Kushtia pet clinic

  • Home
  • Kushtia pet clinic

Kushtia pet clinic ভালোবাসা🐕🐈🐇

22/09/2024

বিড়াল, কুকুরের ভ্যাকসিনের জন্য যোগাযোগ করুন
মোবা:০১৭২৩১০৮৭৯১
Kushtia pet clinic

শীতে বিড়ালের যত্ন 😺😺😺😺😺বিড়ালছানার বয়স ২ মাস হলেই ভাইরাসের টিকা দিয়ে নিতে হবে। এটা অত্যন্ত জরুরি।বিড়ালের বুক মেঝেতে লাগিয়...
22/09/2024

শীতে বিড়ালের যত্ন 😺😺😺😺😺

বিড়ালছানার বয়স ২ মাস হলেই ভাইরাসের টিকা দিয়ে নিতে হবে। এটা অত্যন্ত জরুরি।

বিড়ালের বুক মেঝেতে লাগিয়ে শুতে দেওয়া যাবে না, এতে শ্বাসনালিতে সংক্রমণের ঝুঁকি বাড়ে।

এখন বিড়ালকে হালকা গরম খাবার দিন, খাবার ঠান্ডা হয়ে গেলে তাতে জীবাণু জন্ম নিতে পারে। খাবার বাসি হয়ে গেলে সেই খাবারে যাতে বিড়াল মুখ না দেয়, সেদিকে লক্ষ রাখুন।

বিড়াল যদি বাইরে যায় তাহলে ফেরার পর কুসুম গরম পানি দিয়ে ভালো করে পা মুছে দিন, যাতে ময়লা বা জীবাণু পায়ে লেগে না থাকে।

কোনো বিড়াল অসুস্থ হয়ে পড়লে তাকে অবশ্যই সুস্থ বিড়াল থেকে আলাদা রাখুন এবং যত দ্রুত সম্ভব প্রাণী চিকিৎসকের শরণাপন্ন হোন।
ভ্যাক্সিনের জন্য যোগাযোগ করুন
মোবা:০১৭২৩১০৮৭৯১
Kushtia pet clinic

অনেকে বিড়ালের/কুকুরের ভ্যাক্সিনেশন করাতে অবহেলা করেন। বিড়াল/কুকুর কামড়ানোর পরও নিজেরও ভ্যাক্সিনেশন করাতে চান না,এইটা মনে...
05/12/2023

অনেকে বিড়ালের/কুকুরের ভ্যাক্সিনেশন করাতে অবহেলা করেন।
বিড়াল/কুকুর কামড়ানোর পরও নিজেরও ভ্যাক্সিনেশন করাতে চান না,এইটা মনে করে যে ঘরের পোষা বিড়াল/ কুকুর কামড়িয়েছে কিছুই হবে না, অনেকবার তো কামড়িয়েছে কিছুই হয়নি অথচ বিড়ালের/ কুকুরের ভ্যাক্সিনেশন করানো নেই। আবার অন্যাকেও পরামর্শ দেন ভ্যাক্সিনেশনের কোনো প্রয়োজন নেই। শুধু শুধু টাকা নষ্ট করে লাভ কি? অথচ Rabies হলে পৃথিবীর কোনো ঔষধ দিয়েই বাঁচানো সম্ভব নয় কাউকে। নিশ্চিত মৃত্যু।
আবার যারা পোষা প্রাণীর ভ্যাক্সিনেশন করাতে চান, কিন্তু সঠিক সিডিউল জানেন না কিভাবে করবেন। কবে করাবেন। সামান্য ভুলও অনেক বড় ক্ষতির কারন হয়ে দাঁড়ায়। তাই সবাইকে সচেতন হওয়া উচিত। পোষাপ্রাণীর ভ্যাক্সিনেশনের জন্য নিকটস্থ ভেটেনারিয়ানদের সাথে যোগাযোগ করা উচিত। আর আপনাকে কামড়ালে নিকটস্থ সদর হাসপাতালে ঔদিনই যোগাযোগ করবেন।

কুকুর বিড়ালকে নিউটার করার উপকারিতাঃ*যেখানে সেখানে পি করা বন্ধ হয়।*এগ্রেসিভ ব্যবহার কমে যায়।*বাইরে যাওয়ার প্রবণতা কমে যা...
23/08/2023

কুকুর বিড়ালকে নিউটার করার উপকারিতাঃ

*যেখানে সেখানে পি করা বন্ধ হয়।
*এগ্রেসিভ ব্যবহার কমে যায়।
*বাইরে যাওয়ার প্রবণতা কমে যায়।
*নিউটার করালে টেস্টিকুলার ক্যান্সার এবং প্রোস্ট্রেট ক্যান্সারের এর ঝুঁকি কমে।
*ঘরের বাইরে যাওয়ার প্রবনতা কমে। ফলে অন্য বিড়ালের সাথে ঝগড়া এবং দুর্ঘটনা ঘটার ঝুঁকি কমে
*কুকুর বিড়ালের ওজন বৃদ্ধিতে সহায়তা করে।
*কুকুর বিড়ালের জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকে।
*কুকুর বিড়ালকে দীর্ঘায়ু এবং সুস্থ রাখে।

20/08/2023
13/06/2023
আজ তারা অসহায় 😢😢😢মালিকে খুঁজে বেড়াই 😢😢😢
09/02/2023

আজ তারা অসহায় 😢😢😢মালিকে খুঁজে বেড়াই 😢😢😢

করতে গিয়েছিল গরু চুরি 🐄🐄কিন্তু দুধের লোভ আর সামলাতে পারে নাই🤣🤣ধরা পড়ে গেছে চোর😝
08/02/2023

করতে গিয়েছিল গরু চুরি 🐄🐄
কিন্তু দুধের লোভ আর সামলাতে পারে নাই🤣🤣ধরা পড়ে গেছে চোর😝

কেউ কি এই বিড়াল হত্যার আপডেট জানেন?খুনি এখন হাস্যজ্বল মুখে প্রোফাইল পিক আপলোড দিচ্ছে কমেন্টে তার গফ, বন্ধুরা কমেন্ট করছে...
27/01/2023

কেউ কি এই বিড়াল হত্যার আপডেট জানেন?
খুনি এখন হাস্যজ্বল মুখে প্রোফাইল পিক আপলোড দিচ্ছে
কমেন্টে তার গফ, বন্ধুরা কমেন্ট করছে।
যেনো কিছুই হয়নি।

একে কিভাবে মেনে নিচ্ছে এর আসে পাশের মানুষেরা?
কোনো শাস্তি কেনো হয়নি এই ছেলের?
তার আসে পাসের মানুষের মধ্যে কি কোন
বিবেচনা নেই যে সে কেমন 🤔
সে কিভাবে নির্লজ্জ মত চলতে পারে🤬

আলহামদুলিল্লাহ নিউটার ভালো ভাবে শেষ হয়েছে
23/01/2023

আলহামদুলিল্লাহ
নিউটার ভালো ভাবে শেষ হয়েছে

দুই হাতভর্তি সুখ!একটা  বিষাদের তন্দ্রা কাটায় আরেকটা ভালোবাসা ছড়িয়ে বেড়ায়🐶
19/01/2023

দুই হাতভর্তি সুখ!
একটা বিষাদের তন্দ্রা কাটায় আরেকটা ভালোবাসা ছড়িয়ে বেড়ায়🐶

শীতে বিড়ালের যত্ন 😺😺😺😺😺বিড়ালছানার বয়স ২ মাস হলেই ভাইরাসের টিকা দিয়ে নিতে হবে। এটা অত্যন্ত জরুরি।বিড়ালের বুক মেঝেতে লাগিয়...
19/01/2023

শীতে বিড়ালের যত্ন 😺😺😺😺😺

বিড়ালছানার বয়স ২ মাস হলেই ভাইরাসের টিকা দিয়ে নিতে হবে। এটা অত্যন্ত জরুরি।

বিড়ালের বুক মেঝেতে লাগিয়ে শুতে দেওয়া যাবে না, এতে শ্বাসনালিতে সংক্রমণের ঝুঁকি বাড়ে।

এখন বিড়ালকে হালকা গরম খাবার দিন, খাবার ঠান্ডা হয়ে গেলে তাতে জীবাণু জন্ম নিতে পারে। খাবার বাসি হয়ে গেলে সেই খাবারে যাতে বিড়াল মুখ না দেয়, সেদিকে লক্ষ রাখুন।

বিড়াল যদি বাইরে যায় তাহলে ফেরার পর কুসুম গরম পানি দিয়ে ভালো করে পা মুছে দিন, যাতে ময়লা বা জীবাণু পায়ে লেগে না থাকে।

কোনো বিড়াল অসুস্থ হয়ে পড়লে তাকে অবশ্যই সুস্থ বিড়াল থেকে আলাদা রাখুন এবং যত দ্রুত সম্ভব প্রাণী চিকিৎসকের শরণাপন্ন হোন।

উষ্ণতা ধরে রাখতে পারে, এমন কাপড়ের বিছানা করে দিন বিড়ালের জন্য।

একটু খেয়াল করবেন, বিড়াল প্রেমি ভাই ও বোনেরা😻😻
18/01/2023

একটু খেয়াল করবেন, বিড়াল প্রেমি ভাই ও বোনেরা😻😻

ঘটনা - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এ এফ রহমান হলের।এই বিড়ালটি কনকনে শীতের মধ্যে তার বাচ্চাদের নিয়ে চবির এ এফ রহমান হলের এক ...
13/01/2023

ঘটনা - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এ এফ রহমান হলের।

এই বিড়ালটি কনকনে শীতের মধ্যে তার বাচ্চাদের নিয়ে চবির এ এফ রহমান হলের এক শিক্ষিত পশুর রুমে আশ্রয় নেয়।

সেদিন রাতে সেই নিকৃ*ষ্ট ছেলেটি ছিলো নেশাগ্রস্ত। বিড়ালটি রুমে এসে তার বাচ্চাদের সাথে খেলা করতে থাকে। আর বিড়ালের এই দৌড়াদৌড়ি করাটা সেই ছেলের সহ্য হচ্ছিলো না, প্রথমে স্ট্যাম্প দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করে।
বিড়ালটি পড়ে কাতরাতে থাকে, এর উপর সেই ছেলে এসে ছুড়ি দিয়ে পেটে কয়েকবার কু*পিয়ে বিড়ালটিকে মে*রে ফেলে।

কথা হচ্ছে, এই ছেলের কাছে কি তার রুমমেটরা নিরাপদ? হলের অন্যান্যরা নিরাপদ?
ক্যাম্পাসে নেশাদ্রব্য কারা ঢোকায়?
কতটা নেশাগ্রস্ত হলে আরেকজনের পালিত একটা প্রাণিকে এত নির্মমভাবে হ*ত্যা করা যায়?

এই ছেলেটার শাস্তির থেকে, চিকিৎসা প্রয়োজন।
ভুল বললাম, শাস্তিও প্রয়োজন।

বিড়াল টা যার ছিলো, সে একই হলের সিনিয়র। এবং উনি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন!

যাইহোক এই সাইকোপ্যাথের বিচার এবং মানসিক চিকিৎসার দরকার।
ওর নাম আব্দুল্লাহ ফারুকী (২০-২১), আই আর ডিপার্টমেন্ট।

সবাই আওয়াজ তুলুন!

নাহয় কাল শেষে পরশু আমাদেরই কোন ভাইকে পেটে ছুরি খেয়ে পরে থাকতে হবে। আর তখন নিজেকে ক্ষমা করতে পারবেন না!

Address


Telephone

+8801723108791

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kushtia pet clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kushtia pet clinic:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share