tawhid pigeon loft

tawhid pigeon loft kobutor,kobutorer khabar o kobutorer jabotio jinish potro amader kache paben

03/04/2024

Keu racing kobutor dite parle janaben

Karo grid lagle janaben
23/02/2024

Karo grid lagle janaben

Karo ghughu pakhi lagle janaben Location: shaheb bazar Rajshahi Prices: 800 taka jora
20/02/2024

Karo ghughu pakhi lagle janaben
Location: shaheb bazar Rajshahi
Prices: 800 taka jora

18/02/2024

Karo finch lagle janaben
Location: shaheb bazar Rajshahi
Price: 800 taka jora

17/02/2024

Karo tame kora kokatel lagle janaben
Location: shaheb bazar Rajshahi
Price 3500

কবুতরের স্বভাব ও জীবনচক্র- কবুতর সাধারণত বৃক্ষ বা গাছ পছন্দ করে। এরা নিজেদের বাসা নিজেরাই তৈরি করে এবং গাছের ডালে বসে থা...
16/02/2024

কবুতরের স্বভাব ও জীবনচক্র

- কবুতর সাধারণত বৃক্ষ বা গাছ পছন্দ করে। এরা নিজেদের বাসা নিজেরাই তৈরি করে এবং গাছের ডালে বসে থাকে।

- এরা পানিতে ঠোট প্রবেশ করিয়ে অনবরত ঢোক গেলার মাধ্যমে পানি পান করে।

- গৃহপালিত কবুতরগুলো পুরুষ ও স্ত্রী জোড়া বেধে আজীবন এক সাতে বাস করে।

- কবুতরের জীবনকাল ১২ থেকে ১৫ বছর।

- স্ত্রী কবুতরকে নারী/মাদি, পুরুষ কবুতরকে নর বলা হয়।

- স্ত্রী-পুরুষ উভয়ে মিলে খর কুটো সংগ্রহ করে এবং বাসা তৈরি করে।

৫-৬ মাস বয়সে স্ত্রী বা নারী/মাদি কবুতর ডিম পাড়া শুরু করে।

- এরা ২৮ দিন অন্তর ৪৮ ঘন্টার ব্যবধানে ২ টি ডিম পাড়ে।

স্ত্রী ও পুরুষ উভই পালা করে ডিমে তা দেয়।

এবং ১৬-১৮ দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয়।

ডিমে তা দেয়ার ১৫-১৬ দিনের মধ্যে স্ত্রী ও পুরুষ উভয় কবুতরেরই খাদ্য থলিতে দুধ জাতীয় তরল বস্তু তৈরি হয়। এ তরল আঠালো দুধজাতীয় পদার্থ কে পিজিয়ন মিল্ক বা কবুতরের দুধ বলে। বাচ্চা ফুটে বের হওয়ার পর ৫-৭ দিন পর্যন্ত কবুতর তাদের বাচ্চাদের কে ঐ পিজিয়ন মিল্ক তাদের বাচ্চাদের কে ঠোট দিয়ে খাওয়ায়। কবুতরের দুধ অত্যান্ত প্রোটিন সমৃদ্ধ খাদ্য।

- চার সপ্তাহ বয়সে কবুতরের বাচ্চা খাওয়া ও বিক্রির উপযুক্ত হয়।

কবুতর পালনের পূর্ব প্রস্তুতি:কবুতর পালন করে সফল হতে চাইলে সর্বপ্রথম আপনার দৃঢ় ইচ্ছা ও প্রবল ধৈর্য ধরতে হবে। আপনি যদি শুধ...
14/02/2024

কবুতর পালনের পূর্ব প্রস্তুতি:

কবুতর পালন করে সফল হতে চাইলে সর্বপ্রথম আপনার দৃঢ় ইচ্ছা ও প্রবল ধৈর্য ধরতে হবে। আপনি যদি শুধু মাত্র পুষ্টিকর খাদ্য হিসাবে কবুতর পালন করতে চান তাহলে গিরিবাজ, গোললা, গোবিন্দ ইত্যাদি দিয়ে শুরু করতে পারেন। আর যদি ব্যবসার উদ্দেশ্যে কবুতর পালন করতে চান তাহলে ফেন্সি, রেসার, পাকিস্তানি ইত্যাদি দিয়ে কবুতরের ব্যবসা শুরু করতে পারেন।

কবুতর পালন করার সুবিধাসমূহ : আপনি হয়তো ভাবছেন, কবুতর কেন পালতে যাব। আমার লাভ কী? তাই কবুতর পালন করার প্রধান কিছু সুবিধা...
11/02/2024

কবুতর পালন করার সুবিধাসমূহ :

আপনি হয়তো ভাবছেন, কবুতর কেন পালতে যাব। আমার লাভ কী? তাই কবুতর পালন করার প্রধান কিছু সুবিধা ও উপকারিতা নিচে তুলে ধরলাম:

১) কবুতর পালনে পুঁজি কম লাগে।

২) কবুতর পালনে খরচ কম, তাই লাভ বেশি।

৩) এক জোড়া কবুতর বছরে ২০ টিরও বেশি বাচ্চা দেয়।

৪) কবুতরের থাকার জন্য বেশি জায়গার প্রয়োজন পড়ে না। তাই বেশি জমি বা জায়গার প্রয়োজন পড়ে না।

৫) কবুতরের গড় আয়ু প্রায় ১০ বছর এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি।

৬) আপনি কবুতরের বিষ্ঠা চাইলে জৈবসার হিসেবেও ব্যবহার করতে পারবেন।

৭) কবুতরের মাংস খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। এটি আমিষের চাহিদাও মেটায়।) যারা শখ করে কবুতর পালেন তাদের কাছে এটি বিনোদনের মাধ্যম।)

৮) যারা শখ করে কবুতর পালেন তাদের কাছে এটি বিনোদনের মাধ্যম।

৯) একজোড়া কবুতর থেকে প্রতিমাসে গড়ে ২টি বাচ্চা পাওয়া যায় এবং ৩/৪ সপ্তাহের মধ্যেই বাচ্চা খাওয়ার উপযোগী হয়।

১০) কবুতরের খাবারের খরচ কম এবং থাকার ঘর তৈরি করতে খরচ কম লাগে।

১১) কবুতরের রোগবালাই কম হয়।

১২) কবুতর পালন করে অল্প পুঁজি এবং পরিশ্রমে লাভবান হওয়া যায়।

আমাদের দেশে গৃহপালিত পাখির মধ্যে কবুতর অত্যন্ত জনপ্রিয়। অনেকেই শখের বশে কবুতর পালন করেন আবার অনেকে কবুতর পালেন বানিজ্যি...
10/02/2024

আমাদের দেশে গৃহপালিত পাখির মধ্যে কবুতর অত্যন্ত জনপ্রিয়। অনেকেই শখের বশে কবুতর পালন করেন আবার অনেকে কবুতর পালেন বানিজ্যিক উদ্দেশ্যে। আমাদের দেশে কয়েকটি বড় পরিসরের কবুতরের খামারও রয়েছে। কবুতর পালন খুবই লাভজনক। কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির চেয়ে অনেক বেশি। কবুতর পালনে খরচ কম কিন্তু দাম ভালো পাওয়া যায়। সঠিক পদ্ধতিতে কবুতর পালন করলে আপনি অবশ্যই সফল হতে পারবেন। তাই আপনি যদি কবুতর পালতে চান তাহলে অবশ্যই আপনার কবুতর পালন করার সঠিক পদ্ধতি জেনে নেওয়া উচিৎ।

22/01/2024

Er jonno ekta valo qualityr bou lagbe

Karo kobutorer baccha lagbe janaben Price : 300 taka joraLocation Shaheb bazar Rajshahi
21/01/2024

Karo kobutorer baccha lagbe janaben
Price : 300 taka jora
Location Shaheb bazar Rajshahi

Kichu Gribaz sell kora hobe 600 taka joray doya kore keu ulta palta dam bolben na ekdam 600 taka jora (Chobita monojog a...
19/01/2024

Kichu Gribaz sell kora hobe 600 taka joray doya kore keu ulta palta dam bolben na ekdam 600 taka jora
(Chobita monojog akorahoner jonno)

Karo race khelar moto gribaz lagbe?
19/01/2024

Karo race khelar moto gribaz lagbe?

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when tawhid pigeon loft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Rajshahi pet stores & pet services

Show All