Murshed's Veterinary Care

Murshed's Veterinary Care Veterinarian for pets

 #মা ছবিটা সুন্দর।। আমার চোখে তারা মানুষের চেয়েও অনেক ভালো।💙
21/01/2024

#মা

ছবিটা সুন্দর।।

আমার চোখে তারা মানুষের চেয়েও অনেক ভালো।💙

Animals are way better than Human.🥹🥹🥹Anyday anytime......💙💙💙🐈‍⬛🐈‍⬛🐈‍⬛
28/12/2023

Animals are way better than Human.🥹🥹🥹

Anyday anytime......💙💙💙🐈‍⬛🐈‍⬛🐈‍⬛

মাছ নিয়ে পালিয়ে যাওয়া বিড়াল নিয়ে তো অনেক কথা হইলো,কেউ বলে ওরে পুলিশ ধরে নিয়ে গেছে, আরো মতে ও জামিনে ছাড়া পেয়েছে,কিন্তু আ...
19/11/2023

মাছ নিয়ে পালিয়ে যাওয়া বিড়াল নিয়ে তো অনেক কথা হইলো,
কেউ বলে ওরে পুলিশ ধরে নিয়ে গেছে,
আরো মতে ও জামিনে ছাড়া পেয়েছে,

কিন্তু আসল খবর হলো বেচারা এখন নুসাইবার হাতে বন্দি।😁😁😁😁😁

FIV(Feline Immunodeficiency virus)FIV একটি খুবই কমন ভাইরাস(Retrovirus) যা বিড়ালকে আক্রমণ করে এবং বিড়ালের রোগ প্রতিরোধ ক্...
16/08/2023

FIV(Feline Immunodeficiency virus)

FIV একটি খুবই কমন ভাইরাস(Retrovirus) যা বিড়ালকে আক্রমণ করে এবং বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।
সবচেয়ে বড় ব্যাপার হলো একটা বিড়াল যে FIV দিয়ে আক্রান্ত এটি ওর ওউনারও অনেক সময় বুঝতে পারেন না।
কারণ অনেক সময় কোন সিম্পটম ছাড়াই এই অসুখ বিড়ালের দীর্ঘদিন ধরেই থাকতে পারে।
এবং FIV এর কোন নির্দিষ্ট সিম্পটমও নেই যে এইটি দেখে বলা যাবে এই বিড়াল FIV দ্বারা আক্রান্ত।
তারপরেও FIV আক্রান্ত বিড়ালের মধ্যে
 দীর্ঘস্থায়ী Respiratory infection
 skin problem
 Mouth inflammation
 Tumors (Different types)

কিছু সমস্যা যেগুলো দেখা গেলে ভেটের সাথে যোগাযোগ করা উচিত :

 বিড়ালের পশম!অসুস্থ বিড়ালের পশম এর কোয়ালিটি খারাপ হয়, খসখসে, ফ্যাকাসে!
 জ্বর(ঘন ঘন জ্বর আসা যাওয়া করে এমন)
 ক্ষুধামন্দা
 Inflammation ( প্রদাহ/ঘা) মুখে এবং মাড়িতে।
 Chronic Eye infection
 দীর্ঘকাল ডায়রিয়া
 খিচুনি
 আস্তে আস্তে ওজন কমে যাওয়া

★★এই ভাইরাস বিড়ালকে কিভাবে আক্রমণ করে??

FIV নিউটার না করা বিড়ালদের মধ্যে খুব বেশি দেখা যায় যারা তাদের টেরিটোরির জন্য ফাইট করে।
কারণ এই ভাইরাস মূলত গভীর কামড় এবং বডি ফ্লুইডের মাধ্যমে ছড়ায়।
বাচ্চাদের মধ্যে মায়ের মাধ্যমে ছড়াতে পারে।

★★মানুষে ছড়াতে পারে FIV???

FIV মানুষের HIV এর মত।
কিন্তু এটি কোন সম্ভাবনা নেই যে বিড়াল থেকে মানুষে ছড়াতে পারে।।
এটি শুধু বিড়াল গোত্রেই হবে বিড়ালের বাইরে কারো হবে না।।

o আক্রান্ত বিড়ালকে কি অন্য বিড়ালের সাথে রাখা যাবে???

বিড়াল থেকে বিড়ালে এই রোগটি যদিও ছড়ায়, গভীর কামড়ের মাধ্যমে কিন্তু একবিড়াল থেকে আরেক বিড়ালে খাবার এর মাধ্যমে ছড়ায় না।।।

এইখানেই রিস্কটা যদি তারা নিজেদের মধ্যে মারামারি করে।

 রোগনির্ণয় :
 রোগ নির্ণয়ের একমাত্র উপায় রক্ত পরিক্ষা।।
র‍্যাপিড কিট টেস্ট দিয়ে রোগ নির্ণয় সম্ভব।

★★ভ্যাক্সিন: কার্যকর কোন ভ্যাকসিন নাই।☹️

• চিকিৎসা :

অবশ্যই একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের মাধ্যমে।

তবে যা অবশ্যই করতেই হবে,
যেহেতু ওরা এমনিতেই দুর্বল ওদের নিয়মিত কৃমিনাশক খাওয়াতে হবে।
এমন খাবার দিতে হবে যা তাদের সুষম খাদ্যর কাজ করে।।

অন্য কোন বিষয় সম্পর্কে জানার থাকলে কমেন্টে জানাতে পারেন।।।

Dr. Murshed Alam Khan
Sylhet Agricultural University
Pet animal Practitioner
Sylhet

How old is Your Cat??
31/03/2023

How old is Your Cat??

Now a limited number of vaccine (Cat flu is available) Vaccine is available inSylhetMoulvibazar Habiganj &Sunamganj.... ...
22/02/2023

Now a limited number of vaccine (Cat flu is available)
Vaccine is available in
Sylhet
Moulvibazar
Habiganj
&Sunamganj.... 💙

মাশা আল্লাহ।।।💙মা💙মা মানেই সুন্দর।💙💙💙💙
18/02/2023

মাশা আল্লাহ।।।

💙মা💙

মা মানেই সুন্দর।💙💙💙💙

There is nothing as painful as this........ 💔He died just before I entered the house.☹️☹️Probable reason Poisoning /Toxi...
17/02/2023

There is nothing as painful as this........ 💔

He died just before I entered the house.☹️☹️

Probable reason Poisoning /Toxicity...... 😭

13/02/2023

দুই পায়ের দুইপাশে ২ জন।
বুকের উপর একজন,,
ভিতরে দুই পায়ের মাঝে আরেকজন।
কই একটু আরামে গড়াগড়ি করবো না তাদের জন্য স্ট্যাচু হয়ে থাকা লাগে।।।🥹🥹🥹

11/02/2023
11/02/2023

Address

Kadamtali
Sylhet

Telephone

+8801675001896

Website

Alerts

Be the first to know and let us send you an email when Murshed's Veterinary Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Murshed's Veterinary Care:

Videos

Share

Category