Rangpur Birds Lover

Rangpur Birds Lover This is not a business platform..Stay connected with us and follow the page for bird related more an

পাখি এবং বাচ্চাদের শীতকালীন যত্ন (সবধরনের পাখির জন্য প্রযোজ্য )১/ শীতের রাতে পানির বাটি বের করে রাখবেন আর সকালে কুসুম গর...
12/01/2023

পাখি এবং বাচ্চাদের শীতকালীন যত্ন (সবধরনের পাখির জন্য প্রযোজ্য )

১/ শীতের রাতে পানির বাটি বের করে রাখবেন আর সকালে কুসুম গরম পানি খেতে দিবেন। বিকেলের পর চেঞ্জ করে আবার কুসুম গরম পানি খেতে দিবেন। কারণ সকালে আর সন্ধ্যের সময় ঠাণ্ডা বেশী লাগে। ২/ সিডমিক্স এর সাথে গুজি তিল, তিসি, সূর্যমুখী, সরিষা দানা, কেনারি হেম্পসীড যোগ করবেন

৩/ বিকেলের পর যেদিক দিয়ে বাতাস আসে দরজা জানালা লাগিয়ে

দিবেন!

৪/ যারা বারান্দায়ে রাখেন তাঁরা যেদিক দিয়ে বাতাস আসে সেদিকটা ছালা টিরপাল বা মোটা কম্বল দিয়ে ঢেকে রাখুন |কিন্তু এসব ঢাকা অবশ্যই দিনে খুলে দিতে হবে নইলে বাতাসের অক্সিজেন এর অভাব হবে

৫/ সপ্তাহে ১ দিন সকাল ১০/১১ টার দিকে গোসল দিবেন।

অবশ্যই রোদ থাকলে ৬/ সপ্তাহে কমপক্ষে তিনদিন রোদ এ দিতে হবে নিজে দাঁড়িয়ে থেকে নইলে কাক বিড়াল আক্রমণ করতে পারে।

৭/ এগ ফুড একদিন পরপর দিন ৮/ সপ্তাহে দুই দিন আপেল সাইডার ভিনেগার এক লিটার পানিতে ২.৫

এম এল মিশিয়ে খেতে দিন

৯/ ওদের রুমে এনার্জি বাল্ব যেটা গরমে ছিল সেটা চেঞ্জ করে নরমাল

২০০ওয়ার্ট এর বাল্ব দিতে পারেন।

১০/ রাতে বিশেষ ব্যবস্থায়ে ১০০ ওয়াট এর একটা বাল্ব ঢেকে জ্বালিয়ে

রাখবেন যাতে ওদের ঘুমের অসুবিধা না হয় | ১১/ পানিতে ভিটামিন সি যেমন লেবুর রস, জাম্বুরার রস, কমলার রস দিতে পারেন সপ্তাহে তিনদিন। কারণ ভিটামিন সি সর্দি কাশি জ্বর নিয়ন্ত্রণ

করে।

১২/ ভিটামিন এ যুক্ত খাবার যেমন মিষ্টিকুমড়া কারণ ভিটামিন এ শ্বাস নালীর রোগ গুলো নিয়ন্ত্রণ করে। ১৩/ Calplex আর hiprachok amino এই দুইটা মেডিসিন ব্যবহার

করতে পারেন প্রতি পনের দিনে ২ দিন । ১৪/ দিনের বেলায় ঘরে রোদ, আলো, বাতাস প্রবেশ করতে দিন

১৫/ মাঝে মাঝে তুলসী পাতা, আদা, রসুন এর রস মধু দিয়ে মিশিয়ে খেতে দিন

১৬/ খাঁচা পরিষ্কার রাখবেন আর সপ্তাহে একদিন ট্রে ধুয়ে মুছে আবার দিন যাতে ভিজা ট্রে এর পানি ওদের গায়ে না পরে। ভালো থাকুন আপনি ভালো থাকুক আপনার ভালোবাসার পাখি, দোয়া

রইলো।

মাহাবুব হাসান

30/12/2022
সিলভার জাভাবয়সঃ ১ বছর+দর্শনা রংপুর01746530424
30/12/2022

সিলভার জাভা
বয়সঃ ১ বছর+
দর্শনা রংপুর
01746530424

প্লামহেড হিরামন টিয়া।বয়সঃ ১৭ মাস+লোকেশনঃ বগুড়া মোবাইলঃ 01738725569
30/12/2022

প্লামহেড হিরামন টিয়া।
বয়সঃ ১৭ মাস+
লোকেশনঃ বগুড়া
মোবাইলঃ 01738725569

AVAILABLE 😍
09/08/2022

AVAILABLE 😍

19/07/2022
MASHALLAH😍
29/06/2022

MASHALLAH😍

😍
24/05/2022

😍

26/04/2022

বর্তমানে প্রচুর গরম। এই গরমে পাখি হিটস্ট্রোক করতে পারে। আপনার ভালোবাসার পাখিকে বাঁচাতে পাখিকে এ্যালভেরো জেল বা ঘৃতকুমারী...
26/04/2022

বর্তমানে প্রচুর গরম। এই গরমে পাখি হিটস্ট্রোক করতে পারে। আপনার ভালোবাসার পাখিকে বাঁচাতে পাখিকে এ্যালভেরো জেল বা ঘৃতকুমারী খেতে দিন। এ্যালভেরো জেল পাখির শরীর সতেজ এবং ঠান্ডা রাখে। তাছাড়া ছোট্ট এই গাছটিতে আছে অনেক গুরুত্বপূর্ণ উপাদান

এ্যালোভেরাতে প্রচুর পরিমাণে

ভিটামিন এ, বি-১২, সি, ই ও বিটা

ক্যারোটিন আছে।প্রাণীদেহের জন্য গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যেমন

কপার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্রোমিয়াম, ক্যালসিয়াম,

সোডিয়াম আয়রন ও ম্যাঙ্গানিজ আছে।

এ্যালোভেরাতে মোট ২০ টি এ্যামাইনো এ্যাসিড আছে যা প্রোটিন সংশ্লেষণে

সাহায্য করে। জীবদেহের জন্য প্রয়োজনীয়

৮ টি এ্যামাইনো এসিডের মধ্যে ৭টি

এ্যালোভেরাতে উপস্থিত আছে।

এছাড়া প্যারেন্টস বাচ্চার ফেদার প্লাক করলে সে স্থানে এ্যালভেরো লাগিয়ে দিলে প্যারেন্টস ফেদার প্লাক অফ করে এবং ফেদার খুব দ্রুত গাজিয়ে যায়। পাখির ক্ষতস্থানে জেল লাগালে ক্ষতস্থান দ্রুত শুকিয়ে যায়। এ্যালভেরো দ্রবন দিয়ে নিয়মিত গোসল করালে ত্বক এবং চামড়ার অনেক সমস্যা দূর হবে এবং পালক চকচকে দেখাবে।

সঠিক ব্যাবহার পদ্ধতি :

# পরিস্কার পানিতে সম্পূর্ণ এলোভেরা ডাল টি ধুয়ে নিন।

# ডালটির শেষ এ সাদা অংশ টুকু কেটে ফেলে দিন।

# এবার ডালটিকে সোজা করে দাড় করিয়ে রাখুন ৩০ মিনিট থেকে ১

ঘন্টা পর্যন্ত। # এবার দেখুন এক প্রকার হলুদ আঁঠালো পদার্থ দ্বারা কাঁটা অংশটি আবৃত হয়ে গেছে, যাকে আমরা "ল্যাটিক্স" বলে থাকি যা কিনা এক ধরণের টক্সিন বা স্লো পয়জন। পাখির জন্য তো বটেই এটা মানুষের জন্য ও হার্মফুল। ওই অংশটি কেটে বাদ দিন।

একবার "ল্যাটিক্স" বের করে নিলে পুরো ডালটি নিচিন্তে ফ্রীজে সংরক্ষণ

করে ব্যাবহার করুন কয়েকদিন।

ব্যবহারবিধি ১:

# প্রথমে কিউব করে কেটে নিন দুই ইঞ্চি পরিমাপ ১ লিটার পানিতে মিশ্রণ এর জন্য।

# কিউব করে কেটে নেয়া অংশগুলো পানিতে মিশিয়ে ঢেকে রাখি কমপক্ষে ১২ ঘন্টা এবং সকালে মিস্রিন টি একটু নেড়ে নিয়ে পরিবেশন করি। মনে রাখতে হবে সারারাত ভিজিয়ে রাখার কারণে এলোভেরার প্রয়োজনীয় অংশটি পানির সাথে মিশে গেছে তাই কিউব গুলো ফেলে দিতে পারেন।

ব্যাবহারবিধি ২:

দুই/তিন ইঞ্চি পরিমাপ এলোভেরা ৫০০ এম এল পানির সাথে নিয়ে ব্লেন্ডার এ ৩ মিনিট ব্লেন্ড করুন। এবার খেয়াল করুন পানির রং সাদা ঘোলাটে হয়ে গেছে, এই পানিটি সারারাত ঢেকে সংরক্ষণ করুন এবং সকালে এই ৫০০ এম এল মিশ্রণ টি আরো ৫০০ এম এল বা ১ লিটার পরিষ্কার পানির সাথে মিক্স করে পরিবেশন করুন।

অভিজ্ঞ ভাই বোনরা আরো অনেক উপায়ে এটা ব্যাবহার করে থাকতে পারেন, কিন্তু আমি এই ভাবে ব্যাবহার করি।

জরুরি নোট প্রত্যাহ ব্যাবহার থেকে বিরত থাকুন, খুব বেশি গরম এ সপ্তাহে ৩ দিন ব্যাবহার করতে পারেন তার বেশি নয়। এর বিস্তারিত উপকারিতার জন্য নেট ঘাটুন।

ধন্যবাদ।

অবশেষ এ ভালো থাকুন আপনি আর আপনার ভালোবাসার

#পরিমার্জিত #সংগ্রহীত

অস্ট্রেলিয়ান ডাভ😍২ টা বাচ্চাসহ হাতবদল হবে।😊লোকেশনঃ রংপুর।কেউ আগ্রহী হলে যোগাযোগ করবেন।
11/04/2022

অস্ট্রেলিয়ান ডাভ😍

২ টা বাচ্চাসহ হাতবদল হবে।😊
লোকেশনঃ রংপুর।
কেউ আগ্রহী হলে যোগাযোগ করবেন।


সুন্দর সেটআপ🥰
10/04/2022

সুন্দর সেটআপ🥰

Beauty of Budgie!😍
11/02/2022

Beauty of Budgie!😍

Airplane Mood On!✈️
09/02/2022

Airplane Mood On!✈️

 ©️ Rangpur Birds Lover
06/02/2022



©️ Rangpur Birds Lover

 ©️ Rangpur Birds Lover
05/02/2022



©️ Rangpur Birds Lover

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rangpur Birds Lover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like