Shifa Bird House

Shifa Bird House Hello, everyone. This is Shifa.This is my bird related page. Here, I will sell my pet birds

20/11/2023

ঘুঘু তাপ দিচ্ছে কবুতরের ডিম। বাজরিগারের বাচ্চারা খাওয়ার চেষ্টা করে। লাভবার্ডের শরীরে পালক হচ্ছে।

31/08/2023

বাজরিগার আর লাভবার্ড গোসল করলো। কবুতর ডিম পেড়ে বসে আছে। রেসকিউ ঘুঘুটা অনেক বেশি ডাকাডাকি করে।

28/08/2023

নর বাজরিগার আর লাভবার্ডগুলো মাদি পাখিগুলোকে খাবার খাওয়ায় রাতের বেলা। লাভবার্ড টুকু পিকু জোড়া নিছে।

27/08/2023

পিকু আর টুকুকে জোড়া দিলাম। জোড়া দেওয়ার পর ওদের কর্মকান্ড। মারামারি করলো কিছুক্ষণ।

26/08/2023

টুকু পিকুকে জোড়া দেয়ার আগে পাশাপাশি খাঁচায় রাখলাম। টুকু পিকুকে সবুজ মুগডাল খেতে দিলো।

25/08/2023

এক জোড়া হলুদ বাজরিগার আর এক জোড়া ঘুঘু বাড়ি ছেড়ে চলে গেল। ঘুঘু পাখিগুলোর জায়গা পরিবর্তন করলাম।

টুকু বাবু ঘুমায় 😴
18/08/2023

টুকু বাবু ঘুমায় 😴

18/08/2023

বাজরিগার আর লাভবার্ড খাচ্ছে সবুজ মুগডাল আর ডিম সিদ্ধ। ঘুঘু কবুতরগুলোর দুপুরের অলস সময়।

17/08/2023

লাভবার্ড টুকু আর ওর মায়ের দুষ্টামি। টুকুর লেজ পরিষ্কার করে দেয় ওর মা।

11/08/2023

কালি ছাড়া কলম দিয়ে লাভবার্ডদের জন্য খেলনা বানালাম। টুকু আর পিকু খুব বেশি পছন্দ করেছে নতুন খেলনা।

08/08/2023

বিকেলবেলা পাখিরা খাবার খাচ্ছে। পিকু আর টুকু বাইরে বের হতে চায়। আজকে পাখিদের গরম কম লাগতেছে।

04/08/2023

অনেকদিন পর পাখিদের ভিডিও করলাম। ঘুঘুগুলো আজকে কম ডাকতেছে। বাজরিগার আর লাভবার্ড শাঁক খায়।

01/08/2023

লাভবার্ড টুকু বাবু জীবনের প্রথম গোসল করলো ওর মা-বাবার গোসল করা দেখে।

24/07/2023

গরমে অস্থির পাখিদের জীবন। বাজরিগার গুলো গোসল করে কিন্তু লাভবার্ড করেনা। ঘুঘু কবুতর ডাকাডাকি করে।

19/07/2023

গোসল করে কবুতরগুলো বসে আছে। বাজরিগার আর লাভবার্ড শাঁক খাচ্ছে। ঘুঘুরা ডিম পাড়ার বাসা বানায়।

12/07/2023

বাজরিগার পাখিরা ঘাস খেতে খুব পছন্দ করে। গরম বেশি পড়ায় ভেজা ঘাস ওদের শরীর শীতল রাখবে।

09/07/2023

দুপুরে সব পাখিরা অলস সময় কাটায়। লাভবার্ড আর বাজরিগার ঘুমিয়ে থাকে। চারটার মধ্যে তিনটায় মাদি বাজরিগার।

06/07/2023

বাজরিগার আর লাভবার্ডকে বিটরুট খেতে দিলাম। রেসকিউ কবুতরটা জোড়া নিয়েছে আমার মাদি কবুতরের সাথে।

03/07/2023

বাজরিগার পাখিরা সবুজ সতেজ ঘাস খুব মজা করে খাচ্ছে।

01/07/2023

বাজরিগার আর লাভবার্ডের দুষ্ট মিষ্টি মুহূর্ত।

30/06/2023

অল্প কিছুদিনের মধ্যেই বাজরিগারের বাচ্চাগুলো বড় হয়ে গেল। রাতের বেলা ওদের খাওয়া দাওয়ার মুহূর্ত।

27/06/2023

রেসকিউ কবুতরটা নর কবুতরের মতো ডাকে। ওকে জোড়া দিবো আমার কবুতরের সাথে।নতুন ঘুঘুর জোড়াটা এখনো মিল হয়নি।

20/06/2023

একটা কবুতর রেসকিউ করে আনা হয়েছে। ওর জোড়াকে বিড়াল মেরে ফেলছে। ঘুঘুদের রাতে গরম লেগেছে তাই গোসল করে।

18/06/2023

অতিরিক্ত গরমে হিট স্ট্রোক থেকে পাখিদের বাচাতে নিয়মিত গোসলের পানি দিতে হবে।

17/06/2023

বাজরিগার আর লাভবার্ড মজা করে শাঁক খাচ্ছে। Budgies and lovebirds are eating vegetables.

13/06/2023

পিকু আর টুকু বাইরে আসতে চায় খেলা করতে। ঘুঘু নরগুলা সারাদিন ডাকে। গরমে কবুতরগুলোর অনেক কষ্ট হয়।

12/06/2023

বাজরিগার আর লাভবার্ডকে পাকা আম খেতে দিলাম। ময়না পিকু আর টু বাবু মজা করে খেল।

09/06/2023

পিকুর অনেক গরম লাগছে তাই রাতের বেলায় গোসল করেছে। ঘুঘু গুলা প্রচুর অলস নিজে থেকে পানি খেতেও আসেনা।

03/06/2023

দুপুরবেলা লাভবার্ডদের অলস সময়। লাঠিতে বসে বসে কিচিরমিচির শব্দ। টুকু বাবুর দুষ্টামি।

02/06/2023

বৃষ্টি হয়েছে তাই গরম কিছুটা কম। পাখিরা একটু আরাম অনুভব করছে। রেসকিউ ঘুঘুটাকে আলাদা করে দিলাম।

25/05/2023

পাখিরা মজা করে সবুজ মুগডাল সিদ্ধ খাচ্ছে। বাজরিগার ফিওনাকে দিয়ে দিলাম। ঘুঘুরা ডাকাডাকিতে ব্যস্ত।

22/05/2023

গরমে বাজরিগার মজা করে ঘাস খাচ্ছে। লাভবার্ড পিকু আর বাজরিগারের বাবুদের মধ্যে বন্ধুত্ব।

20/05/2023

লাভবার্ডের বাবু টুকু আর ওর মা-বাবার দুপুরবেলার কর্মকাণ্ড। টুকু সবসময় খাচাঁর মধ্যে ঘুরতে পচ্ছন্দ করে।

18/05/2023

নতুন ঘুঘু পাখিটাকে আমাদের তিনটা ঘুঘুর সাথে দিলাম। শুরুতেই মারামারি করলো দুইটা ঘুঘু পাখি।

14/05/2023

নতুন পাওয়া অস্ট্রেলিয়ান ঘুঘুটা এখন মোটামুটি সুস্থ। বাজরিগার আর লাভবার্ড ঘাস খাওয়ায় ব্যস্ত।

12/05/2023

সেচি শাঁক আর ঘাস খাওয়ায় ব্যস্ত লাভবার্ড পিকু আর বাজরিগারের বাচ্চারা।

12/05/2023

রান্নাঘরের সাতকাহন

12/05/2023

টুকু বাবুর দুষ্টামি। লাভবার্ডের বাবু টুকু প্রথমবার ঝুলনিতে উঠেছে। গরমের জন্য মুখ হা করে ঘুমিয়ে গেছে।

11/05/2023

লাভবার্ড টুকু ঝুলনির মধ্যে ঘুম দিছে। গরমে বাজরিগার মজা করে ঘাস খাচ্ছে। বিকেলে ঘুঘু কবুতরের অলস সময়।

07/05/2023

পাখিদের জন্য ঘাস আনতে গিয়ে নতুন কিছু গাছের সন্ধান পেলাম। বাজরিগার আর লাভবার্ড মজা করে ঘাস খেলো। Shifa Bird House

Address

Savar

Alerts

Be the first to know and let us send you an email when Shifa Bird House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shifa Bird House:

Videos

Share

Category