Thakurgaon Animal Rescuers

Thakurgaon Animal Rescuers বোবা প্রাণীদের সেবায় নিয়োজিত।
জরুরি ?

আসসালামু আলাইকুম প্রিয় ঠাকুরগাঁওবাসী
আমরা ঠাকুরগাঁও শহরের মধ্যে অসহায়,অসুস্থ,বিপদগ্রস্ত পশুদের বন্ধু!
আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে এসব বোবা প্রাণীদের পাশ্বে থাকার চেষ্টা করবো।
আপনাদের সকলের কাছে শুধু একটাই অনুরোধ রইবে, যদি আপনারা আপনাদের আশেপাশে কোন অসহায়,অসুস্থ,বিপদগ্রস্ত পশু দেখতে পান তাহলে আমাদের সাথে পেজে যোগাযোগ করে আমাদের জানাবেন অথবা জরুরি কল করবেন।
মুবাশশির মুবিনঃ01302838443
মো: মুহতাসিম আরেফিন রৌদ্রঃ01776922880
আমাদের কাজের জন্য আপনাদের সহযোগিতা কাম্য করছি।
ধন্যবাদ

13/01/2024

Trying best for them.🌼

31/12/2023

৩১ ডিসেম্বর এর উদ্যোগ এর কাজ চলমান
কুকুর খাওয়ানোর জন্য রান্নার প্রস্তুতি চলছে
আমরা ৯:০০ থেকে আনুমানিক ৯:৩০ মধ্যে কুকুর খাওয়ানোর জন্য রাস্তায় বের হবো।
আপনারা যে কেউ চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন!
আতশবাজি ফোটানো থেকে বিরত থাকুন,
কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার ❤️
আমাদেট লক্ষ ভালোবাসা দিয়ে প্রাণী দের বাচিয়ে রাখা❤️

31/12/2023

শকুন উদ্ধারের জন্য আমাদের কাছে সাহায্য চেয়ে গত ২৪ ডিসেম্বর আমাদের কাছে ফোন আসে,
আমরা বেশি সময় নষ্ট না করে দ্রুত গিয়ে শকুনটাকে নয়ে আসি এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে সেই রাতেই সিংরা ফরেস্ট এ রেখে আসি।
তখন রাত প্রায় ১১টা বাজে তাই সেদিন তার চিকিৎসা শুরু করা সম্ভব হয়নি।
এরপর প্রতিদিন ফরেস্ট ডিপার্টমেন্ট এর কাছ থেকে খোঁজ নেওয়া হতো এবং সবশেষে ৩০ তারিখ আবারও সেই শকুনের সাথে দেখা করতে যাই।
আলহামদুলিল্লাহ সে সুস্থ হওয়ার পথে🖤
আমরা একটা বিলুপ্তপ্রায় পাখিকে নতুন জীবন দেওয়ার মাধ্যমে বছরের শেষটা পালন করলাম।
এবার আপনাদের পালা! আশাকরি আপনারা নতুন বছরটা কারও ক্ষতি না করে,কোন জীব হত্যা না করে সুন্দরভাবে পালন করবেন। আতশবাজি/ফানুস এর অত্যাচার বন্ধ করি, বেচে থাকুক পরিবেশের সকল সুন্দর প্রানীরা🖤

08/10/2023

আসসালামু আলাইকুম🖤
আপনার একটু প্রচেষ্টায় বেঁচে যাবে অনেকগুলো অবলা ও বাকহীন প্রাণী। যারা অধিক যন্ত্রনায় এদিক ওদিক ছোটাছুটি করে 💔
Thakurgaon Animal Rescuers এর সাথে যোগ দিয়ে বাকহীন প্রাণীর সেবা করুন।
ঠাকুরগাঁও জেলার ভেতর রেস্কিউ, খাবার খাওয়ানো সহ বোবা প্রাণীদের সেবায় এগিয়ে আসুন।
নতুন ভলেন্টিয়ার সংগ্রহ করা হচ্ছে,যারা আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করবেন।
ধন্যবাদ😊
People For Animals,Bangladesh

07/04/2023
Cat & Dog Vaccination Campaign 2023>Cat Flue {Cat}>Parvo {Dog}>Rabbis {Cat & Dog}(বিড়াল/কুকুর এর  ৯০ দিন (৩ মাস) বয়স এর ...
08/03/2023

Cat & Dog Vaccination Campaign 2023
>Cat Flue {Cat}
>Parvo {Dog}
>Rabbis {Cat & Dog}

(বিড়াল/কুকুর এর ৯০ দিন (৩ মাস) বয়স এর পর ভেক্সিন দেওয়া যায়)

আপনাদের বাসায় যাদের বিড়াল/কুকুর আছে তারা আমাদের কাছ থেকে ভেক্সিন করিয়ে নিতে পারবেন।
ভেক্সিন প্রি-অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।
Contact:
01302-838443
Mubassir Mubin
নিজে নিরাপদ এ থাকুন এবং আপনার পোষা প্রানীকেও সুস্থ রাখুন।
Thakurgaon Animal Rescuers

Street Cat & Dog Vaccination Campaign 2023
রাস্তার অসহায় কুকুর/বিড়াল এর ভেক্সিন এর জন্য ডোনেট করুন🐾
রাস্তায় অবস্থানরত কুকুর/প্রানীদের দেখার কেউ থাকেনা সচরাচর।
ওদের ভেক্সিন দেওয়া সম্ভব হলে কোন ভাইরাস সংক্রামিত রোগে আক্রান্ত হয়ে কষ্ট পেয়ে মারা যাবে না।
আপনার সামান্য উপহার একটি প্রাণকে বাচিয়ে রাখবে।
Donation👇
01302838443 (Bikas/Nagad)
People For Animals,Bangladesh

03/10/2022

A memory of 2021🖤🐾
Spot Treatment
Rescuers:
Mubassir Mubin
Md. Muhtasim Arefin Roudro

ꜱᴛᴀʏ ᴄᴏɴɴᴇᴄᴛᴇᴅ 👇
People For Animals,Bangladesh (ᴡᴏʀᴋɪɴɢ ᴛᴀʀɢᴇᴛ ᴀʟʟᴏᴠᴇʀ ʙᴀɴɢʟᴀᴅᴇꜱʜ)

Thakurgaon Animal Rescuers
(ᴡᴏʀᴋɪɴɢ ᴀʀᴇᴀ ᴛʜᴀᴋᴜʀɢᴀᴏɴ ᴅɪꜱᴛʀɪᴄᴛ)

Dinajpur Animal Rescuers (ᴡᴏʀᴋɪɴɢ ᴀʀᴇᴀ ᴅɪɴᴀᴊᴘᴜʀ ᴅɪꜱᴛʀɪᴄᴛ)

Cat & Dog Society Thakurgaon (ᴀᴅᴏᴘᴛɪᴏɴꜱ,ᴘᴇᴛꜱ ᴘʀᴏʙʟᴇᴍꜱ,ꜱᴏʟᴜᴛɪᴏɴꜱ,ꜱᴜɢɢᴇꜱᴛɪᴏɴꜱ,ᴀᴅᴠɪꜱᴇᴇꜱ)

Cat & dog society Dinajpur (ᴀᴅᴏᴘᴛɪᴏɴꜱ, ᴘᴇᴛꜱ ᴘʀᴏʙʟᴇᴍꜱ,ꜱᴏʟᴜᴛɪᴏɴꜱ,ꜱᴜɢɢᴇꜱᴛɪᴏɴꜱ,ᴀᴅᴠɪꜱᴇᴇꜱ)

𝐀𝐧𝐝 𝐬𝐨𝐦𝐞 𝐨𝐭𝐡𝐞𝐫 𝐭𝐞𝐚𝐦 & 𝐭𝐞𝐚𝐦𝐦𝐚𝐭𝐞𝐬🖤
𝚈𝚘𝚞 𝚌𝚊𝚗 𝚓𝚘𝚒𝚗 𝚞𝚜:

https://forms.gle/BxivP2WsaXCqqoUc9

02/10/2022

Late night spot treatment...
Rescuer:
Mubassir Mubin

ꜱᴛᴀʏ ᴄᴏɴɴᴇᴄᴛᴇᴅ 👇
People For Animals,Bangladesh (ᴡᴏʀᴋɪɴɢ ᴛᴀʀɢᴇᴛ ᴀʟʟᴏᴠᴇʀ ʙᴀɴɢʟᴀᴅᴇꜱʜ)

Thakurgaon Animal Rescuers
(ᴡᴏʀᴋɪɴɢ ᴀʀᴇᴀ ᴛʜᴀᴋᴜʀɢᴀᴏɴ ᴅɪꜱᴛʀɪᴄᴛ)

Dinajpur Animal Rescuers (ᴡᴏʀᴋɪɴɢ ᴀʀᴇᴀ ᴅɪɴᴀᴊᴘᴜʀ ᴅɪꜱᴛʀɪᴄᴛ)

Cat & Dog Society Thakurgaon (ᴀᴅᴏᴘᴛɪᴏɴꜱ,ᴘᴇᴛꜱ ᴘʀᴏʙʟᴇᴍꜱ,ꜱᴏʟᴜᴛɪᴏɴꜱ,ꜱᴜɢɢᴇꜱᴛɪᴏɴꜱ,ᴀᴅᴠɪꜱᴇᴇꜱ)

Cat & dog society Dinajpur (ᴀᴅᴏᴘᴛɪᴏɴꜱ, ᴘᴇᴛꜱ ᴘʀᴏʙʟᴇᴍꜱ,ꜱᴏʟᴜᴛɪᴏɴꜱ,ꜱᴜɢɢᴇꜱᴛɪᴏɴꜱ,ᴀᴅᴠɪꜱᴇᴇꜱ)

𝐀𝐧𝐝 𝐬𝐨𝐦𝐞 𝐨𝐭𝐡𝐞𝐫 𝐭𝐞𝐚𝐦 & 𝐭𝐞𝐚𝐦𝐦𝐚𝐭𝐞𝐬🖤
𝚈𝚘𝚞 𝚌𝚊𝚗 𝚓𝚘𝚒𝚗 𝚞𝚜:

https://forms.gle/BxivP2WsaXCqqoUc9

আসসালামু আলাইকুম প্রিয় ঠাকুরগাঁওবাসী।আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছে।আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঠাকুরগাঁও...
11/09/2022

আসসালামু আলাইকুম প্রিয় ঠাকুরগাঁওবাসী।
আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছে।
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঠাকুরগাঁওয়ে রেস্কিউ পরিচালনার পাশাপাশি পেট এনিমেল(বিড়াল,খরগোশ,কুকুর) এডপশনের ব্যবস্থা করা হয়েছে অনেক আগেই।
যারা মনে করেন এডপশনের জন্য টাকা লাগে তাদের বলে দেওয়া হচ্ছে "এডপশন সম্পূর্ণ ফ্রি"
বিড়াল এর জন্য দরকার একটা ভালো পরিবার টাকা না।
People For Animals,Bangladesh এর পক্ষ্য থেকে Adoption Form যোগ করা হলো।
প্রত্যেক এডপশনের জন্য এই ফর্ম পূরণ করতে হবে।
কিছু অসাধু মানুষ আছেন যারা সৃষ্টিকর্তার দেওয়া নিয়ামত বেচাকেনা শুরু করেছেন ঠাকুরগাঁও শহরে।
এদের ব্যবসা বন্ধ করতে হলে আপনাদের আগে মনে রাখতে হবে "বিড়াল,কুকুর কেনাবেচা হারাম"
যাদের জানা নেই তাদের জন্য একটা হাদিস এর একটা লিফলেট দেওয়া হলো।

ঠাকুরগাঁও শহরের মধ্যে এডপশনের গ্রুপঃ
Cat & Dog Society Thakurgaon

বিড়াল ব্যবসায়ীঃ +880 1762-952711 https://www.facebook.com/Sanjimul
(আমাদের লোকজন সব জাগায় আছে তাই এবারের মতো সতর্ক করা হলো, আগামীতে কখনো বেচাকেনা চোখে পড়লে প্রানী কল্যাণ আইনের আওতায় মামলা দেওয়া হবে ইনশাআল্লাহ)

ধন্যবাদ
©Mubassir Mubin

ꜱᴛᴀʏ ᴄᴏɴɴᴇᴄᴛᴇᴅ 👇
People For Animals,Bangladesh.(ᴡᴏʀᴋɪɴɢ ᴛᴀʀɢᴇᴛ ᴀʟʟᴏᴠᴇʀ ʙᴀɴɢʟᴀᴅᴇꜱʜ)

Thakurgaon Animal Rescuers (ᴡᴏʀᴋɪɴɢ ᴀʀᴇᴀ ᴛʜᴀᴋᴜʀɢᴀᴏɴ ᴅɪꜱᴛʀɪᴄᴛ)

Dinajpur Animal Rescuers (ᴡᴏʀᴋɪɴɢ ᴀʀᴇᴀ ᴅɪɴᴀᴊᴘᴜʀ ᴅɪꜱᴛʀɪᴄᴛ)

Cat & Dog Society Thakurgaon (ᴀᴅᴏᴘᴛɪᴏɴꜱ,ᴘᴇᴛꜱ ᴘʀᴏʙʟᴇᴍꜱ,ꜱᴏʟᴜᴛɪᴏɴꜱ,ꜱᴜɢɢᴇꜱᴛɪᴏɴꜱ,ᴀᴅᴠɪꜱᴇᴇꜱ)

Cat & dog society Dinajpur (ᴀᴅᴏᴘᴛɪᴏɴꜱ, ᴘᴇᴛꜱ ᴘʀᴏʙʟᴇᴍꜱ,ꜱᴏʟᴜᴛɪᴏɴꜱ,ꜱᴜɢɢᴇꜱᴛɪᴏɴꜱ,ᴀᴅᴠɪꜱᴇᴇꜱ)

𝐀𝐧𝐝 𝐬𝐨𝐦𝐞 𝐨𝐭𝐡𝐞𝐫 𝐭𝐞𝐚𝐦 & 𝐭𝐞𝐚𝐦𝐦𝐚𝐭𝐞𝐬🖤
𝚈𝚘𝚞 𝚌𝚊𝚗 𝚓𝚘𝚒𝚗 𝚞𝚜:

https://forms.gle/BxivP2WsaXCqqoUc9

Rest in peace অস্টিন & মাইলো 💔মাত্র ১৮ দিনের ব্যবধানে ঠাকুরগাঁও Animal society family এর ২টা বিড়াল ফ্লু আক্রান্ত হয়ে বিদ...
05/07/2022

Rest in peace অস্টিন & মাইলো 💔
মাত্র ১৮ দিনের ব্যবধানে ঠাকুরগাঁও Animal society family এর ২টা বিড়াল ফ্লু আক্রান্ত হয়ে বিদায় নিয়ে গেলো।
we'll miss you legends🥀🐾

বিড়াল এর গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা আঘাত করবেন না।এমন কি পা লাগিয়ে আদরও করবেন না।মনে রাখবেন❗বিড়াল একমাত্র ...
18/05/2022

বিড়াল এর গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা
আঘাত করবেন না।এমন কি পা লাগিয়ে আদর
ও করবেন না।

মনে রাখবেন❗
বিড়াল একমাত্র মাংসাসী প্রাণী যাকে-
আমাদের নবী (সাঃ) ভালোবেসে তার গায়ে হাত
বুলিয়ে ছিলেন,কোলে বসিয়েছেন।

বিড়াল সেই প্রাণী যে,
পবিত্র কাবার গিলাফে গা লাগিয়ে ঘুমায়।

বিড়াল সেই প্রাণী যার জন্য মক্কায় মুসল্লিগণ কাতার ভেঙে
দাঁড়ায়।তাও তাকে কেউ স্থান থেকে উঠায় না।

বিড়াল সেই প্রাণী যাকে পানি পান করানোর জন্য মক্কায়
আলাদা লোক নিয়োগ দেওয়া হয়।

বিড়াল সেই প্রাণী যার মুখ লাগানো এটো খাদ্য মা আয়েশা মুখে নিয়েছেন।

বিড়াল সেই প্রাণী যার জিহ্বা দ্বারা চাটা পানিতে আল্লাহর
হাবীব নবী কারিম (সাঃ) ওযু করেছেন।

বিড়ালকে সরাসরি হত্যা করা কিংবা অনাহারে রেখে মেরে
ফেলা হারাম এ কারণে জাহান্নামে যেতে হবে।
[ সহীহ মুসলিম -৫৭৪৫]

রাসূল (সাঃ) বলেছেন বিড়াল অপবিত্র (প্রাণী) নয়
বিড়াল তো সর্বদা তোমাদের আশেপাশেই ঘুরাফেরা
করে থাকে।
[ সুনানে আবু দাউদ-৭৬ ]

🔶 Cat Flu 🔶বিড়ালের সবধরনের রোগের মধ্যে Cat Flu অতি পরিচিত একটি রোগ। এটি এক ধরনের ভাইরাল ইনফেকশন যা শ্বাসযন্ত্রের মধ্যে ব...
14/05/2022

🔶 Cat Flu 🔶

বিড়ালের সবধরনের রোগের মধ্যে Cat Flu অতি পরিচিত একটি রোগ। এটি এক ধরনের ভাইরাল ইনফেকশন যা শ্বাসযন্ত্রের মধ্যে বিস্তার হয়। বাচ্চা বিড়াল, বড় বিড়াল, বয়স্ক বিড়াল , সববয়সী বিড়ালের এ রোগ হতে পারে, তবে বাচ্চা বিড়ালের জন্য এটি খুবই মারাত্মক। Feline Herpes Virus-1 (FHV-1) এবং Feline Calicivirus (FCV) ভাইরাসের কারনে Cat Flu হয়। সবচেয়ে ক্ষতিকর বিষয় হচ্ছে এক বিড়ালের থেকে অন্য বিড়ালে Cat Flu খুব দ্রুত ছড়ায় কিন্তু মানুষের মধ্যে এই জ্বর সংক্রামিত হয় না।

🛑 Feline Herpes Virus-1 (FHV-1) এর কারনে হওয়া Cat Flu এর লক্ষনসমুহ :

১) বিড়ালের চোখের ঝিল্লিতে এই ভাইরাস আক্রমন করে। চোখ সাদা, স্ফিত এবং লাল হয়ে যায় এবং চোখে পুঁজ জমে। মাঝেমাঝে এর ফলে কর্নিয়াতে আলসার হয়।

২) Cat Flu বিড়ালের ঘ্রানশক্তি কমিয়ে দেয়। ঘন ঘন হাঁচি দেওয়া এর প্রধান লক্ষন। নাক দিয়ে তরল পানির মত পদার্থ বের হয় এবং সময়ের সাথে সাথে তা ঘন ও সবুজ রঙ ধারন করে।

৩) বিড়ালের স্বাভাবিক তাপমাত্রা 100.4º to 102.5º ফারেনহাইট। জ্বর হলে এ তাপমাত্রা অনেক বেড়ে যায়। বিড়াল খাওয়াদাওয়া বন্ধ করে দেয়।অনেক সময় পানিশূন্য হয়ে পড়ে পর্যাপ্ত পানি না খাওয়ার কারনে।

৪) Pregnant বিড়ালের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে । আর বাচ্চা হয়ে গেলে মা বিড়ালের থেকে বাচ্চাদের হওয়ার আশংকা থাকে।

🛑 Feline Calicivirus (FCV) এর কারনে হওয়া Cat Flu এর লক্ষনসমুহ :

১) বিড়ালের মুখ, জিহবা, ঠোট, নাকের ডগায় ক্ষত বা ঘা হয়ে যায়। দাঁতের মাড়িতেও ঘা হয় Cat Flu এর কারনে। অনেক সময় লালা পড়ে।

২) বিড়ালের ঠাণ্ডা লেগে নাক দিয়ে, চোখ দিয়ে পানি ঝরতে থাকে।

৩) বিড়ালের জ্বর থাকতে পারে আবার নাও থাকতে পারে। কিন্তু সে কিছু খেতে পারবে না মুখের ঘায়ের কারনে। খাওয়ার সময় ব্যথা পাওয়ার কারনে বিড়াল কিছু খেতে চায় না। সময়ের সাথে সাথে এটা অনেক বাড়তে থাকে।

৪) হাড়ের জোড়ায় ব্যথার কারনে বিড়াল খোঁড়াতে থাকে। প্রথমে সামনের এক পা, পরে দুই পা দিয়ে হাঁটতে পারে না। পায়ের তালুতে ঘা সৃষ্টি হয়।

💉 Cat Flu এর চিকিৎসা :

Cat flu এর তেমন কোন চিকিৎসা নেই। শুধুমাত্র সঠিক সময়ে প্রতিষেধক টিকা(vaccine) দেওয়ার মাধ্যমে এর থেকে রক্ষা পাওয়া যায়। তিনমাস বয়সের পরে অবশ্যই বিড়ালকে টিকা দিতে হবে। তবে এই লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে। এ রোগে অনেক বিড়াল মারা যায়। আবার অনেকক্ষেত্রে বিড়াল নিজে নিজেই সুস্থ হয়ে যায়।

✔️ Cat Flu তে আক্রান্ত বিড়ালের যত্ন :

শীতকালে এ রোগ অনেক বেশি হয়। এ সময় বিড়ালকে ঠাণ্ডা পানিতে গোসল করানো যাবে না। এ রোগে আক্রান্ত হলে বিড়ালের অনেক যত্ন নিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রামে রাখতে হবে। তাকে ঠাণ্ডা থেকে দূরে গরম কোনও স্থানে রাখতে হবে। গরমকাপড় অথবা কম্বল দিয়ে ঢেকে রাখতে হবে। উষ্ণগরম খাবার, মুরগির স্যুপ, স্যালাইন, গ্লুকোজ, পানি ইত্যাদি খাওয়াতে হবে। এসময় বিড়াল খেতে চাইবে না কিন্তু অল্প অল্প করে খাওয়াতে হবে যাতে সে পানিশূন্য এবং দুর্বল না হয়ে পরে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সময়মত ওষুধ খাওয়াতে হবে এবং ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
বাড়িতে অন্য বিড়াল থাকলে অবশ্যই তাকে আলাদা করে অন্যস্থানে রাখার ব্যবস্থা করতে হবে কারন এটি সংক্রামক রোগ। Cat Flu এর ভাইরাস অসুস্থ বিড়ালের লালা ও হাঁচির মাধ্যমে ছড়ায়। তাই Litter box এবং খাবারের বাটি আলাদা করে দিতে হবে। অন্য বিড়ালের মধ্যে যাতে Cat Flu না ছড়ায় তাই অসুস্থ বিড়ালকে ধরে দুহাত ডেটল বা স্যাভলন দিয়ে ধুতে হবে।
প্রতিবছর Cat Flu তে আক্রান্ত হয়ে অনেক বিড়াল মারা যায়। তাই আপনার আদরের বিড়ালটিকে নিয়মিত যত্ন নিয়ে এবং টিকা দিয়ে সবধরনের রোগ থেকে দূরে রাখুন।

Thakurgaon Animal Rescuers 🌸
Join our group 👇
Cat & Dog Society Thakurgaon
Stay connected 🤍

People For Animals,Bangladesh আসসালামু আলাইকুম🐾আগামীকাল ২ মে ২০২২।( চাঁদরাত)এ সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আতশবাজি ফাটি...
01/05/2022

People For Animals,Bangladesh
আসসালামু আলাইকুম🐾
আগামীকাল ২ মে ২০২২।( চাঁদরাত)
এ সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আতশবাজি ফাটিয়ে থাকে তরুণ প্রজন্ম।
আপনাদের সল্প সময়ের আনন্দ করার সময় যেন আশেপাশের পশুপাখিরা ক্ষতিগ্রস্ত না হয় সে দিকে একটু নজর রাখবেন🙂
তাদের জন্যও যেন ঈদটা সুন্দর হয়।
ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে তাদের আঘাত/ক্ষতি করবেন নাহ।
তারাও ব্যথা অনুভব করে 💔
আপনি ব্যাথা পাওয়া ১দিনের মধ্যে চিকিৎসা পেয়ে যাবেন।
আপনার প্রিয়জনেরা আপনাকে নিয়ে জরুরি বিভাগে যাবে এবং আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন।
কিন্তু এইসব অসহায় পশুদের প্রিয়জনরা(আমরা) তাদের খুজতে অনেক দেরি করে ফেলতে পারি।
হয়তো ১০ দিন পরে তাদের ক্ষতটা চোখে পরবে।
তখন তার চিকিৎসা দিয়ে তাকে ঠিকই সুস্থ করবো কিন্তু এই ১০দিন তারা যে কষ্ট পাবে সেটা আমরা চাই না।
তাই নিজে সাবধানে থেকে আনন্দ করুন এবং তাদেরও সুন্দর জীবন উপহার দিন🤲

আপনাকে নতুন ঈদের শুভেচ্ছা জানাই🐾
ধন্যবাদ🖤
©

Subhanallah🖤
30/04/2022

Subhanallah🖤

People For Animals,Bangladesh কতৃক পরিচালিত Thakurgaon Animal Rescuers এ নতুন ভলেন্টিয়ার নেওয়া হচ্ছে।আগ্রহীদের পেজে অথবা...
22/02/2022

People For Animals,Bangladesh কতৃক পরিচালিত Thakurgaon Animal Rescuers এ নতুন ভলেন্টিয়ার নেওয়া হচ্ছে।
আগ্রহীদের পেজে অথবা নিম্নের আইডিতে ইনবক্স করার জন্য বলা হলো।
https://www.facebook.com/Mubassirmubin404


Thakurgaon Animal Rescuers এর নতুন পরিবার

🐾🐾🐾
31/12/2021

🐾🐾🐾

আসসালামু আলাইকুম🐾
আজ ৩১ডিসেম্বর ২০২১।
আজ রাত বাংলাদেশের বিভিন্ন জায়গায় আতশবাজি ফোটিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হবে😶
আপনাদের সল্প সময়ের আনন্দ করার সময় যেন আশেপাশের পশুপাখিরা ক্ষতিগ্রস্ত না হয় সে দিকে একটু নজর রাখবেন🙂
তাদের জন্যও যেন নতুন বছরটা সুন্দর হয়।
ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে তাদের আঘাত/ক্ষতি করবেন নাহ।
তারাও ব্যথা অনুভব করে 💔
আপনি ব্যাথা পাওয়া ১দিনের মধ্যে চিকিৎসা পেয়ে যাবেন।
আপনার প্রিয়জনেরা আপনাকে নিয়ে জরুরি বিভাগে যাবে এবং আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন।
কিন্তু এইসব অসহায় পশুদের প্রিয়জনরা(আমরা) তাদের খুজতে অনেক দেরি করে ফেলতে পারি।
হয়তো ১০ দিন পরে তাদের ক্ষতটা চোখে পরবে।
তখন তার চিকিৎসা দিয়ে তাকে ঠিকই সুস্থ করবো কিন্তু এই ১০দিন তারা যে কষ্ট পাবে সেটা আমরা চাই না।
তাই নিজে সাবধানে থেকে আনন্দ করুন এবং তাদেরও সুন্দর জীবন উপহার দিন🤲

আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই🐾

People For Animals,Bangladesh আসসালামু আলাইকুম প্রিয় ঠাকুরগাঁওবাসী। আশা করি সকলে ভালো আছেন। আপনার প্রাপ্তবয়স্ক বিড়াল বা ...
07/12/2021

People For Animals,Bangladesh
আসসালামু আলাইকুম প্রিয় ঠাকুরগাঁওবাসী।
আশা করি সকলে ভালো আছেন।
আপনার প্রাপ্তবয়স্ক বিড়াল বা কুকুর এর ভেক্সিন এর ব্যবস্থা করা হয়েছে। (অবশ্যই চার্জ প্রযোজ্য)

কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
>৮০/৯০ দিনের বয়সের আগে আপনার কুকুর/বিড়াল খেলার ছলে কামর(play bites) দিলে সেটার জন্য আপনার কোন ভেক্সিন প্রয়োজন হবে না।

>৮০/৯০ দিন এর পর অর্থাৎ ৩মাস বয়সের পরে আপনার বিড়াল বা কুকুর খেলার ছলে কামর দিলে সেটার জন্য আপনাকে অবশ্যই নিকটতম সরকারি হাসপাতালে গিয়ে ভেক্সিন দিয়ে আসতে হবে(৪৮ ঘন্টার মধ্যে)

>আপনার কুকুর বা বিড়াল(বয়সঃ৩মাস এর অধিক) কে ভেক্সিন দিয়ে নিলে সে কামর বা আচর দলে সেটার জন্য আপনাকে হাসপাতালে গিয়ে নিজেকে ভেক্সিন দিতে হবে না।

তাই আপনার প্রিয় কুকুর বা বিড়ালকে ভেক্সিন দিয়ে নিশ্চিন্তে তার সাথে খেলাধুলা করুন😊
নিজে নিরাপদ থাকুন এবং আপনার আশেপাশের মানুষদের নিরাপদ এ রাখুন।

বি.দ্রঃ কেউ যদি রাস্তার কুকুর বা বিড়ালের ভেক্সিন এর ব্যবস্থা করতে চান তার জন্য এক্সট্রা চার্জ নেওয়া হবে না।
ধন্যবাদ🖤

প্রয়োজনেঃ
Mubassir Mubin(President):
https://www.facebook.com/Mubassirmubin404

Md. Muhtasim Arefin Roudro(vice-president):
https://www.facebook.com/roudro.roudro.161

Siddhertho Sarkar(vice-president):
https://www.facebook.com/profile.php?id=100068940782925

03/10/2021

আসসালামু আলাইকুম প্রিয় ঠাকুরগাঁও বাসী।
আসা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন।🖤
রেস্কিউ জগতে এসে এক নতুন অনুভূতির গল্প আজ বলবো আপনাদের।
যদিও এর আগে অনেক বিড়াল/অন্যান্য প্রাণী রেস্কিউ করা হয়েছে কিন্তু সেগুলো সম্পর্কে কিছু পোস্ট করা হয়নি কারণ সেগুলো রেস্কিউ করা হয়েছিল আপনাদের সাহায্যে,অর্থাৎ আপনারা আপনারা এসব অসহায় প্রানীর খোঁজ দিয়েছিলেন তারপর আমরা সেবা দিয়েছি কিন্তু এই বাচ্চাটির খোঁজ কেউ দেয়নি।
রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ ড্রেনের ভেতর থেকে আওয়াজ শুনে তাকে সাথে নিয়ে আসা হয়।
তাকে নিয়ে আসার সময় থেকে খাওয়ানোর আগ পর্যন্ত সে এতটাই চিল্লাচিল্লি করেছে যেটা বলার মতো ছিলো না।
তাকে খাবার দেওয়ার সাথে সাথে তার চঞ্চলতাটা কোথায় যেন হাড়িয়ে গেলো। সে যখন খাচ্ছিলো তখন তার দিকে দেখে অনেকটা শান্তি অনুভব করছিলাম, সে হয়তো অনেক সময় পরে আমার কারণে খেতে পারছে🥰
এরপর কিছুক্ষণ আমার পায়ে পায়ে ঘুরে বেড়ালো।
অনেক অল্প সময়েই সে আমকে অনেকটা খুশি করে দিয়েছে।
আর যখন আমি পোস্ট লেখা শুরু করেছিলাম তখন সে খুব মনোযোগ দিয়ে ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার গা ঘেষে ঘুমিয়ে পরলো।
সম্পুর্ন বিষয়টা আমার কাছে অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি করেছে।
আমার পাশে সেই অসহায় বিড়ালের বাচ্চাটি শুয়ে সুখের একটা ঘুম ঘুমাচ্ছে যেটা হয়তো আজ তাকে না নিয়ে আসলে অনুভব করা হতো না,হয়তো কাল সে ড্রেনের কোন এক কোনায় তার নিথর দেহর দেখা মিলত। আমি তার অল্প সাহায্যই করেছি আর তার বদলে সে আমার সারাদিনের ক্লান্তি,মানসিক অশান্তি দূর করে দিলো।

অবশেষে বলতে চাই যদি আপনিও রাস্তায় এমন অসহায় কোন প্রানীর সন্ধান পান তাহলে অবশ্যই এই অসম্ভব সুন্দর অনুভূতিটা উপভোগ করার চেষ্টা করুন।
আমি/আমরা তাদের সেবা করে যে শান্তি অনুভব করি আপনি/আপনারা কখনো সুযোগ পেলে সেটা হাতছাড়া করবেন না।

ধন্যবাদ।

04/09/2021

আসসালামু আলাইকুম প্রিয় ঠাকুরগাঁওবাসী🖤
আশা করছি সকলেই ভালো আছেন।
অনেকেই বিড়ালের বাচ্চা পালন শুরু করেছেন এবং অনেকে বিড়ালের বাচ্চা পালন এর সিদ্ধান্ত নিয়েছেন।
সকলের অবগতির জন্য জানাচ্ছি,একটি প্রাণীর দায়িত্ব নেওয়ার জন্য এবং দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত গ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন বিড়ালের বাচ্চার বয়স যেন ১মাসের বেশি হয়।
কারণ ১ মাস বয়স পর্যন্ত এই বাচ্চাগুলো মায়ের দুধ খায় তাই ১ মাস বয়সের কম এমন বিড়ালের বাচ্চার দায়িত্ব নিলে সেই বাচ্চাটি মায়ের দুধ থেকে বঞ্চিত হয়ে পড়বে এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে।
তাই সকলের কাছে অনুরোধ এই বিষয়টি খেয়াল রেখে বিড়ালের বাচ্চা পালন করেন।
সকালের সুস্থতা কামনা করছি❤️
ধন্যবাদ।

27/08/2021
আসসালামু আলাইকুম 🖤আশা করি সকলে ভালো আছেন। আগামী ২১জুলাই পবিত্র ঈদুল আজহা। আমরা অনেকেই কুরবানির সময় একটা ভুল করে থাকি, সে...
19/07/2021

আসসালামু আলাইকুম 🖤
আশা করি সকলে ভালো আছেন।
আগামী ২১জুলাই পবিত্র ঈদুল আজহা।
আমরা অনেকেই কুরবানির সময় একটা ভুল করে থাকি, সেটা হলো কুরবানির পশুর রক্ত বা অন্যান্য কিছু অংশ আমরা যেখানে সেখানে ফেলে রাখি।
পরবর্তীতে সেগুলো কুকুর খেয়ে ফেলে।
রাস্তার কুকুর দের এসব খাবার কেউ প্রতিদিন দেয়না। তাই হঠাৎ এসব খেয়ে তারা হিংস্র হয়ে যেতে পারে এবং পরবর্তীতে এসব খাবার আবার খুজবে কিন্তু না পেয়ে হয়তো গরু,ছাগল,মুরগী এমনকি মানুষকেও আক্রমণ করে বসতে পারে।
তাই কুরবানির পশুর রক্ত এবং অন্যান্য অংশ যেখানে সেখানে ফেলে না রেখে মাটিতে পুতে ফেলার চেষ্টা করবো।
আপনার সুস্থতা কামনা করছি,
সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা❤️
ধন্যবাদ🖤

জীবন যুদ্ধে হেরে যাওয়া একটি বিড়াল ছানা🥀গত ২/৩জুলাই সন্ধ্যায় ইসলামবাগ এলাকায় কোন মানুষ রুপি পশু একটা পলিথিন ব্যাগে করে ২ট...
09/07/2021

জীবন যুদ্ধে হেরে যাওয়া একটি বিড়াল ছানা🥀
গত ২/৩জুলাই সন্ধ্যায় ইসলামবাগ এলাকায় কোন মানুষ রুপি পশু একটা পলিথিন ব্যাগে করে ২টা বিড়ালের বাচ্চা (বয়স ৪/৫ দিন) ড্রেনে ফেলে দেয়।
তাদের উদ্ধার করে তাদের দায়িত্ব নেয় সেই এলাকার একটি পরিবার কিন্তু তাদের ২জনের অবস্থা ভালো না হওয়ায় তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং ৪জুলাই তাদের এডপ্ট করার জন্য যাওয়া হয় আর এরই মাঝে ২জনের একজন মারা যায়।
অন্যজনকে নিয়ে এসে যত্ন নেওয়া শুরু করেছিলাম।
তার শরীরে অনেক পোকা ধরেছিল প্রথম দিকে আমি অনেকটা হতাশ ছিলাম তাকে কিভাবে সুস্থ করব ভেবে কিন্তু তার বাচার ইচ্ছেটা দেখে অনেক সাহস পেয়েছিলাম।
সে ২দিনের মধ্যে সম্পুর্ন সুস্থ হয়ে উঠেছিল।
আজ হঠাৎ মারা গেল।
সে বাচতে চেয়েছিল কিন্তু আমরা তো মানুষ আমরা তাদের সাথে এমন কিছু ব্যবহার করে ফেলি যেটায় তারা হেরে যায়🙂
এরপর থেকে ঠাকুরগাঁও শহরের কোথাও কোন পশু/পাখির উপর বিরক্ত হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদের অন্য কোথাও নিয়ে গিয়ে রেখে আসবো তবুও তাদের সাথে এরকম অমানবিক ব্যবহার করবেন না অনুরোধ রইলো🙂
ধন্যবাদ।

এই পৃথিবী যেমন আমার আপনার, তেমনি প্রাণীদেরও। যৌনসঙ্গম ও প্রজনন প্রতিটি প্রাণীর অধিকার। সেই অধিকার খর্ব করা ও তাদেরকে শার...
04/06/2021

এই পৃথিবী যেমন আমার আপনার, তেমনি প্রাণীদেরও। যৌনসঙ্গম ও প্রজনন প্রতিটি প্রাণীর অধিকার। সেই অধিকার খর্ব করা ও তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা জঘন্য অপরাধ ও অমানবিকতা।

শুধু জন্মসূত্রে 'মানুষ' না হয়ে মানুষের মতো মানবিক আচরণও করুন। পৃথিবী নিরাপদ হোক সকল প্রাণীর জন্য।

আসসালামু আলাইকুম প্রিয় ঠাকুরগাঁওবাসী।আশা করছি সকলেই ভালো আছেন।আমরা Thakurgaon Animal Rescuers Team গতকাল বিকেলে এই অসহায়...
30/05/2021

আসসালামু আলাইকুম প্রিয় ঠাকুরগাঁওবাসী।
আশা করছি সকলেই ভালো আছেন।
আমরা Thakurgaon Animal Rescuers Team গতকাল বিকেলে এই অসহায় কুকুরটির সন্ধান পাই এবং বিষয়টা জটিল হওয়ায় এবং সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে কাল তার চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।
আজ অনেক জাগায় খুজেও তাকে পাওয়া যায়নি।
কেউ যদি এই কুকুরটিকে কোথাও দেখতে পান তবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।
ধন্যবাদ❤️

আসসালামু আলাইকুম প্রিয় পশু প্রেমিকগন ❤️আশা করি সকলেই ভালো আছেন। খুব শীগ্রই বাংলাদেশ একটি ঘূর্নিঝড়ের সম্মুখীন হতে চলেছে। ...
24/05/2021

আসসালামু আলাইকুম প্রিয় পশু প্রেমিকগন ❤️
আশা করি সকলেই ভালো আছেন।
খুব শীগ্রই বাংলাদেশ একটি ঘূর্নিঝড়ের সম্মুখীন হতে চলেছে।
বাংলাদেশের অনেক অঞ্চলে এটি আঘাত আনতে পারে।
এই ঝড়ের সময় অনেক অসহায় পশু আপনার বাসার আশেপাশে আশ্রয় নিবে।
অনেক পশু আশ্রয় খুজে পাবে না।
এরকম পরিস্থিতিতে তারা অনেক চেষ্টা করবে নিজেকে সুরক্ষিত রাখার জন্য তাই আপনাদের কাছে অনুরোধ রইলো আপনার আশেপাশে কোন পশু আশ্রয় নিলে তাকে আশ্রয় দিবেন তাড়িয়ে দিবেন না প্লিজ🙂
আর যদি সম্ভব হয় তাহলে আপনার চোখের সামনে যে পশু আশ্রয় খুজে পায়নি তাদের নিরাপদ স্থানে আশ্রয় দিবেন।
ঝড়ের সময় অনেক পশু বিশেষ করে কুকুর একটু বিকট আওয়াজ করবে ভয় পেয়ে/অস্বাভাবিক পরিবেশ দেখে এই আওয়াজে বিরক্ত না হওয়ার অনুরোধ রইলো।
দোয়া রইলো সকলের জন্য যেন সকলেই নিরাপদে থাকতে পারি।
ধন্যবাদ🖤

আলহামদুলিল্লাহ দীর্ঘ দেড় ঘন্টা চেষ্টা করার পর বিড়ালটিকে যন্ত্রণা মুক্ত করতে সক্ষম হই।🖤যদিও এটা আমাদের প্রথম কাজ না কিন্ত...
22/05/2021

আলহামদুলিল্লাহ দীর্ঘ দেড় ঘন্টা চেষ্টা করার পর বিড়ালটিকে যন্ত্রণা মুক্ত করতে সক্ষম হই।🖤
যদিও এটা আমাদের প্রথম কাজ না কিন্তু এটা ছিলো একটা অন্যরকম অভিজ্ঞতা😅
আজ বিকাল ৪ টায় 'রাহাত কবীর' নামের একজন পেজে মেসেজ দিয়ে বিড়াটির কথা জানায়।
তার কিছুক্ষণ পরে টিমের পক্ষ থেকে 'মুবাশশির মুবিন'(President) এবং 'শাহারিয়া সিদ্দিক শিশির' (Volunteer) সেখানে যাই এবং প্রথম দিকে কিছুটা হতাশ হয়েছিলাম বিড়ালটিকে দেখে কারণ একটা লম্বা হাড্ডি বিড়ালের মুখে লাগানো ছিলো যা এতটাই শক্ত ভাবে লেগে ছিলো যে সেটা খালি হাতে টেনে তুলা একদমই সম্ভব মনে হচ্ছিলো না।
পরবর্তীতে প্রায় দেড় ঘন্টা অনেকের সহযোগিতায় বিভিন্নভাবে চেষ্টা করে সেটা তার মুখ থেকে বের করতে সফল হই।
'রাহাত কবীর' ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করে একটি প্রাণীকে সুস্থ করার জন্য😍
সকালে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন যেন এভাবে পশুদের পাশ্বে থাকতে পারি।
ধন্যবাদ🖤

"Thakurgaon Animal Rescuers" এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। ❤️
13/05/2021

"Thakurgaon Animal Rescuers" এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। ❤️

আসসালামু আলাইকুম প্রিয় ঠাকুরগাঁওবাসী🖤আসা করি সকলে ভালো এবং সুস্থ আছেন।সামনেই ঈদ এবং ঈদের আগের রাতে,ঈদের দিন আতসবাজি ফোটা...
10/05/2021

আসসালামু আলাইকুম প্রিয় ঠাকুরগাঁওবাসী🖤
আসা করি সকলে ভালো এবং সুস্থ আছেন।
সামনেই ঈদ এবং ঈদের আগের রাতে,ঈদের দিন আতসবাজি ফোটানো একটি স্বাভাবিক দৃশ্য।
কিন্তু অনেক বাচ্চা এবং কিছু বড় মানুষও আছে যারা সল্প সময়ের মজা করার জন্য বোবা প্রাণীদের ব্যবহার করে থাকে।
তারা আতশবাজি বোবা প্রাণীদের উপর ছুড়ে মারে,তাদের শরীরে আতশবাজি লাগিয়ে সেটা ফাটায়।
সকালের কাছে অনুরোধ রইলো যারা আতশবাজি ফাটান তারা যেন বোবা প্রাণীদের ক্ষতি না করেন এবং কারো সামনে যদি এরকম ঘটনা ঘটে তবে যেন সে প্রতিবাদ করে আশা করছি।
সকলকে "Thakurgaon Animal Rescuers" এর পক্ষ থেকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। ❤️
আপনার সুস্থতা কামনা করছি...
ধন্যবাদ🖤

Address

Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thakurgaon Animal Rescuers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thakurgaon Animal Rescuers:

Videos

Share