MH Flying Pigeon Loft ツ

MH Flying Pigeon Loft ツ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MH Flying Pigeon Loft ツ, Pet breeder, Kurigram, Rangpur.

27/09/2022

শিক্ষনীয় গল্পঃ

একদিন গাধা বাঘকে বলল — "ঘাসের রং নীল। "

বাঘ উত্তর দিল — "না, ঘাসের রং সবুজ। "

কিছুক্ষনের মধ্যেই দু'জনের আলোচনা তুমুল তর্কে পরিণত হলে, তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হল।

রাজদরবারে সিংহের কাছে পৌঁছানোর আগেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল — " মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কি না?"

সিংহ উত্তর দিল -- " হ্যাঁ, ঘাসের রং নীল।"

গাধা তাড়াতাড়ি সিংহের কাছে পৌঁছালো এবং বলতে থাকল —" বাঘ আমার কথা মানছে না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে। ওকে শাস্তি দিন।"

সিংহ তখন ঘোষণা করল --" বাঘকে ৫ বছরের জন্য মৌন থাকার শাস্তি দেওয়া হল।"

গাধা খুশিতে লাফাতে লাগল এবং বলতে বলতে চলে গেল — " ঘাসের রং নীল, ঘাসের রং নীল।"

বাঘ শাস্তি মেনে নিল, কিন্তু সিংহকে জিজ্ঞাসা করল —" মহারাজ, আপনি আমায় শাস্তি দিলেন কেন যখন ঘাসের রং সত্যিই সবুজ।"

সিংহ বলল —" ঠিক, ঘাসের রং সবুজ।"

বাঘ জিজ্ঞাসা করল —" তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন?"

সিংহ উত্তর দিল —" তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল, সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মত সাহসী, বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছো এবং এইরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছো।"

শিক্ষাঃ মুর্খের সাথে কখনো তর্কে যেওনা।

27/09/2022

উত্থান ও পতন এই দুই নিয়েই জীবন। জীবনের অনেক চাওয়াই অপরিপূর্ণ রয়ে গেছে, অনেকটা সময় পার করে এখন মনে হচ্ছে আমি পিছিয়ে পড়ছি। হতাশা ঘিরে ধরছে ধীরে ধীরে। হয়ত ভাল কিছু হবে ভবিষ্যতে। হতাশার গ্লানি ঝেড়ে ফেলে হয়ত আবার আমি হাসব, উড়াব বিজয় কেতন।

27/09/2022

#বাচ্চা কবুতরকে উড়ানোর সঠিক নিয়ম আমরা অনেকে ঠিখ মতো জানি না!!
#তাই বাচ্চা হারাই ফেলি আমরা 😌

#বাচ্চা কবুতরকে উরানোর ১ঘন্টা আগে পানি খাওয়াতে হবে ৫এম এল ১০ এম এল করে।তার পর ঠিখ সকাল ৯ঃ৩০টা ১০ টাই করে কবুতরের বাচ্চা উরাইতে হবে কারণ এই টাইমে রোদের তাপ অনেক থাকে তাই কবুতরের বাচ্চা গরমের তারা তারি নেমে জাই বাসাই ছলে আসে এতে কবুতর হারাই ও কম। বাসা ছিনে ও তারা তারি ❤️ এমন করে ১দিন পর পর উরাবেন & টাইম টা কমাই দিবেন প্রথম দিন ১০ টাই উরাইলে এর পরে ৯ঃ৩০ উরাবেন এর পর আবার ৯ টাই উরাবেন এমন করে টাইম টা কমাই দিবেন

#এক বেলা খাওয়ার দিবেন ঠিখ ১ঃ৩০ থেকে ২ঃ৩০ মধ্যে দিলে ভালো হয় ❤️

#কবুতর

24/09/2022

কবুতর উড়ানোর জন্য এর বাহ্যিক বৈশিষ্ট্যের চেয়ে ব্লাডলাইন বেশি গুরুত্বপূর্ণ।কবুতরের
চোখ পাক দুম পাঞ্জা হাড্ডি ভালো কি না তা চিনার কিছু উপায় রয়েছে যা ইদানীং প্রায় সকল হাইফ্লায়ার এর মাঝে বিদ্দমান। অনেক ভালো বাহ্যিক বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও বেশির ভাগ হাইফ্লায়ার উরে না বা এদের বাচ্চাও উরে না।কারন এদের পূর্বপুরুষ গণ উরার ছিল না। অনেক সময় দেখা যায় খারাপ বাহ্যিক বৈশিষ্ট্যের কিছু কবুতরও অনেক দীর্ঘ সময় উরে / বাচ্চাও উরায় আসলে যা তাদের ব্লাডলাইনের খেলা।শুধু মাত্র হাইফ্লায়ার জাতের হলেই হবে না,অবশ্যই হতে হবে হাইফ্লায়ার ব্লাডলাইনের।
খাটি ব্লাডের কবুতর নিজে এবং তার বংশধর উড়িয়ে দেখাবেই যদি তার পেয়ারিং সঠিক হয়। তাই কবুতর সংগ্রহ করার আগে অবশ্যই এর ব্লাডলাইন সম্পর্কে ধারনা নিবেন পাশাপাশি বাহ্যিক বৈশিষ্ট্য গুলো থাকলে ভালো, না থাকলে পেয়ারিং করে ঠিক করতে পারবেন। সৎ চরিএবানদের সাথে সম্পর্ক করবেন ইনশাআল্লাহ ভালো কবুতর সংগ্রহ করতে পারবেন। ইম্পরটেড কবুতর শুনেই কিনবেন না ব্লাডলাইনের বিষয়টা মাথায় রাখবেন কারণ বেশিরভাগ ব্রিডার ব্লাডলাইন না জেনেই বাহির থাকে কবুতর আনে যার ফলস্রুতি দেখা যায় কবুতর গুলি নিজে উরে না বাচ্চাও উরায় না। পরিশেষে একটা কথাই সবাই ভালো থাকবেন অন্যকে ভালো থাকতে দিবেন।

(উস্তাদ নাসির ইকবাল)
পাকিস্তান

#কবুতর

Before pairing
24/09/2022

Before pairing

24/09/2022

Pigeon Flying Tips
বাজরা/ধান:- কবুতর কে আকশে ভাসিয়ে রাকতে সাহাজ্য করে।

সরিশা :- কবুতর এর টেম্পার বাড়াতে সাহায্য করে।

বাদাম:- কবুতর এর শরীর এ ক্যালসিয়াম এবং শক্তি বৃদ্ধি করে,এবং কবুতর বেশি সময় ডানা মারতে পারে।

ছোলা:- কবুতর এর শরিল এর শক্তি বাড়ায়।

Sunflower 🌻:-???

22/09/2022
17/09/2022

'হালাল খেয়ে শেষ কাতারে নামাজ পড়লেও আল্লাহ কবুল করবেন, আর হারাম খেয়ে প্রথম কাতারে নামাজ পড়লেও কবুল হবে না। ''

সুফিয়ান সাওরী (رحمه الله)
- আল-মুজালাসা (৫/১২৭)

  #কবুতর
16/09/2022


#কবুতর

14/09/2022

যারা নিচু মনের মানুষ তারা মানুষের দোষ নিয়ে কথা বলে। 🥀❤️

12/09/2022

আল্লাহই উত্তম রিজিকদাতা, কঠিন সময়েও কোন না কোন ভাবে কবুতর গুলোর রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন।

10/09/2022
RED EYE
05/09/2022

RED EYE

dabwala
05/09/2022

dabwala

TEDDY
05/09/2022

TEDDY

KAMAGAR
05/09/2022

KAMAGAR

29/08/2022

কবুতরের শীতপূর্বক পরিচর্যা

বাংলাদেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সেই সাথে এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় সেক্টর প্রাণিসম্পদ। তার একটি অংশ কবুতর পালন। যেখানে রয়েছে সৌখিন কবুতর, রেসার, হাইফ্লায়ার সহ নানা জাতের নানা রঙ্গের কবুতর।

এত সুন্দর সখের কবুতরগুলো যেন সুস্থ থাকে সেটা সকল খামারী চান। তাই আসছে শীতে আপনাদের কবুতরের যত্ন নিয়ে আজকের লেখা।

#শীতপূর্বক #করনীয়ঃ
১। সবার আগে কবুতর খামারের জৈবনিরাপত্তা নিশ্চিত করা। জৈবনিরাপত্তার প্রধান হাতিয়ার হলো খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং টিকা প্রদান করা।
২। কবুতর ঘরের চারদিকে আলোবাতাসের ব্যবস্থা রাখা।
৩। ঘরে কবুতর ছাড়া অন্য প্রাণি বা পাখির প্রবেশ রোধ করা।
৪। পর্দার ব্যাবস্থা রাখা।
৫। পর্যাপ্ত তাপের ব্যবস্থা রাখা।
৬। একটা রুম থার্মোমিটার রাখা তাপমাত্রা পরিমাপের জন্য।
৭। শীতে অনেকে বাহিরে কম যেতে চান তাই অনেকে মাসের খাবার মজুদ রাখেন যাতে খাবারে ক্ষতিকর ফাংগাস জন্মায়। তাই খাবার মজুদ রাখা যাবে না।
৮। ৫ দিন অন্তর করে খাবার রোদে শুকাতে হবে।
৯। খাবার পানি দিনে ৩ বার করে পরিবর্তন করতে হবে।
১০। অতিরিক্ত তৈলাক্ত বীজ খাবারে যুক্ত করা যাবে না।
১১। প্রতিদিন জীবানুনাশক স্প্রে ব্যবহার করতে হবে।
১২। খামারে প্রবেশ নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করতে হবে।
১৩। নতুন কোন কবুতর খামারে যোগ করা থেকে বিরত থাকতে হবে।
১৪। নতুন কবুতর আসলে ১৫ দিন কোয়ারেন্টাইন করে রাখতে হবে।
১৫। হাইফ্লাইয়ার ও রেসার কবুতর যেহেতু বাহিরে যায় তাই উড়ার পর ঘরে ফিরে আসলে তাদেরকে অবশ্যই জীবনাুনাশক দিয়ে স্প্রে করতে হবে এবং আলাদা রাখতে হবে।
১৬। বিক্রয়ের জন্য বাজারে নেওয়া কবুতর পুনরায় ঘরে প্রবেশ করানে যাবে না।
১৭। আপনি নিজেও অন্য খামারে, বাজারে গেলে অবশ্যই ভালভাবে গোসল করে তারপর খামারে প্রবেশ করতে হবে।
১৮। ঘরের কারো ঠান্ডা জনিত সমস্যা থাকলে খামারে প্রবেশ করা যাবে না।

#শীত #চলাকালীন #যত্ন

১। পর্দা দিয়ে পুরা ঘর বা লপ্ট আবদ্ধ করা যাবে না।
২। অতিরিক্ত লাইট ব্যাবহার করা যাবে না।
৩। ভেটেরিনারিয়ানের পরামর্শ নিয়ে কিছু ঔষধ ব্যবহার করতে হবে।
৪। কৃমির ঔষধ বা টিকার ক্ষেত্রে অবশ্যই ভেটেরিনারিয়ানের পরামর্শ নিবেন।
৫। অতিরিক্ত শীত পড়লে রুম হিটার এর ব্যবস্থা করবেন।
৬। ঘরে মশা মাছির আক্রমণ রোধে পোকা দমনের ঔষধ ব্যবহার তবে অবশ্যই ভেটেরিনারিয়ানের পরামর্শ সাপেক্ষে।

#কবুতর

29/08/2022

কৃমির লক্ষণ ঔষধ খাওয়ানোর নিয়ম ঃ

ক্রিমির কিছু লক্ষন -

অনেক দিন ধরে পাতলা পায়খানা, বেশি পানি পান করা, ডানা ঝুলে যাওয়া, ওজন কমে গিয়ে বুকের হাড্ডি বের হয়ে আসা, চুপচাপ বসে থাকা শুধু খাওয়ার সময় উঠা, উতপাদন কম হয়া, ডিম না দেয়া, পায়াখানার সাথে ক্রিমি আসা বা পরা ।

১) কখন করাবেন কোর্স ঃ

ঠাণ্ডা আবহাওয়ায় , খালি পেটে করান ।
গরমের দিনে করালে খুব ভোরে বা অনেক রাতে যখন খাবার হজম হয়ে যায় , প্রয়োজনে অই দিন খাবার একটু আগে দেওয়া ভাল তাতে রাতে খাবার আগে হজম হবে ।
অবশ্যই সুস্থ কবুতরকে করাতে হবে ।
অথবা গরমের দিনে হাল্কা বৃষ্টি হচ্ছে এমন আবহাওয়ায় দেওয়া ভাল ।
একটানা ৩/৪ দিন বৃষ্টি হয় তখন না দেওয়া উচিৎ ।

২) দৈহিক ওজন অনুসারে ঔষধের পানির পরিমাপ নির্ণয়ঃ
কবুতরের আনুমানিক ওজন ২০০-৩০০ গ্রাম হলে ১০ মিলি ।
দৈহিক ওজন ৩০০-৫০০/৭০০ গ্রাম হলে ১৫-২০ মিলি করে খাওয়ান ।

৩) কি কি ঔষধ দিতে বা খাওয়াতে পারি ঃ

Elcaris vet (square )
Poulnex (Novartis )
Avinex ( Reneta )

৪) ঔষধ তৈরির নিয়মাবলি ও পরিমাপ ঃ

এভিনেক্স ১ লিটার পানিতে ২ গ্রাম ঔষধ মিশিয়ে অই পানি প্রতি কবুতরকে ঠাণ্ডা আবহাওয়ায় খালি পেটে ১০ মিলি করে সিরিঞ্জ দিয়ে খাইয়ে দিন ।

দৈহিক ওজন ৩০০-৫০০ গ্রাম হলে ১৫-২০ মিলি করে খাওয়ান ।

৫) কৃমির ঔষধ খাওয়ানোর পদ্ধতি ঃ

ঔষধ এর পানি দিয়ে রাখলে অনেক সময় অনেকে বেশি পানি খায় , অনেকে কম খায় , অনেকে খায়নাহ তাই ঝামেলা হয় ।
যেহেতু ৬০/৯০ দিন পর পর তাই একটু কষ্ট হলে ও ধরে সিরিঞ্জ দিয়ে খাওয়ানো ভাল ।

৬) কতক্ষন পর কি করতে হবে ঃ

ঔষধ খাওয়ানোর ৩ ঘণ্টা পর লিভার টনিক / লিভা ভিট বা লিভা টন বা হামদারদ এর ইকটার্ন দিনার ২ মিলি আর ইলেকট্রমিন স্যালাইন ২ গ্রাম করে ১ লিটার পানিতে মিক্স করে খেতে দিন । কৃমির ওষুধ দেওয়ার পর বমি করতে পারে । আল্লাহ্‌ ভরসা ভয় পাবেন নাহ । আর ওষুধ দেওয়ার ৫ ঘণ্টা পর খাবার দিন এর আগে না দেওয়া ভাল । আর অই দিন ৩/৫ ঘণ্টা পর কবুতরের খাঁচা , খাঁচার নিচের ময়লা , ট্রে পরিষ্কার করুন ।
আর লিভার টনিক ও স্যালাইন ওষুধ দেওয়ার দিন , আরও দুইদিন খাওয়ান ।
৭) এক কোর্স থেকে আরেক কোর্স এর মেয়াদ ঃ

৬০-৯০ দিনের মধ্যে একবার করে এই কোর্স করা ভাল ।

8) কাদের জন্য নিশেধ ঃ

২/১ দিনে ডিম দিবে বা ২/৭ দিনের বাচ্চা আছে এমন কবুতর বা অসুস্থ কবুতর কে এই কোর্স করা যাবে নাহ ।

#কবুতর

29/08/2022

কবুতরের গুটা নিয়ন্ত্রণ
গুটা কি কারণে হয়ে থাকে?
মশার কামরে... তাই প্রথমে মশা নিয়ন্ত্রণ করতে হবে... কিভাবে মশা নিয়ন্ত্রণ করবেন..... মশারি, কয়েল, ফিনিস ইত্যাদি.... ফিনিস ব্যবহারের নিয়মঃ কবুতরের চোখ এবং মুখ বাদে পুরু শরীরে দিয়ে দিবেন.... ইনশাআল্লাহ আর গুটা হবেনা....

#কবুতর

29/08/2022

✅কবুতরের ডিম সম্পর্কিত সকল সমস্যার সমাধান✅
➡কবুতর ডিম পারেনা।
➡ডিম ভেঙ্গে ফেলে।
➡ডিম জমে না।
➡ডিমের খোসা পাতলা।
➡ ডিমে তা দেয়না।
➡বাচ্চা একটা ফুটে একটা ফোটেনা।
➡ বাচ্চা ছোট বড় হয়
📢 নরের মেটিং এ অনাগ্রহ
📢 ঝিমানো,খাবার কম খাওয়া, দিন দিন শুকিয়ে যাওয়া,বুকের হার বের হয়ে যাওয়া, পাখা ঝুলে যাওয়া।
ইত্যাদি.....
✅সকল সমস্যার সমাধান ✅
➡যারা কবুতর কে কৃমির ঔষুধ খাওয়ান নাই তারা অবশ্যই কৃমির ঔষুধ খাওয়ানোর পর ডিমের জন্য ভিটামিন দিবেন ।
➡ঠান্ডা আবহাওয়ায় কৃমির ঔষুধ খাওয়াতে হবে আবার অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ায় খাওয়ানো ঠিক না.....

✅কৃমির ঔষুধ খাওয়ানোর পদ্ধতিঃঃ
➡ Avinex দুই গ্রাম ওষুধ এক লিটার পানিতে মিশিয়ে অবশ্যই খালিপেটে ১০ মিলি করে সিরিঞ্জ দিয়ে খাইয়ে দিলে ভাল হয়... এমনিতে পাত্রেরেখে দিলে অনেক সময় সব কবুতর খায় নাহ আবার বেশি খেয়ে ফলে ।তাই দরে খাওয়ানো ভাল...
➡ঔষধ খাওয়ানোর ৩ ঘণ্টা পর লিভার টনিক ২ মিলি ঔষুথ বা স্যালাইন ২ গ্রাম করে ১ লিটার পানিতে মিশিয়ে খেতে দিন... আর ঔষুধ খাওয়ানোর ৫ ঘণ্টা পর খাবার দিন....
➡দূর্বল বা রোগক্রান্ত ও দুই এক দিনের বাচ্চা আছে, ডিম দিবে এমন কবুতর কে কৃমির ঔষুধ খাওয়ান যাবে না।
➡ডিম পারা হলে ৪/৫ দিন, বাচ্চা দেওয়ার ৮/১০ দিন পর ঐ কবুতর গুলা আলাদা করে খায়িয়ে দিবেন। আর কবুতরের খাঁচার নিচের পায়খানা অবশ্যই পরিষ্কার করবেন....
কম পক্ষে ৬০-৯০ দিন পর, এক দিনে এক বেলা দিবেন, কখনোই দুই বেলা দিবেন নাহ ।

➡কৃমির ঔষুধ খাওয়ানোর ২/৩ দিন পর ডিমের জন্য ভিটামিন দিবেন ।

✅কবুতরের ডিমের জন্য কি কি ভিটামিন দিবেন ও কি ভাবে খাওয়াবেনঃ

➡Bosstbrdy-N ১মিলি + E-Sel ১মিলি করে এক সাথে ২ মিলি ঔষধ, ১ লিটার পানিতে মিশিয়ে একটানা চার দিন খাওয়ানোর পর ।
এক দিন গ্যাপ দিয়ে Calplex ১মিলি + Ad3 ১মিলি এক সাথে ২মিলি ঔষধ ১ লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে । কবুতর কে অবশ্যই সুষম ও স্বাস্থ্যকর খাবার দিতে হবে এবং কবুতর কে গ্রিট খাওয়াবেন।
ইনশাআল্লাহ্ কবুতরের ডিম সম্পর্কিত সকল সমস্যার সমাধান হবে ।

#কবুতর

কবুতরের পর বলতে কি বুঝায়?পর গণনা করা?পর কি?পর বলতে মূলত বোঝায় যে পাখা বা পালক এর দ্বারা কবুতর উড়ে।এর মাঝে সামনের শুরুর ...
29/08/2022

কবুতরের পর বলতে কি বুঝায়?
পর গণনা করা?
পর কি?
পর বলতে মূলত বোঝায় যে পাখা বা পালক এর দ্বারা কবুতর উড়ে।
এর মাঝে সামনের শুরুর বড় পাখার ১-১০ নং পর্যন্ত পাখাকে আবশ্যক এবং রাজ পর বলে।
কারন এই রাজ পর না থাকলে কবুতর উড়তে পারে না।
অন্য পর না থাকলে কবুতর উড়তে পারে।
তাই দেখবেন আমরা সাধারনত পর কাটলে বা বেধে দিলে এই ১০ পর বাধি বা কিনারের ২ টা রেখে বাকি ৮ টা করে কেটে দেই।
এই পর দিয়ে আমরা বয়স নির্ণয় করি।
বাচ্চার বয়স ৪০/৪৫ দিন হলে এরপর ১ টি করে পর ঝড়ে পড়ে, ১ টি পড়ে গেলে ১ পর এর বাচ্চা বলি, এইভাবে ১ পর ২ পর করে ১০ পর ঝড়ে। সবগুলো পর ঝড়তে প্রায় ৫/৬ মাস সময় নেয়।
মোটামুটি ১৫ দিন পরপর ১ টি পর ঝড়ে আরেকটি নতুন পর গজায়।
এই ভাবে একবার ১০ টি পর ঝড়ে আবার নতুন করে উঠলে তাকে এক দশক বা এক পাট্টহা কবুতর বলে আবার পুনরায় আরও ৫ টি পর পরলে বা আরো ১০টি পর নতুন করে পরলে তাকে দুই দশক বা দুই পাট্টহা কবুতর বলে।

#কবুতর

29/08/2022

কবুতর এর যত্নে তিসি এর উপকারিতা ও এর ব্যবহার

তিসি কবুতরের পালক এবং ত্বকের মান উন্নত করে, শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, কলেস্টোরল এবং রক্তচাপ কমে যায়, এছাড়াও জীবনীশক্তি বৃদ্ধি এবং আরো শক্তি (উর্বরতা সমস্যা নিরাময় হয়) Stamina উন্নতি হবে। স্ট্রেস সময় শান্ত অনুভূতি হবে (তিসি দ্বারা গঠিত ওমেগা 3 তেল হয়, যা বাজারে পাওয়া) এই প্রাকৃতিক খাদ্য প্রতিকার ও সারাবছর ব্যবহার করতে পারেন।

তিসিতে যে সকল উপাদান বিদ্যমান থাকে তা নিম্নরুপ

তিসি হচ্ছে আঁশসমৃদ্ধ, প্রোটিন, ক্যলসিয়াম, এন্টি অক্সিডেন্টস, ওমেগা-৩ ফ্যাটি এসিড এবং মিনারেলের একটি অসাধারণ সমন্বয়। এতে ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে থাকে। তিসি আমাদের শরীরে এন্টি অক্সিডেন্টের কাজ করে দেহকে শক্তিশালী রাখে এবং সহজে ক্লান্ত হতে দেয় না।

তিসি ব্যবহারে কবুতরের জন্য যে সকল উপকারিতা পাওয়া যায় তা নিম্নরুপ

>> শরীরের দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে।
>> খাদ্য হজমে সহায়তা করে।
>> অতিরিক্ত মেদ কমায়।
>> কোলেস্টোরলকে নিয়ন্ত্রণ করে।
>> হাড় ও শরীরের জয়েন্টগুলো সুস্থ থাকে।
>> যেকোন চর্ম জাতীয় রোগ প্রতিরোধ করে।

কবুতরের জন্য তিসি ব্যবহার এর নিয়ম

১ কেজি খাবার এর সাথে ২/৩% তিসি মিলিয়ে খওয়াতে পারেন ।
অথবা
তিসি একসঙ্গে না মিশিয়ে আলাদা ভাবে অল্প করেও মাঝে মাঝে দিতে পারেন।

(আর্টিকেলটি গবেষনাকৃত)



#কবুতর

29/08/2022

নতুন খামারি ও কবুতর পালকদের জন্য
কিছু জরুরি কথাঃ (Importent Lesson for
New Breeders)
আমাদের দেশে ছোট বেলার রাজার
গল্পে কৃষকের ছেলে রাজার মেয়েকে
বিয়ে করে অর্ধেক রাজত্ব পেল আর
সুখে শান্তিতে বাস করতে থাকল
অথবা বাংলা সিনেমা যদি দেখি
তাহলে দেখব নায়ক যেকোনো একটা
ঘটনা ঘটিয়ে, দৌড়াতে শুরু করল, আর
দৌড়াতে দৌড়াতে বড় হয়ে, একজন সফল
ব্যাবসায়ি বা একজন নামকরা ব্যাক্তি
বা একজন নামকরা ডন হয়ে গেল। বা
নায়কের মা নায়ককে কোলে নিয়ে গান
গায়তে গায়তে নায়ক বড় হয়ে গেল ও
একজন সফল মানুষ হয়ে গেল। এটাই হল
অধিকাংশ বাংলা সিনেমার বা
শিশুতোষ গল্পের চিত্র। আর এসব
থেকেই আমার খুবই সংক্ষেপে সফল
হবার একটা মানসিক প্রবনতা আমাদের
প্রায় অধিকাংশ মানুষের মধ্যে কম
বেশী বিরাজ করে। কিন্তু বাস্তব
জীবনে এটা হয় না এত সহজে।
কবুতরের আদর্শ জোড়া প্রস্তুত ও সঠিক
প্রজনন প্রণালী বা ভাল মানের বা
জাতের কবুতর প্রজনন (ব্রিডিং) খুব
একটা সহজ ব্যাপার না। আর একজন সফল
বা আদর্শ খামারি হওয়া ছেলেখেলা
না। কথাই আছে একটি কবুতর ১২ মাসে
১৩ বার ডিম বাচ্চা করে। আর আপনি
যখন আপনার বাসার পাশে এ রকম
খামারি কে দেখবেন যে সে
প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা আয়
করতেছেন। তখন একজন নতুন খামারি
এরই স্বপ্নে বিভোর হয়ে কবুতর পালা
শুরু করে। আর এর পরই শুরু হয় তার অগ্নি
পরীক্ষা। প্রথমেয় সে কোন বাছ বিচার
না করেই কবুতর কিনে এক জাইগা
থেকেই কোন পরিশ্রমের তোয়াক্কা না
করেই। সেই বাংলা সিনেমার মত, আর
এটাই একজন নতুন খামারির সবচেয়ে বড়
ভুল। যাই হোক একজন আদর্শ খামারি
যদি বছরে ৪-৫ জোড়া ভাল মানের
বাচ্চা তুলে বড় করতে পারে ঠিকমত
তাহলেই কেবল একটু স্বস্তির বা
শান্তির নিঃশ্বাস ফেলতে পারে।
কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এটার
ব্যাতিক্রম হয়। বাচ্চা বড় করা ত দূরের
কথা ব্রিডিং জোড়ার বাচাতেই
ব্যাতিবাস্ত থাকতে হয় অনেক সময়
অধিকাংশ খামারিকে। ব্যাপারটা
অনেক সময় ব্যাপারটা এ রকম হয় যে
ভিক্ষা চাই না কুত্তা সামলানোর মত
অবস্থা হয়। একজন খামারি কে
প্রতিনিয়ত বিভিন্ন রোগ বালায়ের
পাশাপাশি বিভিন্ন ভিইরাল
সংক্রমন,ব্যাকটেরিয়াল সংক্রমন,
ডিমের ভিতর বাচ্চার মৃত্যু, অনুরবর ডিম,
নেষ্ট এ বাচ্চার মৃত্যু, একটু বড় অবস্থায়
বাচ্চার মৃত্যু, প্রতিদিন খাবার ও পানি
সরবরাহ ও নিয়মিত চেক করা, চরম
আবহাওয়া( আতি গরম বা শীত বা
বৃষ্টি)। এ সব প্রতিকুলতা সামাল দিতে
গিয়ে একজন খামারি অনেক সময়
ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ে।

29/08/2022

#কবুতর ডিমে তা না দেওয়ার কারণ ও করনীয়।

আপনার মাদি কবুতর যদি একটি ডিম দেয় তাহলে ২য় ডিম
দেয়া না পর্যন্ত ডিমে তা দিবে না। সুতরাং ভয়ের কিছু নেই।

আপনার কবুতর যদি নিউ Adult হয় তাহলে অনেক
সময় নিউ Adult কবুতর একটু দ্বিধা-ধন্দে থাকে ডিমে তা দেয়া নিয়ে। সুতরাং ভয়ের কিছু নেই।

আপনার কবুতর যদি ডিম দেয়ার ১৭ দিন পর ডিমে তা
দেয়া বন্ধ করে, তাহলে বুঝবেন ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে না। ডিমগুলো নষ্ট।

কিভাবে বুঝবেন আপনার কবুতরের ডিম নষ্ট না ভাল?

ডিম দেওয়ার ছয় থেকে সাত দিন দিন পর অন্ধকারে মোবাইল এর টর্চের আলোর উপর ডিম রাখলে ভিতরে যদি রক্তের শিরার মত বা গাছের শিকড়ের মতো কিছু লাল বর্ণের দেখা যায় তাহলে বুঝতে হবে এই ডিম থেকে বাচ্চা ফুটবে। অর্থাৎ ডিম জমেছে।
আর যদি এমন কিছু দেখা না যায় তাহলে সেই ডিম ফেলে দিবেন।

আপনার মাদি কবতুরটির সাথে কোন নর কবুতর জোড়া নাই
তারপরও মাদি কবুতরটি ডিম দিয়েছে তাহলে মাদি কবুতরটি
ডিমে তা না দেয়াটা খুবই স্বাভাবিক। এবং ডিমগুলো নষ্ট ডিম।
কবুতর জোড়া ছাড়া যদি ডিম দেয় তাহলে'ই ডিমগুলো সব নষ্ট ডিম।

অনেক সময় কবুতর এর জোড়া বা Pair দেয়ার জন্য আপনি
বাজার বা হাঁট থেকে কবুতর এনে আপনার কবতুর এর
সাথে জোড়া দিলেন। যদি জোড়া দেয়ার ১ সপ্তাহ এর মধেই ডিম
দেয় তাহলে বুঝবেন ডিমটি এই জোডার মেটিং Mating থেকে
আসেনি। এ ক্ষেত্রে কবুতর ডিমে তা নাও দিতে পারে।

কবুতরের খোপ বা খাঁচা, হাড়ি ইত্যাদি পরিবর্তন করলে কবুতর ডিমে তা দেয়া বন্ধ করে দেয়।

অনেক সময় বিভিন্ন পরিবেশগত কারনে কবুতর ডিমে তা দেয়া বন্ধ করে দেয় যেমনঃ

বেশি মানুষের আনাগোনা
বার বার ডিমে হাত দেয়া
ইঁদুর বা বিড়াল এর আনাগোনা
প্রচণ্ড বজ্ৰপাতের শব্দ ইত্যাদি কারন।

কবুতর যদি তার ডিম পাড়ার সঠিক পাত্র যেমন হাড়িতে যদি
ডিম না পাড়ে তাহলে সেই ডিমগুলোতে তা নাও দিতে পারে। ডিমগুলো হাড়িতে তুলে দিন।

উপরের কারণগুলো কবতুরের ডিমে তা না দেয়ার অন্যতম কারন।
এছাড়া অন্যান্য কারনেও কবুতর ডিমে তা দেয়া বন্ধ করে দিতে পারে।
উদাহরণ স্বরূপঃ

কবুতরের পর্যাপ্ত জায়গা স্বল্পতার অভাব
কৃমি সমস্যা
ক্যালসিয়ামের অভাব
মাল্টিভিটামিন এর সমস্যা এবং অতিরিক্ত মাল্টিভিটামিন প্রয়োগের ফলে কবুতরের পায়ের গিট ফুলে যাওয়ার সমস্যা
পর্যাপ্ত খাদ্য মানের অভাব
প্রোটিনের অভাব
কবুতরের বাত রোগের কারণ
বিট লবণের অভাব
মিনারেলস এর ঘাটতি
উন্নত মানের গ্রিট খাওয়াতে হবে

29/08/2022

# # #কবুতর কেন ডাক পিয়ন!!!
পায়রার মধ্যে রাস্তা চেনার একটা অদ্ভুত ক্ষমতা আছে। তাকে যে কোনো জায়গায় ছেড়ে দিয়ে এলে ঠিক রাস্তা চিনে ঘরে ফিরে আসবে। তাছাড়া পাখিরা ম্যাগনেটোরিসেপশনের মাধ্যমে বুঝতে পারে তারা পৃথিবীর কোন জায়গায় আছে।

দাবি করা হয়, সূর্যের অবস্থানকে কাজে লাগিয়ে পায়রা নাকি ঘরে ফেরার রাস্তা ঠিক খুঁজে নিতে পারে। তবে শুধু রাস্তা চেনার ক্ষমতাই নয়, গতির জন্যও পায়রাকে পত্রবাহক হিসেবে বেছে নেওয়া হতো। ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার বেগে উড়তে পারে পায়রা। একদিনে উড়ে যেতে পারে হাজার কিলোমিটার পথ। শুধু তাই নয়, ছয় হাজার ফুট উচ্চতাতেও উড়তে পারে পায়রা। এসব কারণেই পায়রাকে পত্রবাহক বা বার্তাবাহক হিসেবে বেছে নেওয়া হতো। সংগৃহিত

29/08/2022

#কবুতর নর মাদি চেনার উপায়

সৌখিন কবুতরের ক্ষেত্রে এটা খুবই কঠিন, নর ও মাদি আলাদা করা এবং অনেক অভিজ্ঞ সদস্যদের ও অনেক সময় বোকা হয়ে যান আর এটা সবসময় সহজ নয়। আর সেটা যদি বাচ্চা হয় তাহলে তো কথাই নাই, কাজটি তখন কঠিনতর হয়ে যায়। আজপর্যন্ত যদিও এ ব্যাপারে কোন সঠিক দিক নির্দেশনা দেওয়া হয়নি, ফলে অনেক কিছুই প্রায়ই অজানাই রয়ে গেছে। অনেক সময় দুইটা মাদি ঠিক নর মাদির মতই বৈশিষ্ট্য স্বভাব দেখা গেলেও অনেক পরে বুঝা যায় যে আসলে দুটাই মাদি, কিন্তু এর মাঝে অনেক মূল্যবান সময় পার হয়ে যায়। আসুন আজ আমি আপনাদের জন্য কিছু তথ্য দিয়ে সাহায্য কারী হতে পারি কি না ?

পুরুষ ও মেয়ে কবুতরের কিছু শারীরিক ও স্বভাবগত কিছু বৈশিষ্ট্যও পার্থক্য আছে সেগুলো হলঃ

ক) শারীরিক বৈশিষ্ট্য
১) অধিকাংশ ক্ষেত্রে পুরুষ কবুতর আকারে বড় হয় বিশেষ করে তার মাথাও চ্যাপ্টা হয়।

মেয়ে কবুতরের শরীর তুলনা মূলক ছোট, বিশেষ করে তার মাথা ছোট ও লম্বা হয়।

২) চোখ একটি মুরগির হিসাবে বৃত্তাকার হয়না কিন্তু মেয়ে কবুতরের বৃত্তাকার হয়।

৩) পুরুষ কবুতরের পা এর আঙ্গুল সমান ও মসৃণ হয় না, কিন্তু মেয়ে কবুতরের পা এর আঙ্গুল প্রায় সমান ও মসৃণ হয়।

৪) উভয় হাতে কবুতর ধরুন (মধ্য লাইন থেকে বুক বরারর নিচে হাত চালায় তাহলে হাড় শেষে একটি স্পেস আছে, তারপর বরাবর একটি আঙ্গুল দিয়ে দেখলে 2 ছোট পাতলা হাড় পাবেন “v” এর মত, তারা একসঙ্গে আসা যেখানে মধ্যে একটি ছোট আঙুল বা তার বেশি ফিট করতে পারে, তাহলে এটি মেয়ে কবুতর যেখানে ডিম পাস হয়। আর যদি ১বা -২মিলি ফাক থাকে তাহলে পুরুষ কবুতর। অনেকে পুরুষ বা মাদি পরীক্ষা করার জন্য আঙ্গুল পায়খানার পথে দেন, কিন্তু বিশেষভাবে খেয়েল রাখবেন কখনও এটা করবেন না। এতে জরায়ু বা ভিতরে সংক্রমণ হবার সম্ভাবনা বেশি থাকে।)

৫) পুরুষ কবুতরের মাথা / ঘার ও দেহ একটু মোটা একটু লম্বা, ঘন ও সবল হয়। আর সাধারণত মাদীর মাথা / ঘার ও দেহ কাছাকাছি আরো মেয়েলি বা সূক্ষ্ম হয়।

৬) হ্যাচিং পরে ১ থেকে ৩ দিন পর যদি আপনি বাচ্চাকে অধিষ্ঠিত করে এর পায়খানা নির্গমনের (vent hole) পথের দিকে খেয়াল করেন তাহলে পুরুষ কবুতরের একটু চ্যাপ্টা বা smile এর মত দেখবেন আর মেয়ে কবুতরের সোজা বা গোল দেখবেন।

৭) পুরুষ কবুতরের গলার রগ মোটা হয় আর মেয়ে কবুতরের তুলনা মূলকভাবে একটু পাতলা।

৮) পুরুষ কবুতরের ঠোঁট ধরে হালকা করে টান দিলে সে ছাড়িয়ে নেবার চেষ্টা করে, আর মেয়ে কবুতর সাধারণত চুপ করে


29/08/2022

তেলের দাম বারছে
তাই গাড়ির ভারাও বারছে,
আর তাই বলে সব ধরনের পন্যের দামও বারছে
তার পাশাপাশি কবুতরের খাবারের দামও বারছে।
বারছে আমাদের উল্টা ভাও তার কারন হলো সবি আছে বারার উপরে মাগার কবুতরের দাম শুধু কমে।
কেন ভাই বেশি দামে খাবার কিনে কম দামে কবুতর বিক্রি করে আপসোস পালেন মনের মাঝে। তাই খাবারের দাম যতই বাড়ুক কম দামে কবুতর বিক্রি করবোনা, কি বলেন আপনারা?



#কবুতর

Address

Kurigram
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when MH Flying Pigeon Loft ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category