13/11/2022
এনিমেলস ওয়েলফেয়ার, ফোস্টার হোম এবং শেল্টার এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন গ্রুপে ও পোস্টে ইদানিং অনেক কিছু লেখালেখি হচ্ছে। যাই হোক কে কি করেছেন বা কে কি করেন এগুলো নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না, কারণ আমরা দীর্ঘদিন থেকে রাস্তার অসুস্থ কুকুর বিড়ালকে সাহায্য করার জন্য Heeramon কে একটা ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছি।
এই ব্রান্ডটা আমি মূলত করতেই চাচ্ছি এদেরকে সাপোর্ট করার জন্য। কারণ সব সময় ফান্ড চেয়ে পাওয়া যায় না এবং এজন্য আমরা বসে থাকি না। সিলেটে কমবেশি সবাই এই ব্যাপারটা জানেন অথবা এ বিষয়ে বলতে পারবেন। এখানে আমাদের পন্যের এটা বড় অংশ লভ্যাংশ থেকে এদের পিছনেই খরচ করা হবে। যা পণ্যগুলোর গায়ে সিল মেরে লেখা থাকবে "A dividend of this product would be spent for stray animals"
খুব শীঘ্রই আমরা আমাদের নিজস্ব শোরুম উদ্বোধন করতে যাচ্ছি, আশা করি সবাই Heeramon এর সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করে যাবেন। ব্যক্তিগতভাবে আমি এর পিছনে অনেক শ্রম, অনেক অর্থ এবং সময় ব্যয় করেছি। কেননা একটা অসুস্থ প্রাণী চাইলেই টাকা উপার্জন করতে পারবে না এবং নিজের চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করতে পারবে না।
আজকে পোস্টটা শুধুমাত্র শেয়ার করছি আমাদের তৈরি করা প্রথম পণ্যটি আপনাদেরকে দেখানোর জন্য।
সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।