07/02/2023
বিচ্ছু সন্তান প্রসবের পরে সন্তান পিঠে রাখে। আর এই সন্তানরা নিজেদের মায়ের পিঠের মাংস খেতে থাকে। ক্ষমতা থাকা সত্ত্বেও মা কিছু বলেন না, অভিযোগ করেন না। নীরবে কষ্ট পান এবং এই সন্তানরা তার মাংস খেতে থাকে। মা বিচ্ছু মারা যায় এবং সন্তানরা বড় হয়, জীবন উপভোগ করে।
বর্তমান সমাজে অনেক পিতা-মাতা বিচ্ছুর মতো নীরবে কষ্ট পান, রোদ-বৃষ্টির পরোয়া না করে সন্তানদের জন্য দিনরাত পরিশ্রম করে যান। কিন্তু হায় এই সন্তানরা যখন বড় হচ্ছে, তারা অন্য কারো ভালোবাসার মূল্য দেয়ার জন্য তাদের পিতামাতার সাথে দেখা করতে চায় না। তারা কি মনে করে যে, তারা তাদের পিতামাতার হৃদয়ে কষ্ট দিয়ে সুখী এবং শান্তিপূর্ণ জীবন যাপন করবে ? মোটেই না, আল্লাহ তাদের ক্ষমা করুক।
আমরা যারা বাবা-মায়ের মর্যাদা দেই।
আল্লাহ্ তাদের প্রতি অবিচার করেন না।
““রব্বির হাম-হুমা কামা রব্বা ইয়ানি ছগিরা”
رَّبِّ ارْحَــمْــهُـمَا كَـمَا رَبَّـيَـانِـي صَـغِـيـرًا
"হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।