12/01/2023
পাখি এবং বাচ্চাদের শীতকালীন যত্ন (সবধরনের পাখির জন্য প্রযোজ্য )
১/ শীতের রাতে পানির বাটি বের করে রাখবেন আর সকালে কুসুম গরম পানি খেতে দিবেন। বিকেলের পর চেঞ্জ করে আবার কুসুম গরম পানি খেতে দিবেন। কারণ সকালে আর সন্ধ্যের সময় ঠাণ্ডা বেশী লাগে। ২/ সিডমিক্স এর সাথে গুজি তিল, তিসি, সূর্যমুখী, সরিষা দানা, কেনারি হেম্পসীড যোগ করবেন
৩/ বিকেলের পর যেদিক দিয়ে বাতাস আসে দরজা জানালা লাগিয়ে
দিবেন!
৪/ যারা বারান্দায়ে রাখেন তাঁরা যেদিক দিয়ে বাতাস আসে সেদিকটা ছালা টিরপাল বা মোটা কম্বল দিয়ে ঢেকে রাখুন |কিন্তু এসব ঢাকা অবশ্যই দিনে খুলে দিতে হবে নইলে বাতাসের অক্সিজেন এর অভাব হবে
৫/ সপ্তাহে ১ দিন সকাল ১০/১১ টার দিকে গোসল দিবেন।
অবশ্যই রোদ থাকলে ৬/ সপ্তাহে কমপক্ষে তিনদিন রোদ এ দিতে হবে নিজে দাঁড়িয়ে থেকে নইলে কাক বিড়াল আক্রমণ করতে পারে।
৭/ এগ ফুড একদিন পরপর দিন ৮/ সপ্তাহে দুই দিন আপেল সাইডার ভিনেগার এক লিটার পানিতে ২.৫
এম এল মিশিয়ে খেতে দিন
৯/ ওদের রুমে এনার্জি বাল্ব যেটা গরমে ছিল সেটা চেঞ্জ করে নরমাল
২০০ওয়ার্ট এর বাল্ব দিতে পারেন।
১০/ রাতে বিশেষ ব্যবস্থায়ে ১০০ ওয়াট এর একটা বাল্ব ঢেকে জ্বালিয়ে
রাখবেন যাতে ওদের ঘুমের অসুবিধা না হয় | ১১/ পানিতে ভিটামিন সি যেমন লেবুর রস, জাম্বুরার রস, কমলার রস দিতে পারেন সপ্তাহে তিনদিন। কারণ ভিটামিন সি সর্দি কাশি জ্বর নিয়ন্ত্রণ
করে।
১২/ ভিটামিন এ যুক্ত খাবার যেমন মিষ্টিকুমড়া কারণ ভিটামিন এ শ্বাস নালীর রোগ গুলো নিয়ন্ত্রণ করে। ১৩/ Calplex আর hiprachok amino এই দুইটা মেডিসিন ব্যবহার
করতে পারেন প্রতি পনের দিনে ২ দিন । ১৪/ দিনের বেলায় ঘরে রোদ, আলো, বাতাস প্রবেশ করতে দিন
১৫/ মাঝে মাঝে তুলসী পাতা, আদা, রসুন এর রস মধু দিয়ে মিশিয়ে খেতে দিন
১৬/ খাঁচা পরিষ্কার রাখবেন আর সপ্তাহে একদিন ট্রে ধুয়ে মুছে আবার দিন যাতে ভিজা ট্রে এর পানি ওদের গায়ে না পরে। ভালো থাকুন আপনি ভালো থাকুক আপনার ভালোবাসার পাখি, দোয়া
রইলো।
মাহাবুব হাসান