: Red factor Green Cheek conure...
Tnx a lot Syed Rabby Hasan Hridoy brother for giving me such a wonderful temp Birds..

https://youtu.be/JaZbP1WYsBI
11/08/2021

https://youtu.be/JaZbP1WYsBI

মিজান’স অ্যাভেয়ারিতে সকলকে স্বাগতম!! ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রা...

একজন পাখাল হতে গেলে প্রয়োজন পাখির প্রতি অগাদ ভালোবাসা...আর সেই ভালোবাসা থেকেই বাচ্চাটা কে সুস্থ ভাবে বড় করার দায়িত্ব নিল...
09/08/2021

একজন পাখাল হতে গেলে প্রয়োজন পাখির প্রতি অগাদ ভালোবাসা...আর সেই ভালোবাসা থেকেই বাচ্চাটা কে সুস্থ ভাবে বড় করার দায়িত্ব নিলাম।।বড় ভাই Kamruzzaman Sumon এর বাজরিকা পাখি বাচ্চাটা কে খাওয়ানোর দায়িত্ব না নেয়ায় আমাকে সেই দায়িত্বটা নিতে হল।।আল্লাহ্‌ যেন বাচ্চাটা কে সুস্থ ভাবে বড় করার তাওফিক দান করেন।।আমিন।।

Tnx a lot for such a nice box.."A J Aviary"
03/08/2021

Tnx a lot for such a nice box.."A J Aviary"

https://youtu.be/DN0tMDpajc8
28/07/2021

https://youtu.be/DN0tMDpajc8

Welcome to Mizan's Aviary..This is my new setup.Hope you will like my Aviary's video.Plz stay with my channel & pray for me & my birds..

 # #  of my loves..which are always in my heart ...🐦🐦🐦❤❤💞💞💖💖💗💗
26/07/2021

# # of my loves..which are always in my heart ...🐦🐦🐦❤❤💞💞💖💖💗💗

 #লাভবার্ড_এর_মেল_ফিমেল_সনাক্তকরণ_পদ্ধতি লাভবার্ড একটা শক্তিশালী ,কঠিন রোগ প্রতিরোধক্ষমতা সম্পন্ন পাখি ।এরা খুব বেশী আদু...
26/07/2021

#লাভবার্ড_এর_মেল_ফিমেল_সনাক্তকরণ_পদ্ধতি

লাভবার্ড একটা শক্তিশালী ,কঠিন রোগ প্রতিরোধক্ষমতা সম্পন্ন পাখি ।এরা খুব বেশী আদুরে ।যদি আপনি ভালবাসতে পারেন ।সে ভাল বাচ্চা করার পাশাপাশি আপনাকে ভালও বাসবে।
তবে একটা বিষয় সত্য এদের মেল ফিমেল চেনা খুব কঠিন ।যদি সহজে চেনা যেত তাহলে লাভবার্ড পালনের প্রতিবন্ধকতা দূর হয়ে যেত ।
যদিও ডিএনএ পরীক্ষা ছাড়া শিওর হওয়া যায় না ।তবু কিছু বেপার শেয়ার করছি৷
দুটি প্রাপ্ত বয়স্ক পাখিকে একটা ছনের ঝাড়ু দেন ।যে কেটে লেজে গেঁথে নিয়ে যাবে সেই ফিমেল ।
প্রাপ্ত বয়স্ক ফিমেল পাখীর ভেন্ট এ ফাঁক থাকবে ।
ফিমেল পাখীর লেজ U আকৃতির থাকবে ।আর মেল পাখির লেজ V আকৃতির হয় ।
ফিমেল পাখী সবসময় মার মুখী হয়ে থাকে ।
মেল পাখী ফিমেল পাখিকে খাইয়ে দিবে ।
রাতে একসাথে ঘুমাবে ।
ফিমেল পাখির ঠোঁট একটু বড় হয় ।
একই বয়সী ফিমেল লাভবার্ড মেল লাভবার্ড চেয়ে আকারে বড় হবে ।
বসার সময় ফিমেল পাখি পা বেশী ফাকা রেখে বসে ।
তের চৌদ্দ মাসে ব্রিডিং এ দিবেন
22___25দিন তা দেয়
বেবী আড়াই মাস হলে স্বাধীন হয়
ধন্যবাদ ।
© Polash Rabby

রসুন আমরা সবাই কম বেশি ব্যবহার করি আমাদের ভালোবাসার পাখির খাবারে কারণ সবাই বলে রসুন খুব উপকারী, কিন্তু আপনি কি নিজে থেকে...
17/07/2021

রসুন আমরা সবাই কম বেশি ব্যবহার করি আমাদের ভালোবাসার পাখির খাবারে কারণ সবাই বলে রসুন খুব উপকারী, কিন্তু আপনি কি নিজে থেকে জানার চেষ্টা করেছেন কোনো রসুন উপকারী আর এটা শরীরে কিভাবে কাজ করে?

আসুন আজ আর একটু বিস্তারিত আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করি।

যুক্তরাষ্ট্রের পাকস্থলী ও অন্ত্র-বিশেষজ্ঞ এবং ‘ফাইবার ফুয়েলড’ শীর্ষক বইয়ের রচয়িতা ডা. উইল বোলসোউইজ বলেন, “তাজা রসুন যখন কাটা হয় তখন এরমধ্যে থাকা ‘অ্যালিনেস’ নামক এনজাইম সক্রিয় হয়ে ওঠে।”

“এই এনজাইম পরে রসুনে থাকা ‘সালফোক্সাইড’ জাতীয় উপাদান ‘অ্যালিন’কে পরিণত করে ‘অ্যালিসিন’ নামক আরেকটি উপাদানে। ‘অ্যালিসিন’ হলো ভাইরাস, ব্যাক্টেরিয়া ও ছত্রাক নাশক উপাদান। হৃদযন্ত্রের জন্যও এই উপাদান উপকারী।”

“অ্যালিসিন’ ছাড়াও রসুন থেকে পাওয়া যায় বিভিন্ন ধরনের বি ভিটামিন, ভিটামিন সি, ই, কে, দস্তা, ফোলেট, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং সোডিয়াম।”

ডা. বোলসোউইজ আরও বলেন, তাজা রসুন কীভাবে ব্যাবহার করা হয় তার ওপর নির্ভর করবে এর পুষ্টিগুণ।

“প্রথমত, রসুন কুঁচি করার পর তা ব্যবহারের আগে কমপক্ষে ১০ মিনিট অপেক্ষা করতে হবে।”

“এই দেরি করার কারণ হল ‘অ্যালিসিন সক্রিয় হওয়া এবং ‘অ্যালিন’কে ‘অ্যালিসিন’য়ের পরিণত করতে সময় দেওয়া। অন্নান্য খাবারের জীবাণু ধ্বংস করার ক্ষেত্রে এই অ্যালিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

পরিশেষ এ সবার কাছে অনুরোধ, যে কোনো কিছু ব্যাবহার এর পূর্বে যতটা সম্ভব ততটা জেনে বুঝে ব্যাবহার করুন, অভিজ্ঞ জন বললেই দৌড় দেবার কোনো কারণ নেই। সবাই সবকিছু থেকে এক রকম ফলাফল পাবেন এটা নাও হতে পারে।
collected byঃ
Samsuddin Chowdhury Polash
BTCZ Family

 #কাটেল_বোন_ফিস_এর_বিস্তারিত_বিষয়বস্তু কাটেল ফিস বোন ! জিনিসটা আসলে কি ? কোথা থেকে আসে ? সবাই কেনো পাখিকে দিতে বলে ? প্...
10/07/2021

#কাটেল_বোন_ফিস_এর_বিস্তারিত_বিষয়বস্তু
কাটেল ফিস বোন ! জিনিসটা আসলে কি ? কোথা থেকে আসে ? সবাই কেনো পাখিকে দিতে বলে ? প্রশ্ন গুলোর উত্তর আজকে আমিই আপনাদেরকে দেব।

১। উৎস : "স্কুইড" নামের রাক্ষুসে মাছ কে হয়তো আমরা অনেকেই চিনি। এই পরিবারে একটি সদস্য হলো "কাটেল ফিস"। যার ছবি আপনারা নিচেই দেখতে পাচ্ছেন। অনেকটা অক্টোপাস টাইপের। এই মাছ গুলো সমুদ্রের অনেক গভীরে, প্রায় ৬৫০ থেকে ২০০০ ফিট পর্যন্ত গভীরে বসবাস করে। এদের মেরুদন্ড অত্যন্ত নমনীয় এক ধরনের তরুনাস্থী দ্বারা গঠিত, আর এটাই হলো "কাটেল ফিস বোন"। এটা সমুদ্র থেকে সংগ্রহ করা হয় বলে আমাদের দেশে অনেকেই সমুদ্রের ফেনা বলে ডাকে। কিন্ত আসলে সমুদ্রের ফেনার সাথে এর কোন সম্পর্ক নেই।

২। উপাদান : কাটেল ফিস বোনের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। এতে উপস্থিত ক্যালসিয়াম খুবই উন্নত মানের এবং প্রাণীদেহের জন্য উপকারি। এছাড়া এতে কিছুটা ফসফরাসও আছে।

৩। ব্যাবহার : ১৯ শতকে এবং ২০ শতকের প্রথম দিকে কাটেল ফিস বোনকে মানুষের প্রয়োজনেই ব্যাবহার করা হতো। বিশেষ করে টুথপেস্ট এবং এ্যান্টাসিড জাতীয় মেডিসিনে এর ব্যাবহার ছিল উল্লেখযোগ্য। এছাড়া ক্যানভাসে পেইন্টিং এর জন্যও ব্যাবহার করা হতো। এখন মানুষের জন্য তেমন একটা ব্যবহৃত হয় না, তবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং সাপ্লিমেন্ট গুলোতে মাঝে মাঝে ব্যবহৃত হয়। বড় জাতের কচ্ছপ গুলোর প্রধান একটি খাবার হলো কাটেল ফিস বোন। বর্তমানে এটি খাঁচার পাখির জন্যই সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে।

৪। পাখিকে কেনো দিবেন : খাঁচার পাখিকে আমরা যে খাবার গুলো দিই, তার কোনোটাতেই পর্যাপ্ত ক্যালসিয়ামের উপস্থিতি নেই। তবে সজনে পাতা তে মোটামুটি পরিমাণে ক্যালসিয়াম থাকে, রেড মিলেটে ক্যালসিয়াম আছে, কলমী শাকেও আছে কিছু। এই ক্যালসিয়ামের অভাবে বয়ষ্ক পাখি পর্যন্ত প্যারালাইসিস্ড হয়ে যেতে পারে। পাখির শরীরে হাড় ভঙ্গুর হয়ে যায়, এ্যাকটিভিটি কমে যায়, দেহের বৃদ্ধি ঠিকমত হয় না। আর ব্রিডিং এর ক্ষেত্রে, ক্যালসিয়ামের অভাব হলে পাখির এগ বাইন্ডিং এর সম্ভাবনা থাকে, পাশাপাশি ডিমের খোসা ভঙ্গুর হয়ে যায়, ফলে ডিম সহজেই ভেঙ্গে যেতে পারে। বাচ্চা বিভিন্ন রকম শারীরিক সমস্যা নিয়ে জন্ম নেয়, যেমন পা বাঁকা হওয়া, সোজা হয়ে দাঁড়াতে না পারা, কোন কিছু আকড়ে ধরতে না পারা, স্পেলেয়েড লেগস ইত্যাদি। সুতরাং এই সব সমস্যার সর্বোত্তম সমাধান হলো কাটেল ফিস বোন। বিশেষ করে যারা বাড়তি মেডিসিন এ্যাভয়েড করেন, তাদের জন্য কাটেল ফিস বোন আবশ্যক।

৫। কিভাবে খাওয়াবেন : কাটেল ফিস বোনের এক প্রান্ত ফুটা করে তার দিয়ে বেঁধে খাঁচার মধ্যে ঝুলিয়ে দেওয়া যায়। বাজারে এখন "কাটেল ফিস বোন হোল্ডার" পাওয়া যাচ্ছে, যা দিয়ে সহজেই একে খাঁচার মধ্যে আটকে রাখা সম্ভব। তবে এই পদ্ধতি গুলোতে প্রচুর পরিমাণে নষ্ট হয়। সেক্ষেত্রে কাটেল ফিস বোন গুড়া করে একটা বাটিতে করে পাখিকে দেওয়া যায়। এগ ফুড বা সফ্ট ফুড বা গ্রিটের সাথে মিক্স করেও দেওয়া যায়। জরুরী ক্ষেত্রে পাখির সীডমিক্সের সাথেও মেশানো যেতে পারে।

৬। কোথায় পাবেন : বর্তমানে মোটামুটি সব পাখির খাবারের দোকানেই এ্যাভাইলেবল। ছোট খাটো মুদি দোকানেও পাওয়া যায় মাঝে মাঝে।

৭। দরদাম : অঞ্চলভেদে প্রতি কেজি ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত হতে পারে।

আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ 🥰 লাইক,শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকুন ☑️❤️

© Polash Rabby

02/07/2021

My kuku sona..
at Mizan's Aviary..

আসসালামু-আলাইকুম...মিজান’স অ্যাভিয়ারির পক্ষ থেকে সবাইকে জুম্মা মোবারক!!! আজ মিজান'স অ্যাভিয়ারিতে  ফ্রাইডে স্পেশাল বিরি...
25/06/2021

আসসালামু-আলাইকুম...মিজান’স অ্যাভিয়ারির পক্ষ থেকে সবাইকে জুম্মা মোবারক!!! আজ মিজান'স অ্যাভিয়ারিতে ফ্রাইডে স্পেশাল বিরিয়ানি কম্পিটিশন চলছে... এই বৃষ্টিমুখর দিনে বিরিয়ানি না হলে কি চলে??

**পাখির জন্ন্য কিছু  গুরুত্বপূর্ণ ঔষধ ও তার ব্যবহার**
22/06/2021

**পাখির জন্ন্য কিছু গুরুত্বপূর্ণ ঔষধ ও তার ব্যবহার**

🐥 🐦সফট ফুড বা এগ ফুড তৈরির নিয়মঃ  🐦🐣বিভিন্ন রকম ডাল যেমনঃ ছোলা, ভুট্টা, মশুরির ডাল, ডাবলি, মুগ, মাশের ডাল ও পোলাও এর চাল...
22/06/2021

🐥 🐦সফট ফুড বা এগ ফুড তৈরির নিয়মঃ 🐦🐣

বিভিন্ন রকম ডাল যেমনঃ ছোলা, ভুট্টা, মশুরির ডাল, ডাবলি, মুগ, মাশের ডাল ও পোলাও এর চাল ইত্যাদি সারারাত ভিজিয়ে রাখবেন।

তারপর সকালে সবকিছু একসাথে সেদ্ধ করে নিবেন ও পানিটা এর মধ্যেই শুকিয়ে নিবেন।

তার মধ্যে মুরগির ডিম কিংবা কোয়েল পাখির ডিম সেদ্ধ করে কুচি কুচি করে হালকা করে মাখিয়ে নিবেন (ডিমের পরিমাণটা পাখি অনুযায়ী)।

বিভিন্ন শাক-সবজি যেমনঃ কলমি শাক, সজনে পাতা, তুলসি পাতা, পালং শাক, পুদিনা পাতা, মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, শসা, লাউ, বাধাকপি ইত্যাদি আপনার হাতের কাছে যেই সবজি আছে সেগুলো খুবই ভালো করে কুচি কুচি করে কেটে ডাল সিদ্ধর সাথে একবারে নরম করে মাখিয়ে দিবেন।

সাথে ফলও দিতে পারেন বাড়িতে আছে, এমন যেকোন ফলই দেয়া যাবে।(বিচি ফেলে).. যেমন, আপেন, পেয়ারা, তরমুজ।

৪-৫ টার বেশি উপকরন একসাথে দেয়ার দরকার নাই।

সপ্তাহে ২ দিন সফট/এগ ফুড দেয়া পাখির স্বাস্থ্যের জন্য খুবই ভাল 😊

৩-৪ ঘন্টার মধ্যে সফট ফুডের বাটি সরিয়ে ফেলবেন।

পোস্টটি ভাল লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করুন। কোন উপদেশ থাকলেও দিতে পারেন 😊
সবার পাখির জন্য ভালবাসা ও শুভকামনা 😊💙

Romel ashraf vai er recipe...

নতুন আঙ্গিকে Avian DNA Service আবার তাদের পাখির ডিএনএ সেক্সিং শুরু করতে যাচ্ছে। আপনাদের পাখির জেন্ডার শনাক্ত করতে বা মেল...
21/06/2021

নতুন আঙ্গিকে Avian DNA Service আবার তাদের পাখির ডিএনএ সেক্সিং শুরু করতে যাচ্ছে। আপনাদের পাখির জেন্ডার শনাক্ত করতে বা মেল ফিমেল জানার জন্য DNA Sexing করতে দ্রুত এবং নির্ভরযোগ্য সার্ভিস পেতে Avian DNA Service এর পেইজ বা সরাসরি মোবাইলে যোগাযোগ করতে পারেন।
বি.দ্র- এখন থেকে ডিএনএ সেক্সিং রেজাল্ট এর কোনো ধরণের হার্ড কপি বা কার্ড দেওয়া হবে না। ল্যাব থেকে পাঠানো মেইল সরাসরি আপনাদের কে হোয়াটসএপ বা মেইল করা হবে। আপনারা নিজ প্রয়োজনে প্রিন্ট করে নিবেন অথবা পাখি হাত বদল করার পোস্ট দেওয়ার সময় ছবি হিসেবে ব্যাবহার করতে পারবেন।

  special for some of my love..
28/05/2021

special for some of my love..

21/05/2021

Alhamdulillah..First time Jp baby at Mizan's AviaryAviary.

06/04/2021

Jack & Rose...
"Mizan's Aviary"

19/03/2021

#আমার কাঁচা হলুদ ও সাদা রসুন গুলা...চলছে কলমি শাক ভক্ষণ কম্পিটিশন...🦜🦜🦜🐦🐦🐦
"Mizan's Aviary"

প্রচন্ড গরমে পাখিকে হিটস্ট্রোক থেকে বাঁচাতে-👉 প্রতিদিন বেলা ১০-১১ টার মধ্যে গোসলের পানি দিন। নিজে থেকে গোসল না করলে একদ...
05/03/2021

প্রচন্ড গরমে পাখিকে হিটস্ট্রোক থেকে বাঁচাতে-

👉 প্রতিদিন বেলা ১০-১১ টার মধ্যে গোসলের পানি দিন। নিজে থেকে গোসল না করলে একদিন পর পর স্প্রে করে দিন।

👉 ফ্রিজের ঠান্ডা পানি গোসলের জন্য দিবেন না/স্প্রে করবেন না।

👉 লেবু/এলোভেরা মিশ্রিত পানি খেতে দিন।

👉 শাক-সবজি ভিজিয়ে তারপর দিন।

👉 সিডমিক্স থেকে তেলবীজ কমিয়ে দিন।

👉 প্রচন্ড গরমের দিনগুলোতে এগফুড দেয়া থেকে বিরত থাকুন।

👉 পাখিকে সরাসরি ফ্যানের বাতাসের নিচে রাখবেন না।

ভাল ও সুস্থ থাকুক
সবার ভালবাসার পাখিগুলো।

Address

Laxmipur
Rajshahi
6000

Telephone

+8801738242211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mizan's Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mizan's Aviary:

Videos

Share

Category


Other Pet Services in Rajshahi

Show All