Etha's Aviary In Rajshahi

Etha's Aviary In Rajshahi A journey of avian discovery
(1)

22/09/2024

গরমে পাখির হিটস্ট্রোক হয়, তাই যা যা করণীয়.....

তাদের সংসারে দেখি ঝগড়া হয়🥹
21/09/2024

তাদের সংসারে দেখি ঝগড়া হয়🥹

21/09/2024

Jenny ছোট থেকে বড় হওয়া🥹🖤

নতুন অতিথি আসবে........ ইনশাআল্লাহ
20/09/2024

নতুন অতিথি আসবে........
ইনশাআল্লাহ

20/09/2024

পাখির প্রিয় খাবারের মধ্যে কলমি শাক

♥️নিউ পেয়ার দিলাম সবাই দোয়া করবেন করবেন
19/09/2024

♥️নিউ পেয়ার দিলাম সবাই দোয়া করবেন করবেন

18/09/2024

আমার ছোট্ট পক্ষীশালা ♥️🖤



18/09/2024

পাখি প্রেমি ভাই/বোনদের জন্য
আবারও মাএ ১২০ টাকা কেজি মিক্স ধুলাবালির মুক্ত 🥰
✅বাজরিগার,লাভবার্ডস, ককাটেল এর মিক্সড খাবার।

✅উপাদান
১ / চিনা
২/ সবুজ কাউন
৩/ মিলেট মিক্সড
৪/ তিশি
৫/ সূর্য মুখি (দেশি)কেউ চাইলে স্ট্রাইপটাও দেয়া যাবে।
৬/ কসুমফুল (কাস্টমার চাইলে বাদ দিতে পারবেন)
৭/ পোলাও ধান

✅গ্রিট ৫০০ গ্রাম -৫০ টাকা
✅হার্ভস ২০০ গ্রাম -১৭০ টাকা(১৯ টা উপাদান)
✅হ্যান্ডফিড ২০০ গ্রাম-১৬০ টাকা
✅কবুতরের খাবার -৯৫ টাকা কেজি।

বি:দ্র:দোকানের দাম যাচাই করে নিতে আসবেন।দোকানে ১৩০-১৫০ এ সেল করে।

✅রাজশাহীতে ৫ কেজির বেশি নিলে হোম ডেলিভারি
নইলে যায়গা অনুযায়ী ডেলিভারি চার্জ লাগবে।
✅বাংলাদেশ এর যেকোনো জায়গায় দেয়া যাবে কুরিয়ার এর মাধ্যমে শর্ত প্রযোজ্য।

লাভবার্ডস, কোকাটেল,বাজরিগার এর খাবার নিতে চাইলে ইনবক্স করুন এখনই Etha's Aviary In Rajshahi ইনশাআল্লাহ সবার থেকে কম দামে ...
17/09/2024

লাভবার্ডস, কোকাটেল,বাজরিগার এর খাবার নিতে চাইলে ইনবক্স করুন এখনই
Etha's Aviary In Rajshahi
ইনশাআল্লাহ সবার থেকে কম দামে দেয়া হবে দোকান যাচাই বাছাই করে নিবেন।ঘরে পরিস্কার করে রোদে শুকিয়ে তারপর দেয়া হয়।

রাজশাহীতে মিনিমাম ২ কেজি
রাজশাহীর বাইরে মিনিমাম ৫ কেজি নিতে হবে
কুরিয়ার এ নিলে শর্ত প্রযোজ্য

রাজশাহীতে কেউ ৫কেজি বা তার বেশি নিলে হোম ডেলিভারি ফ্রি।

আমাদের কাছে আরো আছে
পাখির হার্ভস যেইখানে ১৯টির বেশি উপাদান রয়েছে।
ঘরের তৈরী হেন্ডফিড খাবার
গ্রিট

যাদের প্রয়োজন তারা ইনবক্স করুন

17/09/2024

He or she 🤔

16/09/2024

Jenny ekhon onek Boro urte sikhe geche

16/09/2024

সফটফুডে হার্বস দিন, সফটফুডের শক্তি বাড়ান।

#হার্বস কী?

বিভিন্ন ভেষজ উপাদান কে সঠিক উপায়ে প্রসেস করে তাদের মিশ্রণ তৈরী করলে আমরা হার্বস পাই। ইউরোপ এমেরিকাসহ বিভিন্ন দেশের ব্রীডার হার্বস ইউজ করে। বাংলাদেশেও অনেক ব্রীডার ইউজ করে। তবে ততটা জনপ্রিয় নয় আমরা এখনো শুধু সজনে পাতা বা নিম পাতা বেশি ব্যবহার করি। কিন্তু এর সাথে আরো অনেক ভেষজ পাখিকে দেওয়া যায়।( বিশ্ববিখ্যাত ব্রীডার ড্যানিয়েল লুটলফের পাখির জন্য সফটফুডের রেসিপির ভিডিও চাইলে ইউটিউবে দেখে নিতে পারেন।)

উপকার কী?

পাখির সফটফুডের সাথে হার্বস দিলে আপনি পাখিকে এক দিনেই কয়কপ্রকারের লতা পাতা পাখিকে খাওয়াতে পারবেন। যা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। পাখির শরীরে উদ্ভিজ ভিটামিন,মিনারেল,এনজাইম,ফাইবার,এন্টিওক্সিডেন্ট ইত্যাদি যোগান দিবে। পাখির হজম,রুচি,শরীরবৃত্তীয় নানা কার্যাদি,প্রজনন ইত্যাদিতে সহায়ক ভূমিকা রাখবে। পাখির ইমিউনিটি বুস্ট করবে। ব্রীডিং এ থাকাকালনী সময় স্ট্রেস রিলিফ করবে। বাচ্চা পাখির সুস্বাস্থ্য নিশ্চিত হবে।

এই হার্বসে থাকা উপাদানগুলো নানা ভাবে পাখিকে সুস্থতা দানে অবদান রাখবে। হার্বস প্রতিটি উপাদানই ইন্টার্নাল অর্গান, স্নায়ুতন্ত্র ও প্রজনন তন্ত্রে উপকারী প্রভাব বিস্তার করে।

#কীভাবে দিবেন পাখিকে?

পাখির সফটফুডের সাথে মিক্স করে দিবেন পরিমাণমত। মুটামুটি ১ জোড়া বাজেরিগারের জন্য জন্য ১ গ্রাম যথেষ্ট। কোকাটেল লাভবার্ডস এর ক্ষেত্রে প্রতি পাখির জন্য ১ গ্রাম ইউজ করতে পারেন।

#সপ্তাহে কয়দিন দিবেন?

আপনার ইচ্ছা। ২-৭ দিন।

#সাইড ইফেক্ট আছে?

না। তবে মাত্রাতিরিক্ত কোন কিছু করাই উচিত না। পাখি পছন্দ করছে বলে এক গাদা হার্বস পাখিকে দেওয়ার দরকার নাই।

#পাখিকে কী দিতেই হবে?

উত্তর না। ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী পাখি পালন করুন। যত গুড় তত মিঠা। গুড় কম হলে কম মিষ্টি পিঠাতে কাজ চালিয়ে নিবো।

তবে দামী দামী সাপ্লিমেন্টের চে দেশীয় এই হার্বস গুলো কোন অংশে কম ফল দিবেনা। বিশ্বাস করতে পারেন।

আমার পাখিদের সফট ফুডে নিয়মিত আমি হার্বস ইউজ করি। এইটা দিলে পাখির সফটফুড এগফুড খাওয়ার স্পিড বেড়ে যায়।

অর্ডার করতে এখনোই ইনবক্স করুন

15/09/2024

হ্যান্ডফিড হ্যান্ডেই খাচ্ছে কোনো সিরিঞ্জ ব্যবহার এর প্রয়োজন নেই
অর্ডার করতে ইনবক্স করুন
Etha's Aviary In Rajshahi

Send a message to learn more

পাখির জন্যে হ্যান্ড ফিড চাইলে সফট ফুড হিসেবেও দেয়া যাবে সব ধরনের ডাল দিয়ে বানানো। কারো প্রয়োজন হলে জানাবেন।সারা বাংলাদেশ...
15/09/2024

পাখির জন্যে হ্যান্ড ফিড চাইলে সফট ফুড হিসেবেও দেয়া যাবে সব ধরনের ডাল দিয়ে বানানো। কারো প্রয়োজন হলে জানাবেন।
সারা বাংলাদেশ এ কুরিয়ার করা হবে।
রাজশাহীতে হোম ডেলিভারিতে দেয়া যাবে

বাইরে লোকাল ব্রান্ড এর না দিয়ে ঘরের তৈরী খাবার পাখিকে দিন,নিরাপদ রাখুন আপনার শখের পাখিকে

Jenny🖤♥️
15/09/2024

Jenny🖤♥️

আলহামদুলিল্লাহ 🖤♥️।।।।
15/09/2024

আলহামদুলিল্লাহ 🖤♥️।।।।

15/09/2024

পাখিটার নাম রিও।বন্ধু পেয়েছিল তাই ক'দিন বাসায় রাখতে দিয়েছিল।
নতুন বাসায় বা পাখির স্থান পরিবর্তন হলে পাখি কটু কম খায়।এবং একটু ভয়ে থাকে।আলহামদুলিল্লাহ, পাখি তার মালিক এর কাছে সহিসালামত এ দিতে পেরেছে আমার বন্ধু।
যদিও মাঝে অনেক কাহিনি তবুও মালিক তার পাখি পেয়েছে।শখের দাম আশি তুলা

Welcome To Our Etha's Aviary In Rajshahi 🖤
14/09/2024

Welcome To Our Etha's Aviary In Rajshahi 🖤

Address

Rajshahi
6203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Etha's Aviary In Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Pet Stores in Rajshahi

Show All