29/04/2024
গরমে গবাদি-প্রাণির যত্নঃ
সারাদেশে প্রচণ্ড তাপদাহ চলতেছে। এতে মানুষজন যেমন হাঁপিয়ে উঠছে, তেমনি আপনার গবাদি-প্রাণিও হাঁপিয়ে উঠছে। আপনার সচেতনতায় পারে বড় ধরণের ক্ষতি থেকে বাঁচাতে।
তাপদাহ চলাকালে (প্রচণ্ড গরমে) করণীয়ঃ
১. দিনের বেলা মাঠে চরানো থেকে বিরত রাখুন। সকালে এবং বিকালে কিছু সময়ের জন্য মাঠে রাখতে পারেন। রোদ বাড়ার সাথে সাথে বাড়িতে এনে ছায়াযুক্ত, উন্মুক্ত স্থানে বেঁধে রাখুন।
২. ঘন ঘন পানি খাওয়াবেন। রোদ থেকে আনার ১৫-২০ মিনিট পর ঠাণ্ডা পানি খেতে দিন (টিউবওয়েলের ঠাণ্ডা পানি, ফ্রিজের পানি বা বরফ মিশাবেননা)।
৩. দানাদার খাদ্য খাওয়ানো কমিয়ে দিন। কাঁচা ঘাস বা সবুজ ঘাসের পরিমাণ বাড়িয়ে দিন।
৪. দিনের বেলা বন্ধ ঘরে রাখবেননা, বাহিরে ছায়াযুক্ত স্থানে রাখুন। রাতের বেলা গোয়াল ঘরে যেনো পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে, সেজন্য সিলিংয়ের কাছাকাছি ফাঁকা জায়গা রাখুন। প্রয়োজনে ফ্যানের ব্যবস্থা রাখুন।
৫. ব্রয়লার ফিড খাওয়ানোর অভ্যাস থাকলে তাপ না কমা পর্যন্ত একেবারেই বন্ধ রাখুন।
৬. এই সময়ে কৃমিনাশক ওষুধ খাওয়াবেননা। বৃষ্টির জন্য বা তাপ কমার জন্য অপেক্ষা করুন।
৭. প্রয়োজনে খাওয়ার স্যালাইন খাওয়াতে পারেন। ভুলেও ২৫ গ্রামের স্যাচেট (প্যাকেট) ২ লিটার, ৩ লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেননা, এতে হিতে বিপরীত হতে পারে। প্যাকেটের গায়ের নির্দেশনা অনুযায়ী ২০-২৫ লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন। মানুষের ওরস্যালাইন (এসএমসি ওরস্যালাইন) খাওয়াতে পারেন। এক্ষেত্রে প্রতি প্যাকেটের জন্য আধা লিটার করে পানি নিয়ে ৩-৪ প্যাকেট খাওয়াতে পারেন।
৮. ঠাণ্ডাজনিত সমস্যা- কাঁশি, শ্বাসকষ্ট, জ্বর থাকলে আপনার নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করে পরামর্শ ও চিকিৎসাসেবা গ্রহণ করুন।
৯. দিনে অন্তত একবার (১বার) ঠাণ্ডা পানি দিয়ে গোসল করিয়ে দিন।
১০. যেকোন অসুস্থ্যতায় রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান (ডিভিএম বা বিএসসি ভেট সাইন্স এন্ড এএইচ ডিগ্রীধারী) এঁর পরামর্শ মোতাবেক চিকিৎসা দিন।
আপনার প্রাণিটি সুস্থ্য থাকুক, ভালো থাকুক। আপনি সচেতন হোন এবং অর্থনৈতিক ক্ষতির হাত থেকে বেঁচে থাকুন।
ধন্যবাদ।