VET Solution

VET Solution Search About the Truth No

"ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন"يٰۤاَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ۖ ارْجِعِيْۤ اِلٰي رَبِّكِ رَاضِيَةً مّ...
14/08/2023

"ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন"

يٰۤاَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ۖ
ارْجِعِيْۤ اِلٰي رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً ۚ
فَادْخُلِيْ فِيْ عِبٰدِيْ ۙ
وَادْخُلِيْ جَنَّتِيْ

“হে প্রশান্ত আত্মা! তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। আর প্রবেশ কর আমার জান্নাতে।”
[সূরা আল-ফাজর, আয়াত ২৭-৩০]

In Case of L*D you must do this
04/07/2023

In Case of L*D you must do this

02/07/2023

Today in Upozila and District livestock Office, Kurigram

28/06/2023

1.L*D in calf
2. Conception failure in heifer

12/06/2023

Surgical correction of Knuckling in calf.

Today's patients 😻
11/06/2023

Today's patients 😻

Most beautiful patient I have ever seen. Weak and dehydrated Owl 🦉
29/05/2023

Most beautiful patient I have ever seen.
Weak and dehydrated Owl 🦉

 #লাম্পি_স্কিন_ডিজিজঃ  লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) একটি ভাইরাসঘটিত রোগ যা মূলত গৃহপালিত গরু এবং মহিষকে আক্রান্ত করে। ১৯২...
24/05/2023

#লাম্পি_স্কিন_ডিজিজঃ

লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) একটি ভাইরাসঘটিত রোগ যা মূলত গৃহপালিত গরু এবং মহিষকে আক্রান্ত করে। ১৯২৯ সালে সর্বপ্রথম আফ্রিকা মহাদেশের জাম্বিয়াতে এ রোগ দেখা দেয়। ১৯৪৩ থেকে ১৯৪৫ সালের মধ্যে মহাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গরুর লাম্পি স্কিন ডিজিজ প্রথম দেখা দেয় ২০১৯ সালে চট্টগ্রামে। তবে এখন পর্যন্ত এর কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। মশা-মাছি বাহিত রোগটি মূলত মশার মধ্যমেই বেশি ছড়ায়। আক্রান্ত গরু সুস্থ হতে দীর্ঘদিন সময় লাগে। দিন দিন গরু-বাছুর দুর্বল হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে মারাও যায়। একটি খামারকে অর্থনৈতিকভাবে ধসিয়ে দিতে খুরা রোগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর রোগ এটি। বর্তমান সময়ে আমাদের দেশের বিভিন্ন জেলাতে গরু লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হচ্ছে ।

#রোগের_কারণ:
মূলত এটি একটি পক্স ভাইরাস বা লাম্পিং স্কিন ডিজিজ ভাইরাসজনিত রোগ। ভাইরাসটি Poxviridae পরিবারের অন্তর্ভুক্ত Capripox virus গণের ভাইরাস। এ ভাইরাস গরু ছাড়া মহিষেও ছড়াতে পারে। এক গরু থেকে আরেক গরুতে ছড়িয়ে পড়ে। ছাগল ও ভেড়ায় সাধারণত লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয় না। এ ছাড়াও এ ভাইরাস মানুষকে আক্রমণ করে না।

#আক্রান্তের_সময়ঃ
রোগটি প্রধানত বর্ষার শেষে, শরতের শুরুতে বা বসন্তের শুরুতে মশা-মাছির বেশি বিস্তারের সময় ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে দেখা যায়।

#যেভাবে_ছড়ায়ঃ
এ রোগে আক্রান্ত গরু থেকে বিভিন্ন উপায়ে অন্য গরুতে ছড়িয়ে পড়ে। যার মধ্যে উল্লেখযোগ্য মাধ্যম হলো মশা ও মাছির আক্রমণ। মশা ও মাছিকে এ ভাইরাসের প্রধান বাহক হিসেবে দায়ী করা হয়। অন্যান্য কীট-পতঙ্গের মাধ্যমেও ভাইরাসটি ছড়াতে পারে। আক্রান্ত গরুর লালা গরুর খাবারের মাধ্যমে এবং খামার পরিচর্যাকারী ব্যক্তির কাপড়ের মাধ্যমে এক গরু থেকে অন্য গরুতে ছড়াতে পারে। আক্রান্ত গাভির দুধেও এ ভাইরাস বিদ্যমান। তাই আক্রান্ত গাভির দুধ খেয়ে বাছুর আক্রান্ত হতে পারে। গ্রাম-গঞ্জের প্রাণি চিকিৎসকগণ একই সিরিঞ্জ ব্যবহার করার কারণে সিরিঞ্জের মাধ্যমেও এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়ে।

#রোগের_লক্ষণঃ
1. এলএসডি আক্রান্ত গরু প্রথমে জ্বরে আক্রান্ত হয় এবং খাবার রুচি কমে যায়।
2. জ্বরের সাথে সাথে নাক-মুখ দিয়ে লালা বের হয়, পা ফুলে যায়, দুই পায়ের মাঝে পানি জমে যায়।
3. পশুর শরীরের বিভিন্ন জায়গায় চামড়া পিন্ড আকৃতি ধারণ করে, লোম উঠে যায় এবং ক্ষত সৃষ্টি হয়।
4. আর এ ক্ষত শরীরের অন্যান্য জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ে।
5. ক্ষতস্থান থেকে রক্তপাত হতে পারে।
6. শরীরের কোথাও কোথাও ফুলে যায়। যা ফেটে টুকরা মাংসের মত বের হয়ে ক্ষত হয় এবং পুঁজ কষাণি বের হয়।
7. পাকস্থলী বা মুখের ভেতরে সৃষ্ট ক্ষতের কারণে গরুর পানি পানে অনীহা তৈরি হয় এবং খাদ্য গ্রহণ কমে যায়।

#লাম্পি_স্কিন_রোগের_প্রতিকার_ও_চিকিৎসাঃ
১। প্রতি ১০০ কেজি দৈহিক ওজনের জন্য:
প্যারাসিটামল ট্যাবলেট- ২টি,
খাবার সোডা – ২০ গ্রাম,
নিমপাতা বাটা-২০ গ্রাম,
গুড়-২৫ গ্রাম

আধা লিটার পানিতে একত্রে মিশ্রিত করে সকাল বিকাল এক পোয়া করে দিনে দুই বার ৭দিন খাওয়াবেন।
২। অটোহেমোথেরাপি-আক্রান্ত গরুর শিরা হতে ১০ মিলি রক্ত নিয়ে ৩ দিন পরপর ৭ দিন মাংসে ইঞ্জেকশন দিবেন।
৩। গরুকে নিয়মিত L*D ভ্যাকসিন দিতে হবে। যদিও আমাদের দেশে এ রোগের পরিধি কম ছিল (কিন্তু এখন সচারচর) তাই এই রোগের ভ্যাকসিন পাওয়া সহজলভ্য নয়।
৪। আক্রান্ত গরুকে আলাদা স্থানে রাখা ও মশারি দিয়ে ঢেকে রাখতে হবে যাতে মশা-মাছি না কামড়ায়।
৫। খামারের ভিতর ও চারপাশ পরিস্কার পরিছন্ন রাখতে হবে, যেন মশা মাছির উপদ্রব নিয়ন্ত্রন করা যায়।
৬। আক্রান্ত খামারের কোন সামগ্রী ব্যবহার এবং যাতায়াত বন্ধ করতে হবে ।
৭। কোন অবস্থাতেই আক্রান্ত গাভির দুধ বাছুরকে খেতে দেওয়া যাবেনা।
৮। আক্রান্ত গরুর পরিচর্যা করার পর ঐ পোশাকে সুস্থ্য গরুর কাছে যাওয়া যাবে না।
৯। ক্ষতস্থান সবসময় পরিস্কার রাখতে হবে। ২য় পর্যায়ের জীবাণুর সংক্রমণ রোধে এন্টিবায়টিক ইনজেকশন বা ট্যাবলেট ঔষধ খাওয়াতে হবে।
১০। গরু বা মহিষে এল এস ডি আক্রান্তের লক্ষণ প্রকাশ পেলে দ্রুত রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত ঔষধ প্রয়োগ করতে হবে।

21/02/2023

Spaying of dog 🐕

Surgery :  Spaying ১টা এবং neutering  ২ টা  কুকুরেরআমার শ্রদ্ধ্যেয় প্রফেসর ড. অসিত কুমার পাল  স্যারের নেতৃত্বে আমরা শিক্...
21/02/2023

Surgery : Spaying ১টা এবং neutering ২ টা কুকুরের

আমার শ্রদ্ধ্যেয় প্রফেসর ড. অসিত কুমার পাল স্যারের নেতৃত্বে আমরা শিক্ষার্থীরা বিকেল ৩:২০ মিনিটে শুরু করে প্রায় আড়াই ঘন্টাব্যাপী তিনটি সফল অস্ত্রোপচার সম্পন্ন করলাম। আজকের ছুটির দিনে অফ টাইমে এমন ৩ টি মেজর অপারেশন করার ক্ষেত্রে শ্রদ্ধেয় প্রফেসর ড. অসিত কুমার পাল স্যারের আত্মত্যাগ অতুলনীয়। স্যারের নেতৃত্বে আমরা কজন ডিভিএম শেষ বর্ষের এবং লেভেল -৩ ; সেমিস্টার -২ এর শিক্ষার্থীরা মিলে অপারেশন ৩ টি সফল ভাবে সম্পন্ন করি । সর্বোপরি কুকুরের মালিকের পোষা প্রানির প্রতি এমন ভালোবাসা আমাদের আপ্লুত করছে।

শিক্ষানুবিশ হিসেবে আমরা অংশগ্রহণ করতে পেরে এবং নতুন অভিজ্ঞতা হওয়ায় সম্মান্বিত স্যারদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Let's love our pets 🥰
23/11/2022

Let's love our pets 🥰

Deep thinking
19/03/2022

Deep thinking

Hey Human....
13/02/2022

Hey Human....

১৩ ফেব্রুয়ারী এইচ এস সির ফল প্রকাশ
11/02/2022

১৩ ফেব্রুয়ারী এইচ এস সির ফল প্রকাশ

We are the only destroyers
11/02/2022

We are the only destroyers

11/02/2022

স্রোতের বিপরীতে হেঁটে দেখো কতজন থাকে পাশে, স্রোতের দিকে তো কচুরিপানাও ভাসে।

This one is very deep 💔
11/02/2022

This one is very deep 💔

10/02/2022
কর্নাটকের সেই সাহসী বোনটির প্রতি হাজারো সালাম!যিনি উগ্র মুশরিকদের মিছিলে সেই বজ্রকন্ঠ তাকবির "আল্লাহ আকবর" বলে অন্তরে কা...
08/02/2022

কর্নাটকের সেই সাহসী বোনটির প্রতি হাজারো সালাম!
যিনি উগ্র মুশরিকদের মিছিলে সেই বজ্রকন্ঠ তাকবির "আল্লাহ আকবর" বলে অন্তরে কাঁপন ধরিয়েছেন।
আল্লাহু আকবার (আল্লাহ সর্বশ্রেষ্ঠ)।

এটা সেই তাকবির যেই তাকবির হাজার হাজার বছর ধরে জালিমের অন্তরে কাঁপন ধরিয়েছে ।
ঈমানদারদের বাহু আর হৃদয়ে শক্তি জুগিয়েছে।

দুআ করি আল্লাহ যেন সমস্ত মাজলুম মুসলিমদেরকে হেফাজত করেন । আর সমস্ত জালিমদেরকে তার অহংকার সমেত ধ্বংস করে দেন।

আমরাই দায়ী
05/02/2022

আমরাই দায়ী

Future
04/02/2022

Future

We are backbone less 😥😥
02/02/2022

We are backbone less 😥😥

যে দেশে ১৭ বছর পড়ালেখা করেপড়ালেখার পাঠ চুকিয়ে চাকরিরআবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না...
01/02/2022

যে দেশে ১৭ বছর পড়ালেখা করে
পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির
আবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে
"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না।
তখন প্রশ্ন জাগে তাহলে ১৭ বছর
ওয়ার্কশপে কাজ শিখলেই হতো !
- যে দেশে পাশ করার ৪ বছরের মধ্যে
বিয়ে করতে গেলে পাত্রীর মা
"প্রতিষ্ঠিত পাত্রের" দোহাই দিয়ে
বিদায় করে দেয় সেখানেও প্রশ্ন আসে
১৭ বছর পড়ালেখা না করে তো ব্যবসার
চিন্তা করলেই হতো, কাড়ি কাড়ি
টাকা থাকতো !
- এদেশে কি সার্টিফিকেট আর ২
টাকার পুরোনো নোটের মধ্যে আদৌ
কি কোন পার্থক্য থাকছে ?
১৭ বছর পড়াশোনা করে যদি ১২ হাজার
টাকা বেতনে সকাল ৯টা টু রাত ৯টা
ডিউটির অফার আসে, তাহলে নামের
আগে ওই "ইঞ্জিনিয়ার/ গ্রেজুয়েট"
শব্দের
দরকার কি ?
সিএনজি চালিয়েও ১৫ হাজারের ও
বেশী ইনকাম করা যায় !

In future
31/01/2022

In future

Cause of environmental changes
30/01/2022

Cause of environmental changes

এগিয়ে যাকConfident Agro-Vet
28/01/2022

এগিয়ে যাক
Confident Agro-Vet

ভালো লাগার মতো কিছু ছবি....
28/01/2022

ভালো লাগার মতো কিছু ছবি....

১৯৭৫ সালের জুন মাসের বাজার দর।
26/01/2022

১৯৭৫ সালের জুন মাসের বাজার দর।

আজকের সেরা অফার গুলো 🔥🔥Robi 12/25/45gb+700/1100mini 455tk.Robi 40gb 385tkRobi 500mini 275tk.Robi, 15/20gb+400/500mini 38...
21/08/2021

আজকের সেরা অফার গুলো 🔥🔥
Robi 12/25/45gb+700/1100mini 455tk.
Robi 40gb 385tk
Robi 500mini 275tk.
Robi, 15/20gb+400/500mini 385tk.
Banglalink 40gb 385tk
Banglalink 30gb+700mini 485tk.
Banglalink 8gb+230mini 265tk.
Banglalink 5gb+150mini 145tk.
Banglalink 1gb+360mini 179tk.
𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐥𝐢𝐧𝐤 𝟔𝟎𝐠𝐛 469𝐭𝐤.
Airtel 30gb+900mini 485tk.
Airtel 45gb 390tk.
Airtel 30gb 325tk
Airtel 15gb 225tk.
Gp 50gb 465tk.
Gp 500mini 295tk.
Gp 1000mini 515tk
All pacakage 1month meyad.

Address

Rangpur

Telephone

+8801733720448

Website

Alerts

Be the first to know and let us send you an email when VET Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VET Solution:

Videos

Share

Category